ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাকেরগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে জন প্রিয়তার শীর্ষে সাইফুল ইসলাম ডাকুয়া। বাকেরগঞ্জে যুবদল সভাপতি টুকুর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে চারটি দোকান ভাংচুর, লুটপাটের অভিযোগ। গাছবাড়ীয়া সাব-রেজিষ্ট্রার অফিসের সমম্বয় সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত- সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ফখরু উদ্দিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনার ফুলতলায় তিন দিনব্যাপী অনুষ্ঠানসূচি। –চোরাইকৃত ১৪টি ইজিবাইক উদ্ধারসহ আটক চোর চক্রের পলাতক তিনজন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; চোরাইকৃত আরো তিনটি ইজিবাইক এবং চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ। চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া … “বনের জমিতে দেড় শতাধিক কারখানা” টাঙ্গাইলে পাহাড়ি টিলা কাটছে মাটিখেকোরা, জীব বৈচিত্র্য হুমকির মুখে “কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ”

মতলব উত্তরে সম্পত্তিগত বিরুধের জেরধরে হামলা চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু

 

 

আমিনুল ইসলাম আল-আমিনঃ সম্পত্তি নিয়ে বিবাদের জের ধরে অমোঃ আনোয়ার হোসেন মাঝি (৫৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে ৷
মতলব উত্তর উপজেলার ফতেপুর পচ্শিম ইউনিয়নের দক্ষিণ গাজীপুর গ্রামের নিহত মো. আনোয়ার হোসেন মাঝি মৃত দিলু মাঝির ছেলে ৷

ওই বৃদ্ধার স্বজনদের অভিযোগ, সম্পত্তিগত বিরোধের জেরধরে দীর্ঘদিন যাবত তাদের প্রতিপক্ষের সাথে বিরোধ চলে আসছিল ৷

নিহত মো. আনোয়ার হোসেন মাঝির ভাই মো. মোক্তার হোসেন মাঝি জানান, গত ১৮ মে মঙ্গলবার দুপুরে আনোয়ার মাঝির ছেলে সজিবকে উদ্দমদী পাম্প হাউজের সামনে সিরাজুল মিজীর বাড়ীর সামনে একা পেয়ে সফিউদ্দিন প্রধানের ছেলে সুমন প্রধান বেধড় মারধর করতে থাকে।এতে একই পরিবারের নারী পুরুষ সহ কমপক্ষে ৭জন আহত হয়ে।

এসময় তার ডাক চিৎকার শোনে আনোয়ার মাঝি ও তার স্ত্রী, সন্তানরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে সুমন ও তার বাবা সফিউদ্দিন, ভাই কামরুল, মাহবুব, চাচাতো ভাই ফরহাদ, সম্রাট, শাহজাহান, আবুল’সহ আরো অনেকে।

পরে এলাকার লোকজন চারিদিক থেকে এগিয়ে এসে রক্তাক্ত জখম অবস্থায় আনোয়ার মাঝিসহ তার স্ত্রী সন্তানদেরকে উদ্ধার করে প্রথমে মতলব স্বাস্থ্য কমপ্লেক্স পরে চাঁদপুর সদর হাসপাতাল নিলে তার অবস্থ্যা আসংখা জনক দেখে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ৷ সেখানে চিকিৎসাধীন থাকাবস্থ্যায় গত ২১ মে দুপুর ৩টায় আনোয়ার হোসেন মাঝি মারা যান ৷

নিহত আনোয়ার হোসেন মাঝির ভাই মুক্তার হোসেন মাঝি বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখ্য করে গত ১৮ মে
সুমন প্রধান (৩৮),মো কামরুল প্রধান ৩২ পিতা মো শফিউদ্দিন সাং দক্ষিণ গাজীপুর,মো ফরহাদ (২৪ ) পিতা- জাকির হোসেন,খাজা আহাম্মেদ (৫০) পিতা জয়নাল আবেদিন,মো মাহবুব (২৫) পিতা শফিউদ্দিন প্রধান,মো শাহজাহান (৩০), মো. আবুল বাশার (৩৫) পিতা-মৃত নবীর হোসেন,মো. জূবরান (২৫) পিতা মারফত আলী,মো. জাকির হোসেন(৪৮) , মো .শফিউদ্দিন (৫৫). পিতা- হাবিবুল্লা প্রধান,মো সম্রাট (২৮) পিতা -শুক্রুর আলী,মো.মারফত আলী (৫২) , পিতা আয়াত আলী,মো. আমির হোসেন (৫০) , মো. বেলায়েত হোসেন (৪০) , পিতা- আবুল হোসেন, মো. আলআমিন প্রাধান (২৮) পিতা- মো. আমির হোসেন, মো.শুক্রুর আলী পিতা- মৃত হাবিব উল্লাহ প্রধান, শেখসাদী প্রধান(৩০) ,পিতা -মো. জহিরুল হক প্রধান এই ১৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দাযের করেছিলেন ৷

আনোয়ার হোসেন মাঝির পরিবার সূত্রে জানা গেছে, প্রতিপক্ষ সুমন প্রধানসহ তাদের পরিবারের সবাই বর্তমানে পলাতক রয়েছে ৷

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, আসামীদের আটকের চেষ্টা চলছে।

Tag :

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে জন প্রিয়তার শীর্ষে সাইফুল ইসলাম ডাকুয়া।

মতলব উত্তরে সম্পত্তিগত বিরুধের জেরধরে হামলা চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু

আপডেট টাইম ১০:৩৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১

 

 

আমিনুল ইসলাম আল-আমিনঃ সম্পত্তি নিয়ে বিবাদের জের ধরে অমোঃ আনোয়ার হোসেন মাঝি (৫৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে ৷
মতলব উত্তর উপজেলার ফতেপুর পচ্শিম ইউনিয়নের দক্ষিণ গাজীপুর গ্রামের নিহত মো. আনোয়ার হোসেন মাঝি মৃত দিলু মাঝির ছেলে ৷

ওই বৃদ্ধার স্বজনদের অভিযোগ, সম্পত্তিগত বিরোধের জেরধরে দীর্ঘদিন যাবত তাদের প্রতিপক্ষের সাথে বিরোধ চলে আসছিল ৷

নিহত মো. আনোয়ার হোসেন মাঝির ভাই মো. মোক্তার হোসেন মাঝি জানান, গত ১৮ মে মঙ্গলবার দুপুরে আনোয়ার মাঝির ছেলে সজিবকে উদ্দমদী পাম্প হাউজের সামনে সিরাজুল মিজীর বাড়ীর সামনে একা পেয়ে সফিউদ্দিন প্রধানের ছেলে সুমন প্রধান বেধড় মারধর করতে থাকে।এতে একই পরিবারের নারী পুরুষ সহ কমপক্ষে ৭জন আহত হয়ে।

এসময় তার ডাক চিৎকার শোনে আনোয়ার মাঝি ও তার স্ত্রী, সন্তানরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে সুমন ও তার বাবা সফিউদ্দিন, ভাই কামরুল, মাহবুব, চাচাতো ভাই ফরহাদ, সম্রাট, শাহজাহান, আবুল’সহ আরো অনেকে।

পরে এলাকার লোকজন চারিদিক থেকে এগিয়ে এসে রক্তাক্ত জখম অবস্থায় আনোয়ার মাঝিসহ তার স্ত্রী সন্তানদেরকে উদ্ধার করে প্রথমে মতলব স্বাস্থ্য কমপ্লেক্স পরে চাঁদপুর সদর হাসপাতাল নিলে তার অবস্থ্যা আসংখা জনক দেখে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ৷ সেখানে চিকিৎসাধীন থাকাবস্থ্যায় গত ২১ মে দুপুর ৩টায় আনোয়ার হোসেন মাঝি মারা যান ৷

নিহত আনোয়ার হোসেন মাঝির ভাই মুক্তার হোসেন মাঝি বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখ্য করে গত ১৮ মে
সুমন প্রধান (৩৮),মো কামরুল প্রধান ৩২ পিতা মো শফিউদ্দিন সাং দক্ষিণ গাজীপুর,মো ফরহাদ (২৪ ) পিতা- জাকির হোসেন,খাজা আহাম্মেদ (৫০) পিতা জয়নাল আবেদিন,মো মাহবুব (২৫) পিতা শফিউদ্দিন প্রধান,মো শাহজাহান (৩০), মো. আবুল বাশার (৩৫) পিতা-মৃত নবীর হোসেন,মো. জূবরান (২৫) পিতা মারফত আলী,মো. জাকির হোসেন(৪৮) , মো .শফিউদ্দিন (৫৫). পিতা- হাবিবুল্লা প্রধান,মো সম্রাট (২৮) পিতা -শুক্রুর আলী,মো.মারফত আলী (৫২) , পিতা আয়াত আলী,মো. আমির হোসেন (৫০) , মো. বেলায়েত হোসেন (৪০) , পিতা- আবুল হোসেন, মো. আলআমিন প্রাধান (২৮) পিতা- মো. আমির হোসেন, মো.শুক্রুর আলী পিতা- মৃত হাবিব উল্লাহ প্রধান, শেখসাদী প্রধান(৩০) ,পিতা -মো. জহিরুল হক প্রধান এই ১৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দাযের করেছিলেন ৷

আনোয়ার হোসেন মাঝির পরিবার সূত্রে জানা গেছে, প্রতিপক্ষ সুমন প্রধানসহ তাদের পরিবারের সবাই বর্তমানে পলাতক রয়েছে ৷

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, আসামীদের আটকের চেষ্টা চলছে।