ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী গোদাগাড়ীর ছয়ঘাটিতে রাতের আঁধারে ২০ বিঘা ফসলী জমির মাটি বিক্রির অভিযোগ হবিগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধুর নাড়ি-ভূড়ি বের হয়ে গেছে –২৪ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে ‘বরগুনা জেলার সদর এলাকায় চাঞ্চল্যকর ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ’ মামলার পলাতক প্রধান আসামি খলিল ও বশির’কে রাজধানীর ডেমরা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ও র‌্যাব-০৮ এর যৌথ আভিযানিক দল। –ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহাগ @ গুটি সোহাগসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। ডেমরার পরে আবারো সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীর কাছে হামলার শিকার হলেন সাংবাদিক কর্মীরা ডিআইজি, খুলনা রেঞ্জ কর্তৃক ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন। সিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের রেকার অপারেটর সোহেলের আত্মকাহিনী দৈনিক মাতৃভূমির খবর ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন ‘””শেখ নিয়াজ মোহাম্মদ”” উপজেলা পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ইন্দুরকানীতে অস্বাস্থ্যকর পরিবেশে ইভিএম ভোট কেন্দ্র চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে চসিক ও সিএমপি

আমি মুক্তিযোদ্ধার সন্তান,আমার রক্তে দুর্নীতি নেই-কুষ্টিয়া জেলা প্রশাসক

এস,এম, ওয়ালিদুজ্জামান শুভ কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ার জেলা প্রশাসক জনাব মোঃ আসলাম হোসেন সাহেব বলেন,আমি মুক্তিযোদ্ধার সন্তান আমার রক্তে কোন দুর্নীতি নেই,আমার বাবা এই দেশে ও জাতির জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন,সেহেতু আমি তার আদর্শে মানুষ হয়েছি,তাই আমি বলবো আমাকে নিয়ে যে সকল বিষয়ে দুর্নীতির কথা উলেখ্য করা হয়েছে,সেগুলি মিথ্যা ছাড়া কিছুই নয়,কেননা আমি মহামারী করোনার মধ্যে এই জেলার গরীব দুখি মানুষের পাশে দাড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছি।

আর আমাকে চাউল বিষয়ে বলা হয়েছে,,শুধু তাই নয় বালু মহল, সেটা আমি সরকারের রাজস্ব আয়ের কথা চিন্তা করে ইজারা দিয়েছি এবং চাকরিতে বানিজ্য সেটা বলছে আসলে কি বলবো আমি গাজিপুরে চাকরি করেছি মানিকগঞ্জে এবং বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে ও চাকরি করেছি কোন জেলাতে আমার চাকরি জীবনে দুর্নীতির ছায়া পর্যন্ত ছুতে পারি নাই কিন্তু কুষ্টিয়া জেলায় এসে আমার গায়ে একটি কালো ধোয়া লেপে দিলেন,তবে যে সকল কথা উল্লেখ করেছেন সেগুলির আসল সত্য জানতে হবে,কেননা আমার স্ত্রীর নামে ফ্লাট কেনার কথা–আসলে কি বলবো আগে জানতে হবে আমি যখন কিনেছি তখন তার মুল্য কত ছিলো,এছাড়া চাকরি নিয়ে বানিজ্য করার স্বপ্ন ও কখনও দেখি নাই যে বা যাহারা চাকরি পেয়েছেন সবাই তার নিজ যোগ্যতার পেয়েছেন,এছাড়া নিয়োগ বোর্ডে আমি একা থাকি না যে আমার মন গড়া নিয়মে চাকরি দিয়ে দিবো,শুধু তাই নয়,যে জেলাতে সংসদ সদস্য জনাব মাহবুব উল আলম হানিফ সাহেবের মতো সৎ ও যোগ্য নেতা বাস করেন সেই জেলাতে আমি নয়,আমার যে কোন কর্মকর্তা দুর্নীতি করলে তিনি কোন রকম ছাড় দিতেন না,কারন তিনি সততার সাথে রাজনীতি করেন।

এছাড়া কুষ্টিয়াতে জেলা প্রশাসক হিসেবে শুধু আমি নয়-আমার আগে বনমালী ভৌমিক সাহেব ও সৈয়দ বেলাল সাহেব -জহির রায়হান সাহেব,কাউকেই এই মিথ্যা বানোয়াটের কবল থেকে মুক্তি দেওয়া হয়নি,সেহেতু আমি নয় খারাপ এই জেলাতে যে ব্যক্তিই জেলা প্রশাসক হিসেবে যোগদান করুক না কেনো বদলির কথা শুনলেই সেই ব্যক্তিই দুর্নীতি করেছে,এমন সংবাদ পরিবেশন করা মনে হয় মুল মন্ত্র হয়ে গেছে কতৃপয় কিছু সাংবাদিকদের, তার পরে ও আমি বলবো আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট লিখেছেন তাতে আমার দুঃখ নেই এবং আপনাদের দোয়া করি আপনারা আগামীতে যেনো আর কোন জেলা প্রশাসকের বিদায় লগ্নে কালিমা নিয়ে বিদায় নিতে না হয় তার জন্য মহান রব্বুল আলামীন-আল্লাহর নিকট প্রার্থনা করবো আগামীতে যেনো সত্য সংবাদ পরিবেশন করতে পারেন এমন ঈমানী ও ধর্মীয় শক্তি দান করেন।

আমি কুষ্টিয়া বাসীর সকলের জন্য দোয়া করি,আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন-আল্লাহ,হাফেজ,

Tag :

জনপ্রিয় সংবাদ

রাজশাহী গোদাগাড়ীর ছয়ঘাটিতে রাতের আঁধারে ২০ বিঘা ফসলী জমির মাটি বিক্রির অভিযোগ

আমি মুক্তিযোদ্ধার সন্তান,আমার রক্তে দুর্নীতি নেই-কুষ্টিয়া জেলা প্রশাসক

আপডেট টাইম ১০:৩৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১

এস,এম, ওয়ালিদুজ্জামান শুভ কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ার জেলা প্রশাসক জনাব মোঃ আসলাম হোসেন সাহেব বলেন,আমি মুক্তিযোদ্ধার সন্তান আমার রক্তে কোন দুর্নীতি নেই,আমার বাবা এই দেশে ও জাতির জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন,সেহেতু আমি তার আদর্শে মানুষ হয়েছি,তাই আমি বলবো আমাকে নিয়ে যে সকল বিষয়ে দুর্নীতির কথা উলেখ্য করা হয়েছে,সেগুলি মিথ্যা ছাড়া কিছুই নয়,কেননা আমি মহামারী করোনার মধ্যে এই জেলার গরীব দুখি মানুষের পাশে দাড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছি।

আর আমাকে চাউল বিষয়ে বলা হয়েছে,,শুধু তাই নয় বালু মহল, সেটা আমি সরকারের রাজস্ব আয়ের কথা চিন্তা করে ইজারা দিয়েছি এবং চাকরিতে বানিজ্য সেটা বলছে আসলে কি বলবো আমি গাজিপুরে চাকরি করেছি মানিকগঞ্জে এবং বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে ও চাকরি করেছি কোন জেলাতে আমার চাকরি জীবনে দুর্নীতির ছায়া পর্যন্ত ছুতে পারি নাই কিন্তু কুষ্টিয়া জেলায় এসে আমার গায়ে একটি কালো ধোয়া লেপে দিলেন,তবে যে সকল কথা উল্লেখ করেছেন সেগুলির আসল সত্য জানতে হবে,কেননা আমার স্ত্রীর নামে ফ্লাট কেনার কথা–আসলে কি বলবো আগে জানতে হবে আমি যখন কিনেছি তখন তার মুল্য কত ছিলো,এছাড়া চাকরি নিয়ে বানিজ্য করার স্বপ্ন ও কখনও দেখি নাই যে বা যাহারা চাকরি পেয়েছেন সবাই তার নিজ যোগ্যতার পেয়েছেন,এছাড়া নিয়োগ বোর্ডে আমি একা থাকি না যে আমার মন গড়া নিয়মে চাকরি দিয়ে দিবো,শুধু তাই নয়,যে জেলাতে সংসদ সদস্য জনাব মাহবুব উল আলম হানিফ সাহেবের মতো সৎ ও যোগ্য নেতা বাস করেন সেই জেলাতে আমি নয়,আমার যে কোন কর্মকর্তা দুর্নীতি করলে তিনি কোন রকম ছাড় দিতেন না,কারন তিনি সততার সাথে রাজনীতি করেন।

এছাড়া কুষ্টিয়াতে জেলা প্রশাসক হিসেবে শুধু আমি নয়-আমার আগে বনমালী ভৌমিক সাহেব ও সৈয়দ বেলাল সাহেব -জহির রায়হান সাহেব,কাউকেই এই মিথ্যা বানোয়াটের কবল থেকে মুক্তি দেওয়া হয়নি,সেহেতু আমি নয় খারাপ এই জেলাতে যে ব্যক্তিই জেলা প্রশাসক হিসেবে যোগদান করুক না কেনো বদলির কথা শুনলেই সেই ব্যক্তিই দুর্নীতি করেছে,এমন সংবাদ পরিবেশন করা মনে হয় মুল মন্ত্র হয়ে গেছে কতৃপয় কিছু সাংবাদিকদের, তার পরে ও আমি বলবো আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট লিখেছেন তাতে আমার দুঃখ নেই এবং আপনাদের দোয়া করি আপনারা আগামীতে যেনো আর কোন জেলা প্রশাসকের বিদায় লগ্নে কালিমা নিয়ে বিদায় নিতে না হয় তার জন্য মহান রব্বুল আলামীন-আল্লাহর নিকট প্রার্থনা করবো আগামীতে যেনো সত্য সংবাদ পরিবেশন করতে পারেন এমন ঈমানী ও ধর্মীয় শক্তি দান করেন।

আমি কুষ্টিয়া বাসীর সকলের জন্য দোয়া করি,আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন-আল্লাহ,হাফেজ,