ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী গোদাগাড়ীর ছয়ঘাটিতে রাতের আঁধারে ২০ বিঘা ফসলী জমির মাটি বিক্রির অভিযোগ হবিগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধুর নাড়ি-ভূড়ি বের হয়ে গেছে –২৪ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে ‘বরগুনা জেলার সদর এলাকায় চাঞ্চল্যকর ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ’ মামলার পলাতক প্রধান আসামি খলিল ও বশির’কে রাজধানীর ডেমরা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ও র‌্যাব-০৮ এর যৌথ আভিযানিক দল। –ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহাগ @ গুটি সোহাগসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। ডেমরার পরে আবারো সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীর কাছে হামলার শিকার হলেন সাংবাদিক কর্মীরা ডিআইজি, খুলনা রেঞ্জ কর্তৃক ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন। সিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের রেকার অপারেটর সোহেলের আত্মকাহিনী দৈনিক মাতৃভূমির খবর ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন ‘””শেখ নিয়াজ মোহাম্মদ”” উপজেলা পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ইন্দুরকানীতে অস্বাস্থ্যকর পরিবেশে ইভিএম ভোট কেন্দ্র চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে চসিক ও সিএমপি

সারেদেশে চলছে এমপিলীগ

রবিবার (১০ মে) মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি চর্চা পরিষদের সভাপতি ও জাতীয় নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক মোঃ ফরহাদ হোসেন ফখরুল এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই মন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ একটি বড় সংগঠন। এ দলে বহুবছর ধরে লক্ষ লক্ষ নেতাকর্মীর অংশগ্রহণ। রাজনীতির মাঠে দলকে টিকিয়ে রাখতে – বেশির ভাগ নেতাকর্মী তাদের সোনালী যৌবনের দিনগুলো ত্যাগ করেছেন দল ও  দলের নেতাকর্মীদের টিকিয়ে রাখতে। অনেক নেতাকর্মী বিরোধী দলের হামলা, মামলা ও হয়রানির শিকারে আজ নিঃস্ব। অনেক নেতা দলকে টিকিয়ে রাখতে হারিয়েছেন তাদের চলার শেষ সম্বল টুকু। আজকের এই দিনে কি পাচ্ছেন তারা। এর দায়ওবা নিবে কারা।
বর্তমানে নব্য, হাইব্রিড ও পুরাতন আ’লীগারাও ছুটছেন স্বার্থ ও অর্থের পিছনে। স্বার্থ ও অর্থ আসে একমাত্র এমপি লীগ করলে। অর্থাৎ এমপির আদেশ ও নির্দেশ যদি কোন নেতা মানে তারাই হবেন ওই স্বার্থ ও অর্থের ভাগিদার। কারন চাবিটাত ওই এমপিদের হাতেই।
বর্তমান সময়ে দেশের বেশিরভাগ সংসদীয় আসন পর্যলোচনা করে দেখা যায়, দুর্দিনের পাশে থাকা নেতা ও মূল দলসহ অঙ্গসংগঠনের অনেক নেতা গুরুত্বপূর্ণ পদে বহাল থাকলেও দলীয় কিংবা জাতীয় প্রোগ্রামের ব্যানারে তাদের ছবিটুকু ঠাই হয়না। ঠাই হয় শুধু এমপিদের ও তাদের আশীরবাদপুষ্ট নেতাদের ছবি। তারা সমান্য সম্মানটুকুও পায়না দলের তৃণমূল কিংবা নব্য ও হাইব্রিড নেতাদের নিকট থেকে।  অনেক নেতা এমপি মাইন্ড করবেন বলেও দলের  গুরুত্বপূর্ণ নেতাদের নিকট থেকে নিজেদের দুরত্ব বজায় রাখেন। কারন স্বার্থে যে আঘাত লাগবে। অথচ যাদের আজ অবহেলা করলেন তাদের ত্যাগের ও মাঠে ঝরানো রক্তের বিনিময়ের হয়ত আজ প্রতিষ্ঠিত কিংবা সরকার পরিচালনা করছে এই দলটি।
আজকে এই মহামারী করোনাতেও দেখতে পাই, ওমুক এমপির তমুক এমপির নির্দেশে ও অনুপ্রেরণায় আ’লীগ/যুবলীগ/স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের দলের আংশিক নেতাকর্মীরা ত্রাণ বিতরন ও অন্যান্য কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বলে বিভিন্ন মিডিয়াতে প্রচার করছেন। একটুও কি সিনিয়র ও ত্যাগী নেতাকর্মীদের নাম ও ছবি আপনাদের প্রাচারে ঠাই পায় না। আপনাদের বিবেককে প্রশ্ন করুন।
এভাবে নৈতিকহীন ও নিজ স্বার্থ হাসিল করতেই কি আপনাদের মত কিছু নেতারা এই গুরুত্বপূর্ণ ও প্রাচীন দল আ’লীগে নিজেদেরকে ঠাই করে নিয়েছেন। আপনাদের বিবেক ও চরিত্রের দিকে একটুও কি নজর দিয়েছেন।
 এমপি লীগ থেকে দলকে বাচাতে হলে – দলের হাইকমান্ডে যারা নমিনেশন দেন তাদেরকেও বিবেকবান হতে হবে। তানাহলে দল থেকে মূলধারার আ’লীগাররা হতাশ ও নিরাশ হয়ে নিশ্চুপে একদিন দল থেকে হারিয়ে যেতে পারে। হয়তবা দলের দুর্দিনে দলকে এর চরম মূল্য দেওয়া লাগতে পারে।
Tag :

জনপ্রিয় সংবাদ

রাজশাহী গোদাগাড়ীর ছয়ঘাটিতে রাতের আঁধারে ২০ বিঘা ফসলী জমির মাটি বিক্রির অভিযোগ

সারেদেশে চলছে এমপিলীগ

আপডেট টাইম ১১:৪৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
রবিবার (১০ মে) মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি চর্চা পরিষদের সভাপতি ও জাতীয় নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক মোঃ ফরহাদ হোসেন ফখরুল এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই মন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ একটি বড় সংগঠন। এ দলে বহুবছর ধরে লক্ষ লক্ষ নেতাকর্মীর অংশগ্রহণ। রাজনীতির মাঠে দলকে টিকিয়ে রাখতে – বেশির ভাগ নেতাকর্মী তাদের সোনালী যৌবনের দিনগুলো ত্যাগ করেছেন দল ও  দলের নেতাকর্মীদের টিকিয়ে রাখতে। অনেক নেতাকর্মী বিরোধী দলের হামলা, মামলা ও হয়রানির শিকারে আজ নিঃস্ব। অনেক নেতা দলকে টিকিয়ে রাখতে হারিয়েছেন তাদের চলার শেষ সম্বল টুকু। আজকের এই দিনে কি পাচ্ছেন তারা। এর দায়ওবা নিবে কারা।
বর্তমানে নব্য, হাইব্রিড ও পুরাতন আ’লীগারাও ছুটছেন স্বার্থ ও অর্থের পিছনে। স্বার্থ ও অর্থ আসে একমাত্র এমপি লীগ করলে। অর্থাৎ এমপির আদেশ ও নির্দেশ যদি কোন নেতা মানে তারাই হবেন ওই স্বার্থ ও অর্থের ভাগিদার। কারন চাবিটাত ওই এমপিদের হাতেই।
বর্তমান সময়ে দেশের বেশিরভাগ সংসদীয় আসন পর্যলোচনা করে দেখা যায়, দুর্দিনের পাশে থাকা নেতা ও মূল দলসহ অঙ্গসংগঠনের অনেক নেতা গুরুত্বপূর্ণ পদে বহাল থাকলেও দলীয় কিংবা জাতীয় প্রোগ্রামের ব্যানারে তাদের ছবিটুকু ঠাই হয়না। ঠাই হয় শুধু এমপিদের ও তাদের আশীরবাদপুষ্ট নেতাদের ছবি। তারা সমান্য সম্মানটুকুও পায়না দলের তৃণমূল কিংবা নব্য ও হাইব্রিড নেতাদের নিকট থেকে।  অনেক নেতা এমপি মাইন্ড করবেন বলেও দলের  গুরুত্বপূর্ণ নেতাদের নিকট থেকে নিজেদের দুরত্ব বজায় রাখেন। কারন স্বার্থে যে আঘাত লাগবে। অথচ যাদের আজ অবহেলা করলেন তাদের ত্যাগের ও মাঠে ঝরানো রক্তের বিনিময়ের হয়ত আজ প্রতিষ্ঠিত কিংবা সরকার পরিচালনা করছে এই দলটি।
আজকে এই মহামারী করোনাতেও দেখতে পাই, ওমুক এমপির তমুক এমপির নির্দেশে ও অনুপ্রেরণায় আ’লীগ/যুবলীগ/স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের দলের আংশিক নেতাকর্মীরা ত্রাণ বিতরন ও অন্যান্য কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বলে বিভিন্ন মিডিয়াতে প্রচার করছেন। একটুও কি সিনিয়র ও ত্যাগী নেতাকর্মীদের নাম ও ছবি আপনাদের প্রাচারে ঠাই পায় না। আপনাদের বিবেককে প্রশ্ন করুন।
এভাবে নৈতিকহীন ও নিজ স্বার্থ হাসিল করতেই কি আপনাদের মত কিছু নেতারা এই গুরুত্বপূর্ণ ও প্রাচীন দল আ’লীগে নিজেদেরকে ঠাই করে নিয়েছেন। আপনাদের বিবেক ও চরিত্রের দিকে একটুও কি নজর দিয়েছেন।
 এমপি লীগ থেকে দলকে বাচাতে হলে – দলের হাইকমান্ডে যারা নমিনেশন দেন তাদেরকেও বিবেকবান হতে হবে। তানাহলে দল থেকে মূলধারার আ’লীগাররা হতাশ ও নিরাশ হয়ে নিশ্চুপে একদিন দল থেকে হারিয়ে যেতে পারে। হয়তবা দলের দুর্দিনে দলকে এর চরম মূল্য দেওয়া লাগতে পারে।