ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী গোদাগাড়ীর ছয়ঘাটিতে রাতের আঁধারে ২০ বিঘা ফসলী জমির মাটি বিক্রির অভিযোগ হবিগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধুর নাড়ি-ভূড়ি বের হয়ে গেছে –২৪ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে ‘বরগুনা জেলার সদর এলাকায় চাঞ্চল্যকর ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ’ মামলার পলাতক প্রধান আসামি খলিল ও বশির’কে রাজধানীর ডেমরা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ও র‌্যাব-০৮ এর যৌথ আভিযানিক দল। –ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহাগ @ গুটি সোহাগসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। ডেমরার পরে আবারো সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীর কাছে হামলার শিকার হলেন সাংবাদিক কর্মীরা ডিআইজি, খুলনা রেঞ্জ কর্তৃক ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন। সিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের রেকার অপারেটর সোহেলের আত্মকাহিনী দৈনিক মাতৃভূমির খবর ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন ‘””শেখ নিয়াজ মোহাম্মদ”” উপজেলা পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ইন্দুরকানীতে অস্বাস্থ্যকর পরিবেশে ইভিএম ভোট কেন্দ্র চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে চসিক ও সিএমপি

ক্ষমা চে‌য়ে আবেদন করলে সরকার বিবেচনা করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাতৃভূমির খবর ডেস্কঃ  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ব‌লে‌ছেন, বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া য‌দি তার কৃতক‌র্মের জন্য ক্ষমা চে‌য়ে আ‌বেদন ক‌রেন, তাহ‌লে সরকার তার প্যা‌রো‌লে মু‌ক্তির বিষয়‌টি বি‌বেচনা ক‌রে দেখ‌বে। গতকাল র‌োববার দুপুরে কি‌শোরগ‌ঞ্জের তাড়াই‌লে তিন দিনব্যাপী ইসলা‌মি ইজ‌তেমায় সাংবা‌দিক‌দের এক প্র‌শ্নের জবা‌বে তি‌নি এ মন্তব্য ক‌রেন।

আরো পড়ুন: করোনায় চীনের অর্থনৈতিক ক্ষতি ৪২০ বিলিয়ন ডলার

এ সময় তি‌নি ব‌লেন, সর্বোচ্চ গুরুত্ব দি‌য়ে কারাব‌ন্দি খা‌লেদার চি‌কিৎসা ‌সেবা নি‌শ্চিত কর‌ছে সরকার। তার প‌রিবার কিংবা দ‌লের পক্ষ থে‌কে প্যা‌রোলে মু‌ক্তি চে‌য়ে কো‌নো আ‌বেদন করা হয়‌নি। আ‌বেদন পে‌লে সরকার সব‌দিক বি‌বেচনা ক‌রে সিদ্ধান্ত নে‌বে।

এ ইজ‌তেমায় হাজার হাজার মু‌সি‌ল্লি অংশ নেয়। ইজ‌তেমায় প্রধান অ‌তি‌থির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী জ‌ঙ্গিবাদ, মাদক ও দুর্নী‌তি বি‌রোধী চলমান আ‌ন্দোলন‌কে সফল কর‌তে সবার সহ‌যো‌গিতা চান। তি‌নি ব‌লেন, বাংলা‌দেশ অসম্প্রদায়িক দেশ। কিন্তু কো‌নো ধর্ম‌কে কেউ কটাক্ষ কর‌লে তা মে‌নে নেবে না সরাকার।

তাড়াইল উপ‌জেলার ইছাপশর-‌বেলংকা গ্রা‌মে তিন দিনব্যাপী ইসলা‌হি ইজ‌তেমার শেষ দি‌নে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে সেখা‌নে যোগ দেন। তি‌নি বেলা ১২টায় হে‌লিকপ্টারযো‌গে ইজ‌তেমা এলাকায় অবতরণ ক‌রেন। ইজ‌তেমায় সভাপ‌তিত্ব ক‌রেন মাওলানা ফ‌রিদ উ‌দ্দিন মাসউদ।

সবশে‌ষে দেশ, জা‌তি ও মুস‌লিম উম্মাহর শা‌ন্তি ও সমৃ‌দ্ধি কামনা ক‌রে মোনাজাত প‌রিচালনা ক‌রেন ঐ‌তিহা‌সিক শোলা‌কিয়া ঈদগা‌হর ইমাম মাওলানা ফ‌রিদ উ‌দ্দিন মাসউদ।

এ সময় ময়মনসিংহের নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন, কি‌শোরগ‌ঞ্জের জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পু‌লিশ সুপার মাশরুকুর রহমান খা‌লেদ, জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান জিল্লুর রহমান ও স্থানীয় রাজ‌নৈ‌তিক নেতা ও গণ্যমান্য লোকজন উপ‌স্থিত ছি‌লেন।

Tag :

জনপ্রিয় সংবাদ

রাজশাহী গোদাগাড়ীর ছয়ঘাটিতে রাতের আঁধারে ২০ বিঘা ফসলী জমির মাটি বিক্রির অভিযোগ

ক্ষমা চে‌য়ে আবেদন করলে সরকার বিবেচনা করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম ১০:৩০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০

মাতৃভূমির খবর ডেস্কঃ  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ব‌লে‌ছেন, বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া য‌দি তার কৃতক‌র্মের জন্য ক্ষমা চে‌য়ে আ‌বেদন ক‌রেন, তাহ‌লে সরকার তার প্যা‌রো‌লে মু‌ক্তির বিষয়‌টি বি‌বেচনা ক‌রে দেখ‌বে। গতকাল র‌োববার দুপুরে কি‌শোরগ‌ঞ্জের তাড়াই‌লে তিন দিনব্যাপী ইসলা‌মি ইজ‌তেমায় সাংবা‌দিক‌দের এক প্র‌শ্নের জবা‌বে তি‌নি এ মন্তব্য ক‌রেন।

আরো পড়ুন: করোনায় চীনের অর্থনৈতিক ক্ষতি ৪২০ বিলিয়ন ডলার

এ সময় তি‌নি ব‌লেন, সর্বোচ্চ গুরুত্ব দি‌য়ে কারাব‌ন্দি খা‌লেদার চি‌কিৎসা ‌সেবা নি‌শ্চিত কর‌ছে সরকার। তার প‌রিবার কিংবা দ‌লের পক্ষ থে‌কে প্যা‌রোলে মু‌ক্তি চে‌য়ে কো‌নো আ‌বেদন করা হয়‌নি। আ‌বেদন পে‌লে সরকার সব‌দিক বি‌বেচনা ক‌রে সিদ্ধান্ত নে‌বে।

এ ইজ‌তেমায় হাজার হাজার মু‌সি‌ল্লি অংশ নেয়। ইজ‌তেমায় প্রধান অ‌তি‌থির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী জ‌ঙ্গিবাদ, মাদক ও দুর্নী‌তি বি‌রোধী চলমান আ‌ন্দোলন‌কে সফল কর‌তে সবার সহ‌যো‌গিতা চান। তি‌নি ব‌লেন, বাংলা‌দেশ অসম্প্রদায়িক দেশ। কিন্তু কো‌নো ধর্ম‌কে কেউ কটাক্ষ কর‌লে তা মে‌নে নেবে না সরাকার।

তাড়াইল উপ‌জেলার ইছাপশর-‌বেলংকা গ্রা‌মে তিন দিনব্যাপী ইসলা‌হি ইজ‌তেমার শেষ দি‌নে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে সেখা‌নে যোগ দেন। তি‌নি বেলা ১২টায় হে‌লিকপ্টারযো‌গে ইজ‌তেমা এলাকায় অবতরণ ক‌রেন। ইজ‌তেমায় সভাপ‌তিত্ব ক‌রেন মাওলানা ফ‌রিদ উ‌দ্দিন মাসউদ।

সবশে‌ষে দেশ, জা‌তি ও মুস‌লিম উম্মাহর শা‌ন্তি ও সমৃ‌দ্ধি কামনা ক‌রে মোনাজাত প‌রিচালনা ক‌রেন ঐ‌তিহা‌সিক শোলা‌কিয়া ঈদগা‌হর ইমাম মাওলানা ফ‌রিদ উ‌দ্দিন মাসউদ।

এ সময় ময়মনসিংহের নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন, কি‌শোরগ‌ঞ্জের জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পু‌লিশ সুপার মাশরুকুর রহমান খা‌লেদ, জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান জিল্লুর রহমান ও স্থানীয় রাজ‌নৈ‌তিক নেতা ও গণ্যমান্য লোকজন উপ‌স্থিত ছি‌লেন।