ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে বাস শ্রমিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় বাস টার্মিনাল অবরোধ করে শ্রমিকেরা। গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় খাদে প্রাইভেটকার, নিহত ৩ সিলেটে আগাম বন্যার আশঙ্কায়!! হাওরজুড়ে কৃষকের ব্যস্ততা শিশুদের মনোবিকাশে প্রয়োজন সংস্কৃতি চর্চা: মেয়র রেজাউল উপজেলা পরিষদ নির্বাচন হাতীবান্ধায় নির্বাচনী সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী সহ আহত ১০ ভূয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়ার, প্রতারক চক্রের এক সদস্য গ্রেপ্তার প্রথম দিনেই রোগী দেখে সবার মন জয় করেলেন ডাক্তার মোঃ হুমায়ুন রশিদ শাকিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বগুড়া জেলা আরজেএফ’র সুপেয় পানি স্যালাইন ও বিস্কুট বিতরণ দুমকীতে খাল সংস্কার প্রকল্পে অনিয়মসহ শত শতগাছ উপড়ে ফেলার অভিযোগ। বাকেরগঞ্জ বাসীর উন্নয়নমুলক সকল প্রত্যাশা পুরনে কাজ করব। ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ রাজীব আহমেদ তালুকদার।

পোশাকে উৎসবের আমেজ

ঐতিহ্যবাহী শাড়ি না স্কার্ট, সালোয়ার-কামিজ না ক্রপ টপ প্যান্ট, পূজার পোশাকটা কী হবে, তা নিয়ে এখন তো জল্পনা-কল্পনা চলছেই। বাজারে এরই মধ্যে লেগে গেছে পূজার কেনাকাটার ধুম। পূজায় শুধু যে দেশীয় ঘরানার পোশাকই পরতে হবে, সেই ধারা ভেঙেছে অনেক আগেই। গত কয়েক বছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজার ফ্যাশনে দেখা গেল ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে আছে ভিন্নধর্মী কাটছাঁটের নানা পোশাক। শাড়ি, সালোয়ার-কামিজের পাশাপাশি দেশীয় কাপড়ে তৈরি এসব পোশাক এবার পূজার বাজার মাতাবে—এমনটাই জানালেন ডিজাইনাররা।

লাল ও হলুদ রঙের কামিজে জমকালো  নকশা এনেছে পূজার আমেজ। পোশাক: হুমায়রা খানলাল ও হলুদ রঙের কামিজে জমকালো নকশা এনেছে পূজার আমেজ। পোশাক: হুমায়রা খানসালোয়ার-কামিজে এই বছর কাট তো থাকবেই, পাশাপাশি ফিউশনধর্মী কামিজও চলবে বেশ। এখানে আন্তর্জাতিক ফ্যাশন ধারার একটা প্রভাব দেখা যাবে। যেমন হুমায়রা খানের নকশায় করা লাল কামিজে জরির জারদৌসি কাজে আনা হয়েছে ঐতিহ্যের আমেজ। তেমনি বোট নেক আর হাতা কাটা হলুদ কামিজে থাকছে পাশ্চাত্য ঘরানার ছোঁয়া।

দশমীর দিন শাড়িই থাকুক। শাড়ি: বিবিয়ানা ও টাঙ্গাইল শাড়ি কুটিরদশমীর দিন শাড়িই থাকুক। শাড়ি: বিবিয়ানা ও টাঙ্গাইল শাড়ি কুটিরগতানুগতিক কাটছাঁটের বাইরে একটু অন্যরকম কাটের পোশাক নজর কাড়ছে পূজায়। আনোখির পূজার পোশাকের সংগ্রহে তেমনই দেখা গেল। রং, নকশা আর পোশাকের কাটছাঁটে নতুনের ছোঁয়া এনেছেন আনোখির স্বত্বাধিকারী হুমায়রা খান। পাশ্চাত্য ঘরানার পোশাক জাম্পস্যুট, রঙে থাকছে রয়্যাল ব্লুর প্রাধান্য। তবে মোটিফ হিসেবে এসেছে আলপনা। পূজার প্যান্ডেলে আঁকা নকশার ব্যবহার জাম্পসুটের মতো পোশাকে এনেছে পূজার আমেজ। ক্রেপ লিনেনের লম্বা টিউনিকেও জংলি ফুল আর আলপনা ব্যবহার করা হয়েছে।

জাম্পস্যুট কিংবা টিউনিকে উৎসবের আবহের সঙ্গে আরামও পাবেন । পোশাক: অনিকিনি ও শাপলা শালিক, স্থান: শ্রী শ্রী বিহারী লাল জিউ মন্দির, সূত্রাপুর, ঢাকাজাম্পস্যুট কিংবা টিউনিকে উৎসবের আবহের সঙ্গে আরামও পাবেন । পোশাক: অনিকিনি ও শাপলা শালিক, স্থান: শ্রী শ্রী বিহারী লাল জিউ মন্দির, সূত্রাপুর, ঢাকাপূজার পোশাকে সাদা রঙের আবেদন অন্য রকম। হালকা সাদা মসলিনের পাড়ে জরির চুমকি কাজ শাড়িতে এনেছে উৎসবের আমেজ। টাঙ্গাইল শাড়ি কুটিরের স্বত্বাধিকারী মুনিরা ইমদাদ বলছিলেন, সাদার বিভিন্ন ধরন, যেমন হালকা সাদা, ক্রিম—এই রংগুলো এখন চলছে বেশি। শাড়ির জমিনজুড়ে জমকালো কাজ এখন বেশি দেখা যায় না। এর পরিবর্তে মসলিন শাড়ির আঁচল আর পাড়ে জারদৌসি বা এমব্রয়ডারির কাজ ক্রেতাদের বেশি পছন্দ।

উৎসবের পোশাকে ফুলেল নকশার প্রাধান্য। পোশাক: ক্লাব হাউসউৎসবের পোশাকে ফুলেল নকশার প্রাধান্য। পোশাক: ক্লাব হাউসহালকা কমলা রঙের সুতি শাড়ির পাড়ে অ্যাপ্লিকের কাজ। উৎসবের আমেজ আনতে চুমকির কাজ করা হয়েছে। বিপরীত রঙের ব্লাউজের সঙ্গে পূজার যেকোনো দিন যেকোনো বেলায় মানিয়ে যাবে এই শাড়ি।

উৎসবের পোশাকে ফুলেল নকশার প্রাধান্য। পোশাক: ক্লাব হাউসউৎসবের পোশাকে ফুলেল নকশার প্রাধান্য। পোশাক: ক্লাব হাউসপূজায় সিল্কের শাড়ির চাহিদা একটু বেশিই থাকে বলে জানালেন মুনিরা ইমদাদ। পূজা উপলক্ষে এই বিশেষ নকশার শাড়ি এনেছে টাঙ্গাইল শাড়ি কুটির। টাঙ্গাইল সিল্কের পুরো জমিনে থাকছে হালকা নকশিকাঁথার বুনন।

রুপার গয়নায় সাজতে পারেন অষ্টমীর দিন বা অন্য যেকোনো দিন। পোশাক: ক্লাব হাউসরুপার গয়নায় সাজতে পারেন অষ্টমীর দিন বা অন্য যেকোনো দিন। পোশাক: ক্লাব হাউসপূজায় যেহেতু সারা দিন ঘুরে বেড়ানো হয়, তাই হালকা নকশার শাড়ির প্রতিই ক্রেতাদের ঝোঁকটা বেশি থাকে বলে জানালেন বিবিয়ানার স্বত্বাধিকারী ডিজাইনার লিপি খন্দকার। এবারের পূজায় শাড়ির নকশায় ব্লকের চাহিদা থাকবে বেশি। ব্লকের শাড়ির নকশায়ও এবার দেখা গেল নতুনত্ব। শাড়ির আঁচল আর পাড়ে ফুলের বা জ্যামিতিক মোটিফের ব্যবহার এবার বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে বাস শ্রমিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় বাস টার্মিনাল অবরোধ করে শ্রমিকেরা।

পোশাকে উৎসবের আমেজ

আপডেট টাইম ০৬:০০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮

ঐতিহ্যবাহী শাড়ি না স্কার্ট, সালোয়ার-কামিজ না ক্রপ টপ প্যান্ট, পূজার পোশাকটা কী হবে, তা নিয়ে এখন তো জল্পনা-কল্পনা চলছেই। বাজারে এরই মধ্যে লেগে গেছে পূজার কেনাকাটার ধুম। পূজায় শুধু যে দেশীয় ঘরানার পোশাকই পরতে হবে, সেই ধারা ভেঙেছে অনেক আগেই। গত কয়েক বছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজার ফ্যাশনে দেখা গেল ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে আছে ভিন্নধর্মী কাটছাঁটের নানা পোশাক। শাড়ি, সালোয়ার-কামিজের পাশাপাশি দেশীয় কাপড়ে তৈরি এসব পোশাক এবার পূজার বাজার মাতাবে—এমনটাই জানালেন ডিজাইনাররা।

লাল ও হলুদ রঙের কামিজে জমকালো  নকশা এনেছে পূজার আমেজ। পোশাক: হুমায়রা খানলাল ও হলুদ রঙের কামিজে জমকালো নকশা এনেছে পূজার আমেজ। পোশাক: হুমায়রা খানসালোয়ার-কামিজে এই বছর কাট তো থাকবেই, পাশাপাশি ফিউশনধর্মী কামিজও চলবে বেশ। এখানে আন্তর্জাতিক ফ্যাশন ধারার একটা প্রভাব দেখা যাবে। যেমন হুমায়রা খানের নকশায় করা লাল কামিজে জরির জারদৌসি কাজে আনা হয়েছে ঐতিহ্যের আমেজ। তেমনি বোট নেক আর হাতা কাটা হলুদ কামিজে থাকছে পাশ্চাত্য ঘরানার ছোঁয়া।

দশমীর দিন শাড়িই থাকুক। শাড়ি: বিবিয়ানা ও টাঙ্গাইল শাড়ি কুটিরদশমীর দিন শাড়িই থাকুক। শাড়ি: বিবিয়ানা ও টাঙ্গাইল শাড়ি কুটিরগতানুগতিক কাটছাঁটের বাইরে একটু অন্যরকম কাটের পোশাক নজর কাড়ছে পূজায়। আনোখির পূজার পোশাকের সংগ্রহে তেমনই দেখা গেল। রং, নকশা আর পোশাকের কাটছাঁটে নতুনের ছোঁয়া এনেছেন আনোখির স্বত্বাধিকারী হুমায়রা খান। পাশ্চাত্য ঘরানার পোশাক জাম্পস্যুট, রঙে থাকছে রয়্যাল ব্লুর প্রাধান্য। তবে মোটিফ হিসেবে এসেছে আলপনা। পূজার প্যান্ডেলে আঁকা নকশার ব্যবহার জাম্পসুটের মতো পোশাকে এনেছে পূজার আমেজ। ক্রেপ লিনেনের লম্বা টিউনিকেও জংলি ফুল আর আলপনা ব্যবহার করা হয়েছে।

জাম্পস্যুট কিংবা টিউনিকে উৎসবের আবহের সঙ্গে আরামও পাবেন । পোশাক: অনিকিনি ও শাপলা শালিক, স্থান: শ্রী শ্রী বিহারী লাল জিউ মন্দির, সূত্রাপুর, ঢাকাজাম্পস্যুট কিংবা টিউনিকে উৎসবের আবহের সঙ্গে আরামও পাবেন । পোশাক: অনিকিনি ও শাপলা শালিক, স্থান: শ্রী শ্রী বিহারী লাল জিউ মন্দির, সূত্রাপুর, ঢাকাপূজার পোশাকে সাদা রঙের আবেদন অন্য রকম। হালকা সাদা মসলিনের পাড়ে জরির চুমকি কাজ শাড়িতে এনেছে উৎসবের আমেজ। টাঙ্গাইল শাড়ি কুটিরের স্বত্বাধিকারী মুনিরা ইমদাদ বলছিলেন, সাদার বিভিন্ন ধরন, যেমন হালকা সাদা, ক্রিম—এই রংগুলো এখন চলছে বেশি। শাড়ির জমিনজুড়ে জমকালো কাজ এখন বেশি দেখা যায় না। এর পরিবর্তে মসলিন শাড়ির আঁচল আর পাড়ে জারদৌসি বা এমব্রয়ডারির কাজ ক্রেতাদের বেশি পছন্দ।

উৎসবের পোশাকে ফুলেল নকশার প্রাধান্য। পোশাক: ক্লাব হাউসউৎসবের পোশাকে ফুলেল নকশার প্রাধান্য। পোশাক: ক্লাব হাউসহালকা কমলা রঙের সুতি শাড়ির পাড়ে অ্যাপ্লিকের কাজ। উৎসবের আমেজ আনতে চুমকির কাজ করা হয়েছে। বিপরীত রঙের ব্লাউজের সঙ্গে পূজার যেকোনো দিন যেকোনো বেলায় মানিয়ে যাবে এই শাড়ি।

উৎসবের পোশাকে ফুলেল নকশার প্রাধান্য। পোশাক: ক্লাব হাউসউৎসবের পোশাকে ফুলেল নকশার প্রাধান্য। পোশাক: ক্লাব হাউসপূজায় সিল্কের শাড়ির চাহিদা একটু বেশিই থাকে বলে জানালেন মুনিরা ইমদাদ। পূজা উপলক্ষে এই বিশেষ নকশার শাড়ি এনেছে টাঙ্গাইল শাড়ি কুটির। টাঙ্গাইল সিল্কের পুরো জমিনে থাকছে হালকা নকশিকাঁথার বুনন।

রুপার গয়নায় সাজতে পারেন অষ্টমীর দিন বা অন্য যেকোনো দিন। পোশাক: ক্লাব হাউসরুপার গয়নায় সাজতে পারেন অষ্টমীর দিন বা অন্য যেকোনো দিন। পোশাক: ক্লাব হাউসপূজায় যেহেতু সারা দিন ঘুরে বেড়ানো হয়, তাই হালকা নকশার শাড়ির প্রতিই ক্রেতাদের ঝোঁকটা বেশি থাকে বলে জানালেন বিবিয়ানার স্বত্বাধিকারী ডিজাইনার লিপি খন্দকার। এবারের পূজায় শাড়ির নকশায় ব্লকের চাহিদা থাকবে বেশি। ব্লকের শাড়ির নকশায়ও এবার দেখা গেল নতুনত্ব। শাড়ির আঁচল আর পাড়ে ফুলের বা জ্যামিতিক মোটিফের ব্যবহার এবার বেশ জনপ্রিয় হয়ে উঠছে।