ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৪জনের কারাদণ্ড গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মতলব উত্তরে জাতীয় উৎপাদনশীলতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত পরিত্যক্ত ভূমি পেলে সৌন্দর্যবর্ধনে অর্থায়ন করবে চসিক: মেয়র রেজাউল টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ১০টন পলিথিন জব্দ দেশের মানুষ আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়: মির্জা আজম “যেখানে দক্ষিণ এশিয়ায় প্রথম বসুন্ধরা কিংস” ইকরামুজ্জমান: “যেখানে দক্ষিণ এশিয়ায় প্রথম বসুন্ধরা কিংস” ইকরামুজ্জমান: লোহাগাড়া সমিতি চট্টগ্রাম’র নবগঠিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে বিশ্ব বসতি দিবস পালিত

রান্নার সমস্যা সমাধানে…

রান্নাঘর। অন্য ঘরের বিশ্রাম নেওয়ার সুযোগ থাকলেও এই ঘরটির আরাম মেলে রাত শেষে। অগণিত কাজ পাকা রাঁধুনিরা করে ফেলেন সহজেই। অবশ্য রান্নাঘরে যাঁরা নবীন তাঁরা যেকোনো সমস্যাকেই ঝামেলা বলে মনে করেন। ছোটখাটো কিছু কৌশল জানা থাকলে রান্না করতে যেমন সুবিধা হয়, সেই সঙ্গে সময়ও লাগে কম। সে রকমই কিছু কৌশল জানালেন রান্নাবিদ নাহিদ ওসমান।

■ রান্নার সময় সবজির গন্ধ দূর করতে সামান্য পাতিলেবুর রস বা চিনি মিশিয়ে দিন।

■ বেগুন ভাজা বা রান্নার আগে কিছুক্ষণ লবণ মাখিয়ে রেখে ধুয়ে নিন। তেল অনেক কম লাগবে।

■ ডিম সেদ্ধ করতে পানিতে সামান্য লবণ দিন। ডিম খেতে সুস্বাদু হবে। গরম অবস্থায় ডিমের খোসা ছাড়াবেন না, ঠান্ডা করে খোসা ছাড়ান। এতে খোসায় লেগে ডিম নষ্ট হবে না।

■ অনেক সময় পোলাও রান্না করলে দেখা যায় বেশি নরম হয়ে গেছে। পরিষ্কার শুকনো তোয়ালে বিছিয়ে তার ওপরে পোলাও ঢেলে কিছুক্ষণ অপেক্ষা করুন। একটু পরে ঝরঝরে হয়ে যাবে।

■ রান্না করা ডিম পড়ে আছে, খাওয়া হয়নি। ডিমটি ধুয়ে গরম পানিতে ২ মিনিট ডুবিয়ে রাখুন। তুলে নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ, সরিষার তেল কচলে বানিয়ে নিন ডিমভর্তা।

■ স্যান্ডউইচ বানিয়ে রেখে দিলে সেগুলো শুকিয়ে কাঠের মতো শক্ত হয়ে যায়। স্যান্ডউইচ বানানোর পর তুলি দিয়ে সামান্য দুধ পাউরুটির ওপর বুলিয়ে দিন। আট ঘণ্টা ভালো থাকবে।

■ পোড়া ভাব দূর করতে টমেটো সস জাদুর মতো কাজ করে। এমনকি পোড়া ভাজিকে ঠিক করতেও। যেকোনো ঝাল খাবারে স্বাদ অনুযায়ী টমেটো সস যোগ করে দিন। ঝাল কমে যাবে অনেকাংশে।

■ বাসি ভাত দিয়ে ভাজা ভাত বা ফ্রায়েড রাইস করার সময় সরিষা বা কালোজিরা ফোঁড়ন দিয়ে আনা যায় বাড়তি স্বাদ। আবার কাঁচা আম বা তেঁতুলের সময়ে আগের রাতের ভাত দিয়ে খিচুড়িও রান্না করা যায়।

■ ভাত একটু নরম হয়ে গেলে অথবা বাসি ভাতের সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য মুরগির মাংস দিয়ে মজাদার রাইস বল বা রাইস কাটলেট বানানো সম্ভব।

■ যেকোনো সবজিতে পোকা থাকলে তা দেরিতে সেদ্ধ হয়। বিশেষ করে বেগুন। তাই রান্নার আগে সবজি দেখে নিন ভালোভাবে। শাক বা সবজি যতটুকু সম্ভব কম আঁচে রান্না করুন, সেদ্ধ ভালো হবে। পুষ্টিমানও বজায় থাকবে।

■ রান্না করতে এক কেজি খাবারে সাধারণত এক চা-চামচ লবণ প্রয়োজন হয়। তারপরও কোনো খাবারে লবণ বেশি হয়ে গেলে লেবুর রস, তেঁতুল বা টমেটো দিয়ে দিলে লবণাক্ত ভাব অনেকটা কমে যায়। রান্নায় হলুদ বেশি পড়ে গেলে ধনেপাতা, আলু বা ঘি দিলে গন্ধ দূর হয়।

■ কাঁচা সবজি ফ্রিজে বেশি দিন রাখা ঠিক না। সবজি কেটে ফুটন্ত পানিতে দিয়ে চুলায় চাপিয়ে দিন। এক বলক এলে নামিয়ে সঙ্গে সঙ্গে বরফ ঠান্ডা পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তারপর বায়ুরোধী প্যাকেটে বা বাক্সে করে ডিপে রেখে দিন।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৪জনের কারাদণ্ড

রান্নার সমস্যা সমাধানে…

আপডেট টাইম ০৫:১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮

রান্নাঘর। অন্য ঘরের বিশ্রাম নেওয়ার সুযোগ থাকলেও এই ঘরটির আরাম মেলে রাত শেষে। অগণিত কাজ পাকা রাঁধুনিরা করে ফেলেন সহজেই। অবশ্য রান্নাঘরে যাঁরা নবীন তাঁরা যেকোনো সমস্যাকেই ঝামেলা বলে মনে করেন। ছোটখাটো কিছু কৌশল জানা থাকলে রান্না করতে যেমন সুবিধা হয়, সেই সঙ্গে সময়ও লাগে কম। সে রকমই কিছু কৌশল জানালেন রান্নাবিদ নাহিদ ওসমান।

■ রান্নার সময় সবজির গন্ধ দূর করতে সামান্য পাতিলেবুর রস বা চিনি মিশিয়ে দিন।

■ বেগুন ভাজা বা রান্নার আগে কিছুক্ষণ লবণ মাখিয়ে রেখে ধুয়ে নিন। তেল অনেক কম লাগবে।

■ ডিম সেদ্ধ করতে পানিতে সামান্য লবণ দিন। ডিম খেতে সুস্বাদু হবে। গরম অবস্থায় ডিমের খোসা ছাড়াবেন না, ঠান্ডা করে খোসা ছাড়ান। এতে খোসায় লেগে ডিম নষ্ট হবে না।

■ অনেক সময় পোলাও রান্না করলে দেখা যায় বেশি নরম হয়ে গেছে। পরিষ্কার শুকনো তোয়ালে বিছিয়ে তার ওপরে পোলাও ঢেলে কিছুক্ষণ অপেক্ষা করুন। একটু পরে ঝরঝরে হয়ে যাবে।

■ রান্না করা ডিম পড়ে আছে, খাওয়া হয়নি। ডিমটি ধুয়ে গরম পানিতে ২ মিনিট ডুবিয়ে রাখুন। তুলে নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ, সরিষার তেল কচলে বানিয়ে নিন ডিমভর্তা।

■ স্যান্ডউইচ বানিয়ে রেখে দিলে সেগুলো শুকিয়ে কাঠের মতো শক্ত হয়ে যায়। স্যান্ডউইচ বানানোর পর তুলি দিয়ে সামান্য দুধ পাউরুটির ওপর বুলিয়ে দিন। আট ঘণ্টা ভালো থাকবে।

■ পোড়া ভাব দূর করতে টমেটো সস জাদুর মতো কাজ করে। এমনকি পোড়া ভাজিকে ঠিক করতেও। যেকোনো ঝাল খাবারে স্বাদ অনুযায়ী টমেটো সস যোগ করে দিন। ঝাল কমে যাবে অনেকাংশে।

■ বাসি ভাত দিয়ে ভাজা ভাত বা ফ্রায়েড রাইস করার সময় সরিষা বা কালোজিরা ফোঁড়ন দিয়ে আনা যায় বাড়তি স্বাদ। আবার কাঁচা আম বা তেঁতুলের সময়ে আগের রাতের ভাত দিয়ে খিচুড়িও রান্না করা যায়।

■ ভাত একটু নরম হয়ে গেলে অথবা বাসি ভাতের সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য মুরগির মাংস দিয়ে মজাদার রাইস বল বা রাইস কাটলেট বানানো সম্ভব।

■ যেকোনো সবজিতে পোকা থাকলে তা দেরিতে সেদ্ধ হয়। বিশেষ করে বেগুন। তাই রান্নার আগে সবজি দেখে নিন ভালোভাবে। শাক বা সবজি যতটুকু সম্ভব কম আঁচে রান্না করুন, সেদ্ধ ভালো হবে। পুষ্টিমানও বজায় থাকবে।

■ রান্না করতে এক কেজি খাবারে সাধারণত এক চা-চামচ লবণ প্রয়োজন হয়। তারপরও কোনো খাবারে লবণ বেশি হয়ে গেলে লেবুর রস, তেঁতুল বা টমেটো দিয়ে দিলে লবণাক্ত ভাব অনেকটা কমে যায়। রান্নায় হলুদ বেশি পড়ে গেলে ধনেপাতা, আলু বা ঘি দিলে গন্ধ দূর হয়।

■ কাঁচা সবজি ফ্রিজে বেশি দিন রাখা ঠিক না। সবজি কেটে ফুটন্ত পানিতে দিয়ে চুলায় চাপিয়ে দিন। এক বলক এলে নামিয়ে সঙ্গে সঙ্গে বরফ ঠান্ডা পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তারপর বায়ুরোধী প্যাকেটে বা বাক্সে করে ডিপে রেখে দিন।