ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রথম দিনেই রোগী দেখে সবার মন জয় করেলেন ডাক্তার মোঃ হুমায়ুন রশিদ শাকিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বগুড়া জেলা আরজেএফ’র সুপেয় পানি স্যালাইন ও বিস্কুট বিতরণ দুমকীতে খাল সংস্কার প্রকল্পে অনিয়মসহ শত শতগাছ উপড়ে ফেলার অভিযোগ। বাকেরগঞ্জ বাসীর উন্নয়নমুলক সকল প্রত্যাশা পুরনে কাজ করব। ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ রাজীব আহমেদ তালুকদার। দেশ জুরে শুরু হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। মুরাদনগর উপজেলা মোট-১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। টাঙ্গাইলে এইচআইভি ও এইডস রোগের সচেতনতা সৃষ্টিতে কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ বগুড়া শিবগঞ্জে নাতির রাম দা’র কোপে নানী খুন ফুটপাত উদ্ধার করতে হবে: মেয়র রেজাউল আন্তর্জাতিক মে দিবস পালন করেন নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়

দীর্ঘদিনের সত্রুতা জের দরে ফুলগাছকে কেন্দ্র করে দুই ভাড়ির মালিদের মধ্যে সংঘর্ষ থানায় অভিযোগ।

রির্পোটার মো: তপছিল হাছান: ঢাকা নারায়নগঞ্জ ফতুল্লা থানা সাং-২৪১ গিরি দ্বারা আবাসিক এলাকার বাসিন্দা মো: ফরহাদ আলী শহীদ (৫৩) পিতা-মৃত রাহাত আলী সাথে দীর্ঘ দিনের শত্রুু তার জের ধরে দুই বাড়ির মালিকের মধ্যে সংঘর্ষ এই নিয়ে বাড়ির মালিক দ¦য়ের মধ্যে (১)মো: তন্ময় (২৮) পিতা-ফারুক মিয়া (২) ফারুক মিয়া (৫০)পিতা ও ছেলের বিরুদ্ধে পিতা-অগ্রাত নামা আর চার পাঁচ জনের গং নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। এবং উল্লেখিত ১ম পক্ষ বলেন আমাদের বাড়ির পাসের প্রতিবেশি কিন্তু অতান্ত খারাপ ও উশৃঙ্খল লোক। মো: ফারুক মিয়া আমাদের বাড়ির সামনে ড্রেনে ভারি ময়লা ফলায় ড্রেন আটকাইয়া রাখিত আমি নিজ উদ্যোগে ময়লা অপসারন করিয়া এবং পাইপ স্থাপন করিয়া সৌন্দর্যের জন্য ফুল গাছ রোপন করি । কিন্তু ২য় পক্ষ প্রতিহিংষা বসত: আমাদের সাথে প্রায়ই অহেতুক ঝগড়া বিবাদ করা সহ আমার রোপনকৃত ফুল গাছ উঠিয়ে ফেলে। অদ্য ইং -০৩/০৬/২০১৯ তারিখ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকার সময় ২য় পক্ষ পুনরায় আমার বাসার সামনে রোপনকৃত আমার ফুল ঘাছ উঠিয়ে ছুড়িয়া ফেলে দেয় । আমি পতিবাদ জানাইলে ২য় পক্ষ ফারুক ও তন্ময় দুই বাপ ছেলে মিলে আমার বাসার সামনে এসে ইটা আমার গেটের মধ্যে নিক্ষেপ করে। তখন ঐ সময় আমার মেয়ে ভয়ে ডাক চিৎকার ও ভয়াবহ রূপ দেখে অগ্রান হয়ে ফুলরে নিচে পড়ে যায়। আমাকে বাপ ছেলেদের রড় এবং লাটি সোটা নিয়ে বিআইন জনতাবদ্ধে সংঘবদ্ধ হইয়া আমার বাসায় অনাধিকার ভাবে প্রবেশ করিয়া আমাকে এলোপাথারী পিটাইতে থাকে ২য় পক্ষ সন্ত্রাস ফারুক তার ছেলে তন্ময় মাদক স¤্রাট তন্ময় আমাকে হত্যার উদেশ্যে মাথার বরাবর আঘাত করিতে গেলে আমি মাথা সরিয়া নিলে আমার পিঠে এলোপালি ভাবে বাপ ছেলে আঘাত করিতে থাকে আগাত গুলো আমার পিঠে লাগিয়া গুরুতর নীলা –ফুলা জখম ও রক্তাক্ত হই। তখন ঐ সময় আমার মেয়ে মিসেস শারমিন আক্তার আমাকে রক্ষা করতে আসলে তখন আমার মেয়ের পরিহিত কাপড়-চোপর টানা হেচড়া করিয়া শ্লীলতাহানি ঘটায় ও আমার মেয়েকে মারধর করে গুরুতর আহত করে উল্লেখ যে বর্তমানে আমার মেয়ে ০৯ মাসের অন্ত:সত্বা, আমাদের ডাক-চিৎকারে আশপাশের মহল্লার লোকজন আগাইয়া আসিতে থাকিলে সন্ত্রাস আমাদের প্রানে মারিয়া ফেলার হুমকি দিয়ে চলিয়া যায়। ঘটনার বিষয়ে নিকটাতœীয়দের সাথে আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করি। এই বিষয়ে মো: ফারুম মিয়া মটোফনে জিজ্ঞাসা বাদ করিলে বলে যে আমি দৈনিক বাংলা বাজার প্রত্রিকার স্টাফ রিপোটারের পরিচয় দিয়ে বলেন যে আমার কাছে এলাকার জনগন ফুল গাছের বিষয়ে অভিযোগ করেছে ,এর তিন ঘন্টার পরে ১৬/০৬/২০১৯ ইং ৭.৩০( পি এম) মামুন নামে এক ব্যক্তি মোবাইল মটোফোনে বলে যে এখানে সাংবাদিকের কাজ কি সাংবাদিক বলে যে অপ্রাকৃতিক ঘটনা ঘটিলে সেখানে তর্থের সন্ধানে সেখানে ছুটে যায় এবং সত্যতা প্রকাশ করা সাংবাদিকদের মৌল্লিক দায়িত্ব,তারপর তিনি আর বলেন যে আপনাদের এখানে কোন কাজ নেই এ এস আই শামীম হোসেন আমাকে ও এলাকার জনপ্রতিনিধিকে দায়িত্ব দিয়ে গেছেন। এই বিষয়ে মাথা ব্যথা ও টেনাহেচড়া করে কোন লাভ নেই যদি এই বিষয় নিয়ে সন্ত্রাস ফারুকের দালাল হয়ে উচ্চ সুরে কথা বলেন রিপোটটি যদি প্রকাশ হয় তাহলে খুবই ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান, মোবাইল মটোফোনো জিজ্ঞাসা বাদ করিলে এ এস আই শামীম হোসেন বলেন যে আমি তদন্ত করিতে গেলে এলাকার জনপ্রতিনিধি এবং এলাকার মুষ্ঠ কিছু লোকজন এসে বলে স্যার এই বিষয় গুলো আমরা এলাকায় বসে সমাধান করে দিবে বলে আশ্বাস দেন। নিউজটি চলমান থাকবে,

Tag :

জনপ্রিয় সংবাদ

প্রথম দিনেই রোগী দেখে সবার মন জয় করেলেন ডাক্তার মোঃ হুমায়ুন রশিদ শাকিল

দীর্ঘদিনের সত্রুতা জের দরে ফুলগাছকে কেন্দ্র করে দুই ভাড়ির মালিদের মধ্যে সংঘর্ষ থানায় অভিযোগ।

আপডেট টাইম ০৫:১৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯

রির্পোটার মো: তপছিল হাছান: ঢাকা নারায়নগঞ্জ ফতুল্লা থানা সাং-২৪১ গিরি দ্বারা আবাসিক এলাকার বাসিন্দা মো: ফরহাদ আলী শহীদ (৫৩) পিতা-মৃত রাহাত আলী সাথে দীর্ঘ দিনের শত্রুু তার জের ধরে দুই বাড়ির মালিকের মধ্যে সংঘর্ষ এই নিয়ে বাড়ির মালিক দ¦য়ের মধ্যে (১)মো: তন্ময় (২৮) পিতা-ফারুক মিয়া (২) ফারুক মিয়া (৫০)পিতা ও ছেলের বিরুদ্ধে পিতা-অগ্রাত নামা আর চার পাঁচ জনের গং নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। এবং উল্লেখিত ১ম পক্ষ বলেন আমাদের বাড়ির পাসের প্রতিবেশি কিন্তু অতান্ত খারাপ ও উশৃঙ্খল লোক। মো: ফারুক মিয়া আমাদের বাড়ির সামনে ড্রেনে ভারি ময়লা ফলায় ড্রেন আটকাইয়া রাখিত আমি নিজ উদ্যোগে ময়লা অপসারন করিয়া এবং পাইপ স্থাপন করিয়া সৌন্দর্যের জন্য ফুল গাছ রোপন করি । কিন্তু ২য় পক্ষ প্রতিহিংষা বসত: আমাদের সাথে প্রায়ই অহেতুক ঝগড়া বিবাদ করা সহ আমার রোপনকৃত ফুল গাছ উঠিয়ে ফেলে। অদ্য ইং -০৩/০৬/২০১৯ তারিখ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকার সময় ২য় পক্ষ পুনরায় আমার বাসার সামনে রোপনকৃত আমার ফুল ঘাছ উঠিয়ে ছুড়িয়া ফেলে দেয় । আমি পতিবাদ জানাইলে ২য় পক্ষ ফারুক ও তন্ময় দুই বাপ ছেলে মিলে আমার বাসার সামনে এসে ইটা আমার গেটের মধ্যে নিক্ষেপ করে। তখন ঐ সময় আমার মেয়ে ভয়ে ডাক চিৎকার ও ভয়াবহ রূপ দেখে অগ্রান হয়ে ফুলরে নিচে পড়ে যায়। আমাকে বাপ ছেলেদের রড় এবং লাটি সোটা নিয়ে বিআইন জনতাবদ্ধে সংঘবদ্ধ হইয়া আমার বাসায় অনাধিকার ভাবে প্রবেশ করিয়া আমাকে এলোপাথারী পিটাইতে থাকে ২য় পক্ষ সন্ত্রাস ফারুক তার ছেলে তন্ময় মাদক স¤্রাট তন্ময় আমাকে হত্যার উদেশ্যে মাথার বরাবর আঘাত করিতে গেলে আমি মাথা সরিয়া নিলে আমার পিঠে এলোপালি ভাবে বাপ ছেলে আঘাত করিতে থাকে আগাত গুলো আমার পিঠে লাগিয়া গুরুতর নীলা –ফুলা জখম ও রক্তাক্ত হই। তখন ঐ সময় আমার মেয়ে মিসেস শারমিন আক্তার আমাকে রক্ষা করতে আসলে তখন আমার মেয়ের পরিহিত কাপড়-চোপর টানা হেচড়া করিয়া শ্লীলতাহানি ঘটায় ও আমার মেয়েকে মারধর করে গুরুতর আহত করে উল্লেখ যে বর্তমানে আমার মেয়ে ০৯ মাসের অন্ত:সত্বা, আমাদের ডাক-চিৎকারে আশপাশের মহল্লার লোকজন আগাইয়া আসিতে থাকিলে সন্ত্রাস আমাদের প্রানে মারিয়া ফেলার হুমকি দিয়ে চলিয়া যায়। ঘটনার বিষয়ে নিকটাতœীয়দের সাথে আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করি। এই বিষয়ে মো: ফারুম মিয়া মটোফনে জিজ্ঞাসা বাদ করিলে বলে যে আমি দৈনিক বাংলা বাজার প্রত্রিকার স্টাফ রিপোটারের পরিচয় দিয়ে বলেন যে আমার কাছে এলাকার জনগন ফুল গাছের বিষয়ে অভিযোগ করেছে ,এর তিন ঘন্টার পরে ১৬/০৬/২০১৯ ইং ৭.৩০( পি এম) মামুন নামে এক ব্যক্তি মোবাইল মটোফোনে বলে যে এখানে সাংবাদিকের কাজ কি সাংবাদিক বলে যে অপ্রাকৃতিক ঘটনা ঘটিলে সেখানে তর্থের সন্ধানে সেখানে ছুটে যায় এবং সত্যতা প্রকাশ করা সাংবাদিকদের মৌল্লিক দায়িত্ব,তারপর তিনি আর বলেন যে আপনাদের এখানে কোন কাজ নেই এ এস আই শামীম হোসেন আমাকে ও এলাকার জনপ্রতিনিধিকে দায়িত্ব দিয়ে গেছেন। এই বিষয়ে মাথা ব্যথা ও টেনাহেচড়া করে কোন লাভ নেই যদি এই বিষয় নিয়ে সন্ত্রাস ফারুকের দালাল হয়ে উচ্চ সুরে কথা বলেন রিপোটটি যদি প্রকাশ হয় তাহলে খুবই ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান, মোবাইল মটোফোনো জিজ্ঞাসা বাদ করিলে এ এস আই শামীম হোসেন বলেন যে আমি তদন্ত করিতে গেলে এলাকার জনপ্রতিনিধি এবং এলাকার মুষ্ঠ কিছু লোকজন এসে বলে স্যার এই বিষয় গুলো আমরা এলাকায় বসে সমাধান করে দিবে বলে আশ্বাস দেন। নিউজটি চলমান থাকবে,