ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।। বরিশালে সুলভ মুল্যে বসুন্ধরা পন্য পেয়ে ক্রেতারা খুশী। বাবুগঞ্জে স্কুল ছুটির পরে বাড়ি যাওয়ার সময় দুই শিক্ষার্থী নিখোঁজ। আমার বাবাও মায়ের দেওয়া উপদেশ বড়দের সম্মান কর ছোটদের স্নেহ করো। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈশাখী নারী উদ্যোক্তা মেলা শুরু। টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু বাকেরগঞ্জে প্রধান মন্ত্রীর ছবি ব্যঙ্গক্তি করে ফেসবুকে পোস্ট করায় হায়দর সিপাই গ্রেফতার। বাকেরগঞ্জে স্ত্রীর দায়ের কৃত মামলায় স্বামী পারভেজ খান গ্রেফতার।। বাকেরগঞ্জে তরমুজ চাষী হত্যা চেষ্টা মামলার আসামী রুদ্র গাজী গ্রেফতার টাঙ্গাইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

পাইপ লাইনে গ‌্যাস আসছে সৈয়দপুরে সম্ভাব্যতা যাচাই কাজ শুরু

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা সংবাদদাতা : উত্তরাঞ্চলে শিল্পায়ন বৃদ্ধির লক্ষ্যে সঞ্চালন পাইপলাইন স্থাপনের মাধ‌্যমে গ্যাস সরবরাহের জন‌্য সম্ভব্যতা যাচাই কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে এ সংক্রান্ত প্রকল্পের কর্মকর্তারা সৈয়দপুরে এসে সম্ভব‌্যতা যাচাই করেছেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এ প্রকল্পটির নাম দিয়েছে ‘বগুড়া-রংপুর- সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপ লাইন নির্মাণ’ । এতে ৩০ ইঞ্চি ব‌্যাসের ১৫০ কিলোমিটার দৈর্ঘ‌্য পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সঞ্চালন করা হবে। এর ব‌্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৭০ কোটি ৬১ লাখ টাকা। বগুড়া, রংপুর ও নীলফামারীর সৈয়দপুর সহ উত্তরাঞ্চলের ১১ জেলায় গ‌্যাস সরবরাহের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়নে ইতোমধ্যে অনুমোদন দিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি সূত্র জানায়, এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর একটি। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকেই সৈয়দপুর পর্যন্ত উচ্চচাপ সম্বলিত পাইপ লাইন সম্প্রসারণের চেষ্টা করা হচ্ছে। এরই অংশ হিসাবে ১৫০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে ওইসব জেলায় বিদ্যুৎ ও শিল্পায়নের ব্যাপক প্রসার ঘটবে। সূত্র আরও জানায়, প্রকল্পের আওতায় ৩০৫ দশমিক ৩৩ একর ভূমি অধিগ্রহণ করা হবে। গ্যাস পাইপ নির্মাণে দু’টি নদী ক্রসিং নির্মাণ করা হবে। এছাড়াও রংপুর, সৈয়দপুর ও বগুড়ায় প্রয়োজনীয় অফিস অবকাঠামো নির্মিত হবে। চলতি বছর থেকে ২০২১ সালের জুলাইয়ে এটির বাস্তবায়ন কাজ শেষ হবে। এ লক্ষ্য বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে ৭ মে মঙ্গলবার ‘বগুড়া-রংপুর- সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপ লাইন নির্মাণ’ প্রকল্পের ব‌্যবস্থাপক প্রকৌশলী মোছাদ্দেক হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল সৈয়দপুরে অফিস অবকাঠামো নির্মাণের জন‌্য সম্ভব‌্যতা যাচাই করেন। সাথে ছিলেন প্রকল্পটির সহকারী ম‌্যানেজার (এডমিন ও স্টেট) মওদূদ আহমেদ ও মনজুর আলম। এ সময় নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনুর রহমান ও সৈয়দপুরের সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার উপস্থিত ছিলেন। সম্ভব‌্যতা যাচাই শেষে প্রকৌশলী মোছাদ্দেক হোসেন জানান, শহরের ওয়াপদা মোড়ের পাশে এক হেক্টর জমিতে অফিস অবকাঠামো নির্মান করা হবে। দ্রুত ওই জমি অধিগ্রহণের জন‌্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। তিনি আরো জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর, পীরগঞ্জ, সৈয়দপুর, উত্তরা ইপিজেড এবং প্রস্তাবিত নীলফামারী অর্থনৈতিক অঞ্চলে পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। ফলে দ্রুত এসব অঞ্চলে শিল্পের প্রসার ঘটবে।

Tag :

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।।

পাইপ লাইনে গ‌্যাস আসছে সৈয়দপুরে সম্ভাব্যতা যাচাই কাজ শুরু

আপডেট টাইম ০৫:৩৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা সংবাদদাতা : উত্তরাঞ্চলে শিল্পায়ন বৃদ্ধির লক্ষ্যে সঞ্চালন পাইপলাইন স্থাপনের মাধ‌্যমে গ্যাস সরবরাহের জন‌্য সম্ভব্যতা যাচাই কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে এ সংক্রান্ত প্রকল্পের কর্মকর্তারা সৈয়দপুরে এসে সম্ভব‌্যতা যাচাই করেছেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এ প্রকল্পটির নাম দিয়েছে ‘বগুড়া-রংপুর- সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপ লাইন নির্মাণ’ । এতে ৩০ ইঞ্চি ব‌্যাসের ১৫০ কিলোমিটার দৈর্ঘ‌্য পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সঞ্চালন করা হবে। এর ব‌্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৭০ কোটি ৬১ লাখ টাকা। বগুড়া, রংপুর ও নীলফামারীর সৈয়দপুর সহ উত্তরাঞ্চলের ১১ জেলায় গ‌্যাস সরবরাহের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়নে ইতোমধ্যে অনুমোদন দিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি সূত্র জানায়, এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর একটি। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকেই সৈয়দপুর পর্যন্ত উচ্চচাপ সম্বলিত পাইপ লাইন সম্প্রসারণের চেষ্টা করা হচ্ছে। এরই অংশ হিসাবে ১৫০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে ওইসব জেলায় বিদ্যুৎ ও শিল্পায়নের ব্যাপক প্রসার ঘটবে। সূত্র আরও জানায়, প্রকল্পের আওতায় ৩০৫ দশমিক ৩৩ একর ভূমি অধিগ্রহণ করা হবে। গ্যাস পাইপ নির্মাণে দু’টি নদী ক্রসিং নির্মাণ করা হবে। এছাড়াও রংপুর, সৈয়দপুর ও বগুড়ায় প্রয়োজনীয় অফিস অবকাঠামো নির্মিত হবে। চলতি বছর থেকে ২০২১ সালের জুলাইয়ে এটির বাস্তবায়ন কাজ শেষ হবে। এ লক্ষ্য বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে ৭ মে মঙ্গলবার ‘বগুড়া-রংপুর- সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপ লাইন নির্মাণ’ প্রকল্পের ব‌্যবস্থাপক প্রকৌশলী মোছাদ্দেক হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল সৈয়দপুরে অফিস অবকাঠামো নির্মাণের জন‌্য সম্ভব‌্যতা যাচাই করেন। সাথে ছিলেন প্রকল্পটির সহকারী ম‌্যানেজার (এডমিন ও স্টেট) মওদূদ আহমেদ ও মনজুর আলম। এ সময় নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনুর রহমান ও সৈয়দপুরের সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার উপস্থিত ছিলেন। সম্ভব‌্যতা যাচাই শেষে প্রকৌশলী মোছাদ্দেক হোসেন জানান, শহরের ওয়াপদা মোড়ের পাশে এক হেক্টর জমিতে অফিস অবকাঠামো নির্মান করা হবে। দ্রুত ওই জমি অধিগ্রহণের জন‌্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। তিনি আরো জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর, পীরগঞ্জ, সৈয়দপুর, উত্তরা ইপিজেড এবং প্রস্তাবিত নীলফামারী অর্থনৈতিক অঞ্চলে পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। ফলে দ্রুত এসব অঞ্চলে শিল্পের প্রসার ঘটবে।