ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী গোদাগাড়ীর ছয়ঘাটিতে রাতের আঁধারে জমি ২০ বিঘা ফসলী জমির মাটি বিক্রির অভিযোগ হবিগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধুর নাড়ি-ভূড়ি বের হয়ে গেছে –২৪ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে ‘বরগুনা জেলার সদর এলাকায় চাঞ্চল্যকর ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ’ মামলার পলাতক প্রধান আসামি খলিল ও বশির’কে রাজধানীর ডেমরা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ও র‌্যাব-০৮ এর যৌথ আভিযানিক দল। –ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহাগ @ গুটি সোহাগসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। ডেমরার পরে আবারো সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীর কাছে হামলার শিকার হলেন সাংবাদিক কর্মীরা ডিআইজি, খুলনা রেঞ্জ কর্তৃক ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন। সিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের রেকার অপারেটর সোহেলের আত্মকাহিনী দৈনিক মাতৃভূমির খবর ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন ‘””শেখ নিয়াজ মোহাম্মদ”” উপজেলা পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ইন্দুরকানীতে অস্বাস্থ্যকর পরিবেশে ইভিএম ভোট কেন্দ্র চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে চসিক ও সিএমপি

ছাগলের নাম ‘সালমান খান’

ছাগলের নাম ‘সালমান খান’। ছাগলটির পেশির গঠন যেন একেবারে ‘রিংয়ের সুলতান’! আর খুব ছটফট করে! তাই তো আদর করে মালিক তার নাম দিয়েছেন ‘সালমান খান’। যেহেতু বলিউডের সুপারস্টারের নামে ছাগলটি, তাই এর দামও সেই রকম, পাঁচ লাখ রুপি! ভারতের উত্তর প্রদেশের গোরখপুরে ঈদ উপলক্ষে আয়োজিত হাটে ছাগলটি সবার চোখে পড়েছে। কেউ কিনুক আর না-ই কিনুক, হাটে আসা লোকজন অন্তত একবার এসে দেখে গেছেন ছাগল আর তার মালিককে। তবে ছাগলটি শেষ পর্যন্ত কত দামে বিক্রি হয়েছে কিংবা আদৌ বিক্রি হয়েছে কি না, তা জানা যায়নি।

কোরবানির পশুকে বলিউডের তারকা কিংবা ছবির নামে নাম দেওয়া নতুন ঘটনা নয়। এর আগেও এমন ঘটনা অনেক ঘটেছে। এর ফলে ঈদুল আজহার আগে বিক্রির জন্য হাটে আনা এসব পশুর দাম বেড়ে যায়, এই পশুর ব্যাপারে আকর্ষণ তৈরি হয়, সংবাদের শিরোনাম হওয়া যায়। এই যেমন বছর দুয়েক আগে এই উত্তর প্রদেশের এই গ্রামের পশু বিক্রির হাটে শাহরুখ খান আর সালমান খানের নামে ছাগল আনা হয়। তখন সানিয়া মির্জার নামে একটি ছাগলের নাম ছিল ‘সানিয়া’। তারকাদের নামের কারণে এসব ছাগলের দাম নিয়ে প্রতিযোগিতা হয়।

ওই বছর লক্ষ্ণৌয়ের সাদাতগঞ্জের হাটে হিন্দি ছবি ‘বরফি’ নামে যে ছাগলটি আনা হয়, তার ওজন ছিল ১২৫ কেজি। আর সেটি বিক্রি হয়েছিল দুই লাখ রুপিতে।

জানা গেছে, তারকাদের নামে হাটে বিক্রির জন্য যেসব পশু আনা হয়, সেই তারকারা এ ব্যাপারে মোটেই মাথা ঘামান না। কেউ হয়তো তা জানতেই পারেন না। যদি কখনো জানতে পারেন, তখন অবাক হন। ডেকান ক্রনিকল, টাইমস নাউ, ইন্ডিয়ান এক্সপ্রেস

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহী গোদাগাড়ীর ছয়ঘাটিতে রাতের আঁধারে জমি ২০ বিঘা ফসলী জমির মাটি বিক্রির অভিযোগ

ছাগলের নাম ‘সালমান খান’

আপডেট টাইম ০৭:২৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ অগাস্ট ২০১৮

ছাগলের নাম ‘সালমান খান’। ছাগলটির পেশির গঠন যেন একেবারে ‘রিংয়ের সুলতান’! আর খুব ছটফট করে! তাই তো আদর করে মালিক তার নাম দিয়েছেন ‘সালমান খান’। যেহেতু বলিউডের সুপারস্টারের নামে ছাগলটি, তাই এর দামও সেই রকম, পাঁচ লাখ রুপি! ভারতের উত্তর প্রদেশের গোরখপুরে ঈদ উপলক্ষে আয়োজিত হাটে ছাগলটি সবার চোখে পড়েছে। কেউ কিনুক আর না-ই কিনুক, হাটে আসা লোকজন অন্তত একবার এসে দেখে গেছেন ছাগল আর তার মালিককে। তবে ছাগলটি শেষ পর্যন্ত কত দামে বিক্রি হয়েছে কিংবা আদৌ বিক্রি হয়েছে কি না, তা জানা যায়নি।

কোরবানির পশুকে বলিউডের তারকা কিংবা ছবির নামে নাম দেওয়া নতুন ঘটনা নয়। এর আগেও এমন ঘটনা অনেক ঘটেছে। এর ফলে ঈদুল আজহার আগে বিক্রির জন্য হাটে আনা এসব পশুর দাম বেড়ে যায়, এই পশুর ব্যাপারে আকর্ষণ তৈরি হয়, সংবাদের শিরোনাম হওয়া যায়। এই যেমন বছর দুয়েক আগে এই উত্তর প্রদেশের এই গ্রামের পশু বিক্রির হাটে শাহরুখ খান আর সালমান খানের নামে ছাগল আনা হয়। তখন সানিয়া মির্জার নামে একটি ছাগলের নাম ছিল ‘সানিয়া’। তারকাদের নামের কারণে এসব ছাগলের দাম নিয়ে প্রতিযোগিতা হয়।

ওই বছর লক্ষ্ণৌয়ের সাদাতগঞ্জের হাটে হিন্দি ছবি ‘বরফি’ নামে যে ছাগলটি আনা হয়, তার ওজন ছিল ১২৫ কেজি। আর সেটি বিক্রি হয়েছিল দুই লাখ রুপিতে।

জানা গেছে, তারকাদের নামে হাটে বিক্রির জন্য যেসব পশু আনা হয়, সেই তারকারা এ ব্যাপারে মোটেই মাথা ঘামান না। কেউ হয়তো তা জানতেই পারেন না। যদি কখনো জানতে পারেন, তখন অবাক হন। ডেকান ক্রনিকল, টাইমস নাউ, ইন্ডিয়ান এক্সপ্রেস