ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ বগুড়া শিবগঞ্জে নাতির রাম দা’র কোপে নানী খুন ফুটপাত উদ্ধার করতে হবে: মেয়র রেজাউল আন্তর্জাতিক মে দিবস পালন করেন নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয় রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানে প্রতিদ্বন্দ্বীবিহীন প্রার্থী ভোট হবে ভাইস চেয়ারম্যানের (চার প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ভোট প্রতিদ্বন্দ্বিতা হবে দুই জনের মধ্যে।) “কেরানীগঞ্জে এক হাজার পথচারীদের মাঝে শরবত বিতরণ করলেন সাংবাদিকরা” লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ অধ্যক্ষ পুরস্কার নিয়ে বির্তক দিঘলিয়ায় মে দিবস পালিত। মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড বাসস্ট্যান্ড তীব্রতাপ প্রভায়ে খাবার পানি ও স্যালাইন বিতরণ

মেসিদের সঙ্গে খেলতে আসছেন ‘আগামীর দানি আলভেস’

স্পোর্টস ডেস্ক : মেসির সঙ্গে বার্সেলোনাতে খেলেছেন এমন ব্রাজিলিয়ান তারকার সংখ্যা কম নয়। রোনালদিনহো থেকে শুরু করে নেইমার, দানি আলভেস, ম্যাক্সওয়েল, আদ্রিয়ানো— সবাই বার্সায় খেলেছেন মেসির সঙ্গে। এখন যেমন খেলছেন ফিলিপ কুতিনহো, আর্থার মেলো, ম্যালকমের মতো প্রতিভারা। এদের পথ ধরেই বার্সায় এলেন আরেক ব্রাজিলিয়ান, অ্যাটলেটিকো মিনেইরো থেকে রাইটব্যাক এমারসন। ১৯ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে টেনেছে বার্সা।

রাইটব্যাক দানি আলভেসের সঙ্গে রাইট উইঙ্গার মেসির ‘টেলিপ্যাথিক’ বোঝাপড়ার কেচ্ছা এখনো বার্সা সমর্থকদের মুখে মুখে ফেরে। কিন্তু আলভেস বার্সা ছাড়ার পর থেকেই রাইটব্যাক সমস্যায় ভুগছে বার্সেলোনা। মূলত মিডফিল্ডার হলেও সার্জি রবার্তোকে রাইটব্যাক হিসেবে খেলাচ্ছেন কোচ আর্নেস্তো ভালভার্দে, রাইটব্যাক হিসেবে বেশ ভালো খেললেও আলভেসকে ছুঁতে রবার্তোকে খাটতে হবে আরও অনেক। বেনফিকা থেকে পর্তুগিজ রাইটব্যাক নেলসন সেমেদোকে আলভেসের উত্তরসূরি হিসেবে আনা হলেও কোচের পূর্ণ আস্থা পাননি তিনি। তাই এবার আলভেস-নেইমারদের দেশ ব্রাজিল থেকেই রাইটব্যাক আমদানি করল বার্সা।

অ্যাটলেটিকো মিনেইরোর তরুণ রাইটব্যাক এমারসনকে আনতে বার্সার খরচ হয়েছে প্রায় ১২ মিলিয়ন ইউরো। যদিও এই মৌসুমে বার্সার জার্সি গায়ে দেখা যাবে না এমারসনকে। স্প্যানিশ লিগের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সামনের ছয় মাস এমারসনকে আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসে ধারে পাঠিয়েছে বার্সা।

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এখন ব্রাজিলের হয়ে প্রতিনিধিত্ব করছেন এমারসন। নিজেদের ওয়েবসাইটে এমারসনকে ‘আগামীর দানি আলভেস’ হিসেবে আখ্যা দিয়ে বার্সেলোনা বলেছে, আলভেসের মতো সমানতালে আক্রমণ ও রক্ষণ, দুটোই করতে পারেন এমারসন। এই দলবদলের বাজারে এমারসন ছাড়াও রক্ষণভাগের আরও দুই খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে বার্সা— কলম্বিয়ার সেন্টারব্যাক হেইসন মুরিয়ো ও ফরাসি সেন্টারব্যাক জ্যাঁ-ক্লাইর তোদিবো। ঘানার উইঙ্গার কেভিন-প্রিন্স বোয়াটেং ও ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকেও কিনেছে কাতালান ক্লাবটি।

Tag :

জনপ্রিয় সংবাদ

লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ

মেসিদের সঙ্গে খেলতে আসছেন ‘আগামীর দানি আলভেস’

আপডেট টাইম ০৭:০০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯

স্পোর্টস ডেস্ক : মেসির সঙ্গে বার্সেলোনাতে খেলেছেন এমন ব্রাজিলিয়ান তারকার সংখ্যা কম নয়। রোনালদিনহো থেকে শুরু করে নেইমার, দানি আলভেস, ম্যাক্সওয়েল, আদ্রিয়ানো— সবাই বার্সায় খেলেছেন মেসির সঙ্গে। এখন যেমন খেলছেন ফিলিপ কুতিনহো, আর্থার মেলো, ম্যালকমের মতো প্রতিভারা। এদের পথ ধরেই বার্সায় এলেন আরেক ব্রাজিলিয়ান, অ্যাটলেটিকো মিনেইরো থেকে রাইটব্যাক এমারসন। ১৯ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে টেনেছে বার্সা।

রাইটব্যাক দানি আলভেসের সঙ্গে রাইট উইঙ্গার মেসির ‘টেলিপ্যাথিক’ বোঝাপড়ার কেচ্ছা এখনো বার্সা সমর্থকদের মুখে মুখে ফেরে। কিন্তু আলভেস বার্সা ছাড়ার পর থেকেই রাইটব্যাক সমস্যায় ভুগছে বার্সেলোনা। মূলত মিডফিল্ডার হলেও সার্জি রবার্তোকে রাইটব্যাক হিসেবে খেলাচ্ছেন কোচ আর্নেস্তো ভালভার্দে, রাইটব্যাক হিসেবে বেশ ভালো খেললেও আলভেসকে ছুঁতে রবার্তোকে খাটতে হবে আরও অনেক। বেনফিকা থেকে পর্তুগিজ রাইটব্যাক নেলসন সেমেদোকে আলভেসের উত্তরসূরি হিসেবে আনা হলেও কোচের পূর্ণ আস্থা পাননি তিনি। তাই এবার আলভেস-নেইমারদের দেশ ব্রাজিল থেকেই রাইটব্যাক আমদানি করল বার্সা।

অ্যাটলেটিকো মিনেইরোর তরুণ রাইটব্যাক এমারসনকে আনতে বার্সার খরচ হয়েছে প্রায় ১২ মিলিয়ন ইউরো। যদিও এই মৌসুমে বার্সার জার্সি গায়ে দেখা যাবে না এমারসনকে। স্প্যানিশ লিগের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সামনের ছয় মাস এমারসনকে আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসে ধারে পাঠিয়েছে বার্সা।

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এখন ব্রাজিলের হয়ে প্রতিনিধিত্ব করছেন এমারসন। নিজেদের ওয়েবসাইটে এমারসনকে ‘আগামীর দানি আলভেস’ হিসেবে আখ্যা দিয়ে বার্সেলোনা বলেছে, আলভেসের মতো সমানতালে আক্রমণ ও রক্ষণ, দুটোই করতে পারেন এমারসন। এই দলবদলের বাজারে এমারসন ছাড়াও রক্ষণভাগের আরও দুই খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে বার্সা— কলম্বিয়ার সেন্টারব্যাক হেইসন মুরিয়ো ও ফরাসি সেন্টারব্যাক জ্যাঁ-ক্লাইর তোদিবো। ঘানার উইঙ্গার কেভিন-প্রিন্স বোয়াটেং ও ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকেও কিনেছে কাতালান ক্লাবটি।