ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান কে শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী বরিশালে সার্বজনীন পেনশন মেলা ২০২৪ উদ্বোধন হিরাঝীলে বিশ্বাস মঞ্জিল নামের একটি বিল্ডিং হেলে পড়ে,নিরাপত্তাহীনতায় এলাকাবাসী বাকেরগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে জন প্রিয়তার শীর্ষে সাইফুল ইসলাম ডাকুয়া। বাকেরগঞ্জে যুবদল সভাপতি টুকুর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে চারটি দোকান ভাংচুর, লুটপাটের অভিযোগ। গাছবাড়ীয়া সাব-রেজিষ্ট্রার অফিসের সমম্বয় সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত- সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ফখরু উদ্দিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনার ফুলতলায় তিন দিনব্যাপী অনুষ্ঠানসূচি। –চোরাইকৃত ১৪টি ইজিবাইক উদ্ধারসহ আটক চোর চক্রের পলাতক তিনজন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; চোরাইকৃত আরো তিনটি ইজিবাইক এবং চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ। চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া …

সৌদি আরব সফরে মাইক পম্পে

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক :  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সোমবার সকালে রিয়াদে পৌঁছেছেন। তিনি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় যারা জড়িত তাদের গ্রেফতার করার ব্যাপারে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে চাপ দিবেন বলে জানানো হয়েছে।

এ সফরে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। ধারণা করা হচ্ছে, সাক্ষাতকালে খাশোগি হত্যা, সৌদি জোটের কাতারবিরোধী অবরোধসহ নানা ইস্যুতে কথা বলবেন পম্পেও। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দোহায় কাতারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরদিনই সৌদি আরব পৌঁছালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রিয়াদে সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল আজিজের সঙ্গে তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। তবে খাশোগি হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে নাম উঠে আসা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠক নিয়ে সংবাদমাধ্যমে কথা হলেও তা এখনও নিশ্চিত নয়  বলে জানা গেছে।

এর আগে ১৩ জানুয়ারি রবিবার কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতারের বিরুদ্ধে সৌদি জোটের অবরোধে উপকৃত হচ্ছে তাদের শত্রুরাই।

মাইক পম্পেও বলেন, ‘যখন আমরা সবাই একসঙ্গে কাজ করি এবং আমাদের মধ্যে কোনও বিবাদ না থাকে, তখন আমরা সবাই শক্তিশালী হই। যেখানে আমাদের যৌথ স্বার্থ রয়েছে সেখানে বিবাদ বাড়ানো কোনও পক্ষের জন্যই ভালো নয়।’ এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ বিন আব্দুররাহমান বিন জাসিম আল থানি।

আল জাজিরা উল্লেখ করেছে, সংশ্লিষ্ট দেশগুলোকে ঐক্যবদ্ধ রাখাটা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থের জন্য প্রয়োজনীয়। যুক্তরাষ্ট্র চায় ইরানকে প্রতিরোধ করতে। যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, বিবাদ মীমাংসা করে মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট দেশগুলোকে নিয়ে ন্যাটোর মতো একটি জোট গঠন করা হবে, যাতে সদস্য হিসেবে বিবাদমান দুই পক্ষের দেশগুলোর পাশাপাশি থাকবে জর্ডানও। এই জোটের নাম ‘স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স অব দ্য মিডল ইস্ট’ (মেসা)।

Tag :

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান কে শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী

সৌদি আরব সফরে মাইক পম্পে

আপডেট টাইম ০৮:৪৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক :  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সোমবার সকালে রিয়াদে পৌঁছেছেন। তিনি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় যারা জড়িত তাদের গ্রেফতার করার ব্যাপারে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে চাপ দিবেন বলে জানানো হয়েছে।

এ সফরে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। ধারণা করা হচ্ছে, সাক্ষাতকালে খাশোগি হত্যা, সৌদি জোটের কাতারবিরোধী অবরোধসহ নানা ইস্যুতে কথা বলবেন পম্পেও। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দোহায় কাতারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরদিনই সৌদি আরব পৌঁছালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রিয়াদে সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল আজিজের সঙ্গে তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। তবে খাশোগি হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে নাম উঠে আসা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠক নিয়ে সংবাদমাধ্যমে কথা হলেও তা এখনও নিশ্চিত নয়  বলে জানা গেছে।

এর আগে ১৩ জানুয়ারি রবিবার কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতারের বিরুদ্ধে সৌদি জোটের অবরোধে উপকৃত হচ্ছে তাদের শত্রুরাই।

মাইক পম্পেও বলেন, ‘যখন আমরা সবাই একসঙ্গে কাজ করি এবং আমাদের মধ্যে কোনও বিবাদ না থাকে, তখন আমরা সবাই শক্তিশালী হই। যেখানে আমাদের যৌথ স্বার্থ রয়েছে সেখানে বিবাদ বাড়ানো কোনও পক্ষের জন্যই ভালো নয়।’ এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ বিন আব্দুররাহমান বিন জাসিম আল থানি।

আল জাজিরা উল্লেখ করেছে, সংশ্লিষ্ট দেশগুলোকে ঐক্যবদ্ধ রাখাটা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থের জন্য প্রয়োজনীয়। যুক্তরাষ্ট্র চায় ইরানকে প্রতিরোধ করতে। যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, বিবাদ মীমাংসা করে মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট দেশগুলোকে নিয়ে ন্যাটোর মতো একটি জোট গঠন করা হবে, যাতে সদস্য হিসেবে বিবাদমান দুই পক্ষের দেশগুলোর পাশাপাশি থাকবে জর্ডানও। এই জোটের নাম ‘স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স অব দ্য মিডল ইস্ট’ (মেসা)।