ঢাকা ০২:০১ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে বাস শ্রমিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় বাস টার্মিনাল অবরোধ করে শ্রমিকেরা। গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় খাদে প্রাইভেটকার, নিহত ৩ সিলেটে আগাম বন্যার আশঙ্কায়!! হাওরজুড়ে কৃষকের ব্যস্ততা শিশুদের মনোবিকাশে প্রয়োজন সংস্কৃতি চর্চা: মেয়র রেজাউল উপজেলা পরিষদ নির্বাচন হাতীবান্ধায় নির্বাচনী সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী সহ আহত ১০ ভূয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়ার, প্রতারক চক্রের এক সদস্য গ্রেপ্তার প্রথম দিনেই রোগী দেখে সবার মন জয় করেলেন ডাক্তার মোঃ হুমায়ুন রশিদ শাকিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বগুড়া জেলা আরজেএফ’র সুপেয় পানি স্যালাইন ও বিস্কুট বিতরণ দুমকীতে খাল সংস্কার প্রকল্পে অনিয়মসহ শত শতগাছ উপড়ে ফেলার অভিযোগ। বাকেরগঞ্জ বাসীর উন্নয়নমুলক সকল প্রত্যাশা পুরনে কাজ করব। ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ রাজীব আহমেদ তালুকদার।

সুপার ওভারের লড়াইয়ে খুলনাকে হারাল চিটাগং

স্পোর্টস ডেস্ক :  টানা তিন ম্যাচে হারের পর ভেঙে পড়াটাই স্বাভাবিক একটা দলের জন্য। আজকে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে হারলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথটা অনেক ক্ষীণ হয়ে যেত খুলনা টাইটানসের। টানা হারের কোনও কারণই খুঁজে পাচ্ছিল না টাইটানস কোচ মাহেলা জয়াবর্ধনে। এমনটাই জানিয়েছিলেন তৃতীয় ম্যাচে হারের পর। এত ভালো একটা দল গড়েও এমন ব্যর্থতা মেনে নেয়া কঠিনই বটে।

গতকাল শনিবারের প্রথম ম্যাচে মুখোমুখি হয় খুলনা টাইটান্স ও চিটাগং ভাইকিংস। সুপার ওভারে চিটাগংয়ের কাছে ১ রানে হেরেছে তারা। ফলে ইতিহাস হলো এই সুপার ওভারের ম্যাচ।

মিরপুরের উইকেটে ১৫১ রান সংগ্রহ করে খুলনা। সেই রান তুলতে পারেনি চিটাগং ভাইকিংস। খুলনার সমান রান তোলে তারাও। ম্যাচ গড়ায় সুপার ওভারে।

খুলনার হয়ে মাহমুদুল্লাহ এ ম্যাচে ৩৩ রান করেন। এছাড়া ম্যালান করেন ৪৫ রান। কিন্তু শেষ দিকে ভালো রান তুলতে পারেনি খুলনা। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের পথেই ছিল চিটাগং। মুশফিক এবং ইয়াসির আলী ভালো ব্যাটিং করেন। দলকে জয়ের পথে রাখেন তারা।

ইয়াসির আলী ৪১ রান করে ফেরেন। এরপর ভুল শট খেলে আউট হন মুশফিক। তিনি খেলেন ২৬ বলে ৩৪ রানের ইনিংস। তার আগে ২৩ রান করে আউট হন মোসাদ্দেক। ম্যাচ বেরিয়ে যায় চিটাগংয়ের হাত থেকে।

শেষ ওভারে চিটাগংয়ের জয়ের জন্য দরকার ছিল ১৯ রান। আরিফুলকে বল করার দায়িত্ব দেন মাহমুদুল্লাহ। শেষ ওভারে স্পিন না করার সিদ্ধান্ত থেকে আরিফুলকে বলে দেওয়া। কিন্তু তিনি রান আটকে ম্যাচ বের করে নিতে পারেননি। দিয়ে বসেন ১৮ রান। ম্যাচ টাই হয়।

এরপর মাঠেন গড়ায় বিপিএল ইতিহাসের প্রথম সুপার ওভার। সেই সুপার ওভারে প্রথমে ব্যাট করে চিটাগং তোলে ১১ রান। খুলনার হয়ে বল করেন আলী খানের বদলে বিপিএল খেলতে আসা জুনায়েদ খান। জবাবে খুলনা তুলতে পারে ৯ রান। চিটাগংয়ের হয়ে শেষ ওভারে তিন ছক্কা হাকিয়ে ম্যাচ টাই করা ফ্রাইলিংকই সুপার ওভারে ম্যাচ জেতান চিটাগংকে।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা টাইটান্স:  ২০ ওভারে ১৫১/৬ (স্টার্লিং ১৮, জুনায়েদ ২০, মালান ৪৫, মাহমুদউল্লাহ ৩৩, ব্র্যাথওয়েট ১২, শান্ত ৬, আরিফুল ৭*, মাহিদুল ৪*; ফ্রাইলিঙ্ক ১/৩০, সানজামুল ২/৩৭, নাঈম ১/১৬, মোসাদ্দেক ০/৭, খালেদ ১/২৮, রাহী ১/২৯)

চিটাগাং ভাইকিংস:   ২০ ওভারে ১৫১/৮ (শেহজাদ ১০, ডেলপোর্ট ১৭, ইয়াসির ৪১, মুশফিক ৩৪ , সিকান্দার ৪, মোসাদ্দেক ১২, ফ্রাইলিঙ্ক ২৩, নাঈম ৮, সানজামুল ০*  ; জুনায়েদ ১/২৪, ব্র্যাথওয়েট ২/৩০, শরিফুল ২/৩১, স্টার্লিং ০/৯, তাইজুল ১/২৩, মালান ০/১৪, আরিফুল ০/১৮)

সুপার ওভার

চিটাগাং ভাইকিংস: ১১/১  (ডেলপোর্ট,  ফ্র্যাইলিঙ্ক ৪, মুশফিক ১*  ; জুনায়েদ ১/১১)

খুলনা টাইটান্স:  ১০/১ ( ব্র্যাথওয়েট ১, মালান ৬ , স্টার্লিং ৩ ; ফ্র্যাইলিঙ্ক ০/১০  )

ফল: চিটাগাং ভাইকিংস সুপার ওভারে ১ রানে জয়ী।

Tag :

জনপ্রিয় সংবাদ

বরিশালে বাস শ্রমিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় বাস টার্মিনাল অবরোধ করে শ্রমিকেরা।

সুপার ওভারের লড়াইয়ে খুলনাকে হারাল চিটাগং

আপডেট টাইম ০৩:৩০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জানুয়ারী ২০১৯

স্পোর্টস ডেস্ক :  টানা তিন ম্যাচে হারের পর ভেঙে পড়াটাই স্বাভাবিক একটা দলের জন্য। আজকে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে হারলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথটা অনেক ক্ষীণ হয়ে যেত খুলনা টাইটানসের। টানা হারের কোনও কারণই খুঁজে পাচ্ছিল না টাইটানস কোচ মাহেলা জয়াবর্ধনে। এমনটাই জানিয়েছিলেন তৃতীয় ম্যাচে হারের পর। এত ভালো একটা দল গড়েও এমন ব্যর্থতা মেনে নেয়া কঠিনই বটে।

গতকাল শনিবারের প্রথম ম্যাচে মুখোমুখি হয় খুলনা টাইটান্স ও চিটাগং ভাইকিংস। সুপার ওভারে চিটাগংয়ের কাছে ১ রানে হেরেছে তারা। ফলে ইতিহাস হলো এই সুপার ওভারের ম্যাচ।

মিরপুরের উইকেটে ১৫১ রান সংগ্রহ করে খুলনা। সেই রান তুলতে পারেনি চিটাগং ভাইকিংস। খুলনার সমান রান তোলে তারাও। ম্যাচ গড়ায় সুপার ওভারে।

খুলনার হয়ে মাহমুদুল্লাহ এ ম্যাচে ৩৩ রান করেন। এছাড়া ম্যালান করেন ৪৫ রান। কিন্তু শেষ দিকে ভালো রান তুলতে পারেনি খুলনা। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের পথেই ছিল চিটাগং। মুশফিক এবং ইয়াসির আলী ভালো ব্যাটিং করেন। দলকে জয়ের পথে রাখেন তারা।

ইয়াসির আলী ৪১ রান করে ফেরেন। এরপর ভুল শট খেলে আউট হন মুশফিক। তিনি খেলেন ২৬ বলে ৩৪ রানের ইনিংস। তার আগে ২৩ রান করে আউট হন মোসাদ্দেক। ম্যাচ বেরিয়ে যায় চিটাগংয়ের হাত থেকে।

শেষ ওভারে চিটাগংয়ের জয়ের জন্য দরকার ছিল ১৯ রান। আরিফুলকে বল করার দায়িত্ব দেন মাহমুদুল্লাহ। শেষ ওভারে স্পিন না করার সিদ্ধান্ত থেকে আরিফুলকে বলে দেওয়া। কিন্তু তিনি রান আটকে ম্যাচ বের করে নিতে পারেননি। দিয়ে বসেন ১৮ রান। ম্যাচ টাই হয়।

এরপর মাঠেন গড়ায় বিপিএল ইতিহাসের প্রথম সুপার ওভার। সেই সুপার ওভারে প্রথমে ব্যাট করে চিটাগং তোলে ১১ রান। খুলনার হয়ে বল করেন আলী খানের বদলে বিপিএল খেলতে আসা জুনায়েদ খান। জবাবে খুলনা তুলতে পারে ৯ রান। চিটাগংয়ের হয়ে শেষ ওভারে তিন ছক্কা হাকিয়ে ম্যাচ টাই করা ফ্রাইলিংকই সুপার ওভারে ম্যাচ জেতান চিটাগংকে।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা টাইটান্স:  ২০ ওভারে ১৫১/৬ (স্টার্লিং ১৮, জুনায়েদ ২০, মালান ৪৫, মাহমুদউল্লাহ ৩৩, ব্র্যাথওয়েট ১২, শান্ত ৬, আরিফুল ৭*, মাহিদুল ৪*; ফ্রাইলিঙ্ক ১/৩০, সানজামুল ২/৩৭, নাঈম ১/১৬, মোসাদ্দেক ০/৭, খালেদ ১/২৮, রাহী ১/২৯)

চিটাগাং ভাইকিংস:   ২০ ওভারে ১৫১/৮ (শেহজাদ ১০, ডেলপোর্ট ১৭, ইয়াসির ৪১, মুশফিক ৩৪ , সিকান্দার ৪, মোসাদ্দেক ১২, ফ্রাইলিঙ্ক ২৩, নাঈম ৮, সানজামুল ০*  ; জুনায়েদ ১/২৪, ব্র্যাথওয়েট ২/৩০, শরিফুল ২/৩১, স্টার্লিং ০/৯, তাইজুল ১/২৩, মালান ০/১৪, আরিফুল ০/১৮)

সুপার ওভার

চিটাগাং ভাইকিংস: ১১/১  (ডেলপোর্ট,  ফ্র্যাইলিঙ্ক ৪, মুশফিক ১*  ; জুনায়েদ ১/১১)

খুলনা টাইটান্স:  ১০/১ ( ব্র্যাথওয়েট ১, মালান ৬ , স্টার্লিং ৩ ; ফ্র্যাইলিঙ্ক ০/১০  )

ফল: চিটাগাং ভাইকিংস সুপার ওভারে ১ রানে জয়ী।