ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে বড় পুইয়াউটা গ্রামে বাইতুন নাজাত জামে মসজিদের শুভ উদ্ভোধন। দেশবিরোধী ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে-লায়ন গনি মিয়া বাবুল সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়ন ৯নং ওয়ার্ড আ’লীগের কার্যালয়ের উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে এম ইসফাক আহসানের এর উদ্যোগে রেলি ও আলোচনা সভা আইন পেশায় সর্বোচ্চ খেতাব ” আপিল বিভাগের আইনজীবী ” হিসেবে ভূষিত হলেন এডভোকেট রেজাউল করিম। সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে রবিন ও সাজুর বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাগেরহাটে ফকিরহাটে সড়ক যেন মরণ ফাঁদ, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে যানবাহন আমান উল্লাহ পাড়া জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে মিলাদ মাহাফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত।

মঞ্চস্থ হলো রবীন্দ্রনাথের নাটক ‘রাজা ও অন্যান্য’

দীর্ঘকাল পর বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘রাজা ও অন্যান্য’ মঞ্চস্থ হলো। মিলনায়তনে কোন আসন খালি ছিল না। অভিনেতাদের অভিনয়ে ও নাটকের বৈচিত্রপূর্ণ কাহিনী ও সংলাপের উপস্থাপনায় দর্শকরা ক্ষণে ক্ষণে হাতাতালি দিয়ে উল্লাস প্রকাশ করে তাদের ভাললাগা প্রকাশ করেন।
কবির প্রয়াণ দিবস বাইশে শ্রাবণ উপলক্ষে রাজধানীর গ্রুপ থিয়েটার প্রাচ্যনাট তিন বছর পর নাটকটির দুটি প্রদর্শনী করলো। গতরাতে শিল্পকলা একাডেমির পরিক্ষণ থিয়েটার মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়। রবীন্দ্র নাটকের মধ্যে ‘রাজা ও অন্যান্য’ নাটকটি কবিগুরু বৃটিশ শাসসকে বিদ্রুপ করে রচনা করেন।
নাটকে রাজাকে দেখার জন্য প্রজারা উৎসুক হয়ে পড়ে, কিন্ত্র রাজা কোথায় থাকেন তা জানে না প্রজারা। তার জীবন সঙ্গিনী পর্যন্ত রাজাকে দেখতে পান না। এ নিয়ে প্রজার মধ্যে নানা কৌতুক, হাস্যরস জমে উঠে। অবশেষে রাজা ছুটে আসতে বাধ্য হন প্রজার ভিরে। কিন্তু তাও অনেকটা প্রতীকীভাবে।
চটুল সংলাপ, গান, নৃত্যে ভরপুর এ নাটক নাটকটি উপভোগ করতে দর্শকদের আগ্রহ ছিল লক্ষ্যণীয়। টিকেট না পেয়ে ফিরে গেছেন অসংখ্য দর্শক। দুটি প্রদর্শনীতে একই অবস্থা ছিল। ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে’সহ বেশ কয়েকটি রবীন্দ্র সংগীতের সাথে নৃত্য ছিল বেশ আকর্ষণীয়।
নাটকের নির্দেশক অভিনেতা ও নাট্যকার আজাদ আবুল কালাম বাসসকে বলেন, তিন বছর আগে নাটকটির সর্বশেষ প্রদশর্নী হয়। এটি প্রাচ্যনাটের চৌদ্দতম প্রযোজনা। বিভিন্ন মহলের অনুরোধে এবং কবিগুরুর প্রতি শ্রদ্ধা প্রকাশের জন্য দুটি প্রদশর্নী করা হলো। এমনিতেই রবীন্দ্রনাথের নাটকের দর্শক বেশি। আশা করছি নাটকটি মাঝে মধ্যেই প্রদশর্নী করবো।
নাটকটিতে অভিনয় করেছেন প্রাচ্যনাটের একদল প্রবীণ ও তরুণ শিল্পীরা। তারা হচ্ছেন, আফসানা মিমি,আজাদ আবুল কালাম, সানজিদা আনোয়ার, রাহুল আনন্দ, সাইফুল ইসলাম জার্নাল, রুবাইয়া মঞ্জুর,ঋতু সাত্তার, ইরা শারমীন, তপন মজুমদার, বিলকিস জাহান জবা, সাখাওয়াত হোসেন রেজভী ,তৌফিকুল ইসলাম ইমন,আসলামুজ্জামান পলাশ,হীরা চৌধুরী, মিজানুর রহমান মিতুল,রাকার বকুল, শরিফুল ইসলাম, এবিএস জেম,শাহরিয়ার ফেরদৌস,শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ, ফরহাদগ হামিদ, মনিরুল ইসলাম রুবেল, মাসিহুদ্দৌলা আজাদ, নিফাত আহমেদ নোবেল, আবুল হাসনাত ভুঞা, রিঙ্কন শিকদার, সাদিকা পারভিন স্বর্ণা, পারভীন সুলতানা কলি, জয়ীতা মহলানবিশ, ¯œাতা শাহরিন, বিলকিস জাহান জবা, পরশ লোদী প্রমুখ।
সঙ্গীতে ছিলেন কার্তিক, সানজিদা আনোয়ার প্রীতি, উত্তম চক্রবর্তী, রাহুল আনন্দ, সাইফুল জার্নাল, নোবেল, জাহাঙ্গীর,ফারজিন নীল, দেবাশিষ, রিপন ও পারু। কোরিওগ্রাফি করেছেন ¯œাতা শাহরিন ও পারভিন সুলতানা কলি।
প্রযোজনা অধিকর্তা শতাব্দী ওয়াদুদ বাসসকে জানান, এ নাটকের দর্শক প্রচুর। এবারের দুটি প্রদর্শনীঁর মধ্যদিয়ে তা আবার জানা গেল। নতুন প্রজন্মের দর্শকের সংখ্যই ছিল বেশি। আমরা খুবই দুখি:ত যে অনেক দর্শক টিকেট না পেয়ে ফিরে গেছেন। শিগগরি নাটকটির পুনরায় প্রদশর্নী করা হবে।

SHARE

Facebook
Twitter

 

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে বড় পুইয়াউটা গ্রামে বাইতুন নাজাত জামে মসজিদের শুভ উদ্ভোধন।

মঞ্চস্থ হলো রবীন্দ্রনাথের নাটক ‘রাজা ও অন্যান্য’

আপডেট টাইম ১২:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮

দীর্ঘকাল পর বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘রাজা ও অন্যান্য’ মঞ্চস্থ হলো। মিলনায়তনে কোন আসন খালি ছিল না। অভিনেতাদের অভিনয়ে ও নাটকের বৈচিত্রপূর্ণ কাহিনী ও সংলাপের উপস্থাপনায় দর্শকরা ক্ষণে ক্ষণে হাতাতালি দিয়ে উল্লাস প্রকাশ করে তাদের ভাললাগা প্রকাশ করেন।
কবির প্রয়াণ দিবস বাইশে শ্রাবণ উপলক্ষে রাজধানীর গ্রুপ থিয়েটার প্রাচ্যনাট তিন বছর পর নাটকটির দুটি প্রদর্শনী করলো। গতরাতে শিল্পকলা একাডেমির পরিক্ষণ থিয়েটার মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়। রবীন্দ্র নাটকের মধ্যে ‘রাজা ও অন্যান্য’ নাটকটি কবিগুরু বৃটিশ শাসসকে বিদ্রুপ করে রচনা করেন।
নাটকে রাজাকে দেখার জন্য প্রজারা উৎসুক হয়ে পড়ে, কিন্ত্র রাজা কোথায় থাকেন তা জানে না প্রজারা। তার জীবন সঙ্গিনী পর্যন্ত রাজাকে দেখতে পান না। এ নিয়ে প্রজার মধ্যে নানা কৌতুক, হাস্যরস জমে উঠে। অবশেষে রাজা ছুটে আসতে বাধ্য হন প্রজার ভিরে। কিন্তু তাও অনেকটা প্রতীকীভাবে।
চটুল সংলাপ, গান, নৃত্যে ভরপুর এ নাটক নাটকটি উপভোগ করতে দর্শকদের আগ্রহ ছিল লক্ষ্যণীয়। টিকেট না পেয়ে ফিরে গেছেন অসংখ্য দর্শক। দুটি প্রদর্শনীতে একই অবস্থা ছিল। ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে’সহ বেশ কয়েকটি রবীন্দ্র সংগীতের সাথে নৃত্য ছিল বেশ আকর্ষণীয়।
নাটকের নির্দেশক অভিনেতা ও নাট্যকার আজাদ আবুল কালাম বাসসকে বলেন, তিন বছর আগে নাটকটির সর্বশেষ প্রদশর্নী হয়। এটি প্রাচ্যনাটের চৌদ্দতম প্রযোজনা। বিভিন্ন মহলের অনুরোধে এবং কবিগুরুর প্রতি শ্রদ্ধা প্রকাশের জন্য দুটি প্রদশর্নী করা হলো। এমনিতেই রবীন্দ্রনাথের নাটকের দর্শক বেশি। আশা করছি নাটকটি মাঝে মধ্যেই প্রদশর্নী করবো।
নাটকটিতে অভিনয় করেছেন প্রাচ্যনাটের একদল প্রবীণ ও তরুণ শিল্পীরা। তারা হচ্ছেন, আফসানা মিমি,আজাদ আবুল কালাম, সানজিদা আনোয়ার, রাহুল আনন্দ, সাইফুল ইসলাম জার্নাল, রুবাইয়া মঞ্জুর,ঋতু সাত্তার, ইরা শারমীন, তপন মজুমদার, বিলকিস জাহান জবা, সাখাওয়াত হোসেন রেজভী ,তৌফিকুল ইসলাম ইমন,আসলামুজ্জামান পলাশ,হীরা চৌধুরী, মিজানুর রহমান মিতুল,রাকার বকুল, শরিফুল ইসলাম, এবিএস জেম,শাহরিয়ার ফেরদৌস,শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ, ফরহাদগ হামিদ, মনিরুল ইসলাম রুবেল, মাসিহুদ্দৌলা আজাদ, নিফাত আহমেদ নোবেল, আবুল হাসনাত ভুঞা, রিঙ্কন শিকদার, সাদিকা পারভিন স্বর্ণা, পারভীন সুলতানা কলি, জয়ীতা মহলানবিশ, ¯œাতা শাহরিন, বিলকিস জাহান জবা, পরশ লোদী প্রমুখ।
সঙ্গীতে ছিলেন কার্তিক, সানজিদা আনোয়ার প্রীতি, উত্তম চক্রবর্তী, রাহুল আনন্দ, সাইফুল জার্নাল, নোবেল, জাহাঙ্গীর,ফারজিন নীল, দেবাশিষ, রিপন ও পারু। কোরিওগ্রাফি করেছেন ¯œাতা শাহরিন ও পারভিন সুলতানা কলি।
প্রযোজনা অধিকর্তা শতাব্দী ওয়াদুদ বাসসকে জানান, এ নাটকের দর্শক প্রচুর। এবারের দুটি প্রদর্শনীঁর মধ্যদিয়ে তা আবার জানা গেল। নতুন প্রজন্মের দর্শকের সংখ্যই ছিল বেশি। আমরা খুবই দুখি:ত যে অনেক দর্শক টিকেট না পেয়ে ফিরে গেছেন। শিগগরি নাটকটির পুনরায় প্রদশর্নী করা হবে।

SHARE

Facebook
Twitter