ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যে পরিকল্পনায় খুন হন লোহাগড়ার চেয়ারম্যান মোস্তফা কামাল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ভাড়াটিয়া শুটার দুমকী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে হামলা-পাল্টা হামলা বাকেরগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রায় এমপির কর্মকান্ডকে বাধাগ্রস্ত করছেন একটি কুচক্রী মহল।। “ভাইয়া গ্রুপ প্রথম বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন,আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল ও রিসোর্টের শেয়ার বিক্রয় কার্যক্রম শুরু করেছেন” “এনএফএস’র নতুন কমিটি গঠন সভাপতি রাহাত, সম্পাদক হাসান” গজারিয়ায় তিতাসের অভিযান পাঁচ কিলোমিটার অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন চুরি প্রতিরোধে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।। বরিশালে সুলভ মুল্যে বসুন্ধরা পন্য পেয়ে ক্রেতারা খুশী। বাবুগঞ্জে স্কুল ছুটির পরে বাড়ি যাওয়ার সময় দুই শিক্ষার্থী নিখোঁজ। আমার বাবাও মায়ের দেওয়া উপদেশ বড়দের সম্মান কর ছোটদের স্নেহ করো।

মতলব উত্তরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক ও ঢেউটিন বিতরণ

মতলব উত্তর প্রতিনিধি
মতলব উত্তর উপজেলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে দলীয় নেতৃবৃন্দ ও দুস্থদের মাঝে সহায়তার চেক এবং ঢেউটিন বিতরণ করা হয়েছে। ২২ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনিছুর রহমান তপুর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র মোঃ আরিফ উল্লাহ সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব।
আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত মোঃ মজনু মেম্বার।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রুহুল বলেন, বিশ্ব মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দেশপ্রেমী মানুষ। যিনি সার্বক্ষণিক দেশ ও জনগণের জন্য কাজ করেন। তিনি তাঁর নিজের ত্রাণ তহবিল থেকে দেশের প্রতিটি অঞ্চলের অসহায় নেতাকর্মীদের জন্য সহায়তা পাঠাচ্ছেন। এটাই হল বাস্তব কর্মী বান্ধব নেত্রী। তিনি সবসময় মানুষকে সেবা করা ও দেশের উন্নয়নের কথা চিন্তা করেন।
নুরুল আমিন রুহুল আরো বলেন, বিএনপি জামায়াতের বিশ্বের কয়েকটি দেশে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত হয়েছে। নির্বাচন আসলেই তারা দেশে নৈরাজ্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। পাশের দেশ ভারতের তালিকায়ও তারা সন্ত্রাসী দল বলে আখ্যায়িত আছে। তাই সন্ত্রাসী দলকে জনগণ কখনোই ক্ষমতায় বসাবে না। আওয়ামী লীগ শান্তির প্রতিক, উন্নয়নের প্রতিক, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।
সাংসদ রুহুল বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। অসুস্থ মানুষদের সুস্থ করার জন্য চিকিৎসা বাবদ অনুদান প্রদান করা মহতি উদ্যোগ। বর্তমান সরকারের আমলে দরিদ্র মানুষের চিকিৎসার জন্য যেভাবে অনুদান দেয়া হচ্ছে, আওয়ামী লীগ ব্যতীত কোনো সরকার তা দিতে পারেনি। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

ছবি-০১
মতলব উত্তর উপজেলায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে দলীয় নেতৃবৃন্দ ও দুস্থদের মাঝে সহায়তার চেক তুলে দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

মতলব উত্তরে ইউসিবি ব্যাংকের উদ্যোগে গাছের চারা রোপণ

মতলব উত্তর প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষায় রোপনের জন্য মতলব উত্তর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
মঙ্গলবার (২২ আগস্ট) সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়য়ে কার্যক্রমের উদ্বোধন করেন ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার।
মেয়র আরিফ উল্যাহ সরকার বলেন, পরিবেশ সুন্দর রাখতে হলে গাছের বিকল্প নেই বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক জলবায়ুর বিরূপ প্রভাবে সবচেয়ে হুমকির মুখে রয়েছে বাংলাদেশ। ষড়ঋতুর এই দেশে এখন আর ঋতুবৈচিত্র্য চোখে পড়ে না। আমাদের দেশে যে পরিমাণ গাছ থাকার কথা তা নেই, ফলে ঘনঘন প্রচণ্ড দাবদাহ, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, বজ্রপাত, প্রাকৃতিক দুর্যোগ লেগেই রয়েছে। এর থেকে পরিত্রাণ পেতে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। আমরা নিজেরা গাছ লাগাবো ও অন্যকেও গাছ লাগাতে উদ্বুদ্ধ করবো। গাছের যত্ন করবো।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক হাজার দুইশ তাল, আম, কাঁঠাল, কৃষ্ণচূড়া, মেহেগনী ও অর্জুন গাছের চারা বিতরণ করা হয়।
ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাইলট প্রকল্প হিসেবে সারাদেশে ৫০টি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে এই গাছ বিতরণ করা হচ্ছে। উদ্যোক্তরা জানান, সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এ বছর সারাদেশে তালগাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন ধরণের বৃক্ষ রোপণ করা হচ্ছে।
এই কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার।
এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মোহাম্মদ ইয়াসিন, ইউসিবি ব্যাংকের চাঁদপুর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল হোসাইন, জৈষ্ঠ্য নিবার্হী কর্মকর্তা মোঃ সেলিমুজ্জামান, ছেংগারচর পৌরসভার কাউন্সিলর মোঃ হারিছ খান, মোঃ শাহজালাল মুফতী, যুবলীগ নেতা মিল্টন সরকার।
অনুষ্ঠান শেষে মতলব উত্তরর ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে আম গাছের চারা রোপণ করেন মেয়র আরিফ উল্যাহ সরকার। শিকিরচর বেড়ি বাঁধে একটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, ইউসিবি ব্যাংকের উদ্যোগে সারাদেশে ৫০টি নির্বাচিত উপজেলাকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চর, হাওর, উপকূল, সীমান্তবর্তী এলাকাসহ তুলনামূলকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এসব মডেল উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় এক হাজার করে সারাদেশে অন্তত ৫০ হাজার তাল বা স্থানীয় চাহিদার ভিত্তিতে অন্যান্য গাছ রোপণ করা হবে।
একইসঙ্গে বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক ডিভাইস স্থাপন, কৃষি উদ্যোক্তাদের সংগঠিত করে ক্লাইমেট স্মার্ট/কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও যন্ত্রের ব্যবহারে উৎসাহ প্রদান কৃষকদের মাঝে ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী (নিরাপত্তা চশমা কীটনাশক প্রতিরোধী পোশাক ইত্যাদি) বিতরণ খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জৈব পদ্ধতির প্রয়োগে সহায়তা প্রদানসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
পাশাপাশি দেশের ৬৪ জেলার প্রতিটি উপজেলা থেকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ-সংশ্লিষ্ট ২৫ জন করে কৃষি উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ছবি-০২
মতলব উত্তর উপজেলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) উদ্যোগে গাছের চারা রোপন করেন ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার।

মতলব উত্তরে নারীর ক্ষমতায়নে বিশেষ উঠান বৈঠক

মতলব উত্তর প্রতিনিধি
মতলব উত্তর উপজেলা প্রশাসন ও তথ্য আপা কেন্দ্রের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়ে) এর বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং তথ্য আপা কর্মকর্তা তাসলিমা আক্তারের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র মো. আরিফ উল্লাহ সরকার।
আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাবেক ছাত্রনেতা প্রভাষক মেহেদী মাসুদ, উপজেলা যুবলীগের সদস্য আশরাফুল আলম মিলন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, এখলাছপুর ইউনিয়ন যুবলীগ নেতা লিটন সরদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ নুরনবী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, আমরা ধন্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। যিনি বাংলাদেশে নারী পুরুষের সমান মর্যাদা দিয়েছেন। চাকুরী ও ব্যবসা সহ সকল ক্ষেত্রেই সমান অধিকার দিয়েছেন। নারীদের জন্য বিশেষ সেবা দিচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আজ নারীরা মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। তিনি আরো বলেন, নারী উন্নয়নে সরকার ব্যাপক প্রকল্প হাতে নিয়েছেন। তার মধ্যে অন্যতম হল তথ্যআপা। নারীদের বিভিন্ন কাজে সহায়ক হিসেবে কাজ করছে এ প্রকল্পটি। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিনই দেশের উন্নয়ন নারীর উন্নয়ন অব্যাহত থাকবে। তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।

ছবি-০৩
মতলব উত্তর উপজেলায় ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়ে) এর বিশেষ উঠান বৈঠকে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সাথে এম ইসফাক আহসানের সাক্ষাত

মতলব উত্তর প্রতিনিধি
২১শে আগস্ট বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এইচ. ই. বান্ড স্পেইনার, সুইডেনের রাষ্ট্রদূত এইচ. ই এলেক্স ব্রাগ বন লিনডি এবং জাপানের রাষ্ট্রদূত এইচ. ই ইউমা কিমিমরি সস্ত্রীক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. শাম্মী আহমেদ এর বাসভবনে নৈশভোজ ও আলোচনায় অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য এম ইসফাক আহসান সিআইপি।
আলোচনার মূল বিষয়বস্তু ছিল- সামজিক সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপর ২১ আগস্টে বর্বরোচিত গ্রেনেড হামলার উপর আলোচনা হয়। ২১শে আগস্টের গ্রেনেড হামলা বাংলাদেশে ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা, যে হামলায় ২৪ জন নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় ৩০০ লোক আহত হয়।
আরও আলোচনা হয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যা, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে।

ছবি-০৪
ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সাথে এম ইসফাক আহসানের সাক্ষাত করেন।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যে পরিকল্পনায় খুন হন লোহাগড়ার চেয়ারম্যান মোস্তফা কামাল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ভাড়াটিয়া শুটার

মতলব উত্তরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক ও ঢেউটিন বিতরণ

আপডেট টাইম ০৯:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩

মতলব উত্তর প্রতিনিধি
মতলব উত্তর উপজেলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে দলীয় নেতৃবৃন্দ ও দুস্থদের মাঝে সহায়তার চেক এবং ঢেউটিন বিতরণ করা হয়েছে। ২২ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনিছুর রহমান তপুর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র মোঃ আরিফ উল্লাহ সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব।
আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত মোঃ মজনু মেম্বার।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রুহুল বলেন, বিশ্ব মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দেশপ্রেমী মানুষ। যিনি সার্বক্ষণিক দেশ ও জনগণের জন্য কাজ করেন। তিনি তাঁর নিজের ত্রাণ তহবিল থেকে দেশের প্রতিটি অঞ্চলের অসহায় নেতাকর্মীদের জন্য সহায়তা পাঠাচ্ছেন। এটাই হল বাস্তব কর্মী বান্ধব নেত্রী। তিনি সবসময় মানুষকে সেবা করা ও দেশের উন্নয়নের কথা চিন্তা করেন।
নুরুল আমিন রুহুল আরো বলেন, বিএনপি জামায়াতের বিশ্বের কয়েকটি দেশে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত হয়েছে। নির্বাচন আসলেই তারা দেশে নৈরাজ্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। পাশের দেশ ভারতের তালিকায়ও তারা সন্ত্রাসী দল বলে আখ্যায়িত আছে। তাই সন্ত্রাসী দলকে জনগণ কখনোই ক্ষমতায় বসাবে না। আওয়ামী লীগ শান্তির প্রতিক, উন্নয়নের প্রতিক, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।
সাংসদ রুহুল বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। অসুস্থ মানুষদের সুস্থ করার জন্য চিকিৎসা বাবদ অনুদান প্রদান করা মহতি উদ্যোগ। বর্তমান সরকারের আমলে দরিদ্র মানুষের চিকিৎসার জন্য যেভাবে অনুদান দেয়া হচ্ছে, আওয়ামী লীগ ব্যতীত কোনো সরকার তা দিতে পারেনি। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

ছবি-০১
মতলব উত্তর উপজেলায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে দলীয় নেতৃবৃন্দ ও দুস্থদের মাঝে সহায়তার চেক তুলে দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

মতলব উত্তরে ইউসিবি ব্যাংকের উদ্যোগে গাছের চারা রোপণ

মতলব উত্তর প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষায় রোপনের জন্য মতলব উত্তর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
মঙ্গলবার (২২ আগস্ট) সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়য়ে কার্যক্রমের উদ্বোধন করেন ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার।
মেয়র আরিফ উল্যাহ সরকার বলেন, পরিবেশ সুন্দর রাখতে হলে গাছের বিকল্প নেই বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক জলবায়ুর বিরূপ প্রভাবে সবচেয়ে হুমকির মুখে রয়েছে বাংলাদেশ। ষড়ঋতুর এই দেশে এখন আর ঋতুবৈচিত্র্য চোখে পড়ে না। আমাদের দেশে যে পরিমাণ গাছ থাকার কথা তা নেই, ফলে ঘনঘন প্রচণ্ড দাবদাহ, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, বজ্রপাত, প্রাকৃতিক দুর্যোগ লেগেই রয়েছে। এর থেকে পরিত্রাণ পেতে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। আমরা নিজেরা গাছ লাগাবো ও অন্যকেও গাছ লাগাতে উদ্বুদ্ধ করবো। গাছের যত্ন করবো।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক হাজার দুইশ তাল, আম, কাঁঠাল, কৃষ্ণচূড়া, মেহেগনী ও অর্জুন গাছের চারা বিতরণ করা হয়।
ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাইলট প্রকল্প হিসেবে সারাদেশে ৫০টি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে এই গাছ বিতরণ করা হচ্ছে। উদ্যোক্তরা জানান, সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এ বছর সারাদেশে তালগাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন ধরণের বৃক্ষ রোপণ করা হচ্ছে।
এই কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার।
এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মোহাম্মদ ইয়াসিন, ইউসিবি ব্যাংকের চাঁদপুর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল হোসাইন, জৈষ্ঠ্য নিবার্হী কর্মকর্তা মোঃ সেলিমুজ্জামান, ছেংগারচর পৌরসভার কাউন্সিলর মোঃ হারিছ খান, মোঃ শাহজালাল মুফতী, যুবলীগ নেতা মিল্টন সরকার।
অনুষ্ঠান শেষে মতলব উত্তরর ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে আম গাছের চারা রোপণ করেন মেয়র আরিফ উল্যাহ সরকার। শিকিরচর বেড়ি বাঁধে একটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, ইউসিবি ব্যাংকের উদ্যোগে সারাদেশে ৫০টি নির্বাচিত উপজেলাকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চর, হাওর, উপকূল, সীমান্তবর্তী এলাকাসহ তুলনামূলকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এসব মডেল উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় এক হাজার করে সারাদেশে অন্তত ৫০ হাজার তাল বা স্থানীয় চাহিদার ভিত্তিতে অন্যান্য গাছ রোপণ করা হবে।
একইসঙ্গে বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক ডিভাইস স্থাপন, কৃষি উদ্যোক্তাদের সংগঠিত করে ক্লাইমেট স্মার্ট/কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও যন্ত্রের ব্যবহারে উৎসাহ প্রদান কৃষকদের মাঝে ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী (নিরাপত্তা চশমা কীটনাশক প্রতিরোধী পোশাক ইত্যাদি) বিতরণ খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জৈব পদ্ধতির প্রয়োগে সহায়তা প্রদানসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
পাশাপাশি দেশের ৬৪ জেলার প্রতিটি উপজেলা থেকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ-সংশ্লিষ্ট ২৫ জন করে কৃষি উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ছবি-০২
মতলব উত্তর উপজেলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) উদ্যোগে গাছের চারা রোপন করেন ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার।

মতলব উত্তরে নারীর ক্ষমতায়নে বিশেষ উঠান বৈঠক

মতলব উত্তর প্রতিনিধি
মতলব উত্তর উপজেলা প্রশাসন ও তথ্য আপা কেন্দ্রের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়ে) এর বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং তথ্য আপা কর্মকর্তা তাসলিমা আক্তারের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র মো. আরিফ উল্লাহ সরকার।
আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাবেক ছাত্রনেতা প্রভাষক মেহেদী মাসুদ, উপজেলা যুবলীগের সদস্য আশরাফুল আলম মিলন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, এখলাছপুর ইউনিয়ন যুবলীগ নেতা লিটন সরদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ নুরনবী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, আমরা ধন্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। যিনি বাংলাদেশে নারী পুরুষের সমান মর্যাদা দিয়েছেন। চাকুরী ও ব্যবসা সহ সকল ক্ষেত্রেই সমান অধিকার দিয়েছেন। নারীদের জন্য বিশেষ সেবা দিচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আজ নারীরা মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। তিনি আরো বলেন, নারী উন্নয়নে সরকার ব্যাপক প্রকল্প হাতে নিয়েছেন। তার মধ্যে অন্যতম হল তথ্যআপা। নারীদের বিভিন্ন কাজে সহায়ক হিসেবে কাজ করছে এ প্রকল্পটি। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিনই দেশের উন্নয়ন নারীর উন্নয়ন অব্যাহত থাকবে। তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।

ছবি-০৩
মতলব উত্তর উপজেলায় ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়ে) এর বিশেষ উঠান বৈঠকে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সাথে এম ইসফাক আহসানের সাক্ষাত

মতলব উত্তর প্রতিনিধি
২১শে আগস্ট বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এইচ. ই. বান্ড স্পেইনার, সুইডেনের রাষ্ট্রদূত এইচ. ই এলেক্স ব্রাগ বন লিনডি এবং জাপানের রাষ্ট্রদূত এইচ. ই ইউমা কিমিমরি সস্ত্রীক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. শাম্মী আহমেদ এর বাসভবনে নৈশভোজ ও আলোচনায় অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য এম ইসফাক আহসান সিআইপি।
আলোচনার মূল বিষয়বস্তু ছিল- সামজিক সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপর ২১ আগস্টে বর্বরোচিত গ্রেনেড হামলার উপর আলোচনা হয়। ২১শে আগস্টের গ্রেনেড হামলা বাংলাদেশে ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা, যে হামলায় ২৪ জন নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় ৩০০ লোক আহত হয়।
আরও আলোচনা হয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যা, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে।

ছবি-০৪
ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সাথে এম ইসফাক আহসানের সাক্ষাত করেন।