ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ বগুড়া শিবগঞ্জে নাতির রাম দা’র কোপে নানী খুন ফুটপাত উদ্ধার করতে হবে: মেয়র রেজাউল আন্তর্জাতিক মে দিবস পালন করেন নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয় রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানে প্রতিদ্বন্দ্বীবিহীন প্রার্থী ভোট হবে ভাইস চেয়ারম্যানের (চার প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ভোট প্রতিদ্বন্দ্বিতা হবে দুই জনের মধ্যে।) “কেরানীগঞ্জে এক হাজার পথচারীদের মাঝে শরবত বিতরণ করলেন সাংবাদিকরা” লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ অধ্যক্ষ পুরস্কার নিয়ে বির্তক দিঘলিয়ায় মে দিবস পালিত। মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড বাসস্ট্যান্ড তীব্রতাপ প্রভায়ে খাবার পানি ও স্যালাইন বিতরণ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিঘলিয়ার আয়োজনে পোকা দমন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, খুলনা-

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিঘলিয়ার আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে আজ ৭ জুন বুধবার সকালে প‌রি‌বেশ বান্ধব কৌশলের মাধ‌্যমে নিরাপদ ফসল উৎপাদন(১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় পোকা দমন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা দিঘ‌লিয়া উপজেলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক, কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক, কৃষিবিদ মোঃ সালে উদ্দিন সরদার ও দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান গন, সুধীজন এবং উপজেলার কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার তার ব‌ক্তব্যে ব‌লেন, আপনা‌দের এ এলাকার সন্তান কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব ওয়া‌হিদা আক্তার শিলা, তি‌নি আমা‌কে প্রায়ই ব‌লেন, ‘আমার দিঘ‌লিয়া উপজেলার কৃ‌ষি কার্যক্রম কিভা‌বে আ‌রো উন্নত করা যায় তু‌মি তার সা‌র্বিক তত্বাবধান ক‌রো, আমার উপ‌জেলায় কি দরকার সেটা আমা‌কে জানাও, আ‌মি সব ধর‌নের ব‌্যবস্থা করার চেষ্টা কর‌বো।’ তাছাড়ও নতুন অর্থ বছ‌রে কৃ‌ষি‌তে দিঘ‌লিয়া উপ‌জেলায় বড় একটা বরাদ্ধ দেওয়ার আশ্বাসও তিনি প্রদান ক‌রেন।কৃষি অফিসার বলেন, কৃষি বিষয় নিয়ে আপনারা আমা‌দের কৃ‌ষি অ‌ফি‌সে আস‌বেন, আমরা আপনা‌দের সকল ধ‌রনের সেবা প্রদা‌নে পা‌শে থাক‌বো এবং আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা দেবো।

অনুষ্ঠা‌নের সভাপ‌তি উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার তার বক্তব্যে ব‌লেন, বাংলা‌দেশ কৃ‌ষি প্রধান দেশ, আমা‌দের দেশ কৃ‌ষি স্ব‌নির্ভর, কৃ‌ষি ও কৃষ‌কের জন‌্যই দেশ সাম‌নের দি‌কে এ‌গি‌য়ে যা‌চ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা ব‌লে‌ছেন- ১ ইঞ্চি জমি যেন অনআবা‌দি প‌ড়ে না থা‌কে। বিষয়টির উপর গুরুত্বারোপ করে সকল কৃষ‌ককে সকল জ‌মি চাষাবা‌দের আওতায় আনার আহবান জানান তি‌নি।

নির্বাহী অফিসার বলেন, সব পোকা শত্রু পোকা নয়, কিছু পোকাও বন্ধু হয়। অনেক কৃষক না জে‌নেই ফস‌লের পোকা দম‌নে অ‌তি‌রিক্ত মাত্রায় কীটনাশক ব‌্যবহার ক‌রে, কিন্তু তারা বুঝতে পা‌রেনা যে তারা তা‌দের ফস‌লের ভা‌লোর প‌রিব‌র্তে ক্ষ‌তি কর‌ছে। ফস‌লের পোকা দমনে কীটনাশক ব‌্যবহার না ক‌রে বি‌ভিন্ন ফাঁদ ব‌্যবহার ক‌রে দমন করা সম্ভব। এসব বিষয়ে ইতিপূ‌র্বে দিঘ‌লিয়া কৃ‌ষি অ‌ফিসা‌রের তত্বাবধায়‌নে আই‌পিএম মাঠ স্কুল এর মাধ‌্য‌মে দিঘ‌লিয়া উপ‌জেলার প্রতিটা ইউ‌নিয়‌নে মাঠ পর্যা‌য়ে প্রশিক্ষ‌নের ব‌্যবস্থা গ্রহন ক‌রা হয়। যার মাধ‌্য‌মে কৃষ‌কেরা কীটনাশ‌কের স‌ঠিক ব‌্যবহার, ফস‌লের পোকা দমন ব‌্যবস্থা, স‌ঠিক বীজ বাছাই, উপকা‌রি পোকা চেনার উপায় ও তা‌দের সংরক্ষন ব‌্যবস্থা ছাড়াও বি‌ভিন্ন বিষ‌য়ে কৃষকদের অবহিত করা হয়।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিঘলিয়ার আয়োজনে পোকা দমন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

আপডেট টাইম ০৩:০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, খুলনা-

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিঘলিয়ার আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে আজ ৭ জুন বুধবার সকালে প‌রি‌বেশ বান্ধব কৌশলের মাধ‌্যমে নিরাপদ ফসল উৎপাদন(১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় পোকা দমন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা দিঘ‌লিয়া উপজেলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক, কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক, কৃষিবিদ মোঃ সালে উদ্দিন সরদার ও দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান গন, সুধীজন এবং উপজেলার কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার তার ব‌ক্তব্যে ব‌লেন, আপনা‌দের এ এলাকার সন্তান কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব ওয়া‌হিদা আক্তার শিলা, তি‌নি আমা‌কে প্রায়ই ব‌লেন, ‘আমার দিঘ‌লিয়া উপজেলার কৃ‌ষি কার্যক্রম কিভা‌বে আ‌রো উন্নত করা যায় তু‌মি তার সা‌র্বিক তত্বাবধান ক‌রো, আমার উপ‌জেলায় কি দরকার সেটা আমা‌কে জানাও, আ‌মি সব ধর‌নের ব‌্যবস্থা করার চেষ্টা কর‌বো।’ তাছাড়ও নতুন অর্থ বছ‌রে কৃ‌ষি‌তে দিঘ‌লিয়া উপ‌জেলায় বড় একটা বরাদ্ধ দেওয়ার আশ্বাসও তিনি প্রদান ক‌রেন।কৃষি অফিসার বলেন, কৃষি বিষয় নিয়ে আপনারা আমা‌দের কৃ‌ষি অ‌ফি‌সে আস‌বেন, আমরা আপনা‌দের সকল ধ‌রনের সেবা প্রদা‌নে পা‌শে থাক‌বো এবং আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা দেবো।

অনুষ্ঠা‌নের সভাপ‌তি উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার তার বক্তব্যে ব‌লেন, বাংলা‌দেশ কৃ‌ষি প্রধান দেশ, আমা‌দের দেশ কৃ‌ষি স্ব‌নির্ভর, কৃ‌ষি ও কৃষ‌কের জন‌্যই দেশ সাম‌নের দি‌কে এ‌গি‌য়ে যা‌চ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা ব‌লে‌ছেন- ১ ইঞ্চি জমি যেন অনআবা‌দি প‌ড়ে না থা‌কে। বিষয়টির উপর গুরুত্বারোপ করে সকল কৃষ‌ককে সকল জ‌মি চাষাবা‌দের আওতায় আনার আহবান জানান তি‌নি।

নির্বাহী অফিসার বলেন, সব পোকা শত্রু পোকা নয়, কিছু পোকাও বন্ধু হয়। অনেক কৃষক না জে‌নেই ফস‌লের পোকা দম‌নে অ‌তি‌রিক্ত মাত্রায় কীটনাশক ব‌্যবহার ক‌রে, কিন্তু তারা বুঝতে পা‌রেনা যে তারা তা‌দের ফস‌লের ভা‌লোর প‌রিব‌র্তে ক্ষ‌তি কর‌ছে। ফস‌লের পোকা দমনে কীটনাশক ব‌্যবহার না ক‌রে বি‌ভিন্ন ফাঁদ ব‌্যবহার ক‌রে দমন করা সম্ভব। এসব বিষয়ে ইতিপূ‌র্বে দিঘ‌লিয়া কৃ‌ষি অ‌ফিসা‌রের তত্বাবধায়‌নে আই‌পিএম মাঠ স্কুল এর মাধ‌্য‌মে দিঘ‌লিয়া উপ‌জেলার প্রতিটা ইউ‌নিয়‌নে মাঠ পর্যা‌য়ে প্রশিক্ষ‌নের ব‌্যবস্থা গ্রহন ক‌রা হয়। যার মাধ‌্য‌মে কৃষ‌কেরা কীটনাশ‌কের স‌ঠিক ব‌্যবহার, ফস‌লের পোকা দমন ব‌্যবস্থা, স‌ঠিক বীজ বাছাই, উপকা‌রি পোকা চেনার উপায় ও তা‌দের সংরক্ষন ব‌্যবস্থা ছাড়াও বি‌ভিন্ন বিষ‌য়ে কৃষকদের অবহিত করা হয়।