ঢাকা ০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন মতিয়া

মাতৃভূমির খবর ডেস্কঃ  শেরপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মতিয়া চৌধুরী নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ঐ আসনের নকলা উপজেলায় বানেশ্বর্দীতে নিজ শ্বশুরবাড়ীর এলাকায় বানেশ্বর্দী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

আজ সকাল ৯টায় সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটি প্রদান করেন মতিয়া চৌধুরী।

এদিকে ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের নিকট নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে মতিয়া চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। ফলাফল না মানার কোনো কারণ নেই। যারা ফলাফল মানবে না, তারা গণতন্ত্রকে অস্বীকার করে।

এদিকে সকাল থেকেই শেরপুরের বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলতে থাকে। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

শেরপুর ৩টি আসনে নিরাপত্তা রক্ষার দায়িত্বে ৪৫০ সেনা সদস্য, ১২৬ বিজিবি, র্যাবসহ ৫০ জনের টিম রয়েছে। এ ছাড়া প্রতি কেন্দ্রে ১২ আনসার, পুলিশ সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৭টি ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬টি ভ্রাম্যমাণ আদালত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন মতিয়া

আপডেট টাইম ০৫:৫২:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮

মাতৃভূমির খবর ডেস্কঃ  শেরপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মতিয়া চৌধুরী নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ঐ আসনের নকলা উপজেলায় বানেশ্বর্দীতে নিজ শ্বশুরবাড়ীর এলাকায় বানেশ্বর্দী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

আজ সকাল ৯টায় সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটি প্রদান করেন মতিয়া চৌধুরী।

এদিকে ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের নিকট নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে মতিয়া চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। ফলাফল না মানার কোনো কারণ নেই। যারা ফলাফল মানবে না, তারা গণতন্ত্রকে অস্বীকার করে।

এদিকে সকাল থেকেই শেরপুরের বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলতে থাকে। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

শেরপুর ৩টি আসনে নিরাপত্তা রক্ষার দায়িত্বে ৪৫০ সেনা সদস্য, ১২৬ বিজিবি, র্যাবসহ ৫০ জনের টিম রয়েছে। এ ছাড়া প্রতি কেন্দ্রে ১২ আনসার, পুলিশ সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৭টি ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬টি ভ্রাম্যমাণ আদালত রয়েছে।