ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।। বরিশালে সুলভ মুল্যে বসুন্ধরা পন্য পেয়ে ক্রেতারা খুশী। বাবুগঞ্জে স্কুল ছুটির পরে বাড়ি যাওয়ার সময় দুই শিক্ষার্থী নিখোঁজ। আমার বাবাও মায়ের দেওয়া উপদেশ বড়দের সম্মান কর ছোটদের স্নেহ করো। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈশাখী নারী উদ্যোক্তা মেলা শুরু। টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু বাকেরগঞ্জে প্রধান মন্ত্রীর ছবি ব্যঙ্গক্তি করে ফেসবুকে পোস্ট করায় হায়দর সিপাই গ্রেফতার। বাকেরগঞ্জে স্ত্রীর দায়ের কৃত মামলায় স্বামী পারভেজ খান গ্রেফতার।। বাকেরগঞ্জে তরমুজ চাষী হত্যা চেষ্টা মামলার আসামী রুদ্র গাজী গ্রেফতার টাঙ্গাইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

কালিয়াকৈরে বিল- বাইচে মাছ শিকারির মহােউৎসব।

মোঃ তুষার আহম্মেদ স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গজারিয়া বিলে জাকঁজমকভাবে চলছে বিল বাইচে মাছ ধরার মহোৎসব । শনিবার ভোর হতে না হতেই উপজেলার এই বিলে বিভিন্ন স্থান থেকে মৌসুমী জেলে ও সৌখিন মাছ শিকারিরা মাছ শিকার করার জন্য ছুটে আসে। এতে স্থানীয়রা মাছ শিকারে মেতে ওঠে।
আবার একই দিনে উপজেলার গাবতলীর বুইড়ার বিলে বিল – বাইচের মহোৎসব ব্যাপক ভাবে শুরু হয়, ঝিনিদের হাতে মাছ ধরা পড়ে।

বিলের পানি একেবারে কমে যাওয়াই বিভিন্ন গ্রামের লোকজন শনিবার মাছ ধরবে এই দিনটি নিধারন করেন। পরে তা ডিজিটাল যোগাযোগের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। ভোরে দূরদূরান্ত হতে কয়েক হাজার গাড়ি বহল পেতে হাজার হাজার সৌখিন মাছ শিকারে দলবেঁধে মাছ ধরার উপকরণ পলো,ধর্মজাল, চাবি,ঠেলাজাল, ঢোলনা জাল,ঝাঁকি জাল, টেটা,নিয়ে বিল বাইচে দলবেঁধে হাজির হন। বড়দের পাশাপাশি শিশুরাও ও মেয়েরাও মাছ ধরার উৎসবে মেতে ওঠে। ভোর হতে বিকাল পর্যন্ত এই উৎসবে মেতে ওঠে মাছ ধরা। বিল বাইচে মাছ শিকারিরা মাছ ধরে অনেক খুশি।

ভাওয়াল মাছ শিকারি( ঝিনি ) মোহাম্মদ আলী জানান,বিল বাইচের কথা শুনে এসেছি, কারন গজারিয়া বিল ঐতিহ্যবাহী পুরাতন বিল , এই বিলে প্রচুর পরিমান বড় বড় মাছ আছে। আর একই সাথে দুইটা বিল পাশাপাশি বিল বাইচ হইছে।
মাছ শিকারি শরিফ জানান, গজারিয়া বিলে প্রচুর মাছ তাই এসেছি, এসে দেখি সব প্রজাতির মাছ এখানে আছে,রুই,কাতল,মৃগেল,বাঘাইর,শোল,কারপু, টাকি,বোয়াল,মাগুর, শিং, বাইম,টেংরা,পুটি,ভেরা, মলা,দেশিয় মাছ শিকার হচ্ছে।
ভাওয়াল মাছ শিকারি নূর হোসেন জানান, আমাদের এলাকা ও আশেপাশে এলাকা থেকে অনেক গাড়ী ভতি ঝিনি এসেছি, মাছ কমবেশি সবাই পেয়েছি , তবে ধল- টাগই বেশি থাকার কারনে একটু সমস্যা হইছে চাবি বাইতে।
স্থানীয় লোকজন শাকিল, কবির, সুজন,আহম্মদ জানান,ঘুম থেকে ওঠে দেখি ঝিনিদের চিৎকার ও আওয়াজ । এসে দেখি হাজার হাজার ঝিনিদের সমাগম। ঝিনিরা প্রচুর পরিমাণ মাছ ধরছে।

তবে বর্ষা মৌসুমে অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করা বন্ধ করলে প্রতিবছর দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি করা এবং স্থানীয় মানুষের আমিষের চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে স্থানীয় সচেতন মহন মনে করে।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।।

কালিয়াকৈরে বিল- বাইচে মাছ শিকারির মহােউৎসব।

আপডেট টাইম ১১:৪১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩

মোঃ তুষার আহম্মেদ স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গজারিয়া বিলে জাকঁজমকভাবে চলছে বিল বাইচে মাছ ধরার মহোৎসব । শনিবার ভোর হতে না হতেই উপজেলার এই বিলে বিভিন্ন স্থান থেকে মৌসুমী জেলে ও সৌখিন মাছ শিকারিরা মাছ শিকার করার জন্য ছুটে আসে। এতে স্থানীয়রা মাছ শিকারে মেতে ওঠে।
আবার একই দিনে উপজেলার গাবতলীর বুইড়ার বিলে বিল – বাইচের মহোৎসব ব্যাপক ভাবে শুরু হয়, ঝিনিদের হাতে মাছ ধরা পড়ে।

বিলের পানি একেবারে কমে যাওয়াই বিভিন্ন গ্রামের লোকজন শনিবার মাছ ধরবে এই দিনটি নিধারন করেন। পরে তা ডিজিটাল যোগাযোগের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। ভোরে দূরদূরান্ত হতে কয়েক হাজার গাড়ি বহল পেতে হাজার হাজার সৌখিন মাছ শিকারে দলবেঁধে মাছ ধরার উপকরণ পলো,ধর্মজাল, চাবি,ঠেলাজাল, ঢোলনা জাল,ঝাঁকি জাল, টেটা,নিয়ে বিল বাইচে দলবেঁধে হাজির হন। বড়দের পাশাপাশি শিশুরাও ও মেয়েরাও মাছ ধরার উৎসবে মেতে ওঠে। ভোর হতে বিকাল পর্যন্ত এই উৎসবে মেতে ওঠে মাছ ধরা। বিল বাইচে মাছ শিকারিরা মাছ ধরে অনেক খুশি।

ভাওয়াল মাছ শিকারি( ঝিনি ) মোহাম্মদ আলী জানান,বিল বাইচের কথা শুনে এসেছি, কারন গজারিয়া বিল ঐতিহ্যবাহী পুরাতন বিল , এই বিলে প্রচুর পরিমান বড় বড় মাছ আছে। আর একই সাথে দুইটা বিল পাশাপাশি বিল বাইচ হইছে।
মাছ শিকারি শরিফ জানান, গজারিয়া বিলে প্রচুর মাছ তাই এসেছি, এসে দেখি সব প্রজাতির মাছ এখানে আছে,রুই,কাতল,মৃগেল,বাঘাইর,শোল,কারপু, টাকি,বোয়াল,মাগুর, শিং, বাইম,টেংরা,পুটি,ভেরা, মলা,দেশিয় মাছ শিকার হচ্ছে।
ভাওয়াল মাছ শিকারি নূর হোসেন জানান, আমাদের এলাকা ও আশেপাশে এলাকা থেকে অনেক গাড়ী ভতি ঝিনি এসেছি, মাছ কমবেশি সবাই পেয়েছি , তবে ধল- টাগই বেশি থাকার কারনে একটু সমস্যা হইছে চাবি বাইতে।
স্থানীয় লোকজন শাকিল, কবির, সুজন,আহম্মদ জানান,ঘুম থেকে ওঠে দেখি ঝিনিদের চিৎকার ও আওয়াজ । এসে দেখি হাজার হাজার ঝিনিদের সমাগম। ঝিনিরা প্রচুর পরিমাণ মাছ ধরছে।

তবে বর্ষা মৌসুমে অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করা বন্ধ করলে প্রতিবছর দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি করা এবং স্থানীয় মানুষের আমিষের চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে স্থানীয় সচেতন মহন মনে করে।