ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।। বরিশালে সুলভ মুল্যে বসুন্ধরা পন্য পেয়ে ক্রেতারা খুশী। বাবুগঞ্জে স্কুল ছুটির পরে বাড়ি যাওয়ার সময় দুই শিক্ষার্থী নিখোঁজ। আমার বাবাও মায়ের দেওয়া উপদেশ বড়দের সম্মান কর ছোটদের স্নেহ করো। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈশাখী নারী উদ্যোক্তা মেলা শুরু। টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু বাকেরগঞ্জে প্রধান মন্ত্রীর ছবি ব্যঙ্গক্তি করে ফেসবুকে পোস্ট করায় হায়দর সিপাই গ্রেফতার। বাকেরগঞ্জে স্ত্রীর দায়ের কৃত মামলায় স্বামী পারভেজ খান গ্রেফতার।। বাকেরগঞ্জে তরমুজ চাষী হত্যা চেষ্টা মামলার আসামী রুদ্র গাজী গ্রেফতার টাঙ্গাইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

চট্টগ্রামের ঠিকানা রোহিঙ্গা যুবকের ২ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে এনআইডি, পাসপোর্ট ও ভিসা সংগ্রহ

ইব্রাহিম মিন্টু স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ

বাংলাদেশি পরিচয়ে বিদেশ যাবার সব আয়োজনই করে ফেলেছিলেন রোহিঙ্গা যুবক আসাদউল্লাহ; জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ভিসা সব প্রক্রিয়া শেষে পৌঁছে গিয়েছিলেন বিমানবন্দরেও, তবে শেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ১০ শে-ফেব্রুয়ারি শুক্রবার তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার জেদ্দা যাবার কথা ছিল। তাকে গ্রেপ্তারের পর তদন্তে নেমে পুলিশ জানতে পারে চট্টগ্রামের ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট তৈরি করেন ওই রোহিঙ্গা যুবক। তার কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যেমন রয়েছে, তেমনি ওই পরিচয়পত্র ব্যবহার করে কোভিডের টিকা নেওয়ার সনদও সংগ্রহ করেছেন। গ্রেপ্তার রোহিঙ্গা যুবক আসাদউল্লাহ কীভাবে বাংলাদেশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছেন তা তদন্ত করছেন চট্টগ্রামের গোয়েন্দা কর্মকর্তারা।

পাসপোর্ট অফিসে না গিয়েই দালালের মাধ্যমে তা বানানোর দাবি করেছেন ওই যুবক বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর–দক্ষিণ) নিহাদ আদনান তাইয়ান। তিনি জানান, ‘আসাদউল্লাহর বড় ভাই সৌদি প্রবাসী। ওমরাহ ভিসা নিয়ে তিনি সেখানে পালিয়ে যাচ্ছিলেন।’ তার নামে গত অক্টোবরে জাতীয় পরিচয়পত্র, ডিসেম্বরে পাসপোর্ট এবং ৪ ফেব্রুয়ারি ভিসা ইস্যু হয়েছে।

গোয়েন্দারা জানান, আসাদউল্লাহ পাসপোর্টে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠিকানা ব্যবহার করেছেন। আর জরুরি যোগাযোগে স্ত্রীর নাম দিয়ে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ঠিকানা ব্যবহার করা হয়েছে, যেগুলো ভুয়া ছিল। পাসপোর্টে আসাদউল্লাহ তার বাবার নাম উল্লেখ করেছেন মমতাজুল হক, মায়ের নাম দিয়েছেন আমেনা খাতুন। তার রোহিঙ্গা নিবন্ধন কার্ডে বাবার নাম মো. কাছিস ও মার নাম উল্লেখ করা হয়েছে শাহেরা খাতুন। তবে জিজ্ঞাসাবাদে সেগুলো ভুয়া বলে দাবি করেন আসাদউল্লাহ।

আসাদউল্লাহ উখিয়া উপজেলার থাইংখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। গত ৯ জানুয়ারি ক্যাম্পে সংগঠিত একটি হত্যা মামলার ‘সন্দিগ্ধ’ আসামিও তিনি বলে জানান গোয়েন্দা কর্মকর্তা নিহাদ। এজন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আর তার কাছ থেকে জব্দ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। আসাদউল্লাহ গোয়েন্দা কর্মকর্তাদের জানান, ২০১৭ সালে স্ত্রী ও চার সন্তান নিয়ে তিনি বাংলাদেশে আসেন। উখিয়া উপজেলার থাইংখালী ১২ নম্বর ক্যাম্পে থাকেন। ছোট বেলায় তার বাবা–মা মারা গেছেন এবং তার বড় ভাই দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। তার দাবি, সৌদি আরব যাবার জন্য ২ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে এক ব্যক্তি তাকে এনআইডি (জাতীয় পরিচয়পত্র), পাসপোর্ট এবং সৌদি আববের ওমরাহ ভিসা সংগ্রহ করে দিয়েছিল। কীভাবে কী হয়েছে সেটা তিনি কিছুই জানেন না।

বর্তমানে ই–পাসপোর্টের আবেদনকারীকে উপস্থিত থেকে ছবি তোলা, আঙ্গুলের ছাপ, আইরিশ প্রদান করতে হয়। নতুন পাসপোটের্র আবেদন করলে পুলিশ তদন্ত সাপেক্ষে আবেদনকারীকে পাসপোর্ট বিতরণ করা হয়।

রোহিঙ্গা হওয়ার পরও তার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়ে গোয়েন্দা কর্মকর্তা নিহাদ বলেন, ‘আসাদউল্লাহ দাবি করেছেন আগে তিনি কখনও চট্টগ্রাম আসেননি । এমনকি পাসপোর্টের জন্যও আসেননি। যে দালালের সাথে তার ‘কন্ট্রাক্ট’ হয়েছিল। সে ব্যক্তিই তাকে সবকিছু তৈরি করে পৌঁছে দিয়েছেন।

পাসপোর্ট অফিসে না গিয়েও কীভাবে পাসপোর্ট তৈরি করেছেন, কিংবা আদৌ সেটি সম্ভব কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যে দালালের মাধ্যেমে পাসপোর্ট ও ভিসা করিয়েছেন তাকে শনাক্ত করার চেষ্টা চলছে।’ জেদ্দা যাবার পথে চট্টগ্রাম বিমানবন্দরে রোহিঙ্গা গ্রেপ্তার আসাদউল্লাহর কাছ থেকে জব্দ করা পাসপোর্টের সূত্র ধরে খোঁজ নিয়ে দেখা যায়, পাসপোর্টে তার স্থায়ী ঠিকানা চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়াডের্র লাওয়ারখিল গ্রাম। জরুরি যোগাযোগের ক্ষেত্রে সেখানে উল্লেখ করা হয়েছে স্ত্রীর নাম শাহনাজ। ঠিকানা উল্লেখ করা হয়েছে নগরীর ডবলমুরিং থানার বার কোয়ার্টার ৭ নম্বর গলি। গত বছরের ২০ অক্টোবর তিনি ১০ বছর মেয়াদী ই–পাসপোটের্র আবেদন করেন এবং ৮ ডিসেম্বর তার পাসপোর্ট ইস্যু হয়। ২০৩২ সালের ২৬ নভেম্বর তার পাসপোর্টের মেয়াদ শেষ হবে। ২০২২ সালের ১০ অক্টোবর ইস্যু করা জাতীয় পরিচয়পত্রে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার একটি বাসার ঠিকানা রয়েছে। জাতীয় পরিচয়পত্র পাওয়ার ১০ দিনের মধ্যেই পাসপোর্টের আবেদন করেছেন ওই যুবক।

চট্টগ্রামের দুইটি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের মধ্যে আসাদউল্লাহ চান্দগাঁও (পাঁচলাইশ) কার্যালয়ে পাসপোর্টের আবেদন করেন।

এ কার্যালয়ের উপ পরিচালক তারিক সালমান বলেন, ‘পাসপোর্ট কার্যালয়ে না গিয়ে কোনোভাবেই পাসপোর্ট পাওয়া সম্ভব নয়। আঙ্গুলের ছাপ, আইরিশ প্রদান করতে হয়। যেগুলো অন্যজনের মাধ্যমে কোনভাবেই সম্ভব নয়।’

অপরদিকে ই পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বেশি প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ‘এক্ষেত্রে পাসপোর্টের আবেদন করা হলে সেগুলো সব সার্ভার থেকে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে নেওয়া হয়। আর পুলিশ প্রতিবেদন ছাড়া কোনোভাবেই পাসপোর্ট পাওয়া সম্ভব নয়।’

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।।

চট্টগ্রামের ঠিকানা রোহিঙ্গা যুবকের ২ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে এনআইডি, পাসপোর্ট ও ভিসা সংগ্রহ

আপডেট টাইম ০৮:৫০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩

ইব্রাহিম মিন্টু স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ

বাংলাদেশি পরিচয়ে বিদেশ যাবার সব আয়োজনই করে ফেলেছিলেন রোহিঙ্গা যুবক আসাদউল্লাহ; জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ভিসা সব প্রক্রিয়া শেষে পৌঁছে গিয়েছিলেন বিমানবন্দরেও, তবে শেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ১০ শে-ফেব্রুয়ারি শুক্রবার তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার জেদ্দা যাবার কথা ছিল। তাকে গ্রেপ্তারের পর তদন্তে নেমে পুলিশ জানতে পারে চট্টগ্রামের ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট তৈরি করেন ওই রোহিঙ্গা যুবক। তার কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যেমন রয়েছে, তেমনি ওই পরিচয়পত্র ব্যবহার করে কোভিডের টিকা নেওয়ার সনদও সংগ্রহ করেছেন। গ্রেপ্তার রোহিঙ্গা যুবক আসাদউল্লাহ কীভাবে বাংলাদেশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছেন তা তদন্ত করছেন চট্টগ্রামের গোয়েন্দা কর্মকর্তারা।

পাসপোর্ট অফিসে না গিয়েই দালালের মাধ্যমে তা বানানোর দাবি করেছেন ওই যুবক বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর–দক্ষিণ) নিহাদ আদনান তাইয়ান। তিনি জানান, ‘আসাদউল্লাহর বড় ভাই সৌদি প্রবাসী। ওমরাহ ভিসা নিয়ে তিনি সেখানে পালিয়ে যাচ্ছিলেন।’ তার নামে গত অক্টোবরে জাতীয় পরিচয়পত্র, ডিসেম্বরে পাসপোর্ট এবং ৪ ফেব্রুয়ারি ভিসা ইস্যু হয়েছে।

গোয়েন্দারা জানান, আসাদউল্লাহ পাসপোর্টে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠিকানা ব্যবহার করেছেন। আর জরুরি যোগাযোগে স্ত্রীর নাম দিয়ে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ঠিকানা ব্যবহার করা হয়েছে, যেগুলো ভুয়া ছিল। পাসপোর্টে আসাদউল্লাহ তার বাবার নাম উল্লেখ করেছেন মমতাজুল হক, মায়ের নাম দিয়েছেন আমেনা খাতুন। তার রোহিঙ্গা নিবন্ধন কার্ডে বাবার নাম মো. কাছিস ও মার নাম উল্লেখ করা হয়েছে শাহেরা খাতুন। তবে জিজ্ঞাসাবাদে সেগুলো ভুয়া বলে দাবি করেন আসাদউল্লাহ।

আসাদউল্লাহ উখিয়া উপজেলার থাইংখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। গত ৯ জানুয়ারি ক্যাম্পে সংগঠিত একটি হত্যা মামলার ‘সন্দিগ্ধ’ আসামিও তিনি বলে জানান গোয়েন্দা কর্মকর্তা নিহাদ। এজন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আর তার কাছ থেকে জব্দ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। আসাদউল্লাহ গোয়েন্দা কর্মকর্তাদের জানান, ২০১৭ সালে স্ত্রী ও চার সন্তান নিয়ে তিনি বাংলাদেশে আসেন। উখিয়া উপজেলার থাইংখালী ১২ নম্বর ক্যাম্পে থাকেন। ছোট বেলায় তার বাবা–মা মারা গেছেন এবং তার বড় ভাই দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। তার দাবি, সৌদি আরব যাবার জন্য ২ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে এক ব্যক্তি তাকে এনআইডি (জাতীয় পরিচয়পত্র), পাসপোর্ট এবং সৌদি আববের ওমরাহ ভিসা সংগ্রহ করে দিয়েছিল। কীভাবে কী হয়েছে সেটা তিনি কিছুই জানেন না।

বর্তমানে ই–পাসপোর্টের আবেদনকারীকে উপস্থিত থেকে ছবি তোলা, আঙ্গুলের ছাপ, আইরিশ প্রদান করতে হয়। নতুন পাসপোটের্র আবেদন করলে পুলিশ তদন্ত সাপেক্ষে আবেদনকারীকে পাসপোর্ট বিতরণ করা হয়।

রোহিঙ্গা হওয়ার পরও তার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়ে গোয়েন্দা কর্মকর্তা নিহাদ বলেন, ‘আসাদউল্লাহ দাবি করেছেন আগে তিনি কখনও চট্টগ্রাম আসেননি । এমনকি পাসপোর্টের জন্যও আসেননি। যে দালালের সাথে তার ‘কন্ট্রাক্ট’ হয়েছিল। সে ব্যক্তিই তাকে সবকিছু তৈরি করে পৌঁছে দিয়েছেন।

পাসপোর্ট অফিসে না গিয়েও কীভাবে পাসপোর্ট তৈরি করেছেন, কিংবা আদৌ সেটি সম্ভব কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যে দালালের মাধ্যেমে পাসপোর্ট ও ভিসা করিয়েছেন তাকে শনাক্ত করার চেষ্টা চলছে।’ জেদ্দা যাবার পথে চট্টগ্রাম বিমানবন্দরে রোহিঙ্গা গ্রেপ্তার আসাদউল্লাহর কাছ থেকে জব্দ করা পাসপোর্টের সূত্র ধরে খোঁজ নিয়ে দেখা যায়, পাসপোর্টে তার স্থায়ী ঠিকানা চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়াডের্র লাওয়ারখিল গ্রাম। জরুরি যোগাযোগের ক্ষেত্রে সেখানে উল্লেখ করা হয়েছে স্ত্রীর নাম শাহনাজ। ঠিকানা উল্লেখ করা হয়েছে নগরীর ডবলমুরিং থানার বার কোয়ার্টার ৭ নম্বর গলি। গত বছরের ২০ অক্টোবর তিনি ১০ বছর মেয়াদী ই–পাসপোটের্র আবেদন করেন এবং ৮ ডিসেম্বর তার পাসপোর্ট ইস্যু হয়। ২০৩২ সালের ২৬ নভেম্বর তার পাসপোর্টের মেয়াদ শেষ হবে। ২০২২ সালের ১০ অক্টোবর ইস্যু করা জাতীয় পরিচয়পত্রে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার একটি বাসার ঠিকানা রয়েছে। জাতীয় পরিচয়পত্র পাওয়ার ১০ দিনের মধ্যেই পাসপোর্টের আবেদন করেছেন ওই যুবক।

চট্টগ্রামের দুইটি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের মধ্যে আসাদউল্লাহ চান্দগাঁও (পাঁচলাইশ) কার্যালয়ে পাসপোর্টের আবেদন করেন।

এ কার্যালয়ের উপ পরিচালক তারিক সালমান বলেন, ‘পাসপোর্ট কার্যালয়ে না গিয়ে কোনোভাবেই পাসপোর্ট পাওয়া সম্ভব নয়। আঙ্গুলের ছাপ, আইরিশ প্রদান করতে হয়। যেগুলো অন্যজনের মাধ্যমে কোনভাবেই সম্ভব নয়।’

অপরদিকে ই পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বেশি প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ‘এক্ষেত্রে পাসপোর্টের আবেদন করা হলে সেগুলো সব সার্ভার থেকে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে নেওয়া হয়। আর পুলিশ প্রতিবেদন ছাড়া কোনোভাবেই পাসপোর্ট পাওয়া সম্ভব নয়।’