ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক :  লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী হামলায় চারজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন সরকারি কর্মকর্তাসহ তিন জঙ্গি রয়েছেন। এ হামলায় আরও ১০জন গুরুতর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দেশটির রাজধানী ত্রিপলীর মন্ত্রণালয়ে এ হামলা চালানো হয়। লিবিয়ার পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম তারাক আল দাওয়াস এক খবরে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। এর কিছুক্ষণ পর এক জঙ্গি মন্ত্রণালয়ের ভেতরের দ্বিতীয় তলার সিঁড়িতে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় স্যুটকেসে রাখা বোমার বিস্ফোরণে আরও এক জঙ্গি নিহত হন। বুলেট প্রুফ জ্যাকেট পরা অপর জঙ্গি নিরাপত্তা কর্মীদের গুলিতে নিহত হন।

হামলায় লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ তাহের সিয়ালা অক্ষত রয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে ঘটনার পর পরই সব ব্যক্তি ও কর্মচারীদের অবিলম্বে মন্ত্রণালয় ভবন খালি করার আদেশ দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

এদিকে আজ বুধবার সকালে জঙ্গিগোষ্ঠী আইএস মন্ত্রণালয় ভবনে হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে আল জাজিরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪

আপডেট টাইম ০২:০৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮

আন্তর্জাতিক ডেস্ক :  লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী হামলায় চারজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন সরকারি কর্মকর্তাসহ তিন জঙ্গি রয়েছেন। এ হামলায় আরও ১০জন গুরুতর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দেশটির রাজধানী ত্রিপলীর মন্ত্রণালয়ে এ হামলা চালানো হয়। লিবিয়ার পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম তারাক আল দাওয়াস এক খবরে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। এর কিছুক্ষণ পর এক জঙ্গি মন্ত্রণালয়ের ভেতরের দ্বিতীয় তলার সিঁড়িতে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় স্যুটকেসে রাখা বোমার বিস্ফোরণে আরও এক জঙ্গি নিহত হন। বুলেট প্রুফ জ্যাকেট পরা অপর জঙ্গি নিরাপত্তা কর্মীদের গুলিতে নিহত হন।

হামলায় লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ তাহের সিয়ালা অক্ষত রয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে ঘটনার পর পরই সব ব্যক্তি ও কর্মচারীদের অবিলম্বে মন্ত্রণালয় ভবন খালি করার আদেশ দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

এদিকে আজ বুধবার সকালে জঙ্গিগোষ্ঠী আইএস মন্ত্রণালয় ভবনে হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে আল জাজিরা।