ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশ জুরে শুরু হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। মুরাদনগর উপজেলা মোট-১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। টাঙ্গাইলে এইচআইভি ও এইডস রোগের সচেতনতা সৃষ্টিতে কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ বগুড়া শিবগঞ্জে নাতির রাম দা’র কোপে নানী খুন ফুটপাত উদ্ধার করতে হবে: মেয়র রেজাউল আন্তর্জাতিক মে দিবস পালন করেন নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয় রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানে প্রতিদ্বন্দ্বীবিহীন প্রার্থী ভোট হবে ভাইস চেয়ারম্যানের (চার প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ভোট প্রতিদ্বন্দ্বিতা হবে দুই জনের মধ্যে।) “কেরানীগঞ্জে এক হাজার পথচারীদের মাঝে শরবত বিতরণ করলেন সাংবাদিকরা” লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ অধ্যক্ষ পুরস্কার নিয়ে বির্তক দিঘলিয়ায় মে দিবস পালিত।

টাঙ্গাইলে ভাসানীর অবরুদ্ধ ভিসিকে ৫২ ঘণ্টা পর মুক্ত করলো শিক্ষার্থীরা

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবরুদ্ধ ভিসিকে ৫২ ঘণ্টা পর মুক্ত করলো শিক্ষার্থীরা। অবরুদ্ধ দশা থেকে মুক্ত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে জুমার নামাজ আদায় করতে যায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি)। প্রশাসনিক ভবনের সামনে এসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য ফরহাদ হোসেন বলেন, ‘আমি গর্বিত। এমন কিছু সন্তান পেয়েছি- যারা সত্য, ন্যায় এবং বাস্তবতা বুঝতে পেরেছে। শুক্রবার দুপুরে নিজ কার্যালয় থেকে বের হতে পেরেছেন। বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপাচার্যকে নিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করে। ঘটনার বিবরণে জানা যায়, তৃতীয় শ্রেণির ২২ জনের চাকরি স্থায়ীকরণসহ ১৪ দফা দাবিতে ভিসিকে নিজ কার্যালয়ে বুধবার সকাল সোয়া ৯টা থেকে অবরুদ্ধ করেন তৃতীয় শ্রেণির কর্মচারীরা। এ সময় থেকেই ভিসির কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন তারা। এ বিষয়ে উপাচার্য (ভিসি) মো. ফরহাদ হোসেন জানান, ২০১৯ সালে তৎকালীন উপাচার্য তৃতীয় শ্রেণির ২২ জন কর্মচারীকে এডহক ভিত্তিতে নিয়োগ দিয়েছিলেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে দুই দফায় ১৫টি পদের অনুমোদন পাওয়া গেছে। ওই ১৫ পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। এদিকে, ওই ১৫ পদের বিপরীতে ২২ জনকে নিয়োগ দেয়ার দাবি তুলেছে তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতি। কোনো লিখিত পরীক্ষা ছাড়া শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি স্থায়ী করার দাবি তাদের। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক সমিতির নেতারা তাদের সঙ্গে কয়েক দফা আলোচনায় বসেন। কিন্তু দাবির বিষয়ে অনড় থাকে কর্মচারী সমিতি। শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে ভিসির কার্যালয়ে যায়। তারা দুর্নীতিমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ার পক্ষে বিভিন্ন শ্লোগান দেয়। মিছিলটি উপাচার্যের কার্যালয়ে আসার পর সেখানে অবস্থান ধর্মঘটে থাকা কর্মচারীরা চলে যান। পরে শিক্ষার্থীরা তালা খুলে ভিসির কার্যালয়ে প্রবেশ করে ভিসিকে বাইরে আসার অনুরোধ জানায়। সে সময় ভিসি শিক্ষার্থীদের সঙ্গে বাইরে না এলেও দুপুরে ছাত্রদের সঙ্গে গিয়ে মসজিদে নামাজ আদায় করেন। মিছিল নিয়ে ভিসির কার্যালয়ে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে মাহমুদুল হাসান দুলাল বলেন, ‘অযৌক্তিক কিছু দাবি আদায়ের জন্য তৃতীয় শ্রেণির কর্মচারীরা ভিসি স্যারকে অবরুদ্ধ করে রাখে। এটা খুবই দুঃখজনক। যারা এ ঘটনা ঘটিয়েছে আমরা তাদের উপযুক্ত শাস্তি চাই।’ নামাজ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য ফরহাদ হোসেন বলেন, ‘আমি গর্বিত। এমন কিছু সন্তান পেয়েছি- যারা সত্য, ন্যায় এবং বাস্তবতা বুঝতে পেরেছে। তোমাদের মতো সন্তানরা থাকলে এই বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়ে যাবে, এ দেশ অনেক দূর এগিয়ে যাবে।’ সামগ্রিক বিষয়ে তৃতীয় শেণির কর্মচারী সমিতির সভাপতি এসএম মাহফুজুর রহমান জানান, তাদের কর্মবিরতি এখনও অব্যাহত আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তিনি বলেন, ‘ভিসি কার্যালয়ের বাইরে বের হতে আমরা কোনো বাধার সৃষ্টি করিনি। অবস্থান ধর্মঘট শুরুর পরই স্যারকে আমরা জানিয়েছিলাম, সকালে হাঁটা বা বিশেষ কোনো প্রয়োজন হলে তিনি কার্যালয়ের বাইরে বের হতে পারবেন। কিন্তু স্যার নিজ থেকেই বের হননি।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশ জুরে শুরু হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। মুরাদনগর উপজেলা মোট-১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

টাঙ্গাইলে ভাসানীর অবরুদ্ধ ভিসিকে ৫২ ঘণ্টা পর মুক্ত করলো শিক্ষার্থীরা

আপডেট টাইম ০৯:২৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবরুদ্ধ ভিসিকে ৫২ ঘণ্টা পর মুক্ত করলো শিক্ষার্থীরা। অবরুদ্ধ দশা থেকে মুক্ত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে জুমার নামাজ আদায় করতে যায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি)। প্রশাসনিক ভবনের সামনে এসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য ফরহাদ হোসেন বলেন, ‘আমি গর্বিত। এমন কিছু সন্তান পেয়েছি- যারা সত্য, ন্যায় এবং বাস্তবতা বুঝতে পেরেছে। শুক্রবার দুপুরে নিজ কার্যালয় থেকে বের হতে পেরেছেন। বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপাচার্যকে নিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করে। ঘটনার বিবরণে জানা যায়, তৃতীয় শ্রেণির ২২ জনের চাকরি স্থায়ীকরণসহ ১৪ দফা দাবিতে ভিসিকে নিজ কার্যালয়ে বুধবার সকাল সোয়া ৯টা থেকে অবরুদ্ধ করেন তৃতীয় শ্রেণির কর্মচারীরা। এ সময় থেকেই ভিসির কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন তারা। এ বিষয়ে উপাচার্য (ভিসি) মো. ফরহাদ হোসেন জানান, ২০১৯ সালে তৎকালীন উপাচার্য তৃতীয় শ্রেণির ২২ জন কর্মচারীকে এডহক ভিত্তিতে নিয়োগ দিয়েছিলেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে দুই দফায় ১৫টি পদের অনুমোদন পাওয়া গেছে। ওই ১৫ পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। এদিকে, ওই ১৫ পদের বিপরীতে ২২ জনকে নিয়োগ দেয়ার দাবি তুলেছে তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতি। কোনো লিখিত পরীক্ষা ছাড়া শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি স্থায়ী করার দাবি তাদের। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক সমিতির নেতারা তাদের সঙ্গে কয়েক দফা আলোচনায় বসেন। কিন্তু দাবির বিষয়ে অনড় থাকে কর্মচারী সমিতি। শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে ভিসির কার্যালয়ে যায়। তারা দুর্নীতিমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ার পক্ষে বিভিন্ন শ্লোগান দেয়। মিছিলটি উপাচার্যের কার্যালয়ে আসার পর সেখানে অবস্থান ধর্মঘটে থাকা কর্মচারীরা চলে যান। পরে শিক্ষার্থীরা তালা খুলে ভিসির কার্যালয়ে প্রবেশ করে ভিসিকে বাইরে আসার অনুরোধ জানায়। সে সময় ভিসি শিক্ষার্থীদের সঙ্গে বাইরে না এলেও দুপুরে ছাত্রদের সঙ্গে গিয়ে মসজিদে নামাজ আদায় করেন। মিছিল নিয়ে ভিসির কার্যালয়ে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে মাহমুদুল হাসান দুলাল বলেন, ‘অযৌক্তিক কিছু দাবি আদায়ের জন্য তৃতীয় শ্রেণির কর্মচারীরা ভিসি স্যারকে অবরুদ্ধ করে রাখে। এটা খুবই দুঃখজনক। যারা এ ঘটনা ঘটিয়েছে আমরা তাদের উপযুক্ত শাস্তি চাই।’ নামাজ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য ফরহাদ হোসেন বলেন, ‘আমি গর্বিত। এমন কিছু সন্তান পেয়েছি- যারা সত্য, ন্যায় এবং বাস্তবতা বুঝতে পেরেছে। তোমাদের মতো সন্তানরা থাকলে এই বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়ে যাবে, এ দেশ অনেক দূর এগিয়ে যাবে।’ সামগ্রিক বিষয়ে তৃতীয় শেণির কর্মচারী সমিতির সভাপতি এসএম মাহফুজুর রহমান জানান, তাদের কর্মবিরতি এখনও অব্যাহত আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তিনি বলেন, ‘ভিসি কার্যালয়ের বাইরে বের হতে আমরা কোনো বাধার সৃষ্টি করিনি। অবস্থান ধর্মঘট শুরুর পরই স্যারকে আমরা জানিয়েছিলাম, সকালে হাঁটা বা বিশেষ কোনো প্রয়োজন হলে তিনি কার্যালয়ের বাইরে বের হতে পারবেন। কিন্তু স্যার নিজ থেকেই বের হননি।