ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।। বরিশালে সুলভ মুল্যে বসুন্ধরা পন্য পেয়ে ক্রেতারা খুশী। বাবুগঞ্জে স্কুল ছুটির পরে বাড়ি যাওয়ার সময় দুই শিক্ষার্থী নিখোঁজ। আমার বাবাও মায়ের দেওয়া উপদেশ বড়দের সম্মান কর ছোটদের স্নেহ করো। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈশাখী নারী উদ্যোক্তা মেলা শুরু। টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু বাকেরগঞ্জে প্রধান মন্ত্রীর ছবি ব্যঙ্গক্তি করে ফেসবুকে পোস্ট করায় হায়দর সিপাই গ্রেফতার। বাকেরগঞ্জে স্ত্রীর দায়ের কৃত মামলায় স্বামী পারভেজ খান গ্রেফতার।। বাকেরগঞ্জে তরমুজ চাষী হত্যা চেষ্টা মামলার আসামী রুদ্র গাজী গ্রেফতার টাঙ্গাইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

কবিতা

আঁধারের অন্তরালে নক্ষত্রের আলো
শাহানাজ পারভীন

আমি তিমিরের মানুষ,
হিসাব -নিকাশ করে চলতে পারি না,
আমি বুঝিনা কোথায় চোরাবালি, কোথায় দুঃখের মাইন।
মাটির বুক চিরে কোথায় পেরেক পোতা,
কোথায় ভাঙা কাঁচের স্তূপ,
এসব কিছুই বুঝিনা,
ওই যে দেখছো আলোক সভ্যতা,
ওখানে ক্ষুদ্র প্রাণী গুলো বন্যহস্তির পদতলে পিষ্ট হয় প্রতিনিয়ত,
বন্যহস্তিগুলো তার আপন জননীকে গিলে খায় মদের পেয়ালায়।
আলোর ঝলকানিতে জ্বলজ্বল করে ওঠে ওদের কামুকতার চোখ।
ওরা জানে ,মাটি খুঁড়ে কোথায় সম্পদ লুকিয়ে রাখতে হয়
কখন অর্থপাচার করতে হয় ,
কিভাবে লুটে নিতে হয় শ্রমিকের ঘাম,
আমি বাপু তিমিরের মানুষ অতশত বুঝিনা!
আমি শুনতে পাই না নিশুতরাত্রে নদীর কান্না
আমি জানিনা কোন্ ফসল খরায় পুড়ে,
কোন্ মাঠ তৃষ্ণায় ফাটল ধরে
কিন্তু আমি জানি,
কারা শ্রম দেয় মাঠে।
কৃষকের ফসল কাদের গুদাম ঘরে বন্দি থাকে ,
কালো কালো বিষাদের মেঘেরা কোথায় উড়ে যায়,
আমি জানি ,দাঁড় কাক কেন তৃষ্ণার্ত আঁখি মিলে থাকে,
রাস্তায় মাটিকাটা ওই রূপসী রমণী কেন তার দগদগে শরীরটা ঘোমটার আড়ালে লুকায়
কেন শামুক লুকায় দুর্বাঘাসে,
বৃক্ষরাও জানে।
শুধু কি বৃক্ষ?
ফুল -পাখি ,প্রজাপতি , জোনাকিরাও জানে মুখোশের সভ্যতা কতটা অমৃত।
শুধু জানে না ওই বন্যহস্তিগুলো।
কি ভাবছো ? এটা ওদের অক্ষমতা?
আরে না,না।
ওই সবুজ ফসল জানে, আঁধারের অন্তরালে কোথায় লুকিয়ে থাকে নক্ষত্রের আলো।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।।

কবিতা

আপডেট টাইম ০৮:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২

আঁধারের অন্তরালে নক্ষত্রের আলো
শাহানাজ পারভীন

আমি তিমিরের মানুষ,
হিসাব -নিকাশ করে চলতে পারি না,
আমি বুঝিনা কোথায় চোরাবালি, কোথায় দুঃখের মাইন।
মাটির বুক চিরে কোথায় পেরেক পোতা,
কোথায় ভাঙা কাঁচের স্তূপ,
এসব কিছুই বুঝিনা,
ওই যে দেখছো আলোক সভ্যতা,
ওখানে ক্ষুদ্র প্রাণী গুলো বন্যহস্তির পদতলে পিষ্ট হয় প্রতিনিয়ত,
বন্যহস্তিগুলো তার আপন জননীকে গিলে খায় মদের পেয়ালায়।
আলোর ঝলকানিতে জ্বলজ্বল করে ওঠে ওদের কামুকতার চোখ।
ওরা জানে ,মাটি খুঁড়ে কোথায় সম্পদ লুকিয়ে রাখতে হয়
কখন অর্থপাচার করতে হয় ,
কিভাবে লুটে নিতে হয় শ্রমিকের ঘাম,
আমি বাপু তিমিরের মানুষ অতশত বুঝিনা!
আমি শুনতে পাই না নিশুতরাত্রে নদীর কান্না
আমি জানিনা কোন্ ফসল খরায় পুড়ে,
কোন্ মাঠ তৃষ্ণায় ফাটল ধরে
কিন্তু আমি জানি,
কারা শ্রম দেয় মাঠে।
কৃষকের ফসল কাদের গুদাম ঘরে বন্দি থাকে ,
কালো কালো বিষাদের মেঘেরা কোথায় উড়ে যায়,
আমি জানি ,দাঁড় কাক কেন তৃষ্ণার্ত আঁখি মিলে থাকে,
রাস্তায় মাটিকাটা ওই রূপসী রমণী কেন তার দগদগে শরীরটা ঘোমটার আড়ালে লুকায়
কেন শামুক লুকায় দুর্বাঘাসে,
বৃক্ষরাও জানে।
শুধু কি বৃক্ষ?
ফুল -পাখি ,প্রজাপতি , জোনাকিরাও জানে মুখোশের সভ্যতা কতটা অমৃত।
শুধু জানে না ওই বন্যহস্তিগুলো।
কি ভাবছো ? এটা ওদের অক্ষমতা?
আরে না,না।
ওই সবুজ ফসল জানে, আঁধারের অন্তরালে কোথায় লুকিয়ে থাকে নক্ষত্রের আলো।