ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে বাস শ্রমিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় বাস টার্মিনাল অবরোধ করে শ্রমিকেরা। গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় খাদে প্রাইভেটকার, নিহত ৩ সিলেটে আগাম বন্যার আশঙ্কায়!! হাওরজুড়ে কৃষকের ব্যস্ততা শিশুদের মনোবিকাশে প্রয়োজন সংস্কৃতি চর্চা: মেয়র রেজাউল উপজেলা পরিষদ নির্বাচন হাতীবান্ধায় নির্বাচনী সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী সহ আহত ১০ ভূয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়ার, প্রতারক চক্রের এক সদস্য গ্রেপ্তার প্রথম দিনেই রোগী দেখে সবার মন জয় করেলেন ডাক্তার মোঃ হুমায়ুন রশিদ শাকিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বগুড়া জেলা আরজেএফ’র সুপেয় পানি স্যালাইন ও বিস্কুট বিতরণ দুমকীতে খাল সংস্কার প্রকল্পে অনিয়মসহ শত শতগাছ উপড়ে ফেলার অভিযোগ। বাকেরগঞ্জ বাসীর উন্নয়নমুলক সকল প্রত্যাশা পুরনে কাজ করব। ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ রাজীব আহমেদ তালুকদার।

পটুয়াখালীতে গণপূর্তের ২৬ ভবন পরিত্যক্ত, চলে অপরাধ কর্মকাণ্ড

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী পৌর শহরে দাঁড়িয়ে আছে গণপূর্ত বিভাগের ২৬টি পরিত্যক্ত ভবন। বসবাসের সুযোগ না থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাড়তি ভাড়ায় ব্যক্তি মালিকানাধীন বাড়িতে বসবাস করছেন। ফলে পরিত্যক্ত ভবনগুলো এখন অপরাধীদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। তবে গণপূর্ত বিভাগ বলছে, এসব ভবন ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণের বিষয়ে কাজ করছে তারা।
খোঁজ নিয়ে জানা যায়, স্বাধীনতা পরবর্তী সময় পটুয়াখালী পৌর শহরে সরকারি অফিস পাড়ার কাছেই এ-টাইপ, বি-টাইপ, সি-টাইপ এবং ডি-টাইপ নামে চারটি আবাসিক এলাকায় বিভিন্ন আকারের ২৬টি ভবন নির্মাণ করে গণপূর্ত অধিদপ্তর। তবে কালের বিবর্তনে এসব ভবন এখন ব্যবহারের অনুপযোগী। এরই মধ্যে ২০টি ভবন ব্যবহার সম্ভব না হওয়ায় কনডেম ঘোষণা করে তা পরবর্তী দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করতে উদ্যোগ নিয়েছে গণপূর্ত বিভাগ।
বর্তমানে পরিত্যক্ত ভবনগুলো মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া ভবনের মূল্যবান জিনিসপত্রও চুরি হয়ে গেছে।
পটুয়াখালী শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৈহিদুল ইসলাম বলেন, ‘পরিত্যক্ত ভবনগুলোকে কেন্দ্র করে এখন অপরাধীদের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। বিভিন্ন সময় স্কুল-কলেজগামী ছেলে-মেয়েদের এসব পরিত্যক্ত ভবনে ঢুকতে দেখা যায়। এছাড়া ভবনের পাশে নতুন লেক তৈরি হওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে গেলেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।’
পটুয়াখালী চেম্বার অব কমার্সের পরিচালক ব্যবসায়ী মনির হোসেন বলেন, ‘সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্মাণ করা এসব ভবন এখন পরিত্যক্ত হওয়ায় সরকারি কর্মচারীরা এখন শহরের বিভিন্ন এলাকায় ব্যক্তি মালিকানাধীন বাড়িতে ভাড়া থাকছেন। তবে এসব ভবন ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণ করলে সরকারি কর্মচারীদেরও উপকার হতো এবং সরকারেরও অর্থ অপচয় কম হতো। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীসহ দক্ষিণ অঞ্চলে সাম্প্রতিক সময় যে উন্নয়ন করেছে এ পরিস্থিতিতে এ ধরনের পরিত্যক্ত ভবনের জঞ্জাল থাকাটা বেমানান।
সাবেক ছাত্রলীগ নেতা মো. মিঠুন বলেন, পটুয়াখালী পৌর শহরে এখন অপরাধের কেন্দ্র হচ্ছে পুরাতন ভবনগুলো। এ ছাড়া রক্ষণাবেক্ষণ না করায় অধিকাংশ ভবনের দরজা, জানালা, গ্রিলসহ বিভিন্ন ইলেকট্রিক সুইচ, সকেটসহ মূল্যবান জিনিসিপত্র চুরি হয়ে যাচ্ছে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের নজর দেওয়া উচিত।
পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ জাগো নিউজকে বলেন, এরই মধ্যে ২০টি ভবন কনডেম ঘোষণা করে সার্ভে রিপোর্ট পাঠানো হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে নতুন করে ৯টি বহুতল ভবন নির্মাণের জন্য ভবনের ডিজাইন তৈরি করা হচ্ছে। আশা করছি দ্রুত সম্পন্ন করে ডিপিপি তৈরি সম্ভব হবে।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে বাস শ্রমিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় বাস টার্মিনাল অবরোধ করে শ্রমিকেরা।

পটুয়াখালীতে গণপূর্তের ২৬ ভবন পরিত্যক্ত, চলে অপরাধ কর্মকাণ্ড

আপডেট টাইম ১১:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী পৌর শহরে দাঁড়িয়ে আছে গণপূর্ত বিভাগের ২৬টি পরিত্যক্ত ভবন। বসবাসের সুযোগ না থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাড়তি ভাড়ায় ব্যক্তি মালিকানাধীন বাড়িতে বসবাস করছেন। ফলে পরিত্যক্ত ভবনগুলো এখন অপরাধীদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। তবে গণপূর্ত বিভাগ বলছে, এসব ভবন ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণের বিষয়ে কাজ করছে তারা।
খোঁজ নিয়ে জানা যায়, স্বাধীনতা পরবর্তী সময় পটুয়াখালী পৌর শহরে সরকারি অফিস পাড়ার কাছেই এ-টাইপ, বি-টাইপ, সি-টাইপ এবং ডি-টাইপ নামে চারটি আবাসিক এলাকায় বিভিন্ন আকারের ২৬টি ভবন নির্মাণ করে গণপূর্ত অধিদপ্তর। তবে কালের বিবর্তনে এসব ভবন এখন ব্যবহারের অনুপযোগী। এরই মধ্যে ২০টি ভবন ব্যবহার সম্ভব না হওয়ায় কনডেম ঘোষণা করে তা পরবর্তী দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করতে উদ্যোগ নিয়েছে গণপূর্ত বিভাগ।
বর্তমানে পরিত্যক্ত ভবনগুলো মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া ভবনের মূল্যবান জিনিসপত্রও চুরি হয়ে গেছে।
পটুয়াখালী শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৈহিদুল ইসলাম বলেন, ‘পরিত্যক্ত ভবনগুলোকে কেন্দ্র করে এখন অপরাধীদের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। বিভিন্ন সময় স্কুল-কলেজগামী ছেলে-মেয়েদের এসব পরিত্যক্ত ভবনে ঢুকতে দেখা যায়। এছাড়া ভবনের পাশে নতুন লেক তৈরি হওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে গেলেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।’
পটুয়াখালী চেম্বার অব কমার্সের পরিচালক ব্যবসায়ী মনির হোসেন বলেন, ‘সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্মাণ করা এসব ভবন এখন পরিত্যক্ত হওয়ায় সরকারি কর্মচারীরা এখন শহরের বিভিন্ন এলাকায় ব্যক্তি মালিকানাধীন বাড়িতে ভাড়া থাকছেন। তবে এসব ভবন ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণ করলে সরকারি কর্মচারীদেরও উপকার হতো এবং সরকারেরও অর্থ অপচয় কম হতো। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীসহ দক্ষিণ অঞ্চলে সাম্প্রতিক সময় যে উন্নয়ন করেছে এ পরিস্থিতিতে এ ধরনের পরিত্যক্ত ভবনের জঞ্জাল থাকাটা বেমানান।
সাবেক ছাত্রলীগ নেতা মো. মিঠুন বলেন, পটুয়াখালী পৌর শহরে এখন অপরাধের কেন্দ্র হচ্ছে পুরাতন ভবনগুলো। এ ছাড়া রক্ষণাবেক্ষণ না করায় অধিকাংশ ভবনের দরজা, জানালা, গ্রিলসহ বিভিন্ন ইলেকট্রিক সুইচ, সকেটসহ মূল্যবান জিনিসিপত্র চুরি হয়ে যাচ্ছে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের নজর দেওয়া উচিত।
পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ জাগো নিউজকে বলেন, এরই মধ্যে ২০টি ভবন কনডেম ঘোষণা করে সার্ভে রিপোর্ট পাঠানো হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে নতুন করে ৯টি বহুতল ভবন নির্মাণের জন্য ভবনের ডিজাইন তৈরি করা হচ্ছে। আশা করছি দ্রুত সম্পন্ন করে ডিপিপি তৈরি সম্ভব হবে।