নড়াইলে ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া এক প্রতারককে আটক করেছে সদর থানা পুলিশ ।
বুধবার ( ৭ সেপ্টেম্বর ) রাতে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে মো . সোহেল রানা ( ২৫ ) নামে ওই ব্যক্তির তাকে আটক করা হয় ।
আটককৃত হল সোহেল নড়াইল সদর থানার শংকরপুর গ্রামের অহিদুর মোল্লার ছেলে । তিনি বেশভূষায় পুরোদস্তুর সামরিক বাহিনীর সদস্য । কখন সেনা সদস্য , কখনো তিনি ডিজিএফআই সদস্য কখনো বা তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স ( এসএসএফ ) এর সদস্য । এভাবে গুরুত্বপূর্ণ বাহিনী গুলোর পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে একাধিক বিয়ে করেছেন , চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সর্ব শান্ত করেছেন অনেককে ।
পুলিশ সূত্রে জানা যায় , সদর উপজেলার মহিষ খোলা গ্রামের মো . রাব্বি শেখের বাড়ীর ভাড়াটিয়া ঝর্ণা আক্তার প্রতারক সোহেল রানার সাবেক স্ত্রী । সাবেক স্ত্রীকে ঘর ভাড়া দেওয়ায় প্রতারক সোহেল রানা বাড়ির মালিক মো . রাব্বি শেখের মাকে মারধর করে । এসময় স্থানীয় লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে নিজেকে ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দেয় । স্থানীয় লোকজনের সন্দেহ হলে প্রতারককে চ্যালেঞ্জ করলে সে কৌশলে পালিয়ে যায় ।
স্থানীয় লোকজন থানায় জানালে সদর থানা পুলিশ তাকে সদর বাস টার্মিনাল থেকে আটক করে ।
পরে ওইদিন রাতে নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের মোহাম্মদ রাব্বি শেখ ( ২২ ) বাদী হয়ে থানায় সোহেল রানার নামে মামলা দায়ের করেন ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো . মাহমুদুর রহমান বলেন , প্রতারণার মামলায় সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে । তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে ।
সংবাদ শিরোনাম ::
নড়াইলে ভুয়া ডিজিএফআইয়ের সদস্য আটক
-
মাতৃভূমির খবর ডেস্ক
- আপডেট টাইম ০৮:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- ৫৯৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ