ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে উপজেলা নির্বাচনের ৩য় ও ৪র্থ ধাপের প্রার্থীদের সাথে মতবিনিময় টাঙ্গাইলে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃংখলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত টাঙ্গাইলে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার: তথ্য সচিব হুমায়ুন কবীর খোন্দকার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। বিড়ি শিল্প রক্ষায় পাবনা বিড়ি মজদুর ইউনিয়নের ৫ দফা দাবি ” ইউ, এস, জি, বি, সি, প্লাটিনাম সনদ অর্জন করলো এম,টি সোয়েটার্স” দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কার প্রচার প্রচারণায় জনতার ঢল । –২০১৮ সালে ফরিদপুর জেলার নগরকান্দা এলাকায় চাঞ্চল্যকর ৮ম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্র অন্তর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল’কে দীর্ঘ ০৬ বছর পর ফরিদপুর জেলার ভাংগা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। বাকেরগঞ্জে জাহানারা মাহবুব মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।।

বাকেরগঞ্জের সরকারি ভিপি জমি দখল করে গৃহ নির্মাণ হিন্দু ব্রাহ্মণ পরিবারকে উৎখাতের পাঁয়তারা ৷

মোঃ জাহিদুল ইসলাম ( বাকেরগঞ্জ ) বরিশাল।

বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুরে ইউনিয়নের কাকরদা মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন শিবু ঠাকুর বাড়ির এস এ ৪২৬,৪২৮ ও ৪২৯ নং খতিয়ানের রেকর্ডীয় মালিক বিধুভূষণ পিতা উমাচরণ চক্রবর্তী। রেকর্ডিও মালিক বিধুভূষণ এর দুই পুত্র ১!রত্নেশ্বর চক্রবর্তী ২! শিবের স্বর চক্রবর্তী, রত্নেশ্বর চক্রবর্তী দেশত্যাগী হলে তার ২.৭৯ একর জমি ভি, পি “ক” তালিকাভুক্ত হয় যা বাকেরগঞ্জ ভূমি অফিসে ভলিউম ৬ এর ১২৬ পাতায় ৭৫,৭৬ ও ৭৭ তালিকাভুক্ত রয়েছে নং ক্রমিকে তালিকাভুক্ত রয়েছে। পরবর্তীতে পার্শ্ববর্তী উপজেলার কাছিপাড়া গ্রামের ভূমিদস্যু জাহিদ হাসান (কামাল) তাং ও দুর্গা পাশা ইউনিয়নের মাওলানা আবদুল ওয়াহিদ (কালাম) উক্ত ভি,পি জমি ভুয়া নামজারী করে দখলের পায়তারা করে! তৎকালীন সহকারি কমিশনার (ভূমি) তাদের নামজারীর বিরুদ্ধে ৬৩/২০ নামীয় ১৫০ ধারা মোকাদ্দমা দায়ের করেন। উক্ত মোকাদ্দমায় অত্র অফিসের সার্ভেয়ার ফোরকান হোসেনকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য আদেশ দেন, কিন্তু সার্ভেয়ার ফোরকান হোসেন কালক্ষেপণ করে অবৈধ সুবিধা নিয়ে সম্পূর্ণ সরকারী ভি,পি জমি দখলে নেয়ার সুজোগ করে দিয়ে অদ্যবধি দায়েরকৃত মোকাদ্দমার প্রতিবেদন দাখিল করেননি যার জন্য সরকারের ৭০/৮০ লক্ষ টাকার জমি বেহাত হয়ে যায়। জনমনে প্রশ্ন সরকারি ভি,পি জমি সরকারি ভূমি অফিসে মামলা চলাকালীন সময়ে বহিরাগত লোকজন ৬/৭ টি সেমী পাকা ঘর তৈরী করে কি ভাবে? মাওলানা আঃ ওয়াহেদ (কালাম) বাউফলের সিংহেরকাঠী একটি মাদ্রাসায় চাকুরী করেন সার্ভেয়ার ফোরকান হোসেনের ও জাহিদ হোসেন (কামাল) এর বাড়ি পার্শ্ববর্তী একই বাউফল উপজেলায় হওয়ায় সরকারের স্বার্থ বিঘ্ন করে নিজ স্বার্থ হাসিল করে অবৈধভাবে দখল করার সুযোগ করে দেন।
প্রকাশ থাকে যে শিবের সার চক্রবর্তী নিজ বাড়িতে বসবাস করতেন এবং অত্র এলাকায় হিন্দু ধর্মালম্বীদের পুরহীত ছিলেন, শিবেশ্বর এর মৃত্যর পর তার ওয়ারীশগন অবৈধ দখল কারীদের হুমকীর মধ্য আছেন।
মাওলানা আঃ ওয়াহেদ নিজ এলাকায় অনেক অপকর্মের সাথে ও সরকার বিরোধী কার্যকলাপের সাথে জড়িত।

Tag :

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে উপজেলা নির্বাচনের ৩য় ও ৪র্থ ধাপের প্রার্থীদের সাথে মতবিনিময়

বাকেরগঞ্জের সরকারি ভিপি জমি দখল করে গৃহ নির্মাণ হিন্দু ব্রাহ্মণ পরিবারকে উৎখাতের পাঁয়তারা ৷

আপডেট টাইম ০৪:৪৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ( বাকেরগঞ্জ ) বরিশাল।

বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুরে ইউনিয়নের কাকরদা মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন শিবু ঠাকুর বাড়ির এস এ ৪২৬,৪২৮ ও ৪২৯ নং খতিয়ানের রেকর্ডীয় মালিক বিধুভূষণ পিতা উমাচরণ চক্রবর্তী। রেকর্ডিও মালিক বিধুভূষণ এর দুই পুত্র ১!রত্নেশ্বর চক্রবর্তী ২! শিবের স্বর চক্রবর্তী, রত্নেশ্বর চক্রবর্তী দেশত্যাগী হলে তার ২.৭৯ একর জমি ভি, পি “ক” তালিকাভুক্ত হয় যা বাকেরগঞ্জ ভূমি অফিসে ভলিউম ৬ এর ১২৬ পাতায় ৭৫,৭৬ ও ৭৭ তালিকাভুক্ত রয়েছে নং ক্রমিকে তালিকাভুক্ত রয়েছে। পরবর্তীতে পার্শ্ববর্তী উপজেলার কাছিপাড়া গ্রামের ভূমিদস্যু জাহিদ হাসান (কামাল) তাং ও দুর্গা পাশা ইউনিয়নের মাওলানা আবদুল ওয়াহিদ (কালাম) উক্ত ভি,পি জমি ভুয়া নামজারী করে দখলের পায়তারা করে! তৎকালীন সহকারি কমিশনার (ভূমি) তাদের নামজারীর বিরুদ্ধে ৬৩/২০ নামীয় ১৫০ ধারা মোকাদ্দমা দায়ের করেন। উক্ত মোকাদ্দমায় অত্র অফিসের সার্ভেয়ার ফোরকান হোসেনকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য আদেশ দেন, কিন্তু সার্ভেয়ার ফোরকান হোসেন কালক্ষেপণ করে অবৈধ সুবিধা নিয়ে সম্পূর্ণ সরকারী ভি,পি জমি দখলে নেয়ার সুজোগ করে দিয়ে অদ্যবধি দায়েরকৃত মোকাদ্দমার প্রতিবেদন দাখিল করেননি যার জন্য সরকারের ৭০/৮০ লক্ষ টাকার জমি বেহাত হয়ে যায়। জনমনে প্রশ্ন সরকারি ভি,পি জমি সরকারি ভূমি অফিসে মামলা চলাকালীন সময়ে বহিরাগত লোকজন ৬/৭ টি সেমী পাকা ঘর তৈরী করে কি ভাবে? মাওলানা আঃ ওয়াহেদ (কালাম) বাউফলের সিংহেরকাঠী একটি মাদ্রাসায় চাকুরী করেন সার্ভেয়ার ফোরকান হোসেনের ও জাহিদ হোসেন (কামাল) এর বাড়ি পার্শ্ববর্তী একই বাউফল উপজেলায় হওয়ায় সরকারের স্বার্থ বিঘ্ন করে নিজ স্বার্থ হাসিল করে অবৈধভাবে দখল করার সুযোগ করে দেন।
প্রকাশ থাকে যে শিবের সার চক্রবর্তী নিজ বাড়িতে বসবাস করতেন এবং অত্র এলাকায় হিন্দু ধর্মালম্বীদের পুরহীত ছিলেন, শিবেশ্বর এর মৃত্যর পর তার ওয়ারীশগন অবৈধ দখল কারীদের হুমকীর মধ্য আছেন।
মাওলানা আঃ ওয়াহেদ নিজ এলাকায় অনেক অপকর্মের সাথে ও সরকার বিরোধী কার্যকলাপের সাথে জড়িত।