ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে উপজেলা নির্বাচনের ৩য় ও ৪র্থ ধাপের প্রার্থীদের সাথে মতবিনিময় টাঙ্গাইলে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃংখলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত টাঙ্গাইলে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার: তথ্য সচিব হুমায়ুন কবীর খোন্দকার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। বিড়ি শিল্প রক্ষায় পাবনা বিড়ি মজদুর ইউনিয়নের ৫ দফা দাবি ” ইউ, এস, জি, বি, সি, প্লাটিনাম সনদ অর্জন করলো এম,টি সোয়েটার্স” দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কার প্রচার প্রচারণায় জনতার ঢল । –২০১৮ সালে ফরিদপুর জেলার নগরকান্দা এলাকায় চাঞ্চল্যকর ৮ম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্র অন্তর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল’কে দীর্ঘ ০৬ বছর পর ফরিদপুর জেলার ভাংগা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। বাকেরগঞ্জে জাহানারা মাহবুব মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।।

জেলে পরিবারে আহাজারি: সাগরে এখনো নিখোঁজ ১৩৩।

আঃ মজিদ খান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ জেলেদের শান্তনা দিতে রাতে মৎস্য অবতরণ কেন্দ্রে যান সাংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ২৭টি ট্রলারের ৯ জেলে এখনো নিখোঁজ রয়েছে। এছাড়া হদিস মেলেনি ৭টি ট্রলার এবং ট্রেলারগুলোতে থাকা ১২৪ জেলের। এখন এসব জেলের পরিবারে চলছে আহাজারি। এদিকে গত দুই দিনে সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে বিপদগ্রস্থ ৩ শতাধিক জেলেকে। মৎস্য মালিক সমিতির উদ্ধারকারী ট্রলার ও কোষ্টগার্ডে সদস্যরা পৃথক অভিযান চালিয়ে সুন্দরবন ও সাগরের বিভিন্ন পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় এসব জেলেদের উদ্ধার করেন।
সোমবার ২২ আগষ্ট সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা ও মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতি। এদিকে নিখোঁজ জেলে পরিবারকে শান্তনা দিতে রোববার রাতে মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেছেন পটুয়াখালী-৪ আসেনর সাংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। এসময় মহিপুর থানার ওসি আবুল খায়ের, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লা ও কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন।
কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি বলেন, ‘আমাদের আলীপুরের এখনো ৬ টি ট্রলারসহ ১১২ জেলের হদিস মিলছে না। এছাড়া সাগরে নিমজ্জিত হওয়া ১২ টি ট্রলারের ৯ জেলে এখনো নিখোঁজ রয়েছেন। প্রতি বছরই ঘূর্নিঝড় ও সাগরে নিম্নচাপ সৃষ্টি হলে আমাদের এখানে ট্রলার ডুবির ঘটনা ঘটে। মূলত আমাদের এখানে কোনো উদ্ধারকারী নৌযান নেই।’তিনি আরো বলেন, ‘রোববার রাতে সংসদ সদস্য আমাদের এলাকা পরিদর্শন করেছেন। এখানে দুর্যোগ সহনশীল একটি উদ্ধারকারী নৌযান দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।’
মহিপুর আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা বলেন, ‘আমাদের এখানে ১২ জেলেসহ ‘এফবি মা বাবার দোয়া’ নামের একটি ট্রলার নিখোঁজ রয়েছে। তবে ডুবে যাওয়া ১৫ ট্রলারের সব জেলের সন্ধান পাওয়া গেছে। অনেক জেলে ভারতে উদ্ধার হয়েছে। আশা করছি এসব জেলেদের দেশে ফিরিয়ে আনতে সরকার সহযোগিতা করবে।’
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব বলেন, ‘নিখোঁজ জেলে পরিবারে আহাজারি চলছে। আমিসহ নেতাকর্মীরা মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেছি। জেলেদের খোঁজ খবর নিয়েছি। তারা এখানে একটি দুর্যোগ সহনশীল উদ্ধারকারী নৌ-যানের দাবি জানিয়েছে। আমি বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করবো এবং জাতীয় সংসদে বিষয়টি উপস্থাপন করবো।’

Tag :

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে উপজেলা নির্বাচনের ৩য় ও ৪র্থ ধাপের প্রার্থীদের সাথে মতবিনিময়

জেলে পরিবারে আহাজারি: সাগরে এখনো নিখোঁজ ১৩৩।

আপডেট টাইম ১০:৩২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২

আঃ মজিদ খান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ জেলেদের শান্তনা দিতে রাতে মৎস্য অবতরণ কেন্দ্রে যান সাংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ২৭টি ট্রলারের ৯ জেলে এখনো নিখোঁজ রয়েছে। এছাড়া হদিস মেলেনি ৭টি ট্রলার এবং ট্রেলারগুলোতে থাকা ১২৪ জেলের। এখন এসব জেলের পরিবারে চলছে আহাজারি। এদিকে গত দুই দিনে সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে বিপদগ্রস্থ ৩ শতাধিক জেলেকে। মৎস্য মালিক সমিতির উদ্ধারকারী ট্রলার ও কোষ্টগার্ডে সদস্যরা পৃথক অভিযান চালিয়ে সুন্দরবন ও সাগরের বিভিন্ন পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় এসব জেলেদের উদ্ধার করেন।
সোমবার ২২ আগষ্ট সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা ও মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতি। এদিকে নিখোঁজ জেলে পরিবারকে শান্তনা দিতে রোববার রাতে মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেছেন পটুয়াখালী-৪ আসেনর সাংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। এসময় মহিপুর থানার ওসি আবুল খায়ের, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লা ও কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন।
কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি বলেন, ‘আমাদের আলীপুরের এখনো ৬ টি ট্রলারসহ ১১২ জেলের হদিস মিলছে না। এছাড়া সাগরে নিমজ্জিত হওয়া ১২ টি ট্রলারের ৯ জেলে এখনো নিখোঁজ রয়েছেন। প্রতি বছরই ঘূর্নিঝড় ও সাগরে নিম্নচাপ সৃষ্টি হলে আমাদের এখানে ট্রলার ডুবির ঘটনা ঘটে। মূলত আমাদের এখানে কোনো উদ্ধারকারী নৌযান নেই।’তিনি আরো বলেন, ‘রোববার রাতে সংসদ সদস্য আমাদের এলাকা পরিদর্শন করেছেন। এখানে দুর্যোগ সহনশীল একটি উদ্ধারকারী নৌযান দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।’
মহিপুর আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা বলেন, ‘আমাদের এখানে ১২ জেলেসহ ‘এফবি মা বাবার দোয়া’ নামের একটি ট্রলার নিখোঁজ রয়েছে। তবে ডুবে যাওয়া ১৫ ট্রলারের সব জেলের সন্ধান পাওয়া গেছে। অনেক জেলে ভারতে উদ্ধার হয়েছে। আশা করছি এসব জেলেদের দেশে ফিরিয়ে আনতে সরকার সহযোগিতা করবে।’
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব বলেন, ‘নিখোঁজ জেলে পরিবারে আহাজারি চলছে। আমিসহ নেতাকর্মীরা মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেছি। জেলেদের খোঁজ খবর নিয়েছি। তারা এখানে একটি দুর্যোগ সহনশীল উদ্ধারকারী নৌ-যানের দাবি জানিয়েছে। আমি বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করবো এবং জাতীয় সংসদে বিষয়টি উপস্থাপন করবো।’