ঢাকা ০১:৪১ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে বাস শ্রমিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় বাস টার্মিনাল অবরোধ করে শ্রমিকেরা। গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় খাদে প্রাইভেটকার, নিহত ৩ সিলেটে আগাম বন্যার আশঙ্কায়!! হাওরজুড়ে কৃষকের ব্যস্ততা শিশুদের মনোবিকাশে প্রয়োজন সংস্কৃতি চর্চা: মেয়র রেজাউল উপজেলা পরিষদ নির্বাচন হাতীবান্ধায় নির্বাচনী সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী সহ আহত ১০ ভূয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়ার, প্রতারক চক্রের এক সদস্য গ্রেপ্তার প্রথম দিনেই রোগী দেখে সবার মন জয় করেলেন ডাক্তার মোঃ হুমায়ুন রশিদ শাকিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বগুড়া জেলা আরজেএফ’র সুপেয় পানি স্যালাইন ও বিস্কুট বিতরণ দুমকীতে খাল সংস্কার প্রকল্পে অনিয়মসহ শত শতগাছ উপড়ে ফেলার অভিযোগ। বাকেরগঞ্জ বাসীর উন্নয়নমুলক সকল প্রত্যাশা পুরনে কাজ করব। ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ রাজীব আহমেদ তালুকদার।

পটুয়াখালীর চরবিশ্বাসে ভূমি দস্যু লাঠিয়াল বাহিনী কর্তৃক মাছের ঘের দখলে নেয়ার অভিযোগ।

আঃ মজিদ খান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে ভূমি দস্যু লাঠিয়াল বাহিনী কর্তৃক বসতবাড়িসহ মাছের ঘের দখল করে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট করে নেয়ার এক অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মোকাম গলাচিপার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোঃ দেলোয়ার হোসেন ওরফে কালাম হাওলাদার (৫৫), মোঃ শাহিন (৪০), মোঃ শাহদাত (৩৫), রেনু বেগম (৫০) সহ ১৪ জনকে চিহ্নিত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ঘের মালিক মোঃ নজরুল ইসলাম। মামলা নং-৫৫৯/২২। বিজ্ঞ আদালত অভিযোগটি পিবিআই পটুয়াখালীকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ঘটনাটি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের দক্ষিন চরবিশ্বাস গ্রাম এলাকায়।
মামলার বিবরনে ও স্থানীয় সূত্রে জানাগেছে, অভিযোগকারী মোঃ নজরুল ইসলাম তার ও তার আত্মীয় স্বজন এবং একই এলাকার কালাম আকন, রাজ্জাক হাওলাদার, নিপুন মিয়া, সালমা বেগম ও জয়গুনি বেগমের বন্দোবস্তকৃত প্রায় ২০ একর জমি ও জলাশয়ে মাছের ঘের করে বিভিন্ন প্রকার মাছ চাষ করে প্রায় ১৪ বছর ভোগ দখল করে জীবন জীবিকা নির্বাহ করে আসছিল। এ অবস্থায় ১২ বছর আগে সেখানে আধা-পাকা ঘর তোলেন। সেখানে মাছ চাষসহ ঘের দেখা -শোনার জন্য মোঃ ফিরোজ আহমেদসহ ৩ জন কাজের লোক বসবাস করে আসছিল। এ অবস্থায় উল্লেখিত আসামীরা নজরুল ইসলামকে উক্ত জমি ও মাছের ঘের হতে উৎখাত করার জন্য দীর্ঘদিন ধরে নানা রকম ষড়যন্ত্র করে আসতে থাকে। ঘটনারদিন চলতি মাসের ৪ জুলাই সোমবার রাত আনুমানিক ১১ টার দিকে ভূমি দস্যু লাঠিয়াল বাহিনীর প্রধান মোঃ দেলোয়ার হোসেন ওরফে কালাম হাওলাদার ও রেনু বেগম এর নেতৃত্বে মোঃ শাহিন(৪০), মোঃ শাহদাত(৩৫), মন্নান মাতুব্বর, মাহবুব প্যাদা, ফারুক প্যাদা, রিপন প্যাদা, শিপন প্যাদা, জামাল প্যাদা, সুলতান হাওলাদার, আনোয়ার মৃধা, কাওসার মৃধা, শাকিল মৃধাসহ আরো ২০/১২ জন লাঠিয়াল ও সন্ত্রাসী দলবদ্ধ হয়ে দেশী তৈরী ধাড়াল অস্ত্র দা, রাম দা, চল, বল্লব, ছেনা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে মাছের ঘেরের জমিতে অনধিকার প্রবেশ করে জেনারেটরে আলো জালিয়ে জাল টানিয়ে ঘেরে চাষকৃত চিংড়িসহ বিভিন্ন জাতের মাছ ধরে লুট করে নেয়। এ সময় ঘেরের পাশে স্থাপিত ঘরে থাকা ঘেরের পাহারাদার (বেতনভুক্ত কর্মচারী) ঠাকুর তরফদার(৫০), জয়নাল প্যাদা৫০) ও সালাম গাজী(৪৮) কপ মারধর করে ফুলা জখম করে ঠাকুর তরফদারকে খুনের উদ্দেশ্যে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনা গলাচিপা থানা পুলিশকে অবহিত করলে থানার কর্মকীতা আদালতে মামলা করার পরামর্শ দেন বলে অভিযোগে উল্লেখ করেন ক্ষিগ্রস্থ বাদী নজরুল ইসলাম।
পুলিশের পরামর্শে নজরুল ইসলাম উক্ত আদালতে উল্লিখিত ১৪ জনকে আসামী করে উক্ত মামলা করেন। তদন্ত কীমকর্তা পিবিআই পটুয়াখালীর এসআই রনজিৎ জানান ১৩ জুলাই তিনি আদালতের কাগজ পেয়েছি। খুব শীঘ্রই তদন্তের জন্য ঘটনা স্থলে যাব।
এ ব্যাপারে ওই এলাকার মোঃ তোফাজ্জেল হোসেন জানান, নজরুল মিয়া ১৩/১৪ বছর ধরে ঘের করে মাছ চাষ করে আসতে দেখিছি। দেলোয়ার হোসেন ওরফে কালাম হাওলাদার ও তার বোন রেনু বেগম এবং ভাই শাহিন ও শাহাদাত গং ভাড়াটিয়া মস্তান দিয়ে রাতে ঘের দখল করে আছে। প্রশাসনের উচিত কাগজপত্র দেখে এর ফয়সালা করা। এ ব্যাপারে রেনু বেগম বলেন নজরুল মিয়া এলাকার গরীব মানুষের জমি দখল করে ভোগ করছিল, যাদের নামে জমি বন্দোবস্ত, তারাই দখল করেছে। আমার নামে ওখানে কোন জমি বন্দোবস্ত নাই, আমাকে আসামী করেছে কেন? এ ব্যাপারে চরবিশ্বাস ইউনিয়নের ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি এর কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন ফোনে বলা যাবে না। পটুয়াখালী আসতেছি সাক্ষাতে বলবো বলে ফোন কেটে দেন।
###

Tag :

জনপ্রিয় সংবাদ

বরিশালে বাস শ্রমিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় বাস টার্মিনাল অবরোধ করে শ্রমিকেরা।

পটুয়াখালীর চরবিশ্বাসে ভূমি দস্যু লাঠিয়াল বাহিনী কর্তৃক মাছের ঘের দখলে নেয়ার অভিযোগ।

আপডেট টাইম ০৯:০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২

আঃ মজিদ খান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে ভূমি দস্যু লাঠিয়াল বাহিনী কর্তৃক বসতবাড়িসহ মাছের ঘের দখল করে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট করে নেয়ার এক অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মোকাম গলাচিপার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোঃ দেলোয়ার হোসেন ওরফে কালাম হাওলাদার (৫৫), মোঃ শাহিন (৪০), মোঃ শাহদাত (৩৫), রেনু বেগম (৫০) সহ ১৪ জনকে চিহ্নিত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ঘের মালিক মোঃ নজরুল ইসলাম। মামলা নং-৫৫৯/২২। বিজ্ঞ আদালত অভিযোগটি পিবিআই পটুয়াখালীকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ঘটনাটি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের দক্ষিন চরবিশ্বাস গ্রাম এলাকায়।
মামলার বিবরনে ও স্থানীয় সূত্রে জানাগেছে, অভিযোগকারী মোঃ নজরুল ইসলাম তার ও তার আত্মীয় স্বজন এবং একই এলাকার কালাম আকন, রাজ্জাক হাওলাদার, নিপুন মিয়া, সালমা বেগম ও জয়গুনি বেগমের বন্দোবস্তকৃত প্রায় ২০ একর জমি ও জলাশয়ে মাছের ঘের করে বিভিন্ন প্রকার মাছ চাষ করে প্রায় ১৪ বছর ভোগ দখল করে জীবন জীবিকা নির্বাহ করে আসছিল। এ অবস্থায় ১২ বছর আগে সেখানে আধা-পাকা ঘর তোলেন। সেখানে মাছ চাষসহ ঘের দেখা -শোনার জন্য মোঃ ফিরোজ আহমেদসহ ৩ জন কাজের লোক বসবাস করে আসছিল। এ অবস্থায় উল্লেখিত আসামীরা নজরুল ইসলামকে উক্ত জমি ও মাছের ঘের হতে উৎখাত করার জন্য দীর্ঘদিন ধরে নানা রকম ষড়যন্ত্র করে আসতে থাকে। ঘটনারদিন চলতি মাসের ৪ জুলাই সোমবার রাত আনুমানিক ১১ টার দিকে ভূমি দস্যু লাঠিয়াল বাহিনীর প্রধান মোঃ দেলোয়ার হোসেন ওরফে কালাম হাওলাদার ও রেনু বেগম এর নেতৃত্বে মোঃ শাহিন(৪০), মোঃ শাহদাত(৩৫), মন্নান মাতুব্বর, মাহবুব প্যাদা, ফারুক প্যাদা, রিপন প্যাদা, শিপন প্যাদা, জামাল প্যাদা, সুলতান হাওলাদার, আনোয়ার মৃধা, কাওসার মৃধা, শাকিল মৃধাসহ আরো ২০/১২ জন লাঠিয়াল ও সন্ত্রাসী দলবদ্ধ হয়ে দেশী তৈরী ধাড়াল অস্ত্র দা, রাম দা, চল, বল্লব, ছেনা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে মাছের ঘেরের জমিতে অনধিকার প্রবেশ করে জেনারেটরে আলো জালিয়ে জাল টানিয়ে ঘেরে চাষকৃত চিংড়িসহ বিভিন্ন জাতের মাছ ধরে লুট করে নেয়। এ সময় ঘেরের পাশে স্থাপিত ঘরে থাকা ঘেরের পাহারাদার (বেতনভুক্ত কর্মচারী) ঠাকুর তরফদার(৫০), জয়নাল প্যাদা৫০) ও সালাম গাজী(৪৮) কপ মারধর করে ফুলা জখম করে ঠাকুর তরফদারকে খুনের উদ্দেশ্যে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনা গলাচিপা থানা পুলিশকে অবহিত করলে থানার কর্মকীতা আদালতে মামলা করার পরামর্শ দেন বলে অভিযোগে উল্লেখ করেন ক্ষিগ্রস্থ বাদী নজরুল ইসলাম।
পুলিশের পরামর্শে নজরুল ইসলাম উক্ত আদালতে উল্লিখিত ১৪ জনকে আসামী করে উক্ত মামলা করেন। তদন্ত কীমকর্তা পিবিআই পটুয়াখালীর এসআই রনজিৎ জানান ১৩ জুলাই তিনি আদালতের কাগজ পেয়েছি। খুব শীঘ্রই তদন্তের জন্য ঘটনা স্থলে যাব।
এ ব্যাপারে ওই এলাকার মোঃ তোফাজ্জেল হোসেন জানান, নজরুল মিয়া ১৩/১৪ বছর ধরে ঘের করে মাছ চাষ করে আসতে দেখিছি। দেলোয়ার হোসেন ওরফে কালাম হাওলাদার ও তার বোন রেনু বেগম এবং ভাই শাহিন ও শাহাদাত গং ভাড়াটিয়া মস্তান দিয়ে রাতে ঘের দখল করে আছে। প্রশাসনের উচিত কাগজপত্র দেখে এর ফয়সালা করা। এ ব্যাপারে রেনু বেগম বলেন নজরুল মিয়া এলাকার গরীব মানুষের জমি দখল করে ভোগ করছিল, যাদের নামে জমি বন্দোবস্ত, তারাই দখল করেছে। আমার নামে ওখানে কোন জমি বন্দোবস্ত নাই, আমাকে আসামী করেছে কেন? এ ব্যাপারে চরবিশ্বাস ইউনিয়নের ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি এর কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন ফোনে বলা যাবে না। পটুয়াখালী আসতেছি সাক্ষাতে বলবো বলে ফোন কেটে দেন।
###