ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।। বরিশালে সুলভ মুল্যে বসুন্ধরা পন্য পেয়ে ক্রেতারা খুশী। বাবুগঞ্জে স্কুল ছুটির পরে বাড়ি যাওয়ার সময় দুই শিক্ষার্থী নিখোঁজ। আমার বাবাও মায়ের দেওয়া উপদেশ বড়দের সম্মান কর ছোটদের স্নেহ করো। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈশাখী নারী উদ্যোক্তা মেলা শুরু। টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু বাকেরগঞ্জে প্রধান মন্ত্রীর ছবি ব্যঙ্গক্তি করে ফেসবুকে পোস্ট করায় হায়দর সিপাই গ্রেফতার। বাকেরগঞ্জে স্ত্রীর দায়ের কৃত মামলায় স্বামী পারভেজ খান গ্রেফতার।। বাকেরগঞ্জে তরমুজ চাষী হত্যা চেষ্টা মামলার আসামী রুদ্র গাজী গ্রেফতার টাঙ্গাইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

গজারিয়ার আনারপুরা সড়কে জলাবদ্ধতায় ১০ গ্রামবাসীর ভোগান্তি।

রাজু আহমেদ, গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা
ভবেরচর ইউনিয়নের আনারপুরা বাসস্ট্যান্ড থেকে মাথাভাঙ্গা সড়কের আনারপুরা সরকার বাড়ির সামনে প্রায় ২০০ মিটার সড়কে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সামান্য বৃষ্টিতে রাস্তায় কাদাপানিতে একাকার হয়ে যায়। কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। শুধু তাই নয়, ওই রাস্তায় ড্রেন না থাকায় ময়লা-আবর্জনা রাস্তায় উঠে আসছে। রাস্তায় হাঁটু পরিমাণ পানি জমে থাকে। আনারপুরা ১ ওয়ার্ডের সরকার বাড়ি থেকে সিকদার বাড়ি পর্যন্ত ২০০শ মিটার রাস্তাটি সংস্কার কাজ না হওয়ায় এলাকার শত শত জনগন সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।জনগণ সম্পূর্ণ রাস্তাটি ড্রেনের মাধ্যমে সংস্কার করে উন্নয়নের দাবি জানিয়েছেন।

ভারী ওজনের বালুর গাড়ি চলাচলের কারণে পাকা রাস্তা কাঁচা রাস্তায় পরিণত হয়েছে । প্রতিদিন এই সড়ক দিয়ে উত্তরশাহপুর , মিরেরগাঁও , টেঙ্গারচর , বৈদ্যারগাঁও , মাথাভাঙ্গা , মিরপুর , উত্তর ফুলদী , রসুলপুরসহ ১০ গ্রামের মানুষের এই সড়কে চলাচল করতে হয় অসহনীয় ভোগান্তি নিয়ে । সড়কের বিভিন্ন অংশে দেখা দিয়েছে বড় বড় গর্ত। এ গুলোতে পানি জমে রয়েছে।

এতে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আশপাশের কয়েকটি কলকারখানার হাজার হাজার শ্রমিকের চলাচলের একমাত্র সড়ক এটি।তাদের বেশির ভাগ সময় পায়ে হেঁটে চলাচল করতে হয়। তাতে করে সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারছেন না শ্রমিকরা।

সরজমিন দেখা যায় , সড়কের আনারপুর মধ্যপাড়া অংশের বাড়ির স্থানে দেখা দিয়েছে বড় গর্তের। এছাড়া সড়কের বিভিন্ন অংশের পাকা সড়ক কাঁচা সড়কে পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় , এলাকার কিছু অসাধু বালু ব্যবসায়ী ভারী ড্রাম ট্রাকে করে মাটি আনা নেয়ার কারণে দ্রুত সময়ের মধ্যে রাস্তা ভেঙে গেছে।
আক্তার জামান সরকার নামে গ্রামের আরেক বাসিন্দা বলেন , সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করেন । বর্তমানে কী একটা অবস্থা, গাড়ি তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করা মুসকিল।
আনারপুরা গ্রামের বাসিন্দা কামাল মিয়া বলেন , এই সড়কে এখন আর গাড়ি চলাচল করতে পারে না।সড়ক ভেঙে গেছে ও বৃষ্টি হলে হাটুপানি হয়ে যায় ।রাস্তায় এখন সব সময় জলাবদ্ধতা থাকে।

সিএনজিচালক মহসিন বলেন, অতিরিক্ত ওজনের ড্রাম ট্রাক চলাচলের কারণে রাস্তা ভেঙে গেছে। এখন আমরা এই সড়কে কোনো ধরনের গাড়ি চালাতে পারছি না। আর চালাতে গেলে সব সময় ঝুঁকি থাকে। প্রতিনিয়ত উল্টে যায় সিএনজি অটোরিকশা।

এছাড়াও রাস্তাটি দিয়ে গজারিয়া উপজেলা, গজারিয়া সরকারি কলেজে, ভাটেরচর বাজারে, ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় ও আনারপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল ও হাজী কেরামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা,
ভাটেরচর মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী যাতয়াত করে। কিন্তু বর্ষা মৌসুমে রাস্তাটিতে জলাবদ্ধ বৃষ্টির পানিতে থাকার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যেতে পারে না শিক্ষার্থীরা। দীর্ঘ সময় পার হলেও গ্রামীণ এই অবহেলিত মরণফাঁদ রাস্তায়।

কলেজ শিক্ষার্থী মাসুদ রানা বলেন , আমাদের প্রায় প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। রাস্তাটির বেহালদশা গত কয়েক মাস ধরে। অতি দ্রুত রাস্তাটি সংস্কার করা না হলে এখানে বড়ধরনের দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে। তাই বৃহত্তর জনস্বার্থে দ্রুত রাস্তাটি মেরামত করা প্রয়োজন।
ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদ মো . লিটন বলেন , বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি। দ্রুত সময়ের মধ্যে রাস্তা মেরামত করা হবে। দ্রুত সময়ের মধ্যে বড় বড় গর্তের মধ্যে ইট বালু ফেলে ভরাট করে চলাচলের উপযোগী করা হবে।
বিষয়টি সম্পর্কে জানতে এলজিইডির গজারিয়া উপজেলার উপজেলা প্রকৌশলী কাজী ইশতিয়াক আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কয়েক হাজার মানুষ এ রাস্তাটি ব্যবহার করেন। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে এ অর্থবছরে রাস্তাটির নির্মাণ কাজ শুরু করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Tag :

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।।

গজারিয়ার আনারপুরা সড়কে জলাবদ্ধতায় ১০ গ্রামবাসীর ভোগান্তি।

আপডেট টাইম ০৬:১১:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২

রাজু আহমেদ, গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা
ভবেরচর ইউনিয়নের আনারপুরা বাসস্ট্যান্ড থেকে মাথাভাঙ্গা সড়কের আনারপুরা সরকার বাড়ির সামনে প্রায় ২০০ মিটার সড়কে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সামান্য বৃষ্টিতে রাস্তায় কাদাপানিতে একাকার হয়ে যায়। কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। শুধু তাই নয়, ওই রাস্তায় ড্রেন না থাকায় ময়লা-আবর্জনা রাস্তায় উঠে আসছে। রাস্তায় হাঁটু পরিমাণ পানি জমে থাকে। আনারপুরা ১ ওয়ার্ডের সরকার বাড়ি থেকে সিকদার বাড়ি পর্যন্ত ২০০শ মিটার রাস্তাটি সংস্কার কাজ না হওয়ায় এলাকার শত শত জনগন সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।জনগণ সম্পূর্ণ রাস্তাটি ড্রেনের মাধ্যমে সংস্কার করে উন্নয়নের দাবি জানিয়েছেন।

ভারী ওজনের বালুর গাড়ি চলাচলের কারণে পাকা রাস্তা কাঁচা রাস্তায় পরিণত হয়েছে । প্রতিদিন এই সড়ক দিয়ে উত্তরশাহপুর , মিরেরগাঁও , টেঙ্গারচর , বৈদ্যারগাঁও , মাথাভাঙ্গা , মিরপুর , উত্তর ফুলদী , রসুলপুরসহ ১০ গ্রামের মানুষের এই সড়কে চলাচল করতে হয় অসহনীয় ভোগান্তি নিয়ে । সড়কের বিভিন্ন অংশে দেখা দিয়েছে বড় বড় গর্ত। এ গুলোতে পানি জমে রয়েছে।

এতে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আশপাশের কয়েকটি কলকারখানার হাজার হাজার শ্রমিকের চলাচলের একমাত্র সড়ক এটি।তাদের বেশির ভাগ সময় পায়ে হেঁটে চলাচল করতে হয়। তাতে করে সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারছেন না শ্রমিকরা।

সরজমিন দেখা যায় , সড়কের আনারপুর মধ্যপাড়া অংশের বাড়ির স্থানে দেখা দিয়েছে বড় গর্তের। এছাড়া সড়কের বিভিন্ন অংশের পাকা সড়ক কাঁচা সড়কে পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় , এলাকার কিছু অসাধু বালু ব্যবসায়ী ভারী ড্রাম ট্রাকে করে মাটি আনা নেয়ার কারণে দ্রুত সময়ের মধ্যে রাস্তা ভেঙে গেছে।
আক্তার জামান সরকার নামে গ্রামের আরেক বাসিন্দা বলেন , সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করেন । বর্তমানে কী একটা অবস্থা, গাড়ি তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করা মুসকিল।
আনারপুরা গ্রামের বাসিন্দা কামাল মিয়া বলেন , এই সড়কে এখন আর গাড়ি চলাচল করতে পারে না।সড়ক ভেঙে গেছে ও বৃষ্টি হলে হাটুপানি হয়ে যায় ।রাস্তায় এখন সব সময় জলাবদ্ধতা থাকে।

সিএনজিচালক মহসিন বলেন, অতিরিক্ত ওজনের ড্রাম ট্রাক চলাচলের কারণে রাস্তা ভেঙে গেছে। এখন আমরা এই সড়কে কোনো ধরনের গাড়ি চালাতে পারছি না। আর চালাতে গেলে সব সময় ঝুঁকি থাকে। প্রতিনিয়ত উল্টে যায় সিএনজি অটোরিকশা।

এছাড়াও রাস্তাটি দিয়ে গজারিয়া উপজেলা, গজারিয়া সরকারি কলেজে, ভাটেরচর বাজারে, ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় ও আনারপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল ও হাজী কেরামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা,
ভাটেরচর মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী যাতয়াত করে। কিন্তু বর্ষা মৌসুমে রাস্তাটিতে জলাবদ্ধ বৃষ্টির পানিতে থাকার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যেতে পারে না শিক্ষার্থীরা। দীর্ঘ সময় পার হলেও গ্রামীণ এই অবহেলিত মরণফাঁদ রাস্তায়।

কলেজ শিক্ষার্থী মাসুদ রানা বলেন , আমাদের প্রায় প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। রাস্তাটির বেহালদশা গত কয়েক মাস ধরে। অতি দ্রুত রাস্তাটি সংস্কার করা না হলে এখানে বড়ধরনের দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে। তাই বৃহত্তর জনস্বার্থে দ্রুত রাস্তাটি মেরামত করা প্রয়োজন।
ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদ মো . লিটন বলেন , বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি। দ্রুত সময়ের মধ্যে রাস্তা মেরামত করা হবে। দ্রুত সময়ের মধ্যে বড় বড় গর্তের মধ্যে ইট বালু ফেলে ভরাট করে চলাচলের উপযোগী করা হবে।
বিষয়টি সম্পর্কে জানতে এলজিইডির গজারিয়া উপজেলার উপজেলা প্রকৌশলী কাজী ইশতিয়াক আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কয়েক হাজার মানুষ এ রাস্তাটি ব্যবহার করেন। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে এ অর্থবছরে রাস্তাটির নির্মাণ কাজ শুরু করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।