ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।। বরিশালে সুলভ মুল্যে বসুন্ধরা পন্য পেয়ে ক্রেতারা খুশী। বাবুগঞ্জে স্কুল ছুটির পরে বাড়ি যাওয়ার সময় দুই শিক্ষার্থী নিখোঁজ। আমার বাবাও মায়ের দেওয়া উপদেশ বড়দের সম্মান কর ছোটদের স্নেহ করো। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈশাখী নারী উদ্যোক্তা মেলা শুরু। টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু বাকেরগঞ্জে প্রধান মন্ত্রীর ছবি ব্যঙ্গক্তি করে ফেসবুকে পোস্ট করায় হায়দর সিপাই গ্রেফতার। বাকেরগঞ্জে স্ত্রীর দায়ের কৃত মামলায় স্বামী পারভেজ খান গ্রেফতার।। বাকেরগঞ্জে তরমুজ চাষী হত্যা চেষ্টা মামলার আসামী রুদ্র গাজী গ্রেফতার টাঙ্গাইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

পটুয়াখালীতে ব্যবসায়ী শিবু অপহরণ মামলায় ল্যাংড়া মামুনসহ রিমান্ডে ৪ (চার) ।

আঃ মজিদ খান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে ব্যবসায়ী শিবু অপহরণ মামলায় ল্যাংড়া মামুনসহ রিমান্ডে ৪ (চার) ।
২০ কোটি টাকা মুক্তিপণের দাবিতে পটুয়াখালীর ব্যবসায়ী শিবু অপহরণের ঘটনায় গ্রেপ্তার ল্যাংড়া মামুন ওরফে মুফতি মামুনসহ চার আসামিকে তিন দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।
পটুয়াখালীর মুখ্য বিচারিক হাকিম আমলি আদালত-১-এর বিচারক আশিকুর রহমান বৃহস্পতিবার দুপুরে তাদের রিমান্ডে পাঠায়। মামুন ছাড়াও অন্য যাদের রিমান্ডে নেয়া হয়েছে তারা হলেন পিচ্চি রানা, জসীম উদ্দিন ও আশিকুর রহমান।
ওসি মোঃ মনিরুজ্জামান জানান, পুরো ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। প্রত্যেক আসামিকে তিন দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ। তাদের একসঙ্গে নাকি আলাদা জিজ্ঞাসাবাদ করা হবে, সেটি মামলার তদন্তকারী কর্মকর্তা ঠিক করবেন।
এর আগে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে তাদের বুধবার রাতে পটুয়াখালী কারাগারে আনা হয় বলে নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান।
আদালতের ইন্সপেক্টর শাহজাহান মিয়া বলেন, ‘আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডে নেয়া হয়েছে। আশা করি কিছু তথ্য-উপাত্ত বের হয়ে আসবে।’
তিনি জানান, রিমান্ড শুনানির সময় তিনিসহ সদর থানার ওসি মনিরুজ্জামান, মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত (সদর থানা) মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে রিমান্ড শুনানির আবেদনের কাগজপত্র দেখিয়ে পটুয়াখালী কারাগার থেকে পুলিশি পাহারায় চার আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে পুনরায় তাদের একই কারাগারে পাঠানো হয়েছে।
শুনানিতে অংশ নেয়া রাষ্ট্রপক্ষের আইনজীবী উজ্জল বসু জানান, অপহরণ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, ল্যাংড়া মামুন একাই নাকি অন্য কোনো প্রভাবশালী তাকে দিয়ে এ কাজ করিয়েছে- এ রকম নানা প্রশ্নের উত্তর পেতে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই পুলিশ প্রত্যেক আসামিকে পাঁচ দিন করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি তদন্ত) ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল ইসলাম জানান, এর আগে এ ঘটনায় পটুয়াখালী ও বরগুনার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার সদ্য বহিষ্কৃত জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান পারভেজসহ ছয়জনকে দুই দিনের রিমান্ডে পাঠায় আদালত। তাদের বৃহস্পতিবার দুপুরে সদর থানায় আনা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আগামীকাল জিজ্ঞাসাবাদ শেষে বলা যাবে তাদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে কি না।
২০ কোটি টাকা মুক্তিপণের দাবিতে গত ১১ এপ্রিল রাতে পটুয়াখালীর ব্যবসায়ী শিবু লাল দাসকে গলাচিপা থেকে অপহরণ করা হয়। পরদিন রাতে শহরের এসপি কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে শিবু ও তার গাড়ির চালক মিরাজকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
ওই দিন রাতেই শিবুর ছেলে বাদী হয়ে সদর থানায় একটি অপহরণ মামলা করেন। পরের দিন অর্থাৎ ১৩ এপ্রিল রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান পারভেজসহ মোট ছয়জনকে আটক করে সদর থানা পুলিশ।
পরের দিন ১৪ তারিখ পুলিশ প্রেস ব্রিফিংয়ের সময় সেই ছয়জনকে ব্যবসায়ী শিবু দাস অপহরণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত দাবি করলেও পারভেজ, শামিম আর সুমনের বিষয়ে ‘যৌক্তিক কোনো কারণ’ উল্লেখ করতে পারেনি পুলিশ। এ সময় ওই তিনজন আসামি সাংবাদিকদের সামনে চিৎকার দিয়ে বলেন, ‘আমরা নির্দোষ, আমাদের ফাঁসানো হচ্ছে, আপনারা বিষয়টি দেখেন। আমরা এই শহরের সন্তান, আমরা এত বড় অন্যায় করতে পারি না। আমরা রাজনীতি করি।’
এর পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিশ্চিত হওয়ার পরই ওই তিনজনকে আটক করা হয়েছে।
এরপর ঢাকা থেকে জসীম ওরফে বিআরটিসি জসিী নামে একজন আসামিকে আটক করার পর তিনি ১৬৪ ধরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর দুদিন পর ঢাকার ডিবি পুলিশ এ ঘটনার মাস্টারমাইন্ড ল্যাংড়া মামুনসহ আরও চারজনকে গ্রেপ্তার করে চার হাজার পিস ইয়াবাসহ। এর আগে একই আদালত ব্যবসায়ী শিবু লাল দাসের জবানবন্দি ১৬৪ ধরায় রেকর্ড করা হয়।

###

Tag :

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।।

পটুয়াখালীতে ব্যবসায়ী শিবু অপহরণ মামলায় ল্যাংড়া মামুনসহ রিমান্ডে ৪ (চার) ।

আপডেট টাইম ১১:৫১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২

আঃ মজিদ খান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে ব্যবসায়ী শিবু অপহরণ মামলায় ল্যাংড়া মামুনসহ রিমান্ডে ৪ (চার) ।
২০ কোটি টাকা মুক্তিপণের দাবিতে পটুয়াখালীর ব্যবসায়ী শিবু অপহরণের ঘটনায় গ্রেপ্তার ল্যাংড়া মামুন ওরফে মুফতি মামুনসহ চার আসামিকে তিন দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।
পটুয়াখালীর মুখ্য বিচারিক হাকিম আমলি আদালত-১-এর বিচারক আশিকুর রহমান বৃহস্পতিবার দুপুরে তাদের রিমান্ডে পাঠায়। মামুন ছাড়াও অন্য যাদের রিমান্ডে নেয়া হয়েছে তারা হলেন পিচ্চি রানা, জসীম উদ্দিন ও আশিকুর রহমান।
ওসি মোঃ মনিরুজ্জামান জানান, পুরো ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। প্রত্যেক আসামিকে তিন দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ। তাদের একসঙ্গে নাকি আলাদা জিজ্ঞাসাবাদ করা হবে, সেটি মামলার তদন্তকারী কর্মকর্তা ঠিক করবেন।
এর আগে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে তাদের বুধবার রাতে পটুয়াখালী কারাগারে আনা হয় বলে নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান।
আদালতের ইন্সপেক্টর শাহজাহান মিয়া বলেন, ‘আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডে নেয়া হয়েছে। আশা করি কিছু তথ্য-উপাত্ত বের হয়ে আসবে।’
তিনি জানান, রিমান্ড শুনানির সময় তিনিসহ সদর থানার ওসি মনিরুজ্জামান, মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত (সদর থানা) মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে রিমান্ড শুনানির আবেদনের কাগজপত্র দেখিয়ে পটুয়াখালী কারাগার থেকে পুলিশি পাহারায় চার আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে পুনরায় তাদের একই কারাগারে পাঠানো হয়েছে।
শুনানিতে অংশ নেয়া রাষ্ট্রপক্ষের আইনজীবী উজ্জল বসু জানান, অপহরণ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, ল্যাংড়া মামুন একাই নাকি অন্য কোনো প্রভাবশালী তাকে দিয়ে এ কাজ করিয়েছে- এ রকম নানা প্রশ্নের উত্তর পেতে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই পুলিশ প্রত্যেক আসামিকে পাঁচ দিন করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি তদন্ত) ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল ইসলাম জানান, এর আগে এ ঘটনায় পটুয়াখালী ও বরগুনার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার সদ্য বহিষ্কৃত জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান পারভেজসহ ছয়জনকে দুই দিনের রিমান্ডে পাঠায় আদালত। তাদের বৃহস্পতিবার দুপুরে সদর থানায় আনা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আগামীকাল জিজ্ঞাসাবাদ শেষে বলা যাবে তাদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে কি না।
২০ কোটি টাকা মুক্তিপণের দাবিতে গত ১১ এপ্রিল রাতে পটুয়াখালীর ব্যবসায়ী শিবু লাল দাসকে গলাচিপা থেকে অপহরণ করা হয়। পরদিন রাতে শহরের এসপি কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে শিবু ও তার গাড়ির চালক মিরাজকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
ওই দিন রাতেই শিবুর ছেলে বাদী হয়ে সদর থানায় একটি অপহরণ মামলা করেন। পরের দিন অর্থাৎ ১৩ এপ্রিল রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান পারভেজসহ মোট ছয়জনকে আটক করে সদর থানা পুলিশ।
পরের দিন ১৪ তারিখ পুলিশ প্রেস ব্রিফিংয়ের সময় সেই ছয়জনকে ব্যবসায়ী শিবু দাস অপহরণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত দাবি করলেও পারভেজ, শামিম আর সুমনের বিষয়ে ‘যৌক্তিক কোনো কারণ’ উল্লেখ করতে পারেনি পুলিশ। এ সময় ওই তিনজন আসামি সাংবাদিকদের সামনে চিৎকার দিয়ে বলেন, ‘আমরা নির্দোষ, আমাদের ফাঁসানো হচ্ছে, আপনারা বিষয়টি দেখেন। আমরা এই শহরের সন্তান, আমরা এত বড় অন্যায় করতে পারি না। আমরা রাজনীতি করি।’
এর পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিশ্চিত হওয়ার পরই ওই তিনজনকে আটক করা হয়েছে।
এরপর ঢাকা থেকে জসীম ওরফে বিআরটিসি জসিী নামে একজন আসামিকে আটক করার পর তিনি ১৬৪ ধরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর দুদিন পর ঢাকার ডিবি পুলিশ এ ঘটনার মাস্টারমাইন্ড ল্যাংড়া মামুনসহ আরও চারজনকে গ্রেপ্তার করে চার হাজার পিস ইয়াবাসহ। এর আগে একই আদালত ব্যবসায়ী শিবু লাল দাসের জবানবন্দি ১৬৪ ধরায় রেকর্ড করা হয়।

###