ঢাকা ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে বাস শ্রমিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় বাস টার্মিনাল অবরোধ করে শ্রমিকেরা। গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় খাদে প্রাইভেটকার, নিহত ৩ সিলেটে আগাম বন্যার আশঙ্কায়!! হাওরজুড়ে কৃষকের ব্যস্ততা শিশুদের মনোবিকাশে প্রয়োজন সংস্কৃতি চর্চা: মেয়র রেজাউল উপজেলা পরিষদ নির্বাচন হাতীবান্ধায় নির্বাচনী সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী সহ আহত ১০ ভূয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়ার, প্রতারক চক্রের এক সদস্য গ্রেপ্তার প্রথম দিনেই রোগী দেখে সবার মন জয় করেলেন ডাক্তার মোঃ হুমায়ুন রশিদ শাকিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বগুড়া জেলা আরজেএফ’র সুপেয় পানি স্যালাইন ও বিস্কুট বিতরণ দুমকীতে খাল সংস্কার প্রকল্পে অনিয়মসহ শত শতগাছ উপড়ে ফেলার অভিযোগ। বাকেরগঞ্জ বাসীর উন্নয়নমুলক সকল প্রত্যাশা পুরনে কাজ করব। ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ রাজীব আহমেদ তালুকদার।

ইন্ডিয়াস নেক্সট টপ মডেল উর্বি

বিনোদন ডেস্ক :   ‘ইন্ডিয়াস নেক্সট টপ মডেল’ শোর চতুর্থ মৌসুমে বিজয়ী হলেন মুম্বাই কন্যা উর্বি শেঠি। এর মধ্য দিয়ে মডেলিংয়ে তারকা হওয়ার পথে এক পা এগোলেন এ সুন্দরী। এ বিজয়ে উচ্ছ্বসিত উর্বি। বলেছেন, এই শোতে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে তাঁর, যা জীবনের সেরাটা বের করে আনতে সাহায্য করবে।

বিজয়ী হিসেবে উর্বি শেঠি ‘ভায়াকম১৮’ ও ‘এক্সিড এন্টারটেইনমেন্টের’ সঙ্গে এক বছরের চুক্তি করবেন। এ ছাড়া ড্রিম ক্রুজের সার্বিক তত্ত্বাবধানে হংকংয়ে দুই রাত, তিনদিন ভ্রমণ করবেন তিনি। গোল্ডস জিমের ব্ল্যাক সদস্যপদও পাবেন তিনি।

ইন্ডিয়াস নেক্সট টপ মডেল সিজন-৪ ছিল এমন এক অভিজ্ঞতা, যা আমার ভেতরের শক্তি বের করে এনেছে এবং নিজের দুর্বলতাকে জয় করতে শিখিয়েছে, বলেন উর্বি।

আমার মা-বাবা ও এই শোর নির্মাতারা, যাঁরা আমার সেরাটা বের করে আনার সুযোগ করে দিয়েছেন, তাঁদের অবিরাম সহায়তা না পেলে এই বিজয় অর্জন সম্ভব হতো না, যোগ করেন উর্বি শেঠি।

উর্বির বিজয়ে উচ্ছ্বসিত এই শোর অন্যতম বিচারক ‘ছাইয়া ছাইয়া’ কন্যা মালাইকা অরোরা। তিনি বলেছেন, ‘এই শোর বিজয়ী হিসেবে উর্বিকে দেখে আমি সত্যিই গর্বিত।

উর্বি অন্যতম শক্তিশালী প্রতিযোগী, অসাধারণ পারফরম্যান্স করেছে সে। প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে সে প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করত। আমি তার এই দিকটার খুব প্রশংসা করি, বলেন মালাইকা। প্রথম ও দ্বিতীয় রানার্স-আপ হয়েছেন যথাক্রমে নিশা যাদব ও রুশালি যাদব।

১৩ প্রতিযোগীর লড়াই শেষে বিজয়ী হিসেবে উর্বির নাম ঘোষণা করা হয়। এবারের থিম ছিল মোর দ্যান জাস্ট এ ফেস। এ মৌসুমে প্রতিযোগীদের শক্তিমত্তা ও রূপ দুটোই বিবেচনা করা হয়েছিল। প্রথমবারের মতো সিঙ্গাপুরে আয়োজিত হয় এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

Tag :

জনপ্রিয় সংবাদ

বরিশালে বাস শ্রমিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় বাস টার্মিনাল অবরোধ করে শ্রমিকেরা।

ইন্ডিয়াস নেক্সট টপ মডেল উর্বি

আপডেট টাইম ০১:১৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮

বিনোদন ডেস্ক :   ‘ইন্ডিয়াস নেক্সট টপ মডেল’ শোর চতুর্থ মৌসুমে বিজয়ী হলেন মুম্বাই কন্যা উর্বি শেঠি। এর মধ্য দিয়ে মডেলিংয়ে তারকা হওয়ার পথে এক পা এগোলেন এ সুন্দরী। এ বিজয়ে উচ্ছ্বসিত উর্বি। বলেছেন, এই শোতে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে তাঁর, যা জীবনের সেরাটা বের করে আনতে সাহায্য করবে।

বিজয়ী হিসেবে উর্বি শেঠি ‘ভায়াকম১৮’ ও ‘এক্সিড এন্টারটেইনমেন্টের’ সঙ্গে এক বছরের চুক্তি করবেন। এ ছাড়া ড্রিম ক্রুজের সার্বিক তত্ত্বাবধানে হংকংয়ে দুই রাত, তিনদিন ভ্রমণ করবেন তিনি। গোল্ডস জিমের ব্ল্যাক সদস্যপদও পাবেন তিনি।

ইন্ডিয়াস নেক্সট টপ মডেল সিজন-৪ ছিল এমন এক অভিজ্ঞতা, যা আমার ভেতরের শক্তি বের করে এনেছে এবং নিজের দুর্বলতাকে জয় করতে শিখিয়েছে, বলেন উর্বি।

আমার মা-বাবা ও এই শোর নির্মাতারা, যাঁরা আমার সেরাটা বের করে আনার সুযোগ করে দিয়েছেন, তাঁদের অবিরাম সহায়তা না পেলে এই বিজয় অর্জন সম্ভব হতো না, যোগ করেন উর্বি শেঠি।

উর্বির বিজয়ে উচ্ছ্বসিত এই শোর অন্যতম বিচারক ‘ছাইয়া ছাইয়া’ কন্যা মালাইকা অরোরা। তিনি বলেছেন, ‘এই শোর বিজয়ী হিসেবে উর্বিকে দেখে আমি সত্যিই গর্বিত।

উর্বি অন্যতম শক্তিশালী প্রতিযোগী, অসাধারণ পারফরম্যান্স করেছে সে। প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে সে প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করত। আমি তার এই দিকটার খুব প্রশংসা করি, বলেন মালাইকা। প্রথম ও দ্বিতীয় রানার্স-আপ হয়েছেন যথাক্রমে নিশা যাদব ও রুশালি যাদব।

১৩ প্রতিযোগীর লড়াই শেষে বিজয়ী হিসেবে উর্বির নাম ঘোষণা করা হয়। এবারের থিম ছিল মোর দ্যান জাস্ট এ ফেস। এ মৌসুমে প্রতিযোগীদের শক্তিমত্তা ও রূপ দুটোই বিবেচনা করা হয়েছিল। প্রথমবারের মতো সিঙ্গাপুরে আয়োজিত হয় এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।