ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈশাখী নারী উদ্যোক্তা মেলা শুরু। টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু বাকেরগঞ্জে প্রধান মন্ত্রীর ছবি ব্যঙ্গক্তি করে ফেসবুকে পোস্ট করায় হায়দর সিপাই গ্রেফতার। বাকেরগঞ্জে স্ত্রীর দায়ের কৃত মামলায় স্বামী পারভেজ খান গ্রেফতার।। বাকেরগঞ্জে তরমুজ চাষী হত্যা চেষ্টা মামলার আসামী রুদ্র গাজী গ্রেফতার টাঙ্গাইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত –রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। হবিগঞ্জে এসএসসিতে ফেল করায় ৩ জনের বিষপান কিশোরী নিহত বিসিক কলাবাগানে ভেকুর আঘাতে তিতাস গ্যাসের সংযোগ পাইপ ফেটে আগুনে ৯ ঘর পুড়ে ছাই হয়ে যায় চট্টগ্রামে ন্যাশনাল ব্যাংকের মতবিনিময় সভায় চেয়ারম্যান খলিলুর রহমান

মাধবপুরে ঘুরছে উন্নয়নের চাকা সরকার পাচ্ছে রাজস্ব।

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর থেকে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশ জুড়ে গড়ে উঠেছে প্রায় শতাধিক শিল্প কারখানা। সরজমিনে ঘুরে দেখা যায়, জগদীশ পুর থেকে শাহজীবাজার পর্যন্ত রাস্তার দু পাশে ভিন্ন আংগিকে গড়ে উঠেছে শিল্প কারখানা গুলো যদিও দীর্ঘদিন আগেই বাংলাদেশের একমাত্র তাপ বিদ্যুৎ কেন্দ্র শাহজীবাজার তাপ বিদ্যুৎ কেন্দ্র স্হাপন হয়েছিল। তার পর পর ই সায়হাম গ্রুপের সুচনা সায়হাম গ্রুপের প্রতিষ্ঠান গুলোর মধ্যে সায়হাম টেক্সটাইল সফকো স্পিনিং মিলস,হামিদা বস্র শিল্প, সায়হাম জুট মিল সায়হাম কটন মিল,ইত্যাদি বাংলাদেশ সরকারের সাবেক অর্থ মন্ত্রী এ,এম,এস কিবরিয়ার অক্লান্ত পরিশ্রমে ঢাকা সিলেট মহাসড়ক নির্মাণ হওয়ায় যোগাযোগ অবস্থার উন্নতির ফলে বড়বড় শিল্পোক্তাগন এখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে উৎসাহিত হয়ে কারখানা স্হাপনে মনোযোগী হন বলে জানা যায়।

প্রান আর এফ এল গ্রুপ,স্কয়ার গ্রুপ, আর এ কে গ্রুপ মেটাডোরগ্রুপ স্টার সিরামিক গ্রুপ সায়হাম গ্রুপের মত শিল্পপতি গন গড়ে তুলেছেন শিল্প কারখানাৎজগদীশপুরে গড়ে উঠেছে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক। হয়েছে প্রায় ৫০০০০ শ্রমিকের কর্মসংস্থান স্হানীয়রা তৈরি করেছেন আবাসিক ভবন শপিং মন,আবাসিক অনাবাসিক হোটেল উন্নয়নের দ্বার উন্মোচিত করা শিল্পপতিও আজ গুটিকয়েক ভূমিদস্যু দালালদের কারনে থমকে দাঁড়িয়েছে এস,এম,স্পিলিং মিলস এর ফায়ার সেফটি অফিসার ফজলু মিয়া জানান, কিছু ভুমিদস্যু দালাল অন্যের জমি নাম মাত্র টাকায় কিনে কোম্পানি গুলোর কাছে কোটি টাকায় বিক্রি করে কিন্তু দখল বুঝিয়ে দেয় না অনেক সময় ডাবল দাম দাবি করে।

আবার কখনো জাল দলিলের মাধ্যমে প্রতারণা করায় অধিকাংশ মালিক বিমুখ হয়ে যায় খোঁজ নিয়ে জানা যায় ৯ নং নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের ফারুক,হুমায়ুন ও জুনাইদ গংদের নামে আদালতে জালিয়াতির মামলা রয়েছে, তারা জাল দলিল সৃষ্টি করে নাম খারিজের আবেদন করত জমি দখল ও বিক্রির পয়তারা করছিল মামলা নং -১৩২/২১. উল্লেখ্য যে, এ-ই মামলায় তারা ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি শাহজীবাজার, দরগা গেইট শাহপুর রতনপুর, ইটাখোলা, নোয়াপাড়া, জগদীশ পুর ঘুরে জানা যায়, দালাল রা জমির মালিক পক্ষ থেকে যে দামে জমি কিনে কোম্পানির কাছে তার দুই তিন গুন বেশি দামে বিক্রি করে।

কিন্তু জমির প্রকৃত মালিককে ক্রয়মূল্য টুকু ও দিতে গড়িমসি করে, ফলে প্রকৃত জায়গার মালিক আর শিল্পপতি দের সাথে ভুল বুঝাবুঝি হয়। মাঝে ফায়দা লুটে দালালরা এতকিছুর পরও পর্যাপ্ত শ্রমিক, যোগাযোগ সুবিধা, নিত্য প্রয়োজীন দ্রব্য সহজলভ্য হওয়ায় ব্যবসায়ীগন এখানে বিনিয়োগ করতে আগ্রহী স্কয়ার টেক্সটাইল এর ম্যানেজার মাসুদ লস্কর জানান পাহাড়ি অঞ্চল বেষ্টিত এ জনবহুল এলাকায় কোম্পানি গুলো গড়ে উঠায় এলাকার বেকারত্বের হারও অনেক কমেছে অনাবাদি জমি গুলো ও কাজে লাগছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন।

প্রায় শতাধিক কোম্পানি গড়ে উঠেছে এখানে যদিও মার কোম্পানির মত দু একটি কোম্পানি এলাকার মানুষের,কৃষি জীবজন্তুর ক্ষতির কারন হওয়ায় আদালতের আদেশে তা বন্ধ করে দিয়েছে প্রান আর এফ এলের ব্যবস্থাপনা পরিচালক জানান, এখানে কম মজুরিতে শ্রমিক পাওয়া যায়, যোগাযোগ অবস্থা ভাল, তাছাড়া সুন্দর পরিবেশ, কাছেই পর্যটন স্পট শ্রীমঙ্গল, বিদেশি বিনিয়োগ কারীরা এখানে বিনিয়োগ করতে আগ্রহী। এ ব্যাপারে বাদশা কোম্পানির শ্রমিক আব্দুর রহমান, শামীমা,কুহিনূর, এবং আর,এ,কে মস্কিটো’র শ্রমিক রাহেলা মানিক কামাল,শান্তা দের সাথে কথা বলে জানা যায় এলাকায় কোম্পানি হওয়ায়।

তারা খুব খুশি এখন আর তাদের অনাহারে থাকতে হয় না টাকার জন্য কারো কাছে হাত পাততে ও হয় না, তারা বলে আমরা এখন স্বাবলম্বী নিজে রুজি করি, বাপ- মায়েরে দেই
তবে তাদের দাবি সব কোম্পানিগুলো মিলে যদি ই,পি,জেড এর বেপজা হাসপাতালের মত হাসপাতাল করে দিত তাহলে আমরা সহজেই চিকিৎসা সেবা পেতাম। কারন জানতে চাইলে তারা জানায়, অসুস্থ হলে নিকটবর্তী মাধবপুর নয়তো শায়েস্তা গঞ্জ, হবিগঞ্জে যেতে হয় উল্লেখ্য যে, বর্তমানে প্রতিষ্ঠিত কোম্পানী গুলো থেকে খাদ্যদ্রব্য, সুতা,কাপড়,সিরামিক,কয়েল,গাড়ির যন্ত্রাংশ রঙ, কলম,গো খাদ্য, পোলট্রি খাদ্য মাছের খাদ্য ইত্যাদি উতপাদন হচ্ছে যা সরকারের রাজস্ব আয়ের অন্যতম উৎস।

Tag :

জনপ্রিয় সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈশাখী নারী উদ্যোক্তা মেলা শুরু।

মাধবপুরে ঘুরছে উন্নয়নের চাকা সরকার পাচ্ছে রাজস্ব।

আপডেট টাইম ০৪:৫৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর থেকে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশ জুড়ে গড়ে উঠেছে প্রায় শতাধিক শিল্প কারখানা। সরজমিনে ঘুরে দেখা যায়, জগদীশ পুর থেকে শাহজীবাজার পর্যন্ত রাস্তার দু পাশে ভিন্ন আংগিকে গড়ে উঠেছে শিল্প কারখানা গুলো যদিও দীর্ঘদিন আগেই বাংলাদেশের একমাত্র তাপ বিদ্যুৎ কেন্দ্র শাহজীবাজার তাপ বিদ্যুৎ কেন্দ্র স্হাপন হয়েছিল। তার পর পর ই সায়হাম গ্রুপের সুচনা সায়হাম গ্রুপের প্রতিষ্ঠান গুলোর মধ্যে সায়হাম টেক্সটাইল সফকো স্পিনিং মিলস,হামিদা বস্র শিল্প, সায়হাম জুট মিল সায়হাম কটন মিল,ইত্যাদি বাংলাদেশ সরকারের সাবেক অর্থ মন্ত্রী এ,এম,এস কিবরিয়ার অক্লান্ত পরিশ্রমে ঢাকা সিলেট মহাসড়ক নির্মাণ হওয়ায় যোগাযোগ অবস্থার উন্নতির ফলে বড়বড় শিল্পোক্তাগন এখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে উৎসাহিত হয়ে কারখানা স্হাপনে মনোযোগী হন বলে জানা যায়।

প্রান আর এফ এল গ্রুপ,স্কয়ার গ্রুপ, আর এ কে গ্রুপ মেটাডোরগ্রুপ স্টার সিরামিক গ্রুপ সায়হাম গ্রুপের মত শিল্পপতি গন গড়ে তুলেছেন শিল্প কারখানাৎজগদীশপুরে গড়ে উঠেছে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক। হয়েছে প্রায় ৫০০০০ শ্রমিকের কর্মসংস্থান স্হানীয়রা তৈরি করেছেন আবাসিক ভবন শপিং মন,আবাসিক অনাবাসিক হোটেল উন্নয়নের দ্বার উন্মোচিত করা শিল্পপতিও আজ গুটিকয়েক ভূমিদস্যু দালালদের কারনে থমকে দাঁড়িয়েছে এস,এম,স্পিলিং মিলস এর ফায়ার সেফটি অফিসার ফজলু মিয়া জানান, কিছু ভুমিদস্যু দালাল অন্যের জমি নাম মাত্র টাকায় কিনে কোম্পানি গুলোর কাছে কোটি টাকায় বিক্রি করে কিন্তু দখল বুঝিয়ে দেয় না অনেক সময় ডাবল দাম দাবি করে।

আবার কখনো জাল দলিলের মাধ্যমে প্রতারণা করায় অধিকাংশ মালিক বিমুখ হয়ে যায় খোঁজ নিয়ে জানা যায় ৯ নং নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের ফারুক,হুমায়ুন ও জুনাইদ গংদের নামে আদালতে জালিয়াতির মামলা রয়েছে, তারা জাল দলিল সৃষ্টি করে নাম খারিজের আবেদন করত জমি দখল ও বিক্রির পয়তারা করছিল মামলা নং -১৩২/২১. উল্লেখ্য যে, এ-ই মামলায় তারা ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি শাহজীবাজার, দরগা গেইট শাহপুর রতনপুর, ইটাখোলা, নোয়াপাড়া, জগদীশ পুর ঘুরে জানা যায়, দালাল রা জমির মালিক পক্ষ থেকে যে দামে জমি কিনে কোম্পানির কাছে তার দুই তিন গুন বেশি দামে বিক্রি করে।

কিন্তু জমির প্রকৃত মালিককে ক্রয়মূল্য টুকু ও দিতে গড়িমসি করে, ফলে প্রকৃত জায়গার মালিক আর শিল্পপতি দের সাথে ভুল বুঝাবুঝি হয়। মাঝে ফায়দা লুটে দালালরা এতকিছুর পরও পর্যাপ্ত শ্রমিক, যোগাযোগ সুবিধা, নিত্য প্রয়োজীন দ্রব্য সহজলভ্য হওয়ায় ব্যবসায়ীগন এখানে বিনিয়োগ করতে আগ্রহী স্কয়ার টেক্সটাইল এর ম্যানেজার মাসুদ লস্কর জানান পাহাড়ি অঞ্চল বেষ্টিত এ জনবহুল এলাকায় কোম্পানি গুলো গড়ে উঠায় এলাকার বেকারত্বের হারও অনেক কমেছে অনাবাদি জমি গুলো ও কাজে লাগছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন।

প্রায় শতাধিক কোম্পানি গড়ে উঠেছে এখানে যদিও মার কোম্পানির মত দু একটি কোম্পানি এলাকার মানুষের,কৃষি জীবজন্তুর ক্ষতির কারন হওয়ায় আদালতের আদেশে তা বন্ধ করে দিয়েছে প্রান আর এফ এলের ব্যবস্থাপনা পরিচালক জানান, এখানে কম মজুরিতে শ্রমিক পাওয়া যায়, যোগাযোগ অবস্থা ভাল, তাছাড়া সুন্দর পরিবেশ, কাছেই পর্যটন স্পট শ্রীমঙ্গল, বিদেশি বিনিয়োগ কারীরা এখানে বিনিয়োগ করতে আগ্রহী। এ ব্যাপারে বাদশা কোম্পানির শ্রমিক আব্দুর রহমান, শামীমা,কুহিনূর, এবং আর,এ,কে মস্কিটো’র শ্রমিক রাহেলা মানিক কামাল,শান্তা দের সাথে কথা বলে জানা যায় এলাকায় কোম্পানি হওয়ায়।

তারা খুব খুশি এখন আর তাদের অনাহারে থাকতে হয় না টাকার জন্য কারো কাছে হাত পাততে ও হয় না, তারা বলে আমরা এখন স্বাবলম্বী নিজে রুজি করি, বাপ- মায়েরে দেই
তবে তাদের দাবি সব কোম্পানিগুলো মিলে যদি ই,পি,জেড এর বেপজা হাসপাতালের মত হাসপাতাল করে দিত তাহলে আমরা সহজেই চিকিৎসা সেবা পেতাম। কারন জানতে চাইলে তারা জানায়, অসুস্থ হলে নিকটবর্তী মাধবপুর নয়তো শায়েস্তা গঞ্জ, হবিগঞ্জে যেতে হয় উল্লেখ্য যে, বর্তমানে প্রতিষ্ঠিত কোম্পানী গুলো থেকে খাদ্যদ্রব্য, সুতা,কাপড়,সিরামিক,কয়েল,গাড়ির যন্ত্রাংশ রঙ, কলম,গো খাদ্য, পোলট্রি খাদ্য মাছের খাদ্য ইত্যাদি উতপাদন হচ্ছে যা সরকারের রাজস্ব আয়ের অন্যতম উৎস।