ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান কে শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী বরিশালে সার্বজনীন পেনশন মেলা ২০২৪ উদ্বোধন হিরাঝীলে বিশ্বাস মঞ্জিল নামের একটি বিল্ডিং হেলে পড়ে,নিরাপত্তাহীনতায় এলাকাবাসী বাকেরগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে জন প্রিয়তার শীর্ষে সাইফুল ইসলাম ডাকুয়া। বাকেরগঞ্জে যুবদল সভাপতি টুকুর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে চারটি দোকান ভাংচুর, লুটপাটের অভিযোগ। গাছবাড়ীয়া সাব-রেজিষ্ট্রার অফিসের সমম্বয় সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত- সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ফখরু উদ্দিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনার ফুলতলায় তিন দিনব্যাপী অনুষ্ঠানসূচি। –চোরাইকৃত ১৪টি ইজিবাইক উদ্ধারসহ আটক চোর চক্রের পলাতক তিনজন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; চোরাইকৃত আরো তিনটি ইজিবাইক এবং চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ। চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া …

তাল গাছেই চলে জীবন

নুর আলম, শরীয়তপুর প্রতিনিধি: দীর্ঘ ৪৫ বছর ধরে তালগাছ কেটেই জীবিকা নির্বাহ করে আসছেন বরিশালের মৃত আফসের আলী হাওলাদারের ছেলে চাঁনমিয়া হাওলাদার (৭০)। বয়স হলেও গায়ের জোর একটুও কমেনি তার। এই বয়সেও ১০ কেজি ওজনের মুগুর আর আর ৫কেজি ওজনের চাপাতি দিয়ে বড় বড় তালগাছ কেটে ফেলছেন অনায়াসেই।

হাড়ভাঙা খাটুনি খেটে যে অর্থ পান, তা বর্তমানে সামান্য বললেই চলে। প্রচন্ড আত্মসম্মানবোধ ভরা চাঁনমিয়ার শান্তনা শুধু এতোটুকুই। ‘কাজ করে খান তিনি, ভিক্ষা বা চুরি করেন না।’

অর্থাভাব মানুষকে পরিশ্রমী হতে বাধ্য করে। তার জলজ্যান্ত প্রমাণ এই চাঁনমিয়া। কথায় কথায় এমন কিছুই বুঝাতে চাইলেন তিনি। তবে পরিস্কার করে বললেন না যে অভাবের তাড়নায়ই বেছে নিয়েছেন এই কষ্টের পেশা। না বলার কারণ বলতে বুঝলাম তার আত্মসম্মানবোধ। চাঁনমিয়ার কাছে সম্মানটুকুই যেনো সব থেকে বড় সম্পদ।

তিনি কি কাজ করেন তা তার ছেলেমেয়ে সহ তার এলাকার লোক জানেনা। তাই গ্রামের ঠিকানা পুরোপুরি বলতে নারাজ। তবে বর্তমানে তিনি মাদারীপুরের শিবচর থানাধীন চান্দের-চর বাজার সংলগ্ন ফয়জুল ফকির এর বাড়িতে ভাড়ায় থাকেন।

জানালেন প্রায় ৪০বছর ধরে আছেন এই পেশায়। ২০ বছর বয়স থেকে জীবিকার তাগিদে তালগাছকেই বেছে নিয়েছিলেন তিনি। তবে বয়সের সাথে সাথে এখন এই পেশার সাথে তাল মেলাতে কষ্ট হয়। কিন্তু কি আর করার চাঁনমিয়ার? তিনি যে এই কাজ ছাড়া জীবনে আর কিছুই শিখেননি। তাই এই কাজ ছাড়লে ঘুরবে না সংসার নামক গাড়ির চাকা।

Tag :

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান কে শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী

তাল গাছেই চলে জীবন

আপডেট টাইম ০২:২২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১

নুর আলম, শরীয়তপুর প্রতিনিধি: দীর্ঘ ৪৫ বছর ধরে তালগাছ কেটেই জীবিকা নির্বাহ করে আসছেন বরিশালের মৃত আফসের আলী হাওলাদারের ছেলে চাঁনমিয়া হাওলাদার (৭০)। বয়স হলেও গায়ের জোর একটুও কমেনি তার। এই বয়সেও ১০ কেজি ওজনের মুগুর আর আর ৫কেজি ওজনের চাপাতি দিয়ে বড় বড় তালগাছ কেটে ফেলছেন অনায়াসেই।

হাড়ভাঙা খাটুনি খেটে যে অর্থ পান, তা বর্তমানে সামান্য বললেই চলে। প্রচন্ড আত্মসম্মানবোধ ভরা চাঁনমিয়ার শান্তনা শুধু এতোটুকুই। ‘কাজ করে খান তিনি, ভিক্ষা বা চুরি করেন না।’

অর্থাভাব মানুষকে পরিশ্রমী হতে বাধ্য করে। তার জলজ্যান্ত প্রমাণ এই চাঁনমিয়া। কথায় কথায় এমন কিছুই বুঝাতে চাইলেন তিনি। তবে পরিস্কার করে বললেন না যে অভাবের তাড়নায়ই বেছে নিয়েছেন এই কষ্টের পেশা। না বলার কারণ বলতে বুঝলাম তার আত্মসম্মানবোধ। চাঁনমিয়ার কাছে সম্মানটুকুই যেনো সব থেকে বড় সম্পদ।

তিনি কি কাজ করেন তা তার ছেলেমেয়ে সহ তার এলাকার লোক জানেনা। তাই গ্রামের ঠিকানা পুরোপুরি বলতে নারাজ। তবে বর্তমানে তিনি মাদারীপুরের শিবচর থানাধীন চান্দের-চর বাজার সংলগ্ন ফয়জুল ফকির এর বাড়িতে ভাড়ায় থাকেন।

জানালেন প্রায় ৪০বছর ধরে আছেন এই পেশায়। ২০ বছর বয়স থেকে জীবিকার তাগিদে তালগাছকেই বেছে নিয়েছিলেন তিনি। তবে বয়সের সাথে সাথে এখন এই পেশার সাথে তাল মেলাতে কষ্ট হয়। কিন্তু কি আর করার চাঁনমিয়ার? তিনি যে এই কাজ ছাড়া জীবনে আর কিছুই শিখেননি। তাই এই কাজ ছাড়লে ঘুরবে না সংসার নামক গাড়ির চাকা।