ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে বাস শ্রমিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় বাস টার্মিনাল অবরোধ করে শ্রমিকেরা। গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় খাদে প্রাইভেটকার, নিহত ৩ সিলেটে আগাম বন্যার আশঙ্কায়!! হাওরজুড়ে কৃষকের ব্যস্ততা শিশুদের মনোবিকাশে প্রয়োজন সংস্কৃতি চর্চা: মেয়র রেজাউল উপজেলা পরিষদ নির্বাচন হাতীবান্ধায় নির্বাচনী সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী সহ আহত ১০ ভূয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়ার, প্রতারক চক্রের এক সদস্য গ্রেপ্তার প্রথম দিনেই রোগী দেখে সবার মন জয় করেলেন ডাক্তার মোঃ হুমায়ুন রশিদ শাকিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বগুড়া জেলা আরজেএফ’র সুপেয় পানি স্যালাইন ও বিস্কুট বিতরণ দুমকীতে খাল সংস্কার প্রকল্পে অনিয়মসহ শত শতগাছ উপড়ে ফেলার অভিযোগ। বাকেরগঞ্জ বাসীর উন্নয়নমুলক সকল প্রত্যাশা পুরনে কাজ করব। ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ রাজীব আহমেদ তালুকদার।

সফলতার উদাহরন বাবা ও ছেলে

উপজেলা প্রতিনিধি সারিয়াকান্দি (বগুড়া) এক জন তরুন সফল উদ্যোগক্তা হওয়ার পিছনের কথা। মোঃএনামুল হক সবুজ সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের একজন তরুন যুবক। সাধারণ একজন যুবক তার বাবা মোঃশামসুর রহমান ছুনছু শখের বসে গরু পালতে গিয়ে হয়ে উঠেন একজন সফল খামারি।

২০১২ সালে ৪টি গরু নিয়ে শুরু করেন খামার। খামারে এখন১৬ টি গরু রয়েছে। উৎপাদিত হচ্ছে দৈনিক ৪০-৪৫ লিটার দুধ। প্রতি লিটার ৪৫-৫০ টাকায় বিক্রি করছেন সবুজ। প্রতি কোরবানের ঈদে বিক্রি করেন গরু। এবারের ঈদ বিক্রি করেছেন ৫ টি গরু ।শুরুটা হয়েছিল বাড়ির অল্প কিছু জায়গায়। এখন ৩০ শতক জায়গায় দাঁড়িয়েছে খামার। খামারের দেখাশোনার জন্য রয়েছে ২জন কর্মচারী ও তারাও তিনজন দেখাশোনা করেন। গরুর খামারের সাথে দেশি মুরগি ও ভেড়া পালনের উদ্যোগ নিয়েছেন তিনি।
পুকুরে করেছেন মাছের চাষ।খামারের গোবর চাষে সার হিসেবে ব্যবহার করেছে। পরিকল্পনা রয়েছে বায়োগ্যাস প্ল্যান্ট করার।

সবুজ জানান, এ সাফল্যের পেছনে পরিবারের সদস্যদের ছিল বড় ধরণের সহযোগিতা। বিশেষ করে তার মা ও বাবা অনুপ্রেরণায় তাকে এগিয়ে যেতে সাহস যুগিয়েছে।

৯ বছর আগে পরিবারে খাঁটি দুধের চাহিদা মেটাতে ৪টি উন্নত জাতের গাভী কিনেছিলেন সবুজের বাবা। সেই থেকেই মূলত খামার গড়ার স্বপ্ন সত্যিই হতে থাকে সবুজের। তিনি বলেন, বাড়ির আঙিনায় গোয়ালে গাভী পালন শুরু করেছিলাম। পরিবারের চাহিদা মিটিয়ে উৎপাদিত দুধ এলাকার মানুষজন কিনে নেন। এভাবেই বাড়তে থাকে খামারের পরিধি। পুষ্টিকর, খাঁটি ও মান সম্পন্ন খাদ্য উৎপাদনে লক্ষ্যে গড়া বলেই এ খামারের নাম দিয়েছি ‘রহমান ডেইরী ফার্ম’।
উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ে কর্মরত চিকিৎসকদের সার্বিক পরামর্শ পেয়ে আসছেন জানিয়ে সবুজ বলেন, ‘করোনা পরিস্থিতিতে ও গো-খাদ্যের দাম বাড়তি থাকায় কিছুটা বিপাকে পড়তে হয়েছিল। এ ক্ষতি পুষিয়ে উঠতে সরকার সম্প্রতি ১৫ হাজার টাকা প্রণোদনা দিয়েছেন।’

উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ভেটেরিনারী সার্জন কর্মকর্তা বলেন, ‘এসব উদ্যোক্তারা দেশে দুধ ও মাংসের চাহিদার এক বিশাল যোগানদাতা।

Tag :

জনপ্রিয় সংবাদ

বরিশালে বাস শ্রমিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় বাস টার্মিনাল অবরোধ করে শ্রমিকেরা।

সফলতার উদাহরন বাবা ও ছেলে

আপডেট টাইম ১১:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১

উপজেলা প্রতিনিধি সারিয়াকান্দি (বগুড়া) এক জন তরুন সফল উদ্যোগক্তা হওয়ার পিছনের কথা। মোঃএনামুল হক সবুজ সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের একজন তরুন যুবক। সাধারণ একজন যুবক তার বাবা মোঃশামসুর রহমান ছুনছু শখের বসে গরু পালতে গিয়ে হয়ে উঠেন একজন সফল খামারি।

২০১২ সালে ৪টি গরু নিয়ে শুরু করেন খামার। খামারে এখন১৬ টি গরু রয়েছে। উৎপাদিত হচ্ছে দৈনিক ৪০-৪৫ লিটার দুধ। প্রতি লিটার ৪৫-৫০ টাকায় বিক্রি করছেন সবুজ। প্রতি কোরবানের ঈদে বিক্রি করেন গরু। এবারের ঈদ বিক্রি করেছেন ৫ টি গরু ।শুরুটা হয়েছিল বাড়ির অল্প কিছু জায়গায়। এখন ৩০ শতক জায়গায় দাঁড়িয়েছে খামার। খামারের দেখাশোনার জন্য রয়েছে ২জন কর্মচারী ও তারাও তিনজন দেখাশোনা করেন। গরুর খামারের সাথে দেশি মুরগি ও ভেড়া পালনের উদ্যোগ নিয়েছেন তিনি।
পুকুরে করেছেন মাছের চাষ।খামারের গোবর চাষে সার হিসেবে ব্যবহার করেছে। পরিকল্পনা রয়েছে বায়োগ্যাস প্ল্যান্ট করার।

সবুজ জানান, এ সাফল্যের পেছনে পরিবারের সদস্যদের ছিল বড় ধরণের সহযোগিতা। বিশেষ করে তার মা ও বাবা অনুপ্রেরণায় তাকে এগিয়ে যেতে সাহস যুগিয়েছে।

৯ বছর আগে পরিবারে খাঁটি দুধের চাহিদা মেটাতে ৪টি উন্নত জাতের গাভী কিনেছিলেন সবুজের বাবা। সেই থেকেই মূলত খামার গড়ার স্বপ্ন সত্যিই হতে থাকে সবুজের। তিনি বলেন, বাড়ির আঙিনায় গোয়ালে গাভী পালন শুরু করেছিলাম। পরিবারের চাহিদা মিটিয়ে উৎপাদিত দুধ এলাকার মানুষজন কিনে নেন। এভাবেই বাড়তে থাকে খামারের পরিধি। পুষ্টিকর, খাঁটি ও মান সম্পন্ন খাদ্য উৎপাদনে লক্ষ্যে গড়া বলেই এ খামারের নাম দিয়েছি ‘রহমান ডেইরী ফার্ম’।
উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ে কর্মরত চিকিৎসকদের সার্বিক পরামর্শ পেয়ে আসছেন জানিয়ে সবুজ বলেন, ‘করোনা পরিস্থিতিতে ও গো-খাদ্যের দাম বাড়তি থাকায় কিছুটা বিপাকে পড়তে হয়েছিল। এ ক্ষতি পুষিয়ে উঠতে সরকার সম্প্রতি ১৫ হাজার টাকা প্রণোদনা দিয়েছেন।’

উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ভেটেরিনারী সার্জন কর্মকর্তা বলেন, ‘এসব উদ্যোক্তারা দেশে দুধ ও মাংসের চাহিদার এক বিশাল যোগানদাতা।