ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যে পরিকল্পনায় খুন হন লোহাগড়ার চেয়ারম্যান মোস্তফা কামাল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ভাড়াটিয়া শুটার দুমকী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে হামলা-পাল্টা হামলা বাকেরগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রায় এমপির কর্মকান্ডকে বাধাগ্রস্ত করছেন একটি কুচক্রী মহল।। “ভাইয়া গ্রুপ প্রথম বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন,আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল ও রিসোর্টের শেয়ার বিক্রয় কার্যক্রম শুরু করেছেন” “এনএফএস’র নতুন কমিটি গঠন সভাপতি রাহাত, সম্পাদক হাসান” গজারিয়ায় তিতাসের অভিযান পাঁচ কিলোমিটার অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন চুরি প্রতিরোধে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।। বরিশালে সুলভ মুল্যে বসুন্ধরা পন্য পেয়ে ক্রেতারা খুশী। বাবুগঞ্জে স্কুল ছুটির পরে বাড়ি যাওয়ার সময় দুই শিক্ষার্থী নিখোঁজ। আমার বাবাও মায়ের দেওয়া উপদেশ বড়দের সম্মান কর ছোটদের স্নেহ করো।

চট্টগ্রামে: ঘরে বসে টিকা নিয়ে ফেসবুকে ছবি, গ্রেপ্তার (২)

চট্টগ্রামে: ঘরে বসে টিকা নিয়ে ফেসবুকে ছবি, গ্রেপ্তার (২)

তৌহিদ: ব্যুরোপ্রধান চট্টগ্রাম

মহামারি করোনার টিকা নিতে কেন্দ্রগুলোতে হাজার হাজার মানুষের ভিড় আর হাহাকার। এর মধ্যেই চট্টগ্রাম নগরীতে নিজের ঘরে বসে টিকা নিয়েছেন দুইজন। আবার সেই ছবি অনলাইন ও ফেসবুকে দেয়ার পর এলাকায় তোলপাড় শুরু হয়। এ ঘটনায় নড়েচড়ে বসে চট্টগ্রামের প্রশাসন। পরে তাদের গ্রেপ্তার করে নগরীর খুলশী থানার পুলিশ।

রোববার রাত ও সোমবার খুলশী থানার জাকির হোসেন রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটক দুই ব্যক্তি হলেন- এমডি হাসান ও টিকার ব্যবস্থা করা মোবারক আলী।

সোমবার (৯ আগস্ট) দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান।

গণটিকা কর্মসূচিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে তিনটি করে কেন্দ্রে ৯০০ জনকে টিকা দেয়া হয়েছে। টিকাদানে বয়স্ক নারী, পুরুষ ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়া হয়েছে। ৭ আগস্ট থেকে দেশে গণটিকাদান শুরুর পর কেন্দ্রে হুমড়ি খেয়ে পড়ছে টিকাপ্রার্থী লোকজন। নিবন্ধনের কয়েক সপ্তাহ পার হলেও এসএমএস না পাওয়া আর এসএমএস পেয়েও দীর্ঘ লাইনের ভোগান্তি আছে সাধারণ জনগণের মধ্যে।

তবে গত শনিবার নিজ ঘরে বসে টিকা নেন মো. হাসান নামের এক ব্যক্তি। টিকা নেয়ার পর সেই ছবি অনলাইন ও ফেসবুকে দিয়ে সহযোগিতাকারীকে ধন্যবাদ জানান। ফেসবুক পোস্টে হাসান উল্লেখ করেন, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অশেষ ধন্যবাদ বন্ধু মো. মোবারক আলীকে কভিড ভ্যাকসিন প্রদানে সহায়তা করার জন্য। আলহামদুলিল্লাহ মর্ডানার ১ম ডেজ সম্পন্ন।’

এদিকে ওই ফেসবুক পোস্টটি ছড়িয়ে পড়লে সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর মধ্যে রোববার ছবিসহ পোস্টটি মুছে ফেলেন তিনি। তবে পার পাননি তিনি। রাতেই নিজ বাসা থেকে হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুজ্জামান বলেন, হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে এক ব্যাংক কর্মকর্তার নাম বলেছেন তিনি। তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এর সাথে যারাই জড়িত থাকবে, তাদের আটক করা হবে। এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

Tag :

জনপ্রিয় সংবাদ

যে পরিকল্পনায় খুন হন লোহাগড়ার চেয়ারম্যান মোস্তফা কামাল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ভাড়াটিয়া শুটার

চট্টগ্রামে: ঘরে বসে টিকা নিয়ে ফেসবুকে ছবি, গ্রেপ্তার (২)

আপডেট টাইম ১১:২৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১

চট্টগ্রামে: ঘরে বসে টিকা নিয়ে ফেসবুকে ছবি, গ্রেপ্তার (২)

তৌহিদ: ব্যুরোপ্রধান চট্টগ্রাম

মহামারি করোনার টিকা নিতে কেন্দ্রগুলোতে হাজার হাজার মানুষের ভিড় আর হাহাকার। এর মধ্যেই চট্টগ্রাম নগরীতে নিজের ঘরে বসে টিকা নিয়েছেন দুইজন। আবার সেই ছবি অনলাইন ও ফেসবুকে দেয়ার পর এলাকায় তোলপাড় শুরু হয়। এ ঘটনায় নড়েচড়ে বসে চট্টগ্রামের প্রশাসন। পরে তাদের গ্রেপ্তার করে নগরীর খুলশী থানার পুলিশ।

রোববার রাত ও সোমবার খুলশী থানার জাকির হোসেন রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটক দুই ব্যক্তি হলেন- এমডি হাসান ও টিকার ব্যবস্থা করা মোবারক আলী।

সোমবার (৯ আগস্ট) দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান।

গণটিকা কর্মসূচিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে তিনটি করে কেন্দ্রে ৯০০ জনকে টিকা দেয়া হয়েছে। টিকাদানে বয়স্ক নারী, পুরুষ ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়া হয়েছে। ৭ আগস্ট থেকে দেশে গণটিকাদান শুরুর পর কেন্দ্রে হুমড়ি খেয়ে পড়ছে টিকাপ্রার্থী লোকজন। নিবন্ধনের কয়েক সপ্তাহ পার হলেও এসএমএস না পাওয়া আর এসএমএস পেয়েও দীর্ঘ লাইনের ভোগান্তি আছে সাধারণ জনগণের মধ্যে।

তবে গত শনিবার নিজ ঘরে বসে টিকা নেন মো. হাসান নামের এক ব্যক্তি। টিকা নেয়ার পর সেই ছবি অনলাইন ও ফেসবুকে দিয়ে সহযোগিতাকারীকে ধন্যবাদ জানান। ফেসবুক পোস্টে হাসান উল্লেখ করেন, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অশেষ ধন্যবাদ বন্ধু মো. মোবারক আলীকে কভিড ভ্যাকসিন প্রদানে সহায়তা করার জন্য। আলহামদুলিল্লাহ মর্ডানার ১ম ডেজ সম্পন্ন।’

এদিকে ওই ফেসবুক পোস্টটি ছড়িয়ে পড়লে সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর মধ্যে রোববার ছবিসহ পোস্টটি মুছে ফেলেন তিনি। তবে পার পাননি তিনি। রাতেই নিজ বাসা থেকে হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুজ্জামান বলেন, হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে এক ব্যাংক কর্মকর্তার নাম বলেছেন তিনি। তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এর সাথে যারাই জড়িত থাকবে, তাদের আটক করা হবে। এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।