ঢাকা ০১:২৩ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“বনের জমিতে দেড় শতাধিক কারখানা” টাঙ্গাইলে পাহাড়ি টিলা কাটছে মাটিখেকোরা, জীব বৈচিত্র্য হুমকির মুখে “কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ” চট্টগ্রামের উন্নয়নে তিন খাতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন মেয়র রেজাউল বরিশালে বাস শ্রমিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় বাস টার্মিনাল অবরোধ করে শ্রমিকেরা। গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় খাদে প্রাইভেটকার, নিহত ৩ সিলেটে আগাম বন্যার আশঙ্কায়!! হাওরজুড়ে কৃষকের ব্যস্ততা শিশুদের মনোবিকাশে প্রয়োজন সংস্কৃতি চর্চা: মেয়র রেজাউল উপজেলা পরিষদ নির্বাচন হাতীবান্ধায় নির্বাচনী সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী সহ আহত ১০ ভূয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়ার, প্রতারক চক্রের এক সদস্য গ্রেপ্তার

     চুরি হয়ে যাওয়া, দোকানের মালামাল উদ্ধার              ,সহ ৩ জনকে আটক করেছে                   কুলাউড়া থানা পুলিশ।

     চুরি হয়ে যাওয়া, দোকানের মালামাল উদ্ধার              ,সহ ৩ জনকে আটক করেছে

                  কুলাউড়া থানা পুলিশ।

মাতৃভূমির খবর, উপজেলা প্রতিনিধি মোঃ রুবেল বক্স (পাবেল)
কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ভাটেরা স্টেশন বাজার এলাকার তামাম ফ্যাশন নামে একটি কাপড়ের দোকান থেকে গত ০১:জুলাই:২০২১ চুরি হয়ে যাওয়া শাড়ি, লুঙ্গি, থ্রী পীছ ও অন্যান্য কাপড় সহ দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ অর্থ চুরি হয়ে  যায়৷ পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ৩ জনকে আটক করে কুুুলাউড়া থানা পুলিশ।
আটককৃতরা হলেন জুড়ি থানার কালিনগর এলাকার মৃত তৈমুছ আলীর ছেলে আবুল কালাম, ভুগতেরা এলাকার আব্দুল মতিন এর ছেলে মো কামরুল ইসলাম, নরসিংদি জেলার মৃত সফর আলীর পুত্র বর্তমানে সিলেটের বারুতখানা মাদানীবক্স এলাকার বাসিন্দা মোঃ মালেক মিয়া।
মামলার এজহার সুত্রে জানা যায়, শিবলু মিয়া।প্রতি দিনের মতো পহেলা জুলাই রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সারাদেশে সরকার ,ঘোষিত কঠোর  লকডাউন থাকায় ,পরদিন সকালে না গিয়ে বিকেল ০৪.০০ টার দিকে, দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের সাটারের, তালা ভাঙ্গা। পরে ভিতরে প্রবেশ করলে, দেখেন ভিতরের থাকা, অনেক মালামাল নেই,  কিছু মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে।
 পরবর্তীতে ভাটেরা স্টেশন বাজারের সিসি ক্যামেরার ফুটেযে দেখা যায়, ঘটনার দিন রাতে, আরাফাত এন্টারপ্রাইজ নামে, একটি সিএনজি দোকান সামনে থামিয়ে রাখে , সকাল ০৭.০৯ মিনিটের সময় মালামাল গুলো গাড়ীতে তুলে নিয়ে যায়।
পরে সিএনজির মালিক আব্দুল কালামকে সিএনজি গাড়ীসহ ব্রাহ্মণবাজার সিএনজি পাম্প থেকে গত ৩ জুলাই বিকেলে কুলাউড়া থানা পুলিশ আটক করলে আসামীর স্বিকারউক্তি মোতাবেক জানা যায়, সে এবং আসামী কামরুল ইসলাম মিলে চোরাইকৃত মালামাল সিলেট বন্দরবাজারস্থ হাসান মার্কেটে আসামী মালেক মিয়ার নিকট বিক্রি করে। অসাধু ভাবে চোরাই মাল ক্রয় করায় তাকেও আটক করে পুলিশ।পরে চোরাইকাজে ব্যবহৃত সিএনজি গাড়ীটি জব্দতালিকা মূলে জব্দ কর হয়।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিণয় ভূষণ রায় ও কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম, বিষয়টি নিশ্চিত করেন।
Tag :

জনপ্রিয় সংবাদ

“বনের জমিতে দেড় শতাধিক কারখানা”

     চুরি হয়ে যাওয়া, দোকানের মালামাল উদ্ধার              ,সহ ৩ জনকে আটক করেছে                   কুলাউড়া থানা পুলিশ।

আপডেট টাইম ০৫:০৪:২২ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
     চুরি হয়ে যাওয়া, দোকানের মালামাল উদ্ধার              ,সহ ৩ জনকে আটক করেছে

                  কুলাউড়া থানা পুলিশ।

মাতৃভূমির খবর, উপজেলা প্রতিনিধি মোঃ রুবেল বক্স (পাবেল)
কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ভাটেরা স্টেশন বাজার এলাকার তামাম ফ্যাশন নামে একটি কাপড়ের দোকান থেকে গত ০১:জুলাই:২০২১ চুরি হয়ে যাওয়া শাড়ি, লুঙ্গি, থ্রী পীছ ও অন্যান্য কাপড় সহ দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ অর্থ চুরি হয়ে  যায়৷ পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ৩ জনকে আটক করে কুুুলাউড়া থানা পুলিশ।
আটককৃতরা হলেন জুড়ি থানার কালিনগর এলাকার মৃত তৈমুছ আলীর ছেলে আবুল কালাম, ভুগতেরা এলাকার আব্দুল মতিন এর ছেলে মো কামরুল ইসলাম, নরসিংদি জেলার মৃত সফর আলীর পুত্র বর্তমানে সিলেটের বারুতখানা মাদানীবক্স এলাকার বাসিন্দা মোঃ মালেক মিয়া।
মামলার এজহার সুত্রে জানা যায়, শিবলু মিয়া।প্রতি দিনের মতো পহেলা জুলাই রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সারাদেশে সরকার ,ঘোষিত কঠোর  লকডাউন থাকায় ,পরদিন সকালে না গিয়ে বিকেল ০৪.০০ টার দিকে, দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের সাটারের, তালা ভাঙ্গা। পরে ভিতরে প্রবেশ করলে, দেখেন ভিতরের থাকা, অনেক মালামাল নেই,  কিছু মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে।
 পরবর্তীতে ভাটেরা স্টেশন বাজারের সিসি ক্যামেরার ফুটেযে দেখা যায়, ঘটনার দিন রাতে, আরাফাত এন্টারপ্রাইজ নামে, একটি সিএনজি দোকান সামনে থামিয়ে রাখে , সকাল ০৭.০৯ মিনিটের সময় মালামাল গুলো গাড়ীতে তুলে নিয়ে যায়।
পরে সিএনজির মালিক আব্দুল কালামকে সিএনজি গাড়ীসহ ব্রাহ্মণবাজার সিএনজি পাম্প থেকে গত ৩ জুলাই বিকেলে কুলাউড়া থানা পুলিশ আটক করলে আসামীর স্বিকারউক্তি মোতাবেক জানা যায়, সে এবং আসামী কামরুল ইসলাম মিলে চোরাইকৃত মালামাল সিলেট বন্দরবাজারস্থ হাসান মার্কেটে আসামী মালেক মিয়ার নিকট বিক্রি করে। অসাধু ভাবে চোরাই মাল ক্রয় করায় তাকেও আটক করে পুলিশ।পরে চোরাইকাজে ব্যবহৃত সিএনজি গাড়ীটি জব্দতালিকা মূলে জব্দ কর হয়।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিণয় ভূষণ রায় ও কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম, বিষয়টি নিশ্চিত করেন।