ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রথম দিনেই রোগী দেখে সবার মন জয় করেলেন ডাক্তার মোঃ হুমায়ুন রশিদ শাকিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বগুড়া জেলা আরজেএফ’র সুপেয় পানি স্যালাইন ও বিস্কুট বিতরণ দুমকীতে খাল সংস্কার প্রকল্পে অনিয়মসহ শত শতগাছ উপড়ে ফেলার অভিযোগ। বাকেরগঞ্জ বাসীর উন্নয়নমুলক সকল প্রত্যাশা পুরনে কাজ করব। ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ রাজীব আহমেদ তালুকদার। দেশ জুরে শুরু হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। মুরাদনগর উপজেলা মোট-১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। টাঙ্গাইলে এইচআইভি ও এইডস রোগের সচেতনতা সৃষ্টিতে কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ বগুড়া শিবগঞ্জে নাতির রাম দা’র কোপে নানী খুন ফুটপাত উদ্ধার করতে হবে: মেয়র রেজাউল আন্তর্জাতিক মে দিবস পালন করেন নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়

‘ছিনতাই’ করে আইনি ঝামেলায় বার্সেলোনা?

ইউরোপিয়ান ফুটবলের দলবদল অনেক দিন এমন কিছু দেখেনি। একদলের সঙ্গে চুক্তি সম্পন্ন, বিমানে চড়ে মেডিকেল সম্পন্ন করতে যাচ্ছেন খেলোয়াড়। সেই মুহূর্তে হঠাৎ নাটক, বিমানের নাক ঘুড়িয়ে অন্য কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করে ফেললেন সেই একই খেলোয়াড়! দলবদলের দুনিয়ায় একে ছিনতাই করা বলে। গত কয়েকটি দলবদলে এমন কিছু দেখা যায়নি। বার্সেলোনার সুবাদে এবার সেটার দেখা মিলল।

বোর্দোর সঙ্গে মৌখিক কথাবার্তা সব চূড়ান্ত ছিল এএস রোমার। এ নিয়ে দুই ক্লাব টুইটও করে ফেলেছিল। কিন্তু শেষ মুহূর্তে বার্সেলোনা এসে নিয়ে চলে গেল ম্যালকমকে। ২১ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গারকে এভাবে ‘ছিনতাই’ করায় রোমা ভয়ংকর খেপেছে। ইতালিয়ান সংবাদমাধ্যম তো প্রশ্নই তুলেছে, ‘ফেয়ার প্লে’ শব্দটা কী সেটা বার্সেলোনা জানে কি না!

রোমার স্পোর্টিং ডিরেক্টর মঞ্চি ওভাবে সরাসরি কিছু বলেননি। তবে বার্সেলোনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায় কি না সেটা এরই মাঝে ভেবে দেখতে শুরু করেছেন, ‘ক্লাবের মধ্যে আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করছি এবং দেখছি আইনি কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না। এটা সত্যি যে কাগজে-কলমে কোনো চুক্তি হয়নি। কিন্তু দুই পক্ষের মধ্যে অনেক কথা চালাচালি হয়েছে।খেলোয়াড়ের এজেন্ট ও ওই ক্লাবের সভাপতির সঙ্গে যেসব কথা হয়েছে যেগুলো বিবেচনায় আনা যায়।’

এমন ঘটনায় রোমার কোনো দোষ নেই, তবু সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন মঞ্চি, ‘যা হয়েছে তাতে আমি দুঃখিত। কিন্তু বোর্দোর সঙ্গে আমাদের পূর্ণাঙ্গ চুক্তি ছিল। এমনকি চুক্তি হয়ে যাওয়ার পরও অঙ্কটা বাড়ানো হয়েছিল। আমাদের সভাপতি পাল্লোত্তা সম্ভাব্য সেরা প্রস্তাব পাঠিয়েছেন কিন্তু যখন ব্যাপারটা নিলামে রূপ নিয়েছে তখনই আমরা সরে এসেছি। কেউ যদি রোমায় আসতে চায় ভালো, কিন্তু না চাইলে তাকেও রোমার দরকার নেই।’

এরপরই রোমার সমর্থকদের আশা দিয়েছেন মঞ্চি। বলছেন ম্যালকমের চেয়েও ভালো খেলোয়াড় এনে দেবেন, ‘আমি সমর্থকদের বলতে চাই আমরা কাজ করে যাব। এমন এক খেলোয়াড় খুঁজে বের করব যে রোমায় আসতে চায় এবং ম্যালকমের মতো কিংবা ওর চেয়েও ভালো!’

দলবদলের বাজারটা এবার ভালোই জমবে!

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রথম দিনেই রোগী দেখে সবার মন জয় করেলেন ডাক্তার মোঃ হুমায়ুন রশিদ শাকিল

‘ছিনতাই’ করে আইনি ঝামেলায় বার্সেলোনা?

আপডেট টাইম ০৭:৫১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮

ইউরোপিয়ান ফুটবলের দলবদল অনেক দিন এমন কিছু দেখেনি। একদলের সঙ্গে চুক্তি সম্পন্ন, বিমানে চড়ে মেডিকেল সম্পন্ন করতে যাচ্ছেন খেলোয়াড়। সেই মুহূর্তে হঠাৎ নাটক, বিমানের নাক ঘুড়িয়ে অন্য কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করে ফেললেন সেই একই খেলোয়াড়! দলবদলের দুনিয়ায় একে ছিনতাই করা বলে। গত কয়েকটি দলবদলে এমন কিছু দেখা যায়নি। বার্সেলোনার সুবাদে এবার সেটার দেখা মিলল।

বোর্দোর সঙ্গে মৌখিক কথাবার্তা সব চূড়ান্ত ছিল এএস রোমার। এ নিয়ে দুই ক্লাব টুইটও করে ফেলেছিল। কিন্তু শেষ মুহূর্তে বার্সেলোনা এসে নিয়ে চলে গেল ম্যালকমকে। ২১ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গারকে এভাবে ‘ছিনতাই’ করায় রোমা ভয়ংকর খেপেছে। ইতালিয়ান সংবাদমাধ্যম তো প্রশ্নই তুলেছে, ‘ফেয়ার প্লে’ শব্দটা কী সেটা বার্সেলোনা জানে কি না!

রোমার স্পোর্টিং ডিরেক্টর মঞ্চি ওভাবে সরাসরি কিছু বলেননি। তবে বার্সেলোনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায় কি না সেটা এরই মাঝে ভেবে দেখতে শুরু করেছেন, ‘ক্লাবের মধ্যে আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করছি এবং দেখছি আইনি কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না। এটা সত্যি যে কাগজে-কলমে কোনো চুক্তি হয়নি। কিন্তু দুই পক্ষের মধ্যে অনেক কথা চালাচালি হয়েছে।খেলোয়াড়ের এজেন্ট ও ওই ক্লাবের সভাপতির সঙ্গে যেসব কথা হয়েছে যেগুলো বিবেচনায় আনা যায়।’

এমন ঘটনায় রোমার কোনো দোষ নেই, তবু সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন মঞ্চি, ‘যা হয়েছে তাতে আমি দুঃখিত। কিন্তু বোর্দোর সঙ্গে আমাদের পূর্ণাঙ্গ চুক্তি ছিল। এমনকি চুক্তি হয়ে যাওয়ার পরও অঙ্কটা বাড়ানো হয়েছিল। আমাদের সভাপতি পাল্লোত্তা সম্ভাব্য সেরা প্রস্তাব পাঠিয়েছেন কিন্তু যখন ব্যাপারটা নিলামে রূপ নিয়েছে তখনই আমরা সরে এসেছি। কেউ যদি রোমায় আসতে চায় ভালো, কিন্তু না চাইলে তাকেও রোমার দরকার নেই।’

এরপরই রোমার সমর্থকদের আশা দিয়েছেন মঞ্চি। বলছেন ম্যালকমের চেয়েও ভালো খেলোয়াড় এনে দেবেন, ‘আমি সমর্থকদের বলতে চাই আমরা কাজ করে যাব। এমন এক খেলোয়াড় খুঁজে বের করব যে রোমায় আসতে চায় এবং ম্যালকমের মতো কিংবা ওর চেয়েও ভালো!’

দলবদলের বাজারটা এবার ভালোই জমবে!