ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে বাস শ্রমিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় বাস টার্মিনাল অবরোধ করে শ্রমিকেরা। গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় খাদে প্রাইভেটকার, নিহত ৩ সিলেটে আগাম বন্যার আশঙ্কায়!! হাওরজুড়ে কৃষকের ব্যস্ততা শিশুদের মনোবিকাশে প্রয়োজন সংস্কৃতি চর্চা: মেয়র রেজাউল উপজেলা পরিষদ নির্বাচন হাতীবান্ধায় নির্বাচনী সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী সহ আহত ১০ ভূয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়ার, প্রতারক চক্রের এক সদস্য গ্রেপ্তার প্রথম দিনেই রোগী দেখে সবার মন জয় করেলেন ডাক্তার মোঃ হুমায়ুন রশিদ শাকিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বগুড়া জেলা আরজেএফ’র সুপেয় পানি স্যালাইন ও বিস্কুট বিতরণ দুমকীতে খাল সংস্কার প্রকল্পে অনিয়মসহ শত শতগাছ উপড়ে ফেলার অভিযোগ। বাকেরগঞ্জ বাসীর উন্নয়নমুলক সকল প্রত্যাশা পুরনে কাজ করব। ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ রাজীব আহমেদ তালুকদার।

দীর্ঘ ২৯ বছর পর মাসুদ ফিরে পেলো পরিবার

আমিনুল ইসলাম আল-আমিন :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দেওয়ানজীকান্দি গ্রামের বাচ্চু মোল্লার বড় ছেলে মাসুদ। ১৯৯০ কিংবা ১৯৯১ সালে দিকে তার চাচা খোরশেদ মোল্লার সাথে ঢাকার মুগদা পাড়ায় বেড়াতে আসে। ঢাকা আসার একদিন পর চাচাতো ভাই বোনদের সাথে রাস্তায় খেলতে খেলতে হারিয়ে যায় মাসুদ।

৫/৬ বছরের মাসুদ তখন অনেক খুঁজেও নিজের চাচার বাসা আর চিনতে পারেনি। পরিবারের কতো আহাজারি তখনকার সময় সকল পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিয়েও, ঢাকা শহরের বিভিন্ন স্থানে মাইকিং করেও খোঁজ মিলেনি মাসুদের।

দীর্ঘ তিন দশক পুত্র শোকে ভোগে পরিবারটি। কিন্তু দীর্ঘ তিন দশক পর হারানো সূর্য আবার খুঁজে পাবে কে জানতো। কিছু দিন আগে আর.জে কিবরিয়ার ব্যাক্তিগত ইউটিউব চ্যালেন থেকে প্রকাশিত “আপন ঠিকানা” নামক একটি অনুষ্ঠানে নিজের আপন ঠিকানা খুঁজতে আসে মাসুদ।

সেখানে এসে নিজের হারিয়ে যাওয়া অতীতের স্মৃতি যতটুকুু মনেছিলো তা তুলে ধরে। ৫/৬ বছরের বাচ্চা মাসুদ কিছু স্মৃতি মনে রাখতে পারলেও, মনে রাখতে পারে নি নিজের জন্ম স্থান চাঁদপুর এর কথা ।

হারিয়ে যাওয়া পর সে এতটুকু ই বলতে পেরেছিলো যে তার গ্রামের বাড়ি কুষ্টিয়া, এবং সে চাচার সাথে লঞ্চে করে ঢাকা এসেছে। এর পর হারিয়ে যায় পরিবার থেকে ২৯ টি বছর।

আরজে কিবরিয়ার অনুষ্ঠান “আপন ঠিকানা” ১৬ নাম্বার এপিসোড প্রকাশিত মাসুদের পরিবার হারানোর কথা বলে। পরে তা জানতে পারে মাসুদের পরিবার। আরো জানা যায় মাসুদ যে মা,বাবার কাছে এই দীর্ঘ ২৯ বছর পর্যন্ত থেকেছে যাদের কাছে বড় হয়েছে তার সেই মা, বাবা কেউ ই বেঁচে নেই।

অনুষ্ঠানটি দেখার পর নানান মাধ্যমে মাসুদের পরিবার যোগাযোগ করে আরজে কিবরিয়া এবং মাসুদের সাথে। অবশেষে আর.জে কিবরিয়ার স্টুডিও তে মাসুদের সাথে তার পরিবারের মিল ঘটিয়ে দেয় আরজে কিবরিয়া। যদিও অনেক প্রমাণ বা তথ্যাদি হাতে পেয়েই সে গত শনিবার (২৩ এপ্রিল ২০২১) দীর্ঘ ২৯ বছর পর পরিবারের কাছে মাসুদের পরিচয় করিয়ে দেয়।

মাসুদের জীবনের হারিয়ে যাওয়া ঠিকানা বুঝিয়ে দেয়। দীর্ঘ ২৯ বছর পর নিজের ছেলে কে পেয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পরে মাসুদের মা বাবা। দীর্ঘ ২৯ বছর পর হারানো ছেলেকে পেয়ে অনেক খুশি মাসুদের পরিবার। যা ভাষায় প্রকাশ করা যাবে না।

Tag :

জনপ্রিয় সংবাদ

বরিশালে বাস শ্রমিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় বাস টার্মিনাল অবরোধ করে শ্রমিকেরা।

দীর্ঘ ২৯ বছর পর মাসুদ ফিরে পেলো পরিবার

আপডেট টাইম ০৫:০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১

আমিনুল ইসলাম আল-আমিন :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দেওয়ানজীকান্দি গ্রামের বাচ্চু মোল্লার বড় ছেলে মাসুদ। ১৯৯০ কিংবা ১৯৯১ সালে দিকে তার চাচা খোরশেদ মোল্লার সাথে ঢাকার মুগদা পাড়ায় বেড়াতে আসে। ঢাকা আসার একদিন পর চাচাতো ভাই বোনদের সাথে রাস্তায় খেলতে খেলতে হারিয়ে যায় মাসুদ।

৫/৬ বছরের মাসুদ তখন অনেক খুঁজেও নিজের চাচার বাসা আর চিনতে পারেনি। পরিবারের কতো আহাজারি তখনকার সময় সকল পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিয়েও, ঢাকা শহরের বিভিন্ন স্থানে মাইকিং করেও খোঁজ মিলেনি মাসুদের।

দীর্ঘ তিন দশক পুত্র শোকে ভোগে পরিবারটি। কিন্তু দীর্ঘ তিন দশক পর হারানো সূর্য আবার খুঁজে পাবে কে জানতো। কিছু দিন আগে আর.জে কিবরিয়ার ব্যাক্তিগত ইউটিউব চ্যালেন থেকে প্রকাশিত “আপন ঠিকানা” নামক একটি অনুষ্ঠানে নিজের আপন ঠিকানা খুঁজতে আসে মাসুদ।

সেখানে এসে নিজের হারিয়ে যাওয়া অতীতের স্মৃতি যতটুকুু মনেছিলো তা তুলে ধরে। ৫/৬ বছরের বাচ্চা মাসুদ কিছু স্মৃতি মনে রাখতে পারলেও, মনে রাখতে পারে নি নিজের জন্ম স্থান চাঁদপুর এর কথা ।

হারিয়ে যাওয়া পর সে এতটুকু ই বলতে পেরেছিলো যে তার গ্রামের বাড়ি কুষ্টিয়া, এবং সে চাচার সাথে লঞ্চে করে ঢাকা এসেছে। এর পর হারিয়ে যায় পরিবার থেকে ২৯ টি বছর।

আরজে কিবরিয়ার অনুষ্ঠান “আপন ঠিকানা” ১৬ নাম্বার এপিসোড প্রকাশিত মাসুদের পরিবার হারানোর কথা বলে। পরে তা জানতে পারে মাসুদের পরিবার। আরো জানা যায় মাসুদ যে মা,বাবার কাছে এই দীর্ঘ ২৯ বছর পর্যন্ত থেকেছে যাদের কাছে বড় হয়েছে তার সেই মা, বাবা কেউ ই বেঁচে নেই।

অনুষ্ঠানটি দেখার পর নানান মাধ্যমে মাসুদের পরিবার যোগাযোগ করে আরজে কিবরিয়া এবং মাসুদের সাথে। অবশেষে আর.জে কিবরিয়ার স্টুডিও তে মাসুদের সাথে তার পরিবারের মিল ঘটিয়ে দেয় আরজে কিবরিয়া। যদিও অনেক প্রমাণ বা তথ্যাদি হাতে পেয়েই সে গত শনিবার (২৩ এপ্রিল ২০২১) দীর্ঘ ২৯ বছর পর পরিবারের কাছে মাসুদের পরিচয় করিয়ে দেয়।

মাসুদের জীবনের হারিয়ে যাওয়া ঠিকানা বুঝিয়ে দেয়। দীর্ঘ ২৯ বছর পর নিজের ছেলে কে পেয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পরে মাসুদের মা বাবা। দীর্ঘ ২৯ বছর পর হারানো ছেলেকে পেয়ে অনেক খুশি মাসুদের পরিবার। যা ভাষায় প্রকাশ করা যাবে না।