ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।। বরিশালে সুলভ মুল্যে বসুন্ধরা পন্য পেয়ে ক্রেতারা খুশী। বাবুগঞ্জে স্কুল ছুটির পরে বাড়ি যাওয়ার সময় দুই শিক্ষার্থী নিখোঁজ। আমার বাবাও মায়ের দেওয়া উপদেশ বড়দের সম্মান কর ছোটদের স্নেহ করো। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈশাখী নারী উদ্যোক্তা মেলা শুরু। টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু বাকেরগঞ্জে প্রধান মন্ত্রীর ছবি ব্যঙ্গক্তি করে ফেসবুকে পোস্ট করায় হায়দর সিপাই গ্রেফতার। বাকেরগঞ্জে স্ত্রীর দায়ের কৃত মামলায় স্বামী পারভেজ খান গ্রেফতার।। বাকেরগঞ্জে তরমুজ চাষী হত্যা চেষ্টা মামলার আসামী রুদ্র গাজী গ্রেফতার টাঙ্গাইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

দুঃসময়ে দলের হাল ধরেছিলেন জিল্লুর রহমান: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, প্রচণ্ড দুঃসময়ে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আস্থা রেখেছিলেন জিল্লুর রহমানের ওপর। যখন অন্য নেতারা ভিন্ন সুরে কথা বলছিলেন, তখন দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন জিল্লুর রহমান। ধৈর্যের সঙ্গে কীভাবে সংকটময় পরিস্থিতি মোকাবিলা করতে হয় এবং সুন্দর ভাষায় কঠোর প্রতিবাদ করতে হয়, তা তিনি শিখিয়েছিলেন।

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজিত এক সভার প্রথম দিনে আজ শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে জিল্লুর রহমান পরিষদ।

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিদেশি নেতারা যখন বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ, তখন এ হামলা চালানো হয়েছে। বিদেশি অতিথিরা আসছেন, স্থিতিশীল দেশের ওপর কালিমা লেপনের জন্য হামলা চালানো হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তড়িঘড়ি করে একটি বিবৃতি দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘নিজেরাই ঘটনা ঘটিয়ে বিবৃতি দিচ্ছেন। তদন্তেই বেরিয়ে আসবে কারা উসকানি দিয়েছে।’

জিল্লুর রহমান পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুদ্দিন পাঠানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা এম এ করিম। বক্তব্য দেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার, সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দার, জিল্লুর রহমান পরিষদের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান খোকা।

অন্য বক্তারা বলেন, জিল্লুর রহমান ছিলেন নির্লোভ মানুষ। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষা সৈনিক ছিলেন। দেশ ও দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।

Tag :

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।।

দুঃসময়ে দলের হাল ধরেছিলেন জিল্লুর রহমান: তথ্যমন্ত্রী

আপডেট টাইম ০৮:৪৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১

নিজস্ব প্রতিবেদক:

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, প্রচণ্ড দুঃসময়ে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আস্থা রেখেছিলেন জিল্লুর রহমানের ওপর। যখন অন্য নেতারা ভিন্ন সুরে কথা বলছিলেন, তখন দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন জিল্লুর রহমান। ধৈর্যের সঙ্গে কীভাবে সংকটময় পরিস্থিতি মোকাবিলা করতে হয় এবং সুন্দর ভাষায় কঠোর প্রতিবাদ করতে হয়, তা তিনি শিখিয়েছিলেন।

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজিত এক সভার প্রথম দিনে আজ শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে জিল্লুর রহমান পরিষদ।

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিদেশি নেতারা যখন বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ, তখন এ হামলা চালানো হয়েছে। বিদেশি অতিথিরা আসছেন, স্থিতিশীল দেশের ওপর কালিমা লেপনের জন্য হামলা চালানো হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তড়িঘড়ি করে একটি বিবৃতি দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘নিজেরাই ঘটনা ঘটিয়ে বিবৃতি দিচ্ছেন। তদন্তেই বেরিয়ে আসবে কারা উসকানি দিয়েছে।’

জিল্লুর রহমান পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুদ্দিন পাঠানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা এম এ করিম। বক্তব্য দেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার, সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দার, জিল্লুর রহমান পরিষদের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান খোকা।

অন্য বক্তারা বলেন, জিল্লুর রহমান ছিলেন নির্লোভ মানুষ। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষা সৈনিক ছিলেন। দেশ ও দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।