ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান কে শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী বরিশালে সার্বজনীন পেনশন মেলা ২০২৪ উদ্বোধন হিরাঝীলে বিশ্বাস মঞ্জিল নামের একটি বিল্ডিং হেলে পড়ে,নিরাপত্তাহীনতায় এলাকাবাসী বাকেরগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে জন প্রিয়তার শীর্ষে সাইফুল ইসলাম ডাকুয়া। বাকেরগঞ্জে যুবদল সভাপতি টুকুর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে চারটি দোকান ভাংচুর, লুটপাটের অভিযোগ। গাছবাড়ীয়া সাব-রেজিষ্ট্রার অফিসের সমম্বয় সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত- সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ফখরু উদ্দিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনার ফুলতলায় তিন দিনব্যাপী অনুষ্ঠানসূচি। –চোরাইকৃত ১৪টি ইজিবাইক উদ্ধারসহ আটক চোর চক্রের পলাতক তিনজন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; চোরাইকৃত আরো তিনটি ইজিবাইক এবং চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ। চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া …

বঙ্গবন্ধু সর্বদা প্রেরণার উৎস : মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখনও অনেক জাতির কাছে প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন সফররত মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ।

বুধবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ১০ দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মালদ্বীপের রাষ্ট্রপতি বলেন, ‘এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সম্মানিত বোধ করছি। শেখ মুজিবুর রহমান এখনও অনেক জাতির কাছে প্রেরণার উৎস হয়ে আছেন। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু দক্ষিণ এশিয়ার ইতিহাসে অন্যতম স্মরণীয় ব্যক্তি হয়ে আছেন। তিনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন।’

তিনি বলেন, ‘গণতন্ত্র ও রাজনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে তিনি ছিলেন একজন আপসহীন নেতা। তার ছয় দফা ছিল বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি, তাতে অন্তর্নিহিত ছিল দেশের সংবিধানের সারকথা।’

‘অসাধারণ উন্নয়নের জন্য আমি বাংলাদেশকে অভিনন্দন জানাই। বাংলাদেশের অর্থনীতি দ্রুত বর্ধনশীল ও শক্তিশালী অবস্থানের দিকে যাচ্ছে।’

ইব্রাহিম মোহাম্মদ সলিহ বলেন, ‘কোভিড-১৯ মহামারির কারণে আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। খাদ্য, পিপিই, মেডিকেল সামগ্রী দেয়ার জন্য আমরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাই। সম্প্রতি মালদ্বীপে বাংলাদেশ বিমান বাহিনীর মেডিকেল টিম পাঠিয়েছে। এটা দু’দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের নিদর্শন।’

বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে তিনি স্বাস্থ্য ও মেডিকেল খাতে মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় মালদ্বীপ বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে চায় বলেও জানান দেশটির রাষ্ট্রপতি।

তিনি আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দু-দেশের সম্পর্ক আরও অনন্য উচ্চতায় যাবে। এখন বাংলাদেশের অনেক কর্মী মালদ্বীপে কাজ করছে। আমি আপনাদের নিশ্চয়তা দিতে চাই, আমাদের দেশে থাকা বিদেশিদের অধিকার আমরা রক্ষা করবো।’

ইব্রাহিম মোহাম্মদ বলেন, ‘আমরা কোভিড ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে সব বিদেশিদেরও বিবেচনায় নেব। সবাইকে বিনামূল্যে আমরা টিকা দেব। নাগরিক-অনাগরিক বলে আমরা বৈষম্য করবো না।’

মালদ্বীপ সফর করার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আমন্ত্রণও জানান ইব্রাহিম মোহাম্মদ সলিহ।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সকালে ঢাকায় পৌঁছান মালদ্বীপের রাষ্ট্রপতি। এসেই তিনি সকালেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে মালদ্বীপের প্রেসিডেন্ট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে যান।

বৃহস্পতিবার (১৮ মার্চ) তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। বৃহস্পতিবার রাতেই তিনি ঢাকা ত্যাগ করবেন।

Tag :

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান কে শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু সর্বদা প্রেরণার উৎস : মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম

আপডেট টাইম ০৭:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখনও অনেক জাতির কাছে প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন সফররত মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ।

বুধবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ১০ দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মালদ্বীপের রাষ্ট্রপতি বলেন, ‘এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সম্মানিত বোধ করছি। শেখ মুজিবুর রহমান এখনও অনেক জাতির কাছে প্রেরণার উৎস হয়ে আছেন। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু দক্ষিণ এশিয়ার ইতিহাসে অন্যতম স্মরণীয় ব্যক্তি হয়ে আছেন। তিনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন।’

তিনি বলেন, ‘গণতন্ত্র ও রাজনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে তিনি ছিলেন একজন আপসহীন নেতা। তার ছয় দফা ছিল বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি, তাতে অন্তর্নিহিত ছিল দেশের সংবিধানের সারকথা।’

‘অসাধারণ উন্নয়নের জন্য আমি বাংলাদেশকে অভিনন্দন জানাই। বাংলাদেশের অর্থনীতি দ্রুত বর্ধনশীল ও শক্তিশালী অবস্থানের দিকে যাচ্ছে।’

ইব্রাহিম মোহাম্মদ সলিহ বলেন, ‘কোভিড-১৯ মহামারির কারণে আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। খাদ্য, পিপিই, মেডিকেল সামগ্রী দেয়ার জন্য আমরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাই। সম্প্রতি মালদ্বীপে বাংলাদেশ বিমান বাহিনীর মেডিকেল টিম পাঠিয়েছে। এটা দু’দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের নিদর্শন।’

বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে তিনি স্বাস্থ্য ও মেডিকেল খাতে মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় মালদ্বীপ বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে চায় বলেও জানান দেশটির রাষ্ট্রপতি।

তিনি আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দু-দেশের সম্পর্ক আরও অনন্য উচ্চতায় যাবে। এখন বাংলাদেশের অনেক কর্মী মালদ্বীপে কাজ করছে। আমি আপনাদের নিশ্চয়তা দিতে চাই, আমাদের দেশে থাকা বিদেশিদের অধিকার আমরা রক্ষা করবো।’

ইব্রাহিম মোহাম্মদ বলেন, ‘আমরা কোভিড ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে সব বিদেশিদেরও বিবেচনায় নেব। সবাইকে বিনামূল্যে আমরা টিকা দেব। নাগরিক-অনাগরিক বলে আমরা বৈষম্য করবো না।’

মালদ্বীপ সফর করার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আমন্ত্রণও জানান ইব্রাহিম মোহাম্মদ সলিহ।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সকালে ঢাকায় পৌঁছান মালদ্বীপের রাষ্ট্রপতি। এসেই তিনি সকালেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে মালদ্বীপের প্রেসিডেন্ট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে যান।

বৃহস্পতিবার (১৮ মার্চ) তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। বৃহস্পতিবার রাতেই তিনি ঢাকা ত্যাগ করবেন।