ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান কে শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী বরিশালে সার্বজনীন পেনশন মেলা ২০২৪ উদ্বোধন হিরাঝীলে বিশ্বাস মঞ্জিল নামের একটি বিল্ডিং হেলে পড়ে,নিরাপত্তাহীনতায় এলাকাবাসী বাকেরগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে জন প্রিয়তার শীর্ষে সাইফুল ইসলাম ডাকুয়া। বাকেরগঞ্জে যুবদল সভাপতি টুকুর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে চারটি দোকান ভাংচুর, লুটপাটের অভিযোগ। গাছবাড়ীয়া সাব-রেজিষ্ট্রার অফিসের সমম্বয় সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত- সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ফখরু উদ্দিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনার ফুলতলায় তিন দিনব্যাপী অনুষ্ঠানসূচি। –চোরাইকৃত ১৪টি ইজিবাইক উদ্ধারসহ আটক চোর চক্রের পলাতক তিনজন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; চোরাইকৃত আরো তিনটি ইজিবাইক এবং চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ। চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া …

‘ফ্যানে খান’ ছবিকে লতার শুভেচ্ছা

বাবা-মেয়ের সম্পর্কের গল্প। এই গল্প নিজের অপূর্ণতাকে মেয়ের মাধ্যমে সম্পূর্ণ করার। ‘আমি মহম্মদ রফি হতে পারিনি, কিন্তু তোকে আমি লতা মঙ্গেশকর নিশ্চয় বানাব, আমার লতা।’—সংলাপটি ‘ফ্যানে খান’ ছবিতে অনিল কাপুরের মুখে শোনা যাবে। নিজের অধরা স্বপ্নকে মেয়ে ‘লতা’র মধ্যে ধরতে চান বাবা। ছবিতে বাবা চান তাঁর মেয়ে যেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মতো গান গায়। আর তাতে বোঝা যাচ্ছে, প্রবাদপ্রতিম এই সংগীতশিল্পী ‘ফ্যানে খান’ ছবিতে না থেকেও তিনি ছবিজুড়ে আছেন। তাঁর হাত ধরেই অনিল কাপুরের এই ছবির তৃতীয় গান ‘আচ্ছে দিন’ প্রকাশ পেল। গানটির সুরকার এবং গায়ক অমিত ত্রিবেদী। ‘আচ্ছে দিন’ গানটি লিখেছেন ইরশাদ কামলি।

আগামী ৩ আগস্ট মুক্তি পাচ্ছে অনিল কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ছবি ‘ফ্যানে খান’। এই ছবির মাধ্যমে ১৭ বছর পর আবার তাঁদের একসঙ্গে পর্দায় দেখা যাবে। তাই ছবিটিকে ঘিরে সবার আগ্রহ তুঙ্গে। ‘ফ্যানে খান’ ছবিটি মূলত বাবা-মেয়ের কঠিন সংঘর্ষের গল্প। বাবা অনিল কাপুর চেয়েছিলেন বড় গায়ক হতে। কিন্তু পারেননি। তিনি তাঁর মেয়ে ‘লতা’কে বড় গায়িকা হিসেবে প্রতিষ্ঠা করতে চান। ‘ফ্যানে খান’ ছবিতে এক জনপ্রিয় গায়িকার চরিত্রে দেখা যাবে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বারিয়া রাই বচ্চনকে। আর এই বলিউড সুন্দরীর বিপরীতে দেখা যাবে রাজকুমার রাওকে। ডাচ ছবি ‘এভরিবডিজ ফেমস’-এর রিমেক ‘ফ্যানে খান’।

অতুল মাঞ্জরেকর পরিচালিত ‘ফ্যানে খান’ মিউজিক্যাল কমেডি ছবি। তাই সংগীত এই ছবির জোরদার হবে, তা বলার অপেক্ষা রাখে না। আর যখন এই ছবির গান লতা মঙ্গেশকরের হাত ধরে মুক্তি পায়, তখন আরও বিশেষ হয়ে ওঠে। ছবিতে অনিল কাপুরের গাওয়া গান ‘আচ্ছে দিন’ মুক্তির পর লতা মঙ্গেশকর তা শেয়ার করে টুইটারে লিখেছেন, ‘নমস্কার। অনিল কাপুর একজন গুণী অভিনেতা। অনিল কাপুর এবং বনি কাপুরের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। তাঁদের মা-বাবার সঙ্গেও আমার ভালো সম্পর্ক ছিল। অনিল কাপুরের এই নতুন ছবির জন্য আমার অসংখ্য শুভকামনা।’

লতা মঙ্গেশকরের এই শুভেচ্ছার জবাবে টুইটারে অনিল কাপুর লিখেছেন, ‘আপনাকে ধন্যবাদ। আপনার এই শুভেচ্ছা বাণী আমাদের ছবির জন্য অনেক বড় অনুপ্রেরণা। আশা করছি, আমাদের ছবিটিও আপনার পছন্দ হবে।’

‘ফ্যানে খান’ ছবিটি প্রযোজনা করেছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। এরই মধ্যে ছবিটির ট্রেলার যথেষ্ট প্রশংসিত হয়েছে।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান কে শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী

‘ফ্যানে খান’ ছবিকে লতার শুভেচ্ছা

আপডেট টাইম ০৬:৩৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮

বাবা-মেয়ের সম্পর্কের গল্প। এই গল্প নিজের অপূর্ণতাকে মেয়ের মাধ্যমে সম্পূর্ণ করার। ‘আমি মহম্মদ রফি হতে পারিনি, কিন্তু তোকে আমি লতা মঙ্গেশকর নিশ্চয় বানাব, আমার লতা।’—সংলাপটি ‘ফ্যানে খান’ ছবিতে অনিল কাপুরের মুখে শোনা যাবে। নিজের অধরা স্বপ্নকে মেয়ে ‘লতা’র মধ্যে ধরতে চান বাবা। ছবিতে বাবা চান তাঁর মেয়ে যেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মতো গান গায়। আর তাতে বোঝা যাচ্ছে, প্রবাদপ্রতিম এই সংগীতশিল্পী ‘ফ্যানে খান’ ছবিতে না থেকেও তিনি ছবিজুড়ে আছেন। তাঁর হাত ধরেই অনিল কাপুরের এই ছবির তৃতীয় গান ‘আচ্ছে দিন’ প্রকাশ পেল। গানটির সুরকার এবং গায়ক অমিত ত্রিবেদী। ‘আচ্ছে দিন’ গানটি লিখেছেন ইরশাদ কামলি।

আগামী ৩ আগস্ট মুক্তি পাচ্ছে অনিল কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ছবি ‘ফ্যানে খান’। এই ছবির মাধ্যমে ১৭ বছর পর আবার তাঁদের একসঙ্গে পর্দায় দেখা যাবে। তাই ছবিটিকে ঘিরে সবার আগ্রহ তুঙ্গে। ‘ফ্যানে খান’ ছবিটি মূলত বাবা-মেয়ের কঠিন সংঘর্ষের গল্প। বাবা অনিল কাপুর চেয়েছিলেন বড় গায়ক হতে। কিন্তু পারেননি। তিনি তাঁর মেয়ে ‘লতা’কে বড় গায়িকা হিসেবে প্রতিষ্ঠা করতে চান। ‘ফ্যানে খান’ ছবিতে এক জনপ্রিয় গায়িকার চরিত্রে দেখা যাবে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বারিয়া রাই বচ্চনকে। আর এই বলিউড সুন্দরীর বিপরীতে দেখা যাবে রাজকুমার রাওকে। ডাচ ছবি ‘এভরিবডিজ ফেমস’-এর রিমেক ‘ফ্যানে খান’।

অতুল মাঞ্জরেকর পরিচালিত ‘ফ্যানে খান’ মিউজিক্যাল কমেডি ছবি। তাই সংগীত এই ছবির জোরদার হবে, তা বলার অপেক্ষা রাখে না। আর যখন এই ছবির গান লতা মঙ্গেশকরের হাত ধরে মুক্তি পায়, তখন আরও বিশেষ হয়ে ওঠে। ছবিতে অনিল কাপুরের গাওয়া গান ‘আচ্ছে দিন’ মুক্তির পর লতা মঙ্গেশকর তা শেয়ার করে টুইটারে লিখেছেন, ‘নমস্কার। অনিল কাপুর একজন গুণী অভিনেতা। অনিল কাপুর এবং বনি কাপুরের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। তাঁদের মা-বাবার সঙ্গেও আমার ভালো সম্পর্ক ছিল। অনিল কাপুরের এই নতুন ছবির জন্য আমার অসংখ্য শুভকামনা।’

লতা মঙ্গেশকরের এই শুভেচ্ছার জবাবে টুইটারে অনিল কাপুর লিখেছেন, ‘আপনাকে ধন্যবাদ। আপনার এই শুভেচ্ছা বাণী আমাদের ছবির জন্য অনেক বড় অনুপ্রেরণা। আশা করছি, আমাদের ছবিটিও আপনার পছন্দ হবে।’

‘ফ্যানে খান’ ছবিটি প্রযোজনা করেছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। এরই মধ্যে ছবিটির ট্রেলার যথেষ্ট প্রশংসিত হয়েছে।