ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক মে দিবস পালন করেন নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয় রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানে প্রতিদ্বন্দ্বীবিহীন প্রার্থী ভোট হবে ভাইস চেয়ারম্যানের (চার প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ভোট প্রতিদ্বন্দ্বিতা হবে দুই জনের মধ্যে।) “কেরানীগঞ্জে এক হাজার পথচারীদের মাঝে শরবত বিতরণ করলেন সাংবাদিকরা” লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ অধ্যক্ষ পুরস্কার নিয়ে বির্তক দিঘলিয়ায় মে দিবস পালিত। মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড বাসস্ট্যান্ড তীব্রতাপ প্রভায়ে খাবার পানি ও স্যালাইন বিতরণ বগুড়া শাজাহানপুরে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও “দেশ টিভির সাংবাদিককে লিগ্যাল নোটিশ” বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর পায়ের পাতা বিচ্ছিন্ন।

মতলব উত্তরে মায়া বীর বিক্রম সড়কে অবৈধ ভাবে গাছ কর্তন কর্তৃ পক্ষের দৃষ্টি আকর্ষণ

মতলব উত্তর প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মায়া বীর বিক্রম সড়কে সালাম নামে এক স – মিলস ব্যবসায়ী দুটি বড় আকারের কড়ুই গাছ ১৫০০০/- (পনর) হাজার টাকায় বিক্রি করে দেয়, আরেক অসাধু ব্যবসায়ী জামাল মিয়ার কাছে। জামাল মিয়ার গ্রামের বাড়ি ছেংগারচর বলে জানান এক ওয়াড আওয়ামীলীগের সাধারন সম্পাদক। তিনি এ প্রতিনিধি কে জানান যিনি গাছ কর্তন করেন তিনি হলেন অন্য ওয়াড আওয়ামীলীগের সভাপতির ভাই। গত ৭ আগষ্ট মায়া বীর বিক্রম সড়কের ফতেপুর কাঠাঁল বাগানের পশ্চিম দিকে উত্তর সাইট বাচ্ছু মিয়া প্রধানের বাড়ির সামনে একটি, অপর টি সড়কের দক্ষিণ সাইট সাহেব আলী প্রধান বাড়ির সামনে। গাছ কর্তন কারী ব্যক্তির গ্রামের বাড়ি ঠেটালীয়া এবং তার একটি স- মিলস আছে লুধুয়া নয়া কান্দি ব্রিজের ঢালে বলে সরজমিন রিপোর্টে জানা যায়। এক বিশস্ত সূত্রে জানা যায়, কিছু অসাধু গাছ ব্যবসায়ী আছে তারা গ্রামে গ্রামে ঘুরে ফিরে লোকজন কে ফুসলিয়ে এ ভাবে গাছ কর্তনের কাজে লেগে যায়। ক্রেতা -বিক্রেতা তারা দুজনেই কম দামে গাছ বিক্রি করে দেয়। কম দামে বিক্রি করার কারন হচ্ছে গাছ তো ওদের না , যা পায় তা-ই লাভ। যে সকল সড়ক বা রাস্তার পাশে গাছ লাগানো আছে তা সম্পূর্ণ সরকারী সম্পদ। আর এ সরকারী সম্পদ প্রতিনিয়ত অবৈধ ভাবে দেদারসে কেটে নিচ্ছে। মতলব উত্তরের প্রত্যেক সড়কেই লক্ষ্য করলে দেখা যাবে এর দৃশ্য। সম্পতি শ্রীরায়েরচর-আনারপুর সড়ক, নিশ্চিন্ত পুর ঘনিয়ার পাড় সড়ক, কলস ভাঙ্গা সড়ক সহ সকল যায়গায় একই অবস্হা। আর প্রশাসন ও মাঝে মধ্যে খবর নিচ্ছে দায় সারা ভাবে। আর যে ভাবে গাছ কাটা হচ্ছে পরিবেশ পরবে হুমকির মুখে। গাছ না থাকলে অক্সিজেন, বাতাস, পরিবেশ মানুষ পাবে না জীব- বৈচিত্র্য অচিরেই ধ্বংস হয়ে যাবে। আর সরকার হারাবে রাজস্ব। আর কর্তৃ পক্ষের দৃষ্টিআকর্ষণ, এ সমস্ত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি এলাকা বাসির। আর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কম পক্ষে তিনটি করে গাছ লাগান পরিবেশ বাঁচান।

Tag :

আন্তর্জাতিক মে দিবস পালন করেন নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়

মতলব উত্তরে মায়া বীর বিক্রম সড়কে অবৈধ ভাবে গাছ কর্তন কর্তৃ পক্ষের দৃষ্টি আকর্ষণ

আপডেট টাইম ১০:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০

মতলব উত্তর প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মায়া বীর বিক্রম সড়কে সালাম নামে এক স – মিলস ব্যবসায়ী দুটি বড় আকারের কড়ুই গাছ ১৫০০০/- (পনর) হাজার টাকায় বিক্রি করে দেয়, আরেক অসাধু ব্যবসায়ী জামাল মিয়ার কাছে। জামাল মিয়ার গ্রামের বাড়ি ছেংগারচর বলে জানান এক ওয়াড আওয়ামীলীগের সাধারন সম্পাদক। তিনি এ প্রতিনিধি কে জানান যিনি গাছ কর্তন করেন তিনি হলেন অন্য ওয়াড আওয়ামীলীগের সভাপতির ভাই। গত ৭ আগষ্ট মায়া বীর বিক্রম সড়কের ফতেপুর কাঠাঁল বাগানের পশ্চিম দিকে উত্তর সাইট বাচ্ছু মিয়া প্রধানের বাড়ির সামনে একটি, অপর টি সড়কের দক্ষিণ সাইট সাহেব আলী প্রধান বাড়ির সামনে। গাছ কর্তন কারী ব্যক্তির গ্রামের বাড়ি ঠেটালীয়া এবং তার একটি স- মিলস আছে লুধুয়া নয়া কান্দি ব্রিজের ঢালে বলে সরজমিন রিপোর্টে জানা যায়। এক বিশস্ত সূত্রে জানা যায়, কিছু অসাধু গাছ ব্যবসায়ী আছে তারা গ্রামে গ্রামে ঘুরে ফিরে লোকজন কে ফুসলিয়ে এ ভাবে গাছ কর্তনের কাজে লেগে যায়। ক্রেতা -বিক্রেতা তারা দুজনেই কম দামে গাছ বিক্রি করে দেয়। কম দামে বিক্রি করার কারন হচ্ছে গাছ তো ওদের না , যা পায় তা-ই লাভ। যে সকল সড়ক বা রাস্তার পাশে গাছ লাগানো আছে তা সম্পূর্ণ সরকারী সম্পদ। আর এ সরকারী সম্পদ প্রতিনিয়ত অবৈধ ভাবে দেদারসে কেটে নিচ্ছে। মতলব উত্তরের প্রত্যেক সড়কেই লক্ষ্য করলে দেখা যাবে এর দৃশ্য। সম্পতি শ্রীরায়েরচর-আনারপুর সড়ক, নিশ্চিন্ত পুর ঘনিয়ার পাড় সড়ক, কলস ভাঙ্গা সড়ক সহ সকল যায়গায় একই অবস্হা। আর প্রশাসন ও মাঝে মধ্যে খবর নিচ্ছে দায় সারা ভাবে। আর যে ভাবে গাছ কাটা হচ্ছে পরিবেশ পরবে হুমকির মুখে। গাছ না থাকলে অক্সিজেন, বাতাস, পরিবেশ মানুষ পাবে না জীব- বৈচিত্র্য অচিরেই ধ্বংস হয়ে যাবে। আর সরকার হারাবে রাজস্ব। আর কর্তৃ পক্ষের দৃষ্টিআকর্ষণ, এ সমস্ত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি এলাকা বাসির। আর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কম পক্ষে তিনটি করে গাছ লাগান পরিবেশ বাঁচান।