ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক মে দিবস পালন করেন নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয় রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানে প্রতিদ্বন্দ্বীবিহীন প্রার্থী ভোট হবে ভাইস চেয়ারম্যানের (চার প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ভোট প্রতিদ্বন্দ্বিতা হবে দুই জনের মধ্যে।) “কেরানীগঞ্জে এক হাজার পথচারীদের মাঝে শরবত বিতরণ করলেন সাংবাদিকরা” লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ অধ্যক্ষ পুরস্কার নিয়ে বির্তক দিঘলিয়ায় মে দিবস পালিত। মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড বাসস্ট্যান্ড তীব্রতাপ প্রভায়ে খাবার পানি ও স্যালাইন বিতরণ বগুড়া শাজাহানপুরে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও “দেশ টিভির সাংবাদিককে লিগ্যাল নোটিশ” বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর পায়ের পাতা বিচ্ছিন্ন।

আবাসিকে মিলছে গ্যাস সংযোগ(পাইপ লাইনের মাধ্যমে)

মোঃফরহাদ হোসেন ধামরাই (ঢাকা)প্রতিনিধিঃ

 বার বার বন্দ রাখার পর আবার খুলছে আবাসিক গ্যাস সংযোগ। মাননীয় প্রধানমন্ত্রী মৌখিক ভাবে সম্মতি জানিয়েছেন। কয়েক মাসের   মধ্যেই১টি কর্ম  পদ্ধতির মাধ্যমে সংযোগ পক্রিয়া শুরুর চিন্তা চলছে। জালানী  ও খনিজ সম্পদ বিভাগ  ইহা  বলেছে।২০০৯ সালের ২১ জুলাই থেকে শিল্প ও বানিজ্যিক নতুন গ্যাস সংযোগ পক্রিয়া বন্ধ  করা হয়

 এর পর২০১০ সালের ১৩জুলাই থেকে আবাসিকও নতুন সংযোগ বন্ধ করা হয়। প্রায় ৩ বছর সংযোগ  পক্রিয়া বন্ধ রাখার পর ২০১৩ সালের ৭মে আবাসিকে সংযোগ দেওয়া শুরু করে।  মাএ ২ বছরের মতো চালু রেখে ২০১৫ সালে   তা আবার   বন্ধ করে দেয়।সারাদেশে পেট্রোবাংলার ৬টি শাখা গ্যাস বিক্রি করে।  এগুলো হলো তিতাস, কণফুলী, জালালাবাদ, বাখরাবাদ, সুন্দরবন, পচিমানল গ্যাস কোম্পানী।  দেশে মোট ৩৮ লাখ আবাসিক গ্রাহকের মধ্যেে ঢাকা, মানিকগঞ্জ,নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ,গাজীপুর, টাঙাইল,ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নরসিংদী, নেএকোনা ও কিশোরগঞ্জে মোট ২৭ লাখ গ্রাহকের কাছে গ্যাস বিক্রি করে তিতাস কোম্পানী।আবাসিক সংযোগ চালুর বিষয়েে জালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃআনিসুর রহমান ১লা জুলাই বলেন,এসব নিয়ে বিচার  বিস্লেষণ  চলছে। এরপর আামারা চুড়ান্ত   সিদ্ধান্তে  যাব।  সংযোগের  মেএে কী পরিমাণ গ্যাস লাগবে,কতজনকে গ্যাস দিতে পারব, কী পরিমাণ গ্যাস মজুদ আছে।এগুলো বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে  । সচিব মহোদয় আরো বলেন,এগুলো নিয়ে হাইকোটে মামলা মোকদ্দমা ও হয়েছে।  এ বিষয়ে অডারও আছে। সিনিয়র সচিব মহোদয় বলেন আমরা হয়তো একসাথে সবাইকে গ্যাস দিতে পারব না, ধীরে ধীরে দেওয়া হবে।
Tag :

আন্তর্জাতিক মে দিবস পালন করেন নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়

আবাসিকে মিলছে গ্যাস সংযোগ(পাইপ লাইনের মাধ্যমে)

আপডেট টাইম ০১:২১:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০

মোঃফরহাদ হোসেন ধামরাই (ঢাকা)প্রতিনিধিঃ

 বার বার বন্দ রাখার পর আবার খুলছে আবাসিক গ্যাস সংযোগ। মাননীয় প্রধানমন্ত্রী মৌখিক ভাবে সম্মতি জানিয়েছেন। কয়েক মাসের   মধ্যেই১টি কর্ম  পদ্ধতির মাধ্যমে সংযোগ পক্রিয়া শুরুর চিন্তা চলছে। জালানী  ও খনিজ সম্পদ বিভাগ  ইহা  বলেছে।২০০৯ সালের ২১ জুলাই থেকে শিল্প ও বানিজ্যিক নতুন গ্যাস সংযোগ পক্রিয়া বন্ধ  করা হয়

 এর পর২০১০ সালের ১৩জুলাই থেকে আবাসিকও নতুন সংযোগ বন্ধ করা হয়। প্রায় ৩ বছর সংযোগ  পক্রিয়া বন্ধ রাখার পর ২০১৩ সালের ৭মে আবাসিকে সংযোগ দেওয়া শুরু করে।  মাএ ২ বছরের মতো চালু রেখে ২০১৫ সালে   তা আবার   বন্ধ করে দেয়।সারাদেশে পেট্রোবাংলার ৬টি শাখা গ্যাস বিক্রি করে।  এগুলো হলো তিতাস, কণফুলী, জালালাবাদ, বাখরাবাদ, সুন্দরবন, পচিমানল গ্যাস কোম্পানী।  দেশে মোট ৩৮ লাখ আবাসিক গ্রাহকের মধ্যেে ঢাকা, মানিকগঞ্জ,নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ,গাজীপুর, টাঙাইল,ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নরসিংদী, নেএকোনা ও কিশোরগঞ্জে মোট ২৭ লাখ গ্রাহকের কাছে গ্যাস বিক্রি করে তিতাস কোম্পানী।আবাসিক সংযোগ চালুর বিষয়েে জালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃআনিসুর রহমান ১লা জুলাই বলেন,এসব নিয়ে বিচার  বিস্লেষণ  চলছে। এরপর আামারা চুড়ান্ত   সিদ্ধান্তে  যাব।  সংযোগের  মেএে কী পরিমাণ গ্যাস লাগবে,কতজনকে গ্যাস দিতে পারব, কী পরিমাণ গ্যাস মজুদ আছে।এগুলো বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে  । সচিব মহোদয় আরো বলেন,এগুলো নিয়ে হাইকোটে মামলা মোকদ্দমা ও হয়েছে।  এ বিষয়ে অডারও আছে। সিনিয়র সচিব মহোদয় বলেন আমরা হয়তো একসাথে সবাইকে গ্যাস দিতে পারব না, ধীরে ধীরে দেওয়া হবে।