ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে বাস শ্রমিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় বাস টার্মিনাল অবরোধ করে শ্রমিকেরা। গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় খাদে প্রাইভেটকার, নিহত ৩ সিলেটে আগাম বন্যার আশঙ্কায়!! হাওরজুড়ে কৃষকের ব্যস্ততা শিশুদের মনোবিকাশে প্রয়োজন সংস্কৃতি চর্চা: মেয়র রেজাউল উপজেলা পরিষদ নির্বাচন হাতীবান্ধায় নির্বাচনী সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী সহ আহত ১০ ভূয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়ার, প্রতারক চক্রের এক সদস্য গ্রেপ্তার প্রথম দিনেই রোগী দেখে সবার মন জয় করেলেন ডাক্তার মোঃ হুমায়ুন রশিদ শাকিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বগুড়া জেলা আরজেএফ’র সুপেয় পানি স্যালাইন ও বিস্কুট বিতরণ দুমকীতে খাল সংস্কার প্রকল্পে অনিয়মসহ শত শতগাছ উপড়ে ফেলার অভিযোগ। বাকেরগঞ্জ বাসীর উন্নয়নমুলক সকল প্রত্যাশা পুরনে কাজ করব। ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ রাজীব আহমেদ তালুকদার।

মুরাদনগরে জনস্বার্থে ২০০ শত পরিবারের পানি নিষ্কাশনের ডোবা চলাচলের রাস্তা একসনা লিজ বাতিলের দাবি ধনিরামপুর গ্রামবাসী অভিযোগ।

জাতীয় দৈনিক মাতৃভূমির খবর,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি, মোহাম্মদ মনির হোসাইন:  মুরাদনগর উপজেলার ১৩ নং মুরাদনগর সদর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড ধনিরামপুর গ্রামে পশ্চিম পাড়া এই গ্রামবাসী সরকারি হালট ডোবা এই জায়গাটি পানি নিষ্কাশনের লালা রাস্তা হিসাবে বহুদিন যাবত এই গ্রামের  পূর্বপুরুষরা ব্যবহার করিয়া আসিতেছে, পানি নিষ্কাশনের নালা ( ডোভাটি) মৃত অনাথ সূত্রধর এর ছেলে সুনীল সূত্রধর গ্রামবাসীর অজান্তে ১৬/৮১-৮২ নং ভিপি লিজ নিয়া পানি নিষ্কাশন বন্ধ করিয়া দেওয়ার চেষ্টা করিলে গ্রামবাসীরা সকলে মিলে বাধা প্রদান করিলে পানি নিষ্কাশন বন্ধ ও দখলে যাইতে পারে নাই, উক্ত সম্পত্তি তাহার পূর্বপুরুষদের নামেও ছিল না, উক্ত গ্রামের লোকজন চেয়ারম্যান ও ইউপি সদস্যগন কে মিয়া এক বৈঠকে সুনীল চন্দ্র সূত্রধর উক্ত সম্পত্তির লীজ জনস্বার্থে ১৫০ টি মুসলিম পরিবার ও ৫০ টি হিন্দু সম্প্রদায় পরিবারের জনস্বার্থে পানি নিষ্কাশনের এবং চলাচলের সুবিধার্থে নবায়ন না করার জন্য সিদ্ধান্ত গ্রহণ পূর্বক  তাকে জানিয়ে দেওয়া হয়, তখন সে উক্ত সভায় গ্রামবাসীর সম্মুখে জনস্বার্থে ব্যবহার সেহেতু আমি ভবিষ্যতে আর  কোন প্রকার দাবি করিবো না এবং  হস্তক্ষেপ ও লীজ নবায়ন করিবে না বলে অঙ্গীকার প্রদান করেন। কিছুদিন যাইতে না যাইতে কিছু অসাধু লোকের যোগসাজশে নবায়ন করার জন্য ভূমি অফিসে যোগাযোগ করলে ধনিরামপুর গ্রামবাসী টের পেয়ে জনস্বার্থে লীজ নবায়ন না করায়  পুনরায় আরেকটি দরখাস্ত তদন্ত সাপেক্ষে জমা দেওয়া হয়, তাৎক্ষণিক সহকারী কমিশনার ভূমি সরোজমিনে তদন্তের নির্দেশ প্রদান করেন, ভূমি সরকারি কর্মকর্তা  জনাব ছগির আহ্মেদ সরোজমিনে গিয়ে ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান ও ধনিরামপুর গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে (১) মোঃ হুমায়ুন কোবির সরকার (২) ছবির আহমেদ সরকার (৩) সেলিম রেজা সরকার (৪) জামাল উদ্দিন (৫) গিয়াস উদ্দিন সরকার (৬) শহীদ মিয়া সরকার (৭) হারুনুর রশিদ ভূঁইয়া (৮) মাকসুদুর রহমান খন্দকার (৯) নুরুল ইসলাম (১০) কবির হোসেন সাবেক মেম্বার (১১) গণেশ সূত্রধর (১২) লক্ষণ সূত্রধর (১৩) হরিপদ চন্দ্র সাহা (১৪) সনু চন্দ্র সূত্রধর (১৬) লক্ষণ দাস, সহ  এলাকার ৩০০ শত লোক জনের উপস্থিতিতে তদন্ত শেষে ভূমি সহকারী কর্মকর্তা  ছগির আহমেদ বলেন আমার উপরস্থ  কর্মকর্তা সাহেবের সাথে আলাপ করে জনস্বার্থে জন্য জেন লীজ নবায়ন বাতিল করা হয়।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ২০০ টি পরিবারের দাবি যদি উক্ত ডোবা পানি নিষ্কাশনের চলাচলের রাস্তা লীজ নবায়ন দেওয়া হয়, এতে করে নবায়ন কারি
মাটি ধারা  ভরাট করে পানি সরানোর ও চলাচলের  পথ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় বসতবাড়িতে পানি উঠে চরম ক্ষতির সম্মুখিন হওয়ায় ভুক্তভোগীদের পক্ষ গ্রামবাসীর  অভিযোগ পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় ওই এলকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে, বসতবাড়িতে পানি উঠে যাওয়ায় চরম বিপাকে পড়েবে তারা। পানি নিষ্কাশন না হওয়ায় এলাকার গাছপালা মারা যাবে,এছাড়াও জলাবদ্ধতার কারণে পরিবেশ দুর্গন্ধ যুক্ত হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েবে এলাকায় পানিবাহিত রোগ হওয়ারও সম্ভাবনা সৃষ্টি হবে বলে এলাকাবাসীর অভিযোগ, তাই এলাকাবাসী উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তার নিকট বিষয়টি নিরসনে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Tag :

জনপ্রিয় সংবাদ

বরিশালে বাস শ্রমিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় বাস টার্মিনাল অবরোধ করে শ্রমিকেরা।

মুরাদনগরে জনস্বার্থে ২০০ শত পরিবারের পানি নিষ্কাশনের ডোবা চলাচলের রাস্তা একসনা লিজ বাতিলের দাবি ধনিরামপুর গ্রামবাসী অভিযোগ।

আপডেট টাইম ১২:২৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
জাতীয় দৈনিক মাতৃভূমির খবর,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি, মোহাম্মদ মনির হোসাইন:  মুরাদনগর উপজেলার ১৩ নং মুরাদনগর সদর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড ধনিরামপুর গ্রামে পশ্চিম পাড়া এই গ্রামবাসী সরকারি হালট ডোবা এই জায়গাটি পানি নিষ্কাশনের লালা রাস্তা হিসাবে বহুদিন যাবত এই গ্রামের  পূর্বপুরুষরা ব্যবহার করিয়া আসিতেছে, পানি নিষ্কাশনের নালা ( ডোভাটি) মৃত অনাথ সূত্রধর এর ছেলে সুনীল সূত্রধর গ্রামবাসীর অজান্তে ১৬/৮১-৮২ নং ভিপি লিজ নিয়া পানি নিষ্কাশন বন্ধ করিয়া দেওয়ার চেষ্টা করিলে গ্রামবাসীরা সকলে মিলে বাধা প্রদান করিলে পানি নিষ্কাশন বন্ধ ও দখলে যাইতে পারে নাই, উক্ত সম্পত্তি তাহার পূর্বপুরুষদের নামেও ছিল না, উক্ত গ্রামের লোকজন চেয়ারম্যান ও ইউপি সদস্যগন কে মিয়া এক বৈঠকে সুনীল চন্দ্র সূত্রধর উক্ত সম্পত্তির লীজ জনস্বার্থে ১৫০ টি মুসলিম পরিবার ও ৫০ টি হিন্দু সম্প্রদায় পরিবারের জনস্বার্থে পানি নিষ্কাশনের এবং চলাচলের সুবিধার্থে নবায়ন না করার জন্য সিদ্ধান্ত গ্রহণ পূর্বক  তাকে জানিয়ে দেওয়া হয়, তখন সে উক্ত সভায় গ্রামবাসীর সম্মুখে জনস্বার্থে ব্যবহার সেহেতু আমি ভবিষ্যতে আর  কোন প্রকার দাবি করিবো না এবং  হস্তক্ষেপ ও লীজ নবায়ন করিবে না বলে অঙ্গীকার প্রদান করেন। কিছুদিন যাইতে না যাইতে কিছু অসাধু লোকের যোগসাজশে নবায়ন করার জন্য ভূমি অফিসে যোগাযোগ করলে ধনিরামপুর গ্রামবাসী টের পেয়ে জনস্বার্থে লীজ নবায়ন না করায়  পুনরায় আরেকটি দরখাস্ত তদন্ত সাপেক্ষে জমা দেওয়া হয়, তাৎক্ষণিক সহকারী কমিশনার ভূমি সরোজমিনে তদন্তের নির্দেশ প্রদান করেন, ভূমি সরকারি কর্মকর্তা  জনাব ছগির আহ্মেদ সরোজমিনে গিয়ে ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান ও ধনিরামপুর গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে (১) মোঃ হুমায়ুন কোবির সরকার (২) ছবির আহমেদ সরকার (৩) সেলিম রেজা সরকার (৪) জামাল উদ্দিন (৫) গিয়াস উদ্দিন সরকার (৬) শহীদ মিয়া সরকার (৭) হারুনুর রশিদ ভূঁইয়া (৮) মাকসুদুর রহমান খন্দকার (৯) নুরুল ইসলাম (১০) কবির হোসেন সাবেক মেম্বার (১১) গণেশ সূত্রধর (১২) লক্ষণ সূত্রধর (১৩) হরিপদ চন্দ্র সাহা (১৪) সনু চন্দ্র সূত্রধর (১৬) লক্ষণ দাস, সহ  এলাকার ৩০০ শত লোক জনের উপস্থিতিতে তদন্ত শেষে ভূমি সহকারী কর্মকর্তা  ছগির আহমেদ বলেন আমার উপরস্থ  কর্মকর্তা সাহেবের সাথে আলাপ করে জনস্বার্থে জন্য জেন লীজ নবায়ন বাতিল করা হয়।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ২০০ টি পরিবারের দাবি যদি উক্ত ডোবা পানি নিষ্কাশনের চলাচলের রাস্তা লীজ নবায়ন দেওয়া হয়, এতে করে নবায়ন কারি
মাটি ধারা  ভরাট করে পানি সরানোর ও চলাচলের  পথ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় বসতবাড়িতে পানি উঠে চরম ক্ষতির সম্মুখিন হওয়ায় ভুক্তভোগীদের পক্ষ গ্রামবাসীর  অভিযোগ পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় ওই এলকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে, বসতবাড়িতে পানি উঠে যাওয়ায় চরম বিপাকে পড়েবে তারা। পানি নিষ্কাশন না হওয়ায় এলাকার গাছপালা মারা যাবে,এছাড়াও জলাবদ্ধতার কারণে পরিবেশ দুর্গন্ধ যুক্ত হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েবে এলাকায় পানিবাহিত রোগ হওয়ারও সম্ভাবনা সৃষ্টি হবে বলে এলাকাবাসীর অভিযোগ, তাই এলাকাবাসী উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তার নিকট বিষয়টি নিরসনে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।