ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রথম দিনেই রোগী দেখে সবার মন জয় করেলেন ডাক্তার মোঃ হুমায়ুন রশিদ শাকিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বগুড়া জেলা আরজেএফ’র সুপেয় পানি স্যালাইন ও বিস্কুট বিতরণ দুমকীতে খাল সংস্কার প্রকল্পে অনিয়মসহ শত শতগাছ উপড়ে ফেলার অভিযোগ। বাকেরগঞ্জ বাসীর উন্নয়নমুলক সকল প্রত্যাশা পুরনে কাজ করব। ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ রাজীব আহমেদ তালুকদার। দেশ জুরে শুরু হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। মুরাদনগর উপজেলা মোট-১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। টাঙ্গাইলে এইচআইভি ও এইডস রোগের সচেতনতা সৃষ্টিতে কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ বগুড়া শিবগঞ্জে নাতির রাম দা’র কোপে নানী খুন ফুটপাত উদ্ধার করতে হবে: মেয়র রেজাউল আন্তর্জাতিক মে দিবস পালন করেন নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়

লক্ষ্মীপুরে ব্যাপক ফলের সমাহার দেখা যায় সমাজসেবক রেজাউল হক রানা,র মেঘনা বিলাসে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : আমজাদ হোসেন । লক্ষ্মীপুর পৌর ২নং ওয়ার্ডের মেঘনা রোডে অবস্থিত বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী, সম্ভ্রান্ত পরিবারের সন্তান  রেজাউল হক রানা,র  ৩ একর জমিতে শখের বসে ফল গাছ রোপন করেন, আর সে গাছ গুলো এখন জৈষ্ঠ্যমাসে ফলন দিতে ব্যাস্ত সময় পার করছে । ফল গুলোর মধ্যে আম, কাঁঠাল, লিচু, মন্ডল, ডেউয়া, লেবু, কলা, আনারস, নারিকেল, সুপারি, আমলকি, আমড়া, কামরাঙা,  গাব, কমলা, ডালিম, আতা, জাম, জলপাই, পেয়ারা, জাম্বুরা সহ আরো অনেক ফল গাছে দেখা যায় । দেখে যেন মনে হয় রানা,র মেঘনা বিলাস বাড়িতে  জৈষ্ঠ্য মাসের ফলের মেলা বসেছে । গাছে গাছে জুলসে জৈষ্ঠ্য মাসের ফল । ফলের সমাহার, ফুলের সমাহার, দেখে কার না মন কাড়ে  । সাধারণত আমাদের বাংলাদেশে জৈষ্ঠ্যমাস কে মধুমাস বলা হয়ে থাকে , এ মধুমাসে রানা,র মেঘনা বিলাস বাগান বাড়িতে সুস্বাদু ফরমালিন মুক্ত ফলের মেলার সমাহার সত্যি প্রশংসার দাবীদার । রেজাউল হক রানা ছোটকাল থেকে বৃক্ষ প্রেমিক, নিজের আপনজনের মতো বৃক্ষকে খুব যত্ন করতেন, তাই তার এ সাফল্য ৷ মধুমাসে একই বাড়িতে এতো রকমের ফল দেখে সত্যি ভালো লাগার অদ্ভুত বিষয় । বর্তমান যে সময়, এ সময়টাতে সবাই ফরমালিন মুক্ত ফল চায়, আর এ ফরমালিন মুক্ত ফল দেখা যায় শিক্ষানুরাগী রেজাউল হক রানা,র মেঘনা রোডের মেঘনা বিলাস এর বাগান বাড়িতে ৷ ব্যাপক ফলের সমাহারের বিষয়ে মেঘনা বিলাস এর মালিক রেজাউল হক রানা,র কাছে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, এ দেশে যতো বৃক্ষ রোপণ করা যাবে ততই এগিয়ে যাবে সামনের দিকে । বৃক্ষ মানুষকে ফুল দিয়ে, ফল দিয়ে, শাখা দিয়ে মানুষের উপকার করে ৷ পরের সেবা করেই বৃক্ষের জীবন ধন্য । বৃক্ষের দিকে তাকালে জীবনের মানে বুঝা যায় । মহামারী করোনা ভাইরাসে সবাই বেশী বেশী ভিটামিন ফরমালিন মুক্ত ফলমূল খাবেন, দূরত্ব বজায় রেখে সবাই চলাফেরা করবেন । সুস্থ থাকতে সবাই ঘরে থাকুন, বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না ।  আমাদের সবার উচিৎ হবে করোনার এ সময়টাকে নিজকে বৃক্ষ রোপণের মাধ্যমে বিলিয়ে দেওয়া । সবাই বেশী করে বৃক্ষ রোপণ করবো, এবং, বৃক্ষের মাধ্যমে নিজেদের সপ্নগুলোকে বাস্তবায়ন করবো । আমি সফল হয়েছি, আপনারাও হবেন । তাই সবার কাছে আমার অনুরোধ, এক দিকে বর্ষাকাল, আরেক দিকে করোনা ।  এখুনি সবার সময়, গাছ লাগান, পরিবেশ বাঁচান ।

Tag :

জনপ্রিয় সংবাদ

প্রথম দিনেই রোগী দেখে সবার মন জয় করেলেন ডাক্তার মোঃ হুমায়ুন রশিদ শাকিল

লক্ষ্মীপুরে ব্যাপক ফলের সমাহার দেখা যায় সমাজসেবক রেজাউল হক রানা,র মেঘনা বিলাসে

আপডেট টাইম ১০:৫০:২০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : আমজাদ হোসেন । লক্ষ্মীপুর পৌর ২নং ওয়ার্ডের মেঘনা রোডে অবস্থিত বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী, সম্ভ্রান্ত পরিবারের সন্তান  রেজাউল হক রানা,র  ৩ একর জমিতে শখের বসে ফল গাছ রোপন করেন, আর সে গাছ গুলো এখন জৈষ্ঠ্যমাসে ফলন দিতে ব্যাস্ত সময় পার করছে । ফল গুলোর মধ্যে আম, কাঁঠাল, লিচু, মন্ডল, ডেউয়া, লেবু, কলা, আনারস, নারিকেল, সুপারি, আমলকি, আমড়া, কামরাঙা,  গাব, কমলা, ডালিম, আতা, জাম, জলপাই, পেয়ারা, জাম্বুরা সহ আরো অনেক ফল গাছে দেখা যায় । দেখে যেন মনে হয় রানা,র মেঘনা বিলাস বাড়িতে  জৈষ্ঠ্য মাসের ফলের মেলা বসেছে । গাছে গাছে জুলসে জৈষ্ঠ্য মাসের ফল । ফলের সমাহার, ফুলের সমাহার, দেখে কার না মন কাড়ে  । সাধারণত আমাদের বাংলাদেশে জৈষ্ঠ্যমাস কে মধুমাস বলা হয়ে থাকে , এ মধুমাসে রানা,র মেঘনা বিলাস বাগান বাড়িতে সুস্বাদু ফরমালিন মুক্ত ফলের মেলার সমাহার সত্যি প্রশংসার দাবীদার । রেজাউল হক রানা ছোটকাল থেকে বৃক্ষ প্রেমিক, নিজের আপনজনের মতো বৃক্ষকে খুব যত্ন করতেন, তাই তার এ সাফল্য ৷ মধুমাসে একই বাড়িতে এতো রকমের ফল দেখে সত্যি ভালো লাগার অদ্ভুত বিষয় । বর্তমান যে সময়, এ সময়টাতে সবাই ফরমালিন মুক্ত ফল চায়, আর এ ফরমালিন মুক্ত ফল দেখা যায় শিক্ষানুরাগী রেজাউল হক রানা,র মেঘনা রোডের মেঘনা বিলাস এর বাগান বাড়িতে ৷ ব্যাপক ফলের সমাহারের বিষয়ে মেঘনা বিলাস এর মালিক রেজাউল হক রানা,র কাছে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, এ দেশে যতো বৃক্ষ রোপণ করা যাবে ততই এগিয়ে যাবে সামনের দিকে । বৃক্ষ মানুষকে ফুল দিয়ে, ফল দিয়ে, শাখা দিয়ে মানুষের উপকার করে ৷ পরের সেবা করেই বৃক্ষের জীবন ধন্য । বৃক্ষের দিকে তাকালে জীবনের মানে বুঝা যায় । মহামারী করোনা ভাইরাসে সবাই বেশী বেশী ভিটামিন ফরমালিন মুক্ত ফলমূল খাবেন, দূরত্ব বজায় রেখে সবাই চলাফেরা করবেন । সুস্থ থাকতে সবাই ঘরে থাকুন, বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না ।  আমাদের সবার উচিৎ হবে করোনার এ সময়টাকে নিজকে বৃক্ষ রোপণের মাধ্যমে বিলিয়ে দেওয়া । সবাই বেশী করে বৃক্ষ রোপণ করবো, এবং, বৃক্ষের মাধ্যমে নিজেদের সপ্নগুলোকে বাস্তবায়ন করবো । আমি সফল হয়েছি, আপনারাও হবেন । তাই সবার কাছে আমার অনুরোধ, এক দিকে বর্ষাকাল, আরেক দিকে করোনা ।  এখুনি সবার সময়, গাছ লাগান, পরিবেশ বাঁচান ।