ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যে পরিকল্পনায় খুন হন লোহাগড়ার চেয়ারম্যান মোস্তফা কামাল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ভাড়াটিয়া শুটার দুমকী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে হামলা-পাল্টা হামলা বাকেরগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রায় এমপির কর্মকান্ডকে বাধাগ্রস্ত করছেন একটি কুচক্রী মহল।। “ভাইয়া গ্রুপ প্রথম বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন,আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল ও রিসোর্টের শেয়ার বিক্রয় কার্যক্রম শুরু করেছেন” “এনএফএস’র নতুন কমিটি গঠন সভাপতি রাহাত, সম্পাদক হাসান” গজারিয়ায় তিতাসের অভিযান পাঁচ কিলোমিটার অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন চুরি প্রতিরোধে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।। বরিশালে সুলভ মুল্যে বসুন্ধরা পন্য পেয়ে ক্রেতারা খুশী। বাবুগঞ্জে স্কুল ছুটির পরে বাড়ি যাওয়ার সময় দুই শিক্ষার্থী নিখোঁজ। আমার বাবাও মায়ের দেওয়া উপদেশ বড়দের সম্মান কর ছোটদের স্নেহ করো।

ক্ষমতা চিরস্থায়ী নয়, বিনয়ী হোন : কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক : ‘ক্ষমতা চিরস্থায়ী নয়’-এ কথা স্মরণ করিয়ে দিয়ে দলের নেতাকর্মীদের বিনয়ী হয়ে মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি নেতাকর্মীদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মুজিববর্ষে ক্ষমতার দাপট দেখাবেন না। আমরা ক্ষমতায় আছি, ক্ষমতা চিরস্থায়ী নয়, যতটা সম্ভব বিনয়ী থাকবেন। মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবেন। আপনাদের অনুরোধ করব, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আপনার যেকোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে, এই মুজিববর্ষের ভাবগাম্ভীর্য বজায় রাখবেন।’

এ সময় বঙ্গবন্ধুর বিনয়, ধৈর্য্য ও ত্যাগের শিক্ষা গ্রহণ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

মুজিববর্ষের অনুষ্ঠান নিয়ে কেউ যাতে চাঁদাবাজির দোকান না খুলতে পারে সে বিষয়ে খেয়াল রাখারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘চাঁদাবাজি করে এই অনুষ্ঠান কেউ যেনো না করে। ঘরে ঘরে গিয়ে মুজিববর্ষ করতে হবে। অমুক দোকানদারকে এত দিতে হবে, অমুক ব্যবসায়ীকে অত দিতে হবে, অমুক বাড়িওয়ালাকে অত দিতে হবে; এসব বাড়াবাড়ি কোনো অবস্থায় সহ্য করা হবে না।’

নিজেদের অর্থে মুজিব বর্ষের অনুষ্ঠানের আয়োজন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা কোনো অবস্থায় মুজিববর্ষ উৎযাপনের নামে এলাকায় এমন কোনো আচরণ কারো সঙ্গে করবেন না, যাতে তারা কষ্ট পায়। কোনো প্রকার হয়রানির শিকার না হয়। এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটি প্রোগ্রাম সুন্দরভাবে করবেন।’

মুজিববর্ষে আত্মপ্রচার করা যাবে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘পোস্টার, ব্যানার, বিলবোর্ড করতে কোনো আপত্তি নেই। তবে পোস্টার, ব্যানার বা বিলবোর্ড যেনো আত্মপ্রচারের মাধ্যম না হয়। মুজিববর্ষে বঙ্গবন্ধুকে প্রদর্শন করতে গিয়ে আত্মপ্রদর্শন যেনো না হয়। পোস্টারে নাম দিতে পারেন। নিজেদের ছবি দিবেন না। কারো ছবি যাতে আমরা বিলবোর্ড, পোস্টারে না দেখি। এটা আমরা কঠোরভাবে মনিটর করব।’

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

জনপ্রিয় সংবাদ

যে পরিকল্পনায় খুন হন লোহাগড়ার চেয়ারম্যান মোস্তফা কামাল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ভাড়াটিয়া শুটার

ক্ষমতা চিরস্থায়ী নয়, বিনয়ী হোন : কাদের

আপডেট টাইম ০৫:০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
জ্যেষ্ঠ প্রতিবেদক : ‘ক্ষমতা চিরস্থায়ী নয়’-এ কথা স্মরণ করিয়ে দিয়ে দলের নেতাকর্মীদের বিনয়ী হয়ে মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি নেতাকর্মীদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মুজিববর্ষে ক্ষমতার দাপট দেখাবেন না। আমরা ক্ষমতায় আছি, ক্ষমতা চিরস্থায়ী নয়, যতটা সম্ভব বিনয়ী থাকবেন। মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবেন। আপনাদের অনুরোধ করব, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আপনার যেকোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে, এই মুজিববর্ষের ভাবগাম্ভীর্য বজায় রাখবেন।’

এ সময় বঙ্গবন্ধুর বিনয়, ধৈর্য্য ও ত্যাগের শিক্ষা গ্রহণ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

মুজিববর্ষের অনুষ্ঠান নিয়ে কেউ যাতে চাঁদাবাজির দোকান না খুলতে পারে সে বিষয়ে খেয়াল রাখারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘চাঁদাবাজি করে এই অনুষ্ঠান কেউ যেনো না করে। ঘরে ঘরে গিয়ে মুজিববর্ষ করতে হবে। অমুক দোকানদারকে এত দিতে হবে, অমুক ব্যবসায়ীকে অত দিতে হবে, অমুক বাড়িওয়ালাকে অত দিতে হবে; এসব বাড়াবাড়ি কোনো অবস্থায় সহ্য করা হবে না।’

নিজেদের অর্থে মুজিব বর্ষের অনুষ্ঠানের আয়োজন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা কোনো অবস্থায় মুজিববর্ষ উৎযাপনের নামে এলাকায় এমন কোনো আচরণ কারো সঙ্গে করবেন না, যাতে তারা কষ্ট পায়। কোনো প্রকার হয়রানির শিকার না হয়। এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটি প্রোগ্রাম সুন্দরভাবে করবেন।’

মুজিববর্ষে আত্মপ্রচার করা যাবে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘পোস্টার, ব্যানার, বিলবোর্ড করতে কোনো আপত্তি নেই। তবে পোস্টার, ব্যানার বা বিলবোর্ড যেনো আত্মপ্রচারের মাধ্যম না হয়। মুজিববর্ষে বঙ্গবন্ধুকে প্রদর্শন করতে গিয়ে আত্মপ্রদর্শন যেনো না হয়। পোস্টারে নাম দিতে পারেন। নিজেদের ছবি দিবেন না। কারো ছবি যাতে আমরা বিলবোর্ড, পোস্টারে না দেখি। এটা আমরা কঠোরভাবে মনিটর করব।’

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।