ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপজেলা পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ইন্দুরকানীতে অস্বাস্থ্যকর পরিবেশে ইভিএম ভোট কেন্দ্র চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে চসিক ও সিএমপি নির্বাচনী ছড়া বাড়ছে সাংবাদিক কমছে সাংবাদিকতা-মোঃ রাব্বী মেল্লা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাতুয়াইলে বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও আহত ২ লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান কে শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী বরিশালে সার্বজনীন পেনশন মেলা ২০২৪ উদ্বোধন হিরাঝীলে বিশ্বাস মঞ্জিল নামের একটি বিল্ডিং হেলে পড়ে,নিরাপত্তাহীনতায় এলাকাবাসী বাকেরগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে জন প্রিয়তার শীর্ষে সাইফুল ইসলাম ডাকুয়া। বাকেরগঞ্জে যুবদল সভাপতি টুকুর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল

চকচকে থাকুক বাসনপত্র

মাতৃভূমির খবর ডেস্ক:  ঘরের কাজকর্ম করতে খুবই বিরক্ত বোধ করেন অনেকেই এর মাঝে সবচেয়ে ঝামেলার কাজটি সম্ভবত এঁটো বাসনপত্র, হাঁড়িকুড়ি ধোয়া কাজটিতে ভীষণ অবহেলা করেন অনেকে দিনের পর দিন কিচেন সিঙ্কে জমতেই থাকে এঁটো তৈজসপত্র একটা সময়ে আর তা অবহেলা করা যায় না তখন এই এঁটো জিনিসের পাহাড় কী করে ধুয়ে শেষ করবেন তা ভাবতে থাকেন কিন্তু কিছু টিপস জানা থাকলে পাহাড়সমান এই কাজটাকেও সহজে মনে হবে দেখে নিন টিপসগুলো

) তৈজসপত্র গুছিয়ে নিন

অনেক বেশি এঁটো জিনিস জমে গেলে আগে গুছিয়ে নিন। সবগুলো প্লেট একসাথে রাখুন। প্লেটের ওপর বাটিগুলোকে রাখুন। চামচগুলোকে একটা গ্লাস বা কাপে রাখুন। গ্লাসগুলো একপাশে করে রাখুন। অনেক বাড়িতেই সিঙ্কের নিচে আরেকটি কল থাকে, সেখানে হাঁড়ি, কড়াই, ফ্রাইপ্যান রাখতে পারেন। এভাবে গুছিয়ে নিলে আপনি বুঝতে পারবেন, আসলে খুব বেশি জিনিস নেই। একটু সময় পেলেই আপনি এগুলো ধুয়ে ফেলতে পারবেন

) ভিজিয়ে রাখুন

প্লেট যতই ময়লা হোক না কেন, আগে থেকে ভিজিয়ে রাখলে এগুলো ধুতে পারবেন কম সময়ে। শুধু পানি দিয়েই ভিজিয়ে রাখতে পারেন। তবে হালকা কুসুম গরম পানিতে সাবান দিয়ে তাতে এঁটো জিনিস ভিজিয়ে রাখলে ময়লা উঠে যায় দ্রুত।   

) ভালো সাবান ব্যবহার করুন

অনেকেই সাধারণ সাবান, বা কাপড় ধোয়ার গুঁড়ো সাবান দিয়েই বাসনকোসন ধুয়ে ফেলেন। তা করবেন না। ভালো মানের ডিশ ওয়াশিং সাবান ব্যবহার করুন

) ভালো স্পঞ্জ ব্যবহার করুন

এক্ষেত্রেও কৃপণতা করার কিছু নেই। ভালো মানের স্পঞ্জ ব্যবহার করুন ধোয়ার সময়ে, যাতে তা ধোয়ার সময়ে ভেঙ্গে বা ছিঁড়ে  না যায়। গ্লাস বোতল ধোয়ার জন্য বোতলব্রাশ ব্যবহার করুন

) গরম পানি গ্লাভস ব্যবহার করুন

পানি গরম করে নিন। হাতে কিচেন গ্লাভস পরে নিন। এবার ধোয়া শুরু করুন। গরম পানিতে যেমন ময়লা দ্রুত দূর হয়, তেমনি বাসনকোসন দ্রুত শুকিয়েও যায়

) গান শুনুন

মেজাজ খারাপ করে এঁটো জিনিস ধুতে গেলে আপনার সময় এমনিতেই বেশি লাগবে। সময়ে মন ভালো রাখতে গান শুনুন

) সাবান পরিষ্কার করে নিন

সাবান দিয়ে ধুলেই শুধু হবে না, ভালো করে কলের পানিতে সাবান ধুয়ে নিতে হবে। এতে প্লেটে বা প্যানে থাকা শেষ ময়লাটুকুও পরিষ্কার হয়ে যাবে। আগে ছোট জিনিস (যেমন চামচ) পরিষ্কার করুন। সবশেষে হাড়ি বা প্যান ধরনের জিনিসগুলো ধুয়ে নিন

) টাইমার সেট করুন

মোবাইলের টাইমারে ১৫ বা ২০ মিনিট সেট করুন। এরপর এই সময়ের মাঝেই সবকিছু ধুয়ে তোলার চেষ্টা করুন। দেখবেন কাজটাকে আর একঘেয়ে মনে হচ্ছে না

 

Tag :

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ইন্দুরকানীতে অস্বাস্থ্যকর পরিবেশে ইভিএম ভোট কেন্দ্র

চকচকে থাকুক বাসনপত্র

আপডেট টাইম ০৩:৩১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮

মাতৃভূমির খবর ডেস্ক:  ঘরের কাজকর্ম করতে খুবই বিরক্ত বোধ করেন অনেকেই এর মাঝে সবচেয়ে ঝামেলার কাজটি সম্ভবত এঁটো বাসনপত্র, হাঁড়িকুড়ি ধোয়া কাজটিতে ভীষণ অবহেলা করেন অনেকে দিনের পর দিন কিচেন সিঙ্কে জমতেই থাকে এঁটো তৈজসপত্র একটা সময়ে আর তা অবহেলা করা যায় না তখন এই এঁটো জিনিসের পাহাড় কী করে ধুয়ে শেষ করবেন তা ভাবতে থাকেন কিন্তু কিছু টিপস জানা থাকলে পাহাড়সমান এই কাজটাকেও সহজে মনে হবে দেখে নিন টিপসগুলো

) তৈজসপত্র গুছিয়ে নিন

অনেক বেশি এঁটো জিনিস জমে গেলে আগে গুছিয়ে নিন। সবগুলো প্লেট একসাথে রাখুন। প্লেটের ওপর বাটিগুলোকে রাখুন। চামচগুলোকে একটা গ্লাস বা কাপে রাখুন। গ্লাসগুলো একপাশে করে রাখুন। অনেক বাড়িতেই সিঙ্কের নিচে আরেকটি কল থাকে, সেখানে হাঁড়ি, কড়াই, ফ্রাইপ্যান রাখতে পারেন। এভাবে গুছিয়ে নিলে আপনি বুঝতে পারবেন, আসলে খুব বেশি জিনিস নেই। একটু সময় পেলেই আপনি এগুলো ধুয়ে ফেলতে পারবেন

) ভিজিয়ে রাখুন

প্লেট যতই ময়লা হোক না কেন, আগে থেকে ভিজিয়ে রাখলে এগুলো ধুতে পারবেন কম সময়ে। শুধু পানি দিয়েই ভিজিয়ে রাখতে পারেন। তবে হালকা কুসুম গরম পানিতে সাবান দিয়ে তাতে এঁটো জিনিস ভিজিয়ে রাখলে ময়লা উঠে যায় দ্রুত।   

) ভালো সাবান ব্যবহার করুন

অনেকেই সাধারণ সাবান, বা কাপড় ধোয়ার গুঁড়ো সাবান দিয়েই বাসনকোসন ধুয়ে ফেলেন। তা করবেন না। ভালো মানের ডিশ ওয়াশিং সাবান ব্যবহার করুন

) ভালো স্পঞ্জ ব্যবহার করুন

এক্ষেত্রেও কৃপণতা করার কিছু নেই। ভালো মানের স্পঞ্জ ব্যবহার করুন ধোয়ার সময়ে, যাতে তা ধোয়ার সময়ে ভেঙ্গে বা ছিঁড়ে  না যায়। গ্লাস বোতল ধোয়ার জন্য বোতলব্রাশ ব্যবহার করুন

) গরম পানি গ্লাভস ব্যবহার করুন

পানি গরম করে নিন। হাতে কিচেন গ্লাভস পরে নিন। এবার ধোয়া শুরু করুন। গরম পানিতে যেমন ময়লা দ্রুত দূর হয়, তেমনি বাসনকোসন দ্রুত শুকিয়েও যায়

) গান শুনুন

মেজাজ খারাপ করে এঁটো জিনিস ধুতে গেলে আপনার সময় এমনিতেই বেশি লাগবে। সময়ে মন ভালো রাখতে গান শুনুন

) সাবান পরিষ্কার করে নিন

সাবান দিয়ে ধুলেই শুধু হবে না, ভালো করে কলের পানিতে সাবান ধুয়ে নিতে হবে। এতে প্লেটে বা প্যানে থাকা শেষ ময়লাটুকুও পরিষ্কার হয়ে যাবে। আগে ছোট জিনিস (যেমন চামচ) পরিষ্কার করুন। সবশেষে হাড়ি বা প্যান ধরনের জিনিসগুলো ধুয়ে নিন

) টাইমার সেট করুন

মোবাইলের টাইমারে ১৫ বা ২০ মিনিট সেট করুন। এরপর এই সময়ের মাঝেই সবকিছু ধুয়ে তোলার চেষ্টা করুন। দেখবেন কাজটাকে আর একঘেয়ে মনে হচ্ছে না