ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান কে শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী বরিশালে সার্বজনীন পেনশন মেলা ২০২৪ উদ্বোধন হিরাঝীলে বিশ্বাস মঞ্জিল নামের একটি বিল্ডিং হেলে পড়ে,নিরাপত্তাহীনতায় এলাকাবাসী বাকেরগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে জন প্রিয়তার শীর্ষে সাইফুল ইসলাম ডাকুয়া। বাকেরগঞ্জে যুবদল সভাপতি টুকুর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে চারটি দোকান ভাংচুর, লুটপাটের অভিযোগ। গাছবাড়ীয়া সাব-রেজিষ্ট্রার অফিসের সমম্বয় সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত- সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ফখরু উদ্দিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনার ফুলতলায় তিন দিনব্যাপী অনুষ্ঠানসূচি। –চোরাইকৃত ১৪টি ইজিবাইক উদ্ধারসহ আটক চোর চক্রের পলাতক তিনজন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; চোরাইকৃত আরো তিনটি ইজিবাইক এবং চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ। চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া …

বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে-অর্থমন্ত্রী

বিশেষ প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আগামী প্রজন্মের কাছে অনুকরণীয়। তার আদর্শকে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

শনিবার বিকেলে কুমিল্লার লালমাইয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মুজিববর্ষ ভিক্টোরিয়ান্স ক্রিকেট টি-২০ টুর্নামেন্টের ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- কুমিল্লা-৯ আসনের এমপি নসিমুল আলম নজরুল, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার, কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর এবং পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।

অর্থমন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখেছেন, তার নির্দেশে যুদ্ধ করেছেন, বঙ্গবন্ধু তাদের কাছে এক ধরনের অনুপ্রেরণা। কিন্তু যারা বঙ্গবন্ধুকে দেখেননি, তাদের কাছে বঙ্গবন্ধুকে পরিচয় করিয়ে দেয়াই আমাদের মূল লক্ষ্য। কোনো একটা লক্ষ্যকে সামনে রেখে কাজ করলে সবাইকে সম্পৃক্ত করা যায়। সবাইকে সম্পৃক্ত করা না গেলে, আমাদের সব আয়োজন, সব উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়ন হবে না। এজন্যই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ ভিক্টোরিয়ান্স ক্রিকেট টি-২০ টুর্নামেন্টের আয়োজন করেছিলাম।

তিনি বলেন, আমি এই এলাকার নির্বাচিত এমপি। এখানে ১০ লাখ লোকের বসবাস এবং ভোটার সংখ্যা সাড়ে ৫ লাখ। তাই এখান থেকে এটি শুরু করেছিলাম, যাতে অন্যরাও এগিয়ে আসেন। সেটাও শুরু হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীনতাযুদ্ধে অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত হয়ে এখনো আমাদের মাঝে আছেন। তাদেরকে একত্র করা আমাদের মূল উদ্দেশ্য। আমাদের এই আয়োজন ছিল একটি আদর্শকে উপস্থাপন করা। আদর্শটি বঙ্গবন্ধুর আদর্শ। এই জাতীয় চেতনায় যারা বিশ্বাস করে না, তাদেরকে বিশ্বাসী করার জন্য এবং এই আদর্শকে আমাদের তরুণসমাজসহ আগামী প্রজন্মের কাছে, যারা এই পৃথিবীতে এখনো আসেনি, তাদের কাছেও আমরা রেখে যেতে চাই।

গত ২৫ জানুয়ারি কুমিল্লার লালমাই উপজেলার জামতলীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত জমকালো আনন্দমেলার উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি মুজিববর্ষ ভিক্টোরিয়ান্স ক্রিকেট টি-২০ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেছিলেন অর্থমন্ত্রী। আজ সেই মুজিববর্ষ ভিক্টোরিয়ান্স ক্রিকেট টি-২০ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে অংশগ্রহণ করে বরুড়া ও মনোহরগঞ্জ উপজেলা দল। টুর্নামেন্টে মনোহরগঞ্জ উপজেলা দল চ্যাম্পিয়ন হয়। অর্থমন্ত্রী চ্যাম্পিয়ন ও রানারআপ দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন।

Tag :

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান কে শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে-অর্থমন্ত্রী

আপডেট টাইম ১০:৪০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
বিশেষ প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আগামী প্রজন্মের কাছে অনুকরণীয়। তার আদর্শকে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

শনিবার বিকেলে কুমিল্লার লালমাইয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মুজিববর্ষ ভিক্টোরিয়ান্স ক্রিকেট টি-২০ টুর্নামেন্টের ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- কুমিল্লা-৯ আসনের এমপি নসিমুল আলম নজরুল, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার, কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর এবং পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।

অর্থমন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখেছেন, তার নির্দেশে যুদ্ধ করেছেন, বঙ্গবন্ধু তাদের কাছে এক ধরনের অনুপ্রেরণা। কিন্তু যারা বঙ্গবন্ধুকে দেখেননি, তাদের কাছে বঙ্গবন্ধুকে পরিচয় করিয়ে দেয়াই আমাদের মূল লক্ষ্য। কোনো একটা লক্ষ্যকে সামনে রেখে কাজ করলে সবাইকে সম্পৃক্ত করা যায়। সবাইকে সম্পৃক্ত করা না গেলে, আমাদের সব আয়োজন, সব উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়ন হবে না। এজন্যই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ ভিক্টোরিয়ান্স ক্রিকেট টি-২০ টুর্নামেন্টের আয়োজন করেছিলাম।

তিনি বলেন, আমি এই এলাকার নির্বাচিত এমপি। এখানে ১০ লাখ লোকের বসবাস এবং ভোটার সংখ্যা সাড়ে ৫ লাখ। তাই এখান থেকে এটি শুরু করেছিলাম, যাতে অন্যরাও এগিয়ে আসেন। সেটাও শুরু হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীনতাযুদ্ধে অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত হয়ে এখনো আমাদের মাঝে আছেন। তাদেরকে একত্র করা আমাদের মূল উদ্দেশ্য। আমাদের এই আয়োজন ছিল একটি আদর্শকে উপস্থাপন করা। আদর্শটি বঙ্গবন্ধুর আদর্শ। এই জাতীয় চেতনায় যারা বিশ্বাস করে না, তাদেরকে বিশ্বাসী করার জন্য এবং এই আদর্শকে আমাদের তরুণসমাজসহ আগামী প্রজন্মের কাছে, যারা এই পৃথিবীতে এখনো আসেনি, তাদের কাছেও আমরা রেখে যেতে চাই।

গত ২৫ জানুয়ারি কুমিল্লার লালমাই উপজেলার জামতলীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত জমকালো আনন্দমেলার উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি মুজিববর্ষ ভিক্টোরিয়ান্স ক্রিকেট টি-২০ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেছিলেন অর্থমন্ত্রী। আজ সেই মুজিববর্ষ ভিক্টোরিয়ান্স ক্রিকেট টি-২০ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে অংশগ্রহণ করে বরুড়া ও মনোহরগঞ্জ উপজেলা দল। টুর্নামেন্টে মনোহরগঞ্জ উপজেলা দল চ্যাম্পিয়ন হয়। অর্থমন্ত্রী চ্যাম্পিয়ন ও রানারআপ দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন।