ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যে পরিকল্পনায় খুন হন লোহাগড়ার চেয়ারম্যান মোস্তফা কামাল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ভাড়াটিয়া শুটার দুমকী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে হামলা-পাল্টা হামলা বাকেরগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রায় এমপির কর্মকান্ডকে বাধাগ্রস্ত করছেন একটি কুচক্রী মহল।। “ভাইয়া গ্রুপ প্রথম বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন,আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল ও রিসোর্টের শেয়ার বিক্রয় কার্যক্রম শুরু করেছেন” “এনএফএস’র নতুন কমিটি গঠন সভাপতি রাহাত, সম্পাদক হাসান” গজারিয়ায় তিতাসের অভিযান পাঁচ কিলোমিটার অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন চুরি প্রতিরোধে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।। বরিশালে সুলভ মুল্যে বসুন্ধরা পন্য পেয়ে ক্রেতারা খুশী। বাবুগঞ্জে স্কুল ছুটির পরে বাড়ি যাওয়ার সময় দুই শিক্ষার্থী নিখোঁজ। আমার বাবাও মায়ের দেওয়া উপদেশ বড়দের সম্মান কর ছোটদের স্নেহ করো।

ইনিংস ব্যবধানে টেস্ট জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:  রাওয়ালপিন্ডিতে ইনিংস ও ৪৪ রানের হারের মাধ্যমে টেস্ট ক্রিকেটে ইনিংস পরাজয়ের হ্যাটট্রিক করেছিল বাংলাদেশ। শুধু তাই নয়, নিজেদের সবশেষ ছয় টেস্টের মধ্যে পাঁচটিতেই ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা। এমন দুরবস্থা থেকে বেরিয়ে আসতে প্রয়োজন ছিল একটি জয়।

পূর্ণাঙ্গ সফরে জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশে আসায় বেড়ে গিয়েছিল সে জয়ের সম্ভাবনা। মিরপুরের শেরে বাংলায় একমাত্র টেস্টে জয় ঠিকই তুলে নিয়েছে বাংলাদেশ। তাও সেটি ইনিংস ব্যবধানে! নিজেরা ইনিংস পরাজয়ের হ্যাটট্রিকের পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে।

মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড়ে চাপা পড়ে জিম্বাবুয়ে। ইনিংস হার এড়াতে করতে হবে ২৯৬ রান, তৃতীয় দিন শেষ বিকেলে ৫ ওভার ব্যাট করে ৯ রান তুলতেই নাইম হাসানের স্পিন ঘূর্ণিতে হারায় ২ উইকেট। চতুর্থ দিনের প্রথম সেশনটাও নিজেদের দখলে নেয় টাইগার বোলাররা। দিনের পঞ্চম ওভারেই তাইজুলের শিকার হয়ে ফেরেন কেভিন কাসুজা। ১০ রানের বেশি করতে পারেননি জিম্বাবুইয়ান এই ব্যাটসম্যান।

অভিজ্ঞ ব্রেন্ডল টেইলর হতে পারতেন ক্রেইগ আরভিনদের ত্রানকর্তা। কিন্তু ১৭ রান করে নাইম হাসানের বলে অপ্রয়োজনীয় শট খেলে ক্যাচ দেন তাইজুল ইসলামকে। ৪৪ রানে ৪ উইকেট হারানো জিম্বাবুয়ের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক আরভিন ও সিকান্দার রাজা। দুজনে মিলে পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ৬০ রান। ৪৯ বলে ৬ চার ১ ছক্কায় ৪৩ রান করে আরভিন রান আউটে কাটা পড়লে ভাঙে জুটি। লাঞ্চের আগে বাকি সময় অবশ্য নিরাপদেই কাটান সিকান্দার রাজা ও টিমিসেন মারুমা।

৫ উইকেটে ১১৪ রান নিয়ে লাঞ্চে যাওয়া জিম্ববাউয়ে লাঞ্চের পর দ্রুতই হারায় সিকান্দার রাজার উইকেট। তাইজুল ইসলামের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেওয়ার আগে করেন ৩৭ রান। তার বিদায়ের কিছুটা লড়াই করেন টিমিসেন মারুমা ও রেজিস চাকাভা। দুজনে মিলে ৭ম উইকেটে যোগ করেন ৪৪ রান। তাইজুল ইসলামের তৃতীয় শিকার হয়ে চাকাভা (১৮) ফিরলে ভাঙে জুটি।

এরপর বেশিক্ষণ টিকেনি সফরকারীদের ইনিংস। নাইম হাসানের পঞ্চম শিকার হয়ে মারুমা বিদায় নেন ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করে। ৫৮ তম ওভারের করা তাইজুলের তৃতীয় বলটিতে শুমা এলবিডব্লিউর শিকার হলে ১৮৯ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ইনিংস ও ১০৬ রানে হারিয়ে বাংলাদেশ পায় টেস্ট ইতিহাসে নিজেদের দ্বিতীয় ইনিংস ব্যবধানে জয়।

এটি টেস্ট ইতিহাসে বাংলাদেশের ১৪ তম জয়, ইনিংস ব্যবধানে ২য় জয়, জিম্বাবুয়ের বিপক্ষে ৭ম জয়। অধিনায়ক মুমিনুল হকের অধীনে বাংলাদেশের ১ম জয়ও এটি।

সংক্ষিপ্ত স্কোরঃ

জিম্বাবুয়ে ২৬৫/১০ ও ১৮৯/১০ (৫৭.৩), ম্যাসভাউর ০, কাসুজা ১০, টিরিপানো ০, টেইলর ১৭, আরভিন ৪৩, সিকান্দার ৩৭, মারুমা ৪১, চাকাভা ১৮, লোভু ৪, শুমা ৩, নিয়াউচি ৭*; নাইম ২৪-৬-৮২-৫, তাইজুল ২৪.৩-৭-৭৮-৪।

বাংলাদেশ ৫৬০/৬ (১৫৪ ওভারে ইনিংস ঘোষণা), তামিম ৪১, সাইফ ৮, শান্ত ৭১, মুমিনুল ১৩২, মুশফিক ২০৩*, মিঠুন ১৭, লিটন ৫৩, তাইজুল ১৪*; টিরিপানো ৩০-৬-৯৬-১, নিয়াউই ২৭-৩-৮৭-১, সিকান্দার ৩০-২-১১১-১, শুমা ২৫-২-৮৫-১, লোভু ৪২-৪-১৭০-২।

ফলাফলঃ বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জয়ী।

Tag :

জনপ্রিয় সংবাদ

যে পরিকল্পনায় খুন হন লোহাগড়ার চেয়ারম্যান মোস্তফা কামাল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ভাড়াটিয়া শুটার

ইনিংস ব্যবধানে টেস্ট জিতল বাংলাদেশ

আপডেট টাইম ০৯:৩০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০

স্পোর্টস ডেস্ক:  রাওয়ালপিন্ডিতে ইনিংস ও ৪৪ রানের হারের মাধ্যমে টেস্ট ক্রিকেটে ইনিংস পরাজয়ের হ্যাটট্রিক করেছিল বাংলাদেশ। শুধু তাই নয়, নিজেদের সবশেষ ছয় টেস্টের মধ্যে পাঁচটিতেই ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা। এমন দুরবস্থা থেকে বেরিয়ে আসতে প্রয়োজন ছিল একটি জয়।

পূর্ণাঙ্গ সফরে জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশে আসায় বেড়ে গিয়েছিল সে জয়ের সম্ভাবনা। মিরপুরের শেরে বাংলায় একমাত্র টেস্টে জয় ঠিকই তুলে নিয়েছে বাংলাদেশ। তাও সেটি ইনিংস ব্যবধানে! নিজেরা ইনিংস পরাজয়ের হ্যাটট্রিকের পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে।

মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড়ে চাপা পড়ে জিম্বাবুয়ে। ইনিংস হার এড়াতে করতে হবে ২৯৬ রান, তৃতীয় দিন শেষ বিকেলে ৫ ওভার ব্যাট করে ৯ রান তুলতেই নাইম হাসানের স্পিন ঘূর্ণিতে হারায় ২ উইকেট। চতুর্থ দিনের প্রথম সেশনটাও নিজেদের দখলে নেয় টাইগার বোলাররা। দিনের পঞ্চম ওভারেই তাইজুলের শিকার হয়ে ফেরেন কেভিন কাসুজা। ১০ রানের বেশি করতে পারেননি জিম্বাবুইয়ান এই ব্যাটসম্যান।

অভিজ্ঞ ব্রেন্ডল টেইলর হতে পারতেন ক্রেইগ আরভিনদের ত্রানকর্তা। কিন্তু ১৭ রান করে নাইম হাসানের বলে অপ্রয়োজনীয় শট খেলে ক্যাচ দেন তাইজুল ইসলামকে। ৪৪ রানে ৪ উইকেট হারানো জিম্বাবুয়ের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক আরভিন ও সিকান্দার রাজা। দুজনে মিলে পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ৬০ রান। ৪৯ বলে ৬ চার ১ ছক্কায় ৪৩ রান করে আরভিন রান আউটে কাটা পড়লে ভাঙে জুটি। লাঞ্চের আগে বাকি সময় অবশ্য নিরাপদেই কাটান সিকান্দার রাজা ও টিমিসেন মারুমা।

৫ উইকেটে ১১৪ রান নিয়ে লাঞ্চে যাওয়া জিম্ববাউয়ে লাঞ্চের পর দ্রুতই হারায় সিকান্দার রাজার উইকেট। তাইজুল ইসলামের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেওয়ার আগে করেন ৩৭ রান। তার বিদায়ের কিছুটা লড়াই করেন টিমিসেন মারুমা ও রেজিস চাকাভা। দুজনে মিলে ৭ম উইকেটে যোগ করেন ৪৪ রান। তাইজুল ইসলামের তৃতীয় শিকার হয়ে চাকাভা (১৮) ফিরলে ভাঙে জুটি।

এরপর বেশিক্ষণ টিকেনি সফরকারীদের ইনিংস। নাইম হাসানের পঞ্চম শিকার হয়ে মারুমা বিদায় নেন ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করে। ৫৮ তম ওভারের করা তাইজুলের তৃতীয় বলটিতে শুমা এলবিডব্লিউর শিকার হলে ১৮৯ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ইনিংস ও ১০৬ রানে হারিয়ে বাংলাদেশ পায় টেস্ট ইতিহাসে নিজেদের দ্বিতীয় ইনিংস ব্যবধানে জয়।

এটি টেস্ট ইতিহাসে বাংলাদেশের ১৪ তম জয়, ইনিংস ব্যবধানে ২য় জয়, জিম্বাবুয়ের বিপক্ষে ৭ম জয়। অধিনায়ক মুমিনুল হকের অধীনে বাংলাদেশের ১ম জয়ও এটি।

সংক্ষিপ্ত স্কোরঃ

জিম্বাবুয়ে ২৬৫/১০ ও ১৮৯/১০ (৫৭.৩), ম্যাসভাউর ০, কাসুজা ১০, টিরিপানো ০, টেইলর ১৭, আরভিন ৪৩, সিকান্দার ৩৭, মারুমা ৪১, চাকাভা ১৮, লোভু ৪, শুমা ৩, নিয়াউচি ৭*; নাইম ২৪-৬-৮২-৫, তাইজুল ২৪.৩-৭-৭৮-৪।

বাংলাদেশ ৫৬০/৬ (১৫৪ ওভারে ইনিংস ঘোষণা), তামিম ৪১, সাইফ ৮, শান্ত ৭১, মুমিনুল ১৩২, মুশফিক ২০৩*, মিঠুন ১৭, লিটন ৫৩, তাইজুল ১৪*; টিরিপানো ৩০-৬-৯৬-১, নিয়াউই ২৭-৩-৮৭-১, সিকান্দার ৩০-২-১১১-১, শুমা ২৫-২-৮৫-১, লোভু ৪২-৪-১৭০-২।

ফলাফলঃ বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জয়ী।