ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নাদিহা আলীর মৃত্যতে বসুন্ধরা পরিবারের শোক” বিএনপিই দেশের প্রথম কিংস পার্টি, সুবিধাবাদী বুদ্ধিজীবীদের মুখোশ উন্মোচিত : তথ্যমন্ত্রী বাকেরগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক।। “শালবন ইকো রিসোর্ট অংশ নিচ্ছে ২২তম রিয়েল এস্টেট এক্সপো তে” “সিটি গ্রুপ নারী কাবাডি লিগে পুলিশ চ্যাম্পিয়ন” গজারিয়ায় ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে এক প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ উঠেছে গজারিয়া উপজেলা সরকারি দুই দপ্তরের দুই কর্মকর্তার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীর নৌকার বাইরে কাজ করার কোন সুযোগ নেই : কৃষিমন্ত্রী টাঙ্গাইল জেলা মানবাধিকার সংস্থার সভাপতি মেনন, সম্পাদক ডা. স্বপন মতলবে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে খোলা আকাশে নিচে বসবাস

মাদকের বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

মাতৃভূমির খবর ডেস্কঃ  মাদকের বিরুদ্ধের সামাজিক বিপ্লব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। সেই সাথে তিনি বলেন, মেধা কর্ম ও সততা দিয়ে দেশ ও জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। 

আরো পড়ুন: করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সমাবর্তনে রাষ্ট্রপতি বলেন, সর্বনাশা মাদকে পুরো দেশ ছেয়ে গেছে। তা ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়েও। তাই যেভাবেই হোক দেশকে মাদকমুক্ত করতে হবে। তা না হলে আমার দেশ ধ্বংস হয়ে যাবে।

তিনি বলেন, দেশের যেসব স্থান দিয়ে বাংলাদেশে মাদক প্রবেশ করে তার মধ্যে কুমিল্লাও আছে। আমি এখানকার জনপ্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সকলের প্রতি আহ্বান জানাবো মাদক প্রতিরোধে এক হয়ে কাজ করতে হবে।

বক্তব্যের শুরুতে কুমিল্লার ইতিহাস ঐতিহ্যের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ইতিহাস-ঐতিহ্য ও শিক্ষায় সমৃদ্ধ জেলা কুমিল্লা। মহান মুক্তিযুদ্ধে কুমিল্লার বীরত্বপূর্ণ অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কুমিল্লার শালবন বিহার, ময়মনামতি যুদ্ধসমাধি সবকিছু ইতিহাসের স্বাক্ষী হয়ে আছে। কুমিল্লার বিখ্যাত খাদি কাপড় ও রসমলাইয়ের রয়েছে অনেক সুনাম।

শিক্ষার্থীদের দেশের উচ্চতর মানবসম্পদ উল্লেখ করে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তোমাদের ওপর। শুধু নিজেকে নিয়ে নয়; মানুষ ও সমাজের কথা ভাবতে হবে। দেশের কল্যাণে কাজ করতে হবে। আমাদের এবারের সংগ্রাম- সোনার বাংলাদেশ গড়ার সংগ্রাম।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ১৩ বছর পর অনুষ্ঠিত প্রথম সমাবর্তনে সমাবর্তন বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপ মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রফের কাজী শহীদুল্লাহ।

সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০০৬-০৭ শিক্ষাবর্ষ থেকে ২০১৩-১৪ ও স্নাতকোত্তর ২০১১-১২ শিক্ষাবর্ষের ৫৬৪৮ জন শিক্ষার্থীকে ডিগি প্রদান করেন। এ ছাড়াও তিনি ১৪ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করেন।

Tag :

জনপ্রিয় সংবাদ

“নাদিহা আলীর মৃত্যতে বসুন্ধরা পরিবারের শোক”

মাদকের বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট টাইম ১২:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০

মাতৃভূমির খবর ডেস্কঃ  মাদকের বিরুদ্ধের সামাজিক বিপ্লব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। সেই সাথে তিনি বলেন, মেধা কর্ম ও সততা দিয়ে দেশ ও জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। 

আরো পড়ুন: করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সমাবর্তনে রাষ্ট্রপতি বলেন, সর্বনাশা মাদকে পুরো দেশ ছেয়ে গেছে। তা ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়েও। তাই যেভাবেই হোক দেশকে মাদকমুক্ত করতে হবে। তা না হলে আমার দেশ ধ্বংস হয়ে যাবে।

তিনি বলেন, দেশের যেসব স্থান দিয়ে বাংলাদেশে মাদক প্রবেশ করে তার মধ্যে কুমিল্লাও আছে। আমি এখানকার জনপ্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সকলের প্রতি আহ্বান জানাবো মাদক প্রতিরোধে এক হয়ে কাজ করতে হবে।

বক্তব্যের শুরুতে কুমিল্লার ইতিহাস ঐতিহ্যের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ইতিহাস-ঐতিহ্য ও শিক্ষায় সমৃদ্ধ জেলা কুমিল্লা। মহান মুক্তিযুদ্ধে কুমিল্লার বীরত্বপূর্ণ অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কুমিল্লার শালবন বিহার, ময়মনামতি যুদ্ধসমাধি সবকিছু ইতিহাসের স্বাক্ষী হয়ে আছে। কুমিল্লার বিখ্যাত খাদি কাপড় ও রসমলাইয়ের রয়েছে অনেক সুনাম।

শিক্ষার্থীদের দেশের উচ্চতর মানবসম্পদ উল্লেখ করে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তোমাদের ওপর। শুধু নিজেকে নিয়ে নয়; মানুষ ও সমাজের কথা ভাবতে হবে। দেশের কল্যাণে কাজ করতে হবে। আমাদের এবারের সংগ্রাম- সোনার বাংলাদেশ গড়ার সংগ্রাম।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ১৩ বছর পর অনুষ্ঠিত প্রথম সমাবর্তনে সমাবর্তন বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপ মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রফের কাজী শহীদুল্লাহ।

সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০০৬-০৭ শিক্ষাবর্ষ থেকে ২০১৩-১৪ ও স্নাতকোত্তর ২০১১-১২ শিক্ষাবর্ষের ৫৬৪৮ জন শিক্ষার্থীকে ডিগি প্রদান করেন। এ ছাড়াও তিনি ১৪ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করেন।