ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে তৃনমূল মানুষের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান চন্দনাইশে চট্টগ্রাম দক্ষিণ জেলা নিকাহ্ রেজিষ্ট্রার ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্টিত বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগ ও ছাত্র-সংসদ কতৃৃক শেখ হাসিনাতেই আস্থা” শীর্ষক কমর্শালা অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া মনস্ক প্রজন্ম গঠনে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন ভূমিকা রাখছে- আ জ ম নাছির উদ্দীন টাঙ্গাইলে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত বাকেরগঞ্জে বিভিন্ন দলের শতাধিক কর্মী জাতীয় পার্টিতে যোগদান। টাঙ্গাইলে লৌহজং নদী দখল ও দূষণ রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যায়ে নৌকায় ভোট দিন : আব্দুল হাফিজ মল্লিক।। মুন্সীগঞ্জ-৩ আসনে এক প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ উঠেছে গজারিয়া উপজেলা সরকারি দুই দপ্তরের দুই কর্মকর্তার বিরুদ্ধে “বিএনপি চরম মানবাধিকার লঙ্ঘনকারী : তথ্যমন্ত্রী”

মধুচন্দ্রিমায় মাতাল হয়ে হোটেল কিনলেন তাঁরা!

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ের পরই মধুচন্দ্রিমায় গিয়েছিলেন জিনা লায়নস ও মার্ক লি দম্পতি। মধুচন্দ্রিমা কাটাতে তাঁরা গিয়েছিলেন শ্রীলঙ্কায়, উঠেছিলেন এক হোটেলে। রাতে সমুদ্রসৈকতে বসে দুজনে একটু বেশিই পান করেছিলেন। আর তাতেই ঝামেলা বেঁধে গেল। আবেগে এই দম্পতি জানিয়ে দিলেন, পুরো হোটেলটাই কিনে ফেলবেন তাঁরা! কথামতো কাজও হলো। এবার অর্থের টানাটানিতে পড়েছেন জিনা ও মার্ক।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর জানিয়েছে, যুক্তরাজ্যের নাগরিক জিনা লায়নস ও মার্ক লি। থাকেন তাঁরা লন্ডনে। গত বছরের জুনে তাঁরা বিয়ে করেন। মধুচন্দ্রিমা কাটাতে শ্রীলঙ্কা গিয়ে এমন কাজ করে বসেন তাঁরা। শ্রীলঙ্কায় যাওয়ার পর প্রথমেই সমুদ্রসৈকতের কাছাকাছি একটি হোটেলে ওঠেন তাঁরা। সেই দিন রাতে বেশ মদ পান করেছিলেন জিনা ও মার্ক। ১২ গ্লাস রাম খাওয়ার পর তাঁদের মনে হয় যে, যে হোটেলে থাকছেন, সেটি কিনে ফেললে দারুণ হবে!

ভাবামাত্রই শুরু হয়ে গেল কাজ। মাতাল অবস্থাতেই খোঁজ নিতে শুরু করে এই দম্পতি। জানা যায়, খুব দ্রুতই এই হোটেলের ইজারার মেয়াদ ফুরোবে। নতুন করে ইজারা নিতে গেলে দিতে হবে ৩০ হাজার পাউন্ড। তখনই হোটেলটি কিনে ফেলার সিদ্ধান্ত নেন তাঁরা।

জিনা বলেন, ‘আমরা সৈকতে বসে যখন রাম পান করছিলাম, তখন আমরা জানতে পারি শিগগিরই হোটেলটির জমির ইজারার মেয়াদ ফুরিয়ে যাবে। প্রতি বছরের ইজারার জন্য দিতে হবে ১০ হাজার পাউন্ড। আমরা এতই মাতাল ছিলাম যে, ঠিক করে ফেলি হোটেলটি কিনে নেব।’ ওই অবস্থাতেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায় বলে জানান জিনা।

পরের দিন লেনদেন নিয়ে কথা বলতে যান মার্ক-জিনা। সেখানে গিয়ে আবার রাম পান করতে থাকেন তাঁরা। মাতাল হন আবারও। দরকষাকষির পর তিন বছরের জন্য ৩০ হাজার পাউন্ড দেওয়ার চুক্তি হয়, এককালীন অর্থ পরিশোধও করা হয়ে যায়।

চলতি বছরের ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে হোটেলের মালিকানা বুঝে পেয়েছেন মার্ক ও জিনা। শুরুতে গ্রাহক মিলছে ভালোই। জিনা জানান, এমন ঘটনায় আত্মীয়স্বজন তাঁদের ‘আহাম্মক’ বলে অভিহিত করছে।

এ ঘটনায় মার্ক-জিনা দম্পতি সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি স্ট্যাটাসও দিয়েছেন। আপাতত তাঁরা ঠিক করেছেন, হোটেলের ইজারার মেয়াদ বাড়ানোর আলোচনায় অবশ্যই সুস্থ ও ঠান্ডা মাথায় অংশ নিতে হবে।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে তৃনমূল মানুষের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান

মধুচন্দ্রিমায় মাতাল হয়ে হোটেল কিনলেন তাঁরা!

আপডেট টাইম ০৫:৪১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ের পরই মধুচন্দ্রিমায় গিয়েছিলেন জিনা লায়নস ও মার্ক লি দম্পতি। মধুচন্দ্রিমা কাটাতে তাঁরা গিয়েছিলেন শ্রীলঙ্কায়, উঠেছিলেন এক হোটেলে। রাতে সমুদ্রসৈকতে বসে দুজনে একটু বেশিই পান করেছিলেন। আর তাতেই ঝামেলা বেঁধে গেল। আবেগে এই দম্পতি জানিয়ে দিলেন, পুরো হোটেলটাই কিনে ফেলবেন তাঁরা! কথামতো কাজও হলো। এবার অর্থের টানাটানিতে পড়েছেন জিনা ও মার্ক।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর জানিয়েছে, যুক্তরাজ্যের নাগরিক জিনা লায়নস ও মার্ক লি। থাকেন তাঁরা লন্ডনে। গত বছরের জুনে তাঁরা বিয়ে করেন। মধুচন্দ্রিমা কাটাতে শ্রীলঙ্কা গিয়ে এমন কাজ করে বসেন তাঁরা। শ্রীলঙ্কায় যাওয়ার পর প্রথমেই সমুদ্রসৈকতের কাছাকাছি একটি হোটেলে ওঠেন তাঁরা। সেই দিন রাতে বেশ মদ পান করেছিলেন জিনা ও মার্ক। ১২ গ্লাস রাম খাওয়ার পর তাঁদের মনে হয় যে, যে হোটেলে থাকছেন, সেটি কিনে ফেললে দারুণ হবে!

ভাবামাত্রই শুরু হয়ে গেল কাজ। মাতাল অবস্থাতেই খোঁজ নিতে শুরু করে এই দম্পতি। জানা যায়, খুব দ্রুতই এই হোটেলের ইজারার মেয়াদ ফুরোবে। নতুন করে ইজারা নিতে গেলে দিতে হবে ৩০ হাজার পাউন্ড। তখনই হোটেলটি কিনে ফেলার সিদ্ধান্ত নেন তাঁরা।

জিনা বলেন, ‘আমরা সৈকতে বসে যখন রাম পান করছিলাম, তখন আমরা জানতে পারি শিগগিরই হোটেলটির জমির ইজারার মেয়াদ ফুরিয়ে যাবে। প্রতি বছরের ইজারার জন্য দিতে হবে ১০ হাজার পাউন্ড। আমরা এতই মাতাল ছিলাম যে, ঠিক করে ফেলি হোটেলটি কিনে নেব।’ ওই অবস্থাতেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায় বলে জানান জিনা।

পরের দিন লেনদেন নিয়ে কথা বলতে যান মার্ক-জিনা। সেখানে গিয়ে আবার রাম পান করতে থাকেন তাঁরা। মাতাল হন আবারও। দরকষাকষির পর তিন বছরের জন্য ৩০ হাজার পাউন্ড দেওয়ার চুক্তি হয়, এককালীন অর্থ পরিশোধও করা হয়ে যায়।

চলতি বছরের ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে হোটেলের মালিকানা বুঝে পেয়েছেন মার্ক ও জিনা। শুরুতে গ্রাহক মিলছে ভালোই। জিনা জানান, এমন ঘটনায় আত্মীয়স্বজন তাঁদের ‘আহাম্মক’ বলে অভিহিত করছে।

এ ঘটনায় মার্ক-জিনা দম্পতি সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি স্ট্যাটাসও দিয়েছেন। আপাতত তাঁরা ঠিক করেছেন, হোটেলের ইজারার মেয়াদ বাড়ানোর আলোচনায় অবশ্যই সুস্থ ও ঠান্ডা মাথায় অংশ নিতে হবে।