ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।। বরিশালে সুলভ মুল্যে বসুন্ধরা পন্য পেয়ে ক্রেতারা খুশী। বাবুগঞ্জে স্কুল ছুটির পরে বাড়ি যাওয়ার সময় দুই শিক্ষার্থী নিখোঁজ। আমার বাবাও মায়ের দেওয়া উপদেশ বড়দের সম্মান কর ছোটদের স্নেহ করো। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈশাখী নারী উদ্যোক্তা মেলা শুরু। টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু বাকেরগঞ্জে প্রধান মন্ত্রীর ছবি ব্যঙ্গক্তি করে ফেসবুকে পোস্ট করায় হায়দর সিপাই গ্রেফতার। বাকেরগঞ্জে স্ত্রীর দায়ের কৃত মামলায় স্বামী পারভেজ খান গ্রেফতার।। বাকেরগঞ্জে তরমুজ চাষী হত্যা চেষ্টা মামলার আসামী রুদ্র গাজী গ্রেফতার টাঙ্গাইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে বিশ্বের

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি আরও ‘দরিদ্র ও বিপজ্জনক’ হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ২০২০ সাল নাগাদ বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমতে পারে শূন্য দশমিক ৮০ শতাংশ। সংস্থাটি তাদের সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক মূল্যায়নে এ বিষয়ে সতর্ক করেছে।

বিশ্ব অর্থনীতির পরিস্থিতি নিয়ে এক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আইএমএফ। চলতি বছর ও আগামী বছরের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসও কমিয়েছে সংস্থাটি। তারা মনে করছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ধুন্ধুমার বাণিজ্যযুদ্ধের কারণে অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে চোখে পড়ার মতো খাদ তৈরি হবে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইএমএফের প্রধান অর্থনীতিবিদ মরিস ওবস্টফেল্ড বলেন, আরও বাণিজ্য বাধা আরোপ করা হলে অর্থনীতি, ব্যবসা ও সামষ্টিক অর্থনীতিতে ব্যাপক আঘাত আসবে। তিনি আরও বলেন, বাণিজ্যনীতি রাজনীতিতে প্রতিফলিত হয়। অনেক দেশই রাজনৈতিকভাবে এখন অস্থিতিশীল। এতে ঝুঁকি বেশি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ৬০ বিলিয়ন ডলার আমদানিতে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। এর মধ্যে রয়েছে তরল প্রাকৃতিক গ্যাস। এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র নতুন করে ২০০ বিলিয়ন ডলার চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করে। এর জবাবেই ওই সিদ্ধান্ত নেয় চীন।

চীনের শুল্ক আরোপের পর এক টুইটে ট্রাম্প আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রভাব না ফেলতে বেইজিংকে সতর্ক করে দেন।

গত জুলাইয়ে চলতি বছর ও আগামী বছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৯ শতাংশ হবে বলে পূর্বাভাস দেয় আইএমএফ। এবার তা কমিয়েছে তারা। সংস্থাটি মনে করছে, চলতি বছর ও আগামী বছর ৩ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে। মূলত ইউরোজোনের শ্লথ প্রবৃদ্ধি ও উদীয়মান বাজার অর্থনীতির দেশগুলোতে অস্থিতিশীলতা থাকায় এই প্রবৃদ্ধি কমবে। ব্যাপক মূল্যস্ফীতিতে থাকায় ভেনেজুয়েলা ও আর্জেন্টিনার অর্থনীতি বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

২০১৯ সালে বাণিজ্যযুদ্ধের নেতিবাচক প্রভাব পড়বে যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনীতিতে। প্রবৃদ্ধি কমবে দুটি দেশেরই। আইএমএফের প্রধান অর্থনীতিবিদ বলছেন, এই দুই দেশ কোনো সমঝোতায় না গেলে বিশ্ব অর্থনীতি আরও দরিদ্র ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। ২০১৯ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৫ শতাংশের নিচে, যা এখন ৬ দশমিক ২ শতাংশ।

২০১৯ সালে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে দেড় শতাংশ। চলতি বছরে হতে পারে ১ দশমিক ৪ শতাংশ।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।।

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে বিশ্বের

আপডেট টাইম ১০:৪২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি আরও ‘দরিদ্র ও বিপজ্জনক’ হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ২০২০ সাল নাগাদ বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমতে পারে শূন্য দশমিক ৮০ শতাংশ। সংস্থাটি তাদের সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক মূল্যায়নে এ বিষয়ে সতর্ক করেছে।

বিশ্ব অর্থনীতির পরিস্থিতি নিয়ে এক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আইএমএফ। চলতি বছর ও আগামী বছরের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসও কমিয়েছে সংস্থাটি। তারা মনে করছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ধুন্ধুমার বাণিজ্যযুদ্ধের কারণে অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে চোখে পড়ার মতো খাদ তৈরি হবে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইএমএফের প্রধান অর্থনীতিবিদ মরিস ওবস্টফেল্ড বলেন, আরও বাণিজ্য বাধা আরোপ করা হলে অর্থনীতি, ব্যবসা ও সামষ্টিক অর্থনীতিতে ব্যাপক আঘাত আসবে। তিনি আরও বলেন, বাণিজ্যনীতি রাজনীতিতে প্রতিফলিত হয়। অনেক দেশই রাজনৈতিকভাবে এখন অস্থিতিশীল। এতে ঝুঁকি বেশি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ৬০ বিলিয়ন ডলার আমদানিতে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। এর মধ্যে রয়েছে তরল প্রাকৃতিক গ্যাস। এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র নতুন করে ২০০ বিলিয়ন ডলার চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করে। এর জবাবেই ওই সিদ্ধান্ত নেয় চীন।

চীনের শুল্ক আরোপের পর এক টুইটে ট্রাম্প আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রভাব না ফেলতে বেইজিংকে সতর্ক করে দেন।

গত জুলাইয়ে চলতি বছর ও আগামী বছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৯ শতাংশ হবে বলে পূর্বাভাস দেয় আইএমএফ। এবার তা কমিয়েছে তারা। সংস্থাটি মনে করছে, চলতি বছর ও আগামী বছর ৩ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে। মূলত ইউরোজোনের শ্লথ প্রবৃদ্ধি ও উদীয়মান বাজার অর্থনীতির দেশগুলোতে অস্থিতিশীলতা থাকায় এই প্রবৃদ্ধি কমবে। ব্যাপক মূল্যস্ফীতিতে থাকায় ভেনেজুয়েলা ও আর্জেন্টিনার অর্থনীতি বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

২০১৯ সালে বাণিজ্যযুদ্ধের নেতিবাচক প্রভাব পড়বে যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনীতিতে। প্রবৃদ্ধি কমবে দুটি দেশেরই। আইএমএফের প্রধান অর্থনীতিবিদ বলছেন, এই দুই দেশ কোনো সমঝোতায় না গেলে বিশ্ব অর্থনীতি আরও দরিদ্র ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। ২০১৯ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৫ শতাংশের নিচে, যা এখন ৬ দশমিক ২ শতাংশ।

২০১৯ সালে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে দেড় শতাংশ। চলতি বছরে হতে পারে ১ দশমিক ৪ শতাংশ।